Premeium Nutrition Supplement

Premeium Nutrition Supplement Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Premeium Nutrition Supplement, Digital creator, Pabna.
(1)

17/11/2023

✅ ধন্যবাদ Prince Mamun ভাই 🥰
✅আমাদের উপর আস্থা রাখার জন্য 🥰
মামুন ভাইয়ের সাথে আপনিও মো^টা এবং হেলদি
হতে চাইলে এখনি অর্ডা^র করে পেলুন আমাদের
ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট
💬অর্ডার করতে ক্লিক করুন মেসেজ অপশনে

আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট এর কাস্টমার রিভিউ
10/11/2023

আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট এর কাস্টমার রিভিউ

আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট এর কাস্টমার রিভিউ
10/11/2023

আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট এর কাস্টমার রিভিউ

04/11/2023

🌿 'চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন❓
➡️আর নয় ভাবনা🚫
🌿 সম্পূর্ণ ☘️ন্যাচারাল🍀 উপায়ে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া নিজেকে করে তুলুন ফিট ও স্মার্ট (স্থায়ী ভাবে)

💪সুস্বা'স্থ্য থাকুন সব সময়।

🍀যারা শারীরিক ভাবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা একে'রারেই কম।

♻️তাদের জন্য আমাদের প্রাকৃতিক উপাদানে তৈরি ন্যাচারাল হেলথ সাপ্রিমেন্ট প্রোডাক্টটি যার
কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

💠100% কার্যকর অরিজিনাল পণ্য।
💠এটি নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান কার্য'করী।
♻️এটির কার্যকরীতা:-
▪️স্থায়ীভাবে সুস্বাস্থ্য প্রদান করে।
▪️ক্যালসিয়াম এর অভাব পূরন করে।
▪️হজম শক্তি বৃদ্ধি করে।
▪️শরীরের দুর্বলতা দূর করে।
▪️বডি শেল উন্নত করে।
▪️মাশেল তৈরি করে।
▪️রুচিশীল এবং পুষ্টিকর করে।

*বিঃদ্রঃ এটি সেবনে আলাদা ভাবে কোনো ডায়েট, এক্সেরসাইজ করতে হবে না।
* এটি বাংলাদেশ বিএসটিআই কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি তাই কোনো ধরণের সাইড ই-ফেক্ট নেই।

🔛 অর্ডার করতে পেইজে মেসেজ করুন 🔛

27/10/2023

🔸 ধন্যবাদ সায়েম ভাইয়া 🥰
🔸 আমাদের উপর আ'স্থা রাখার জন্য🔸
সায়েম ভাইয়ের সাথে আপনি ও মোটা এবং হে'লদি হতে চাইলে এখনি অর্ডার করে ফেলুন আমাদের ন্যা'চারল হে'লথ্ সাপ্লিমেন্ট।
💬অর্ডার করতে ক্লিক করুন মেসেজ অপশনে।

25/10/2023
❌️❌️❌️❌️সতর্কতামূলক পোস্ট:-❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️নকল পণ্য হইতে সাবধান! নকল হইতে সাবধান! অনলাইনে কিছু অসাধু...
25/10/2023

❌️❌️❌️❌️সতর্কতামূলক পোস্ট:-
❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️
নকল পণ্য হইতে সাবধান! নকল হইতে সাবধান! অনলাইনে কিছু অসাধু ব্যবসায়ী লেমন জুসের হুবহু কপি পণ্য বের করে বাজারে ছেড়েছে। তারা আমাদের বিভিন্ন পেজ থেকে পোস্ট ভিডিও চুরি করে তাদের পেজে আপলোড করে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। ৬০০ ৭০০ টাকার ভেজাল উপাদান দিয়ে আপনার এবং আপনার পরিবারের ক্ষতির জন্য এরা মাঠে নেমেছে। তারা আমাদের এলেট কর্পোরেশনের ট্রেড র্মাক এবং লাইসেন্স নম্বর ব্যবহার করে অসাধু উপায়ে অনেক মানুষের ক্ষতি করছে। তারা বহু পেজ খুলে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। এদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে কিংবা সমস্যায় পড়লে তা একান্ত আপনার দায়িত্ব। এইটা নিয়ে অলরেডি থানায় জিডি করা হয়েছে। খুব শীঘ্রই সকল অসাধু ব্যবসায়ীরা ধরা পড়বে ইনশাআল্লাহ।
আপনাদের সচেতন থাকার জন্য আহবান করছি।

📌সঠিক জিনিস খেয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন । ভালো জিনিস খেয়ে বেঁচে থাকুন ,সুখে থাকুন। সব সময় একটা কথা মনে রাখবেন ভালো জিনিসের দাম কখনো অল্প হয় না। অনেক অসাধু ব্যবসায়ী অল্প দামে পণ্য বিক্রি করছে যার কারণে আমাদের প্রোডাক্ট কেউ নিতে আসে না দাম বেশি বলে।

25/10/2023

আজকের অর্ডার সব ডেলিভারির জন্য রেডি।🥰 আলহামদুলিল্লাহ আজকে ১০০০ অধিক প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে। সবাইকে ধন্যবাদ🥰

আনারস রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল। ফলটিতে আঁশ ও ক্যালোরি ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়া...
25/10/2023

আনারস রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল। ফলটিতে আঁশ ও ক্যালোরি ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। কলস্টেরল ও চর্বিমুক্ত বলে স্বাস্থ্য সুরক্ষায় এর জুড়ি নেই। আসুন জেনে নিই আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে।

আনারস মিষ্টি, রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল যা মানব দেহের জন্য অনেক উপকারি। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। ফলটিতে প্রচুর পরিমাণে আঁশ ও ক্যালোরি রয়েছে। এটি কলস্টেরল ও চর্বিমুক্ত। তাই স্বাস্থ্য সুরক্ষায় এ ফলের জুড়ি নেই। আসুন জেনে নিই আনারসের উপকারিতা সম্পর্কে-

১। পুষ্টির অভাব পূরণে:

পুষ্টিগুণে ভরপুর ফলের নাম আনারস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস রয়েছে। এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

২। হজমশক্তিকে উন্নত করতে:

আমাদের হজমশক্তি বৃদ্ধি করতেও আনারসের জুড়ি নেই। আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে যা হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে। তাই বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে।

৩। ভাইরাসজনিত ঠাণ্ডা ও কাশি প্রতিরোধে:

আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠাণ্ডা ও কাশি প্রতিরোধে ভুমিকা রাখে। তাছাড়া জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী। এছাড়া নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা এবং ব্রংকাইটিসের বিকল্প ওষুধ হিসাবে আনারসের রস খেতে পারেন।

৪। শরীরের ওজন কমাতে সহায়তা:

আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এছাড়া এতে কোন ফ্যাট না থাকায় পরিমিত পরিমানে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সহায়ক হতে পারে। আনারস তাই আপনার ওজন নিয়ন্ত্রণের পথ্য হতে পারে। দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল। ফলে শিরা-ধমনির মধ্য দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে।

৫। দাঁত ও মাড়ি সুরক্ষায়:

আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে। নিয়মিত আনারস খেলে দাঁতে জীবাণুর সংক্রমণ কম হয় ফলে দাঁত ঠিক থাকে। এছাড়া মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে।

৬। চোখের যত্নে আনারস:

আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ “ম্যাক্যুলার ডিগ্রেডেশন”রোগটি হওয়া থেকে আমাদের রক্ষা করে। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এ রোগ হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ পর্যন্ত কমে যায়। ফলে সুস্থ থাকে আমাদের চোখ।

৭। ত্বকের যত্নে আনারস:

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে যা আমাদের শক্তির যোগান দেয়। এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায়। এছাড়া দেহের তৈলাক্ত ত্বক, ব্রণসহ সব রূপলাবণ্যে আনারসের যথেষ্ট কদর রয়েছে।

৮। হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ:

আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত। তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনও রোগ প্রতিরোধ করা সম্ভব।

৯। ক্রিমিনাশক হিসেবে:

ক্রিমিনাশক হিসেবে আনারসের রস ভালো কাজ করে। নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যেই কৃমির উৎপাত বন্ধ হয়ে যায়। কৃমি দূর করতে সকালবেলায় ঘুম থেকে জেগে খালি পেটে আনারস খাওয়া উচিত।

১০। ক্যান্সার প্রতিরোধী:

ফ্রি-রেডিকেল বা মুক্ত মুলক মানবদেহের কোষের উপর বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে ফলে ক্যান্সার এবং হৃদরোগের মত মারাত্মক রোগ দেখা দিতে পারে। দেশী আনারসে আছে উচ্চ মাত্রায় পানিতে দ্রবনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-সি এবং পানিতে দ্রবনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি-রেডিকেল বা (মুক্ত মুলক) থেকে সুরক্ষা প্রদান করে। ফলে ক্যান্সার এবং হৃদরোগের মত মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে বাধাগ্রস্থ হয়।

আনারসের কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া

আনারসের অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা থাকলেও এটি সবার জন্য ঠিক স্যুট করে না। অনেকেরই আনারস এলার্জির সমস্যা যেমন বিভিন্ন ধরনের চুলকানি, ফুস্কুরি ইত্যাদি হতে পারে।
আনারসে রয়েছে প্রচুর পরিমানে প্রাকৃতিক চিনি যা ডায়বেটিস রোগীদের জন্য ক্ষতিকর। আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তের চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে সপ্তাহে ২ দিন খেতে পারেন।
আনারস একটি এসিডিক ফল। তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচন্ড ব্যথার তৈরী হতে পারে। আনারস আর দুধ এক সাথে খাওয়া যায় না, এটি একটি কুসংষ্কার। এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোন রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি যার ফলে এদেরকে এক সাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে। বর্তমানে অনেক খাবারেই দুধ ও আনারস একসাথে মেশানো হয় এবং সারা বিশ্বেই তা খাওয়া হয়। কোন গ্যাস্ট্রিকের রোগী যদি খালিপেটে আনারসের সাথে দুধ খায় তাহলে তাঁর পেটে প্রচন্ড ব্যথার "ফুড ট্যাবু" এর উদ্ভব হতে পারে।
রক্ত তরল করার জন্য যে ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয়ে থাকে। এই ফল দেহে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে বাঁধা প্রদান করে থাকে। তাই যাদের আনারস খেলে এ সকল সমস্যায় ভুগেন তারা অবশ্যই আনারস থেকে দূরে থাকবেন।


পুষ্টিসাধন সহ দেহকে সুস্থ রাখতে আনারস একটি অতুলনীয় ও কার্যকরী ফল। এটি দামেও সস্তা এবং সহজলভ্য। এছাড়া এর বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোন একটি ফল থাকলে মন্দ হয়না। তাই চাইলেই প্রতিদিনের খাবারে আনারস রাখা যেতেই পারে।

‼️সকালে খালি পেটে পানি পান করলে তা নতুন রক্তকোষ তৈরি করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এ ছাড়াও শরীর থেকে...
25/10/2023

‼️সকালে খালি পেটে পানি পান করলে তা নতুন রক্তকোষ তৈরি করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এ ছাড়াও শরীর থেকে রক্তের দূষিত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। যে কারণে ওজন নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়। এ ছাড়া বাতের ব্যথা ও কিডনির সমস্যা কমাতেও সাহায্য করে সকালবেলা খালি পেটে পানি পান করার অভ্যাস।

আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিও।
25/10/2023

আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিও।

প্রতিদিন ব্যায়াম করলে আপনি কি কি উপকারিতা পাবেন:-১) রোগ প্রতিরোধ করে রোগ মানুষের সবচেয়ে বড় শত্রু। ...২) সহনশক্তি বাড়...
25/10/2023

প্রতিদিন ব্যায়াম করলে আপনি কি কি উপকারিতা পাবেন:-

১) রোগ প্রতিরোধ করে রোগ মানুষের সবচেয়ে বড় শত্রু। ...
২) সহনশক্তি বাড়ায় এটি মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। ...
৩) ব্যায়াম মনকে চাঙ্গা করে ...
৪) ওজন নিয়ন্ত্রণ করে ...
৫) শরীরের নমনীয়তা বাড়ায় ...
৬) শরীরকে করে শক্তিশালী ...
৭) কর্মস্পৃহা বাড়ায় ...
৮) যৌন জীবনের জন্য উপকারী

📌হার্ট সুস্থ রাখে পটাশিয়ামে ভরপুর কালো জাম, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। এই ফলটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের মত...
25/10/2023

📌হার্ট সুস্থ রাখে পটাশিয়ামে ভরপুর কালো জাম, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। এই ফলটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের মতো রোগব্যাধি প্রতিরোধ করে। এর পাশাপাশি ধমনীও সুস্থ রাখে। মাড়ি ও দাঁত মজবুত করে কালো জাম মাড়ি ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী।

আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটাম...
25/10/2023

আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ আরও কত কী যে আছে, যা নানাভাবে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

আলহামদুলিল্লাহ কাস্টমারের পরিবর্তন দেখে আমরাও খুশি।
25/10/2023

আলহামদুলিল্লাহ কাস্টমারের পরিবর্তন দেখে আমরাও খুশি।

ওজন বাড়ান ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খেয়ে ৮ থেকে ১০ কেজি, প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আমাদের পেজে যোগাযোগ করুন
25/10/2023

ওজন বাড়ান ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খেয়ে ৮ থেকে ১০ কেজি, প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আমাদের পেজে যোগাযোগ করুন

📌 লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে : লেবুর পানি লিভারে থাকা পরিপাক সংক্রান্ত এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে। ফলে খাব...
25/10/2023

📌 লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে : লেবুর পানি লিভারে থাকা পরিপাক সংক্রান্ত এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে। ফলে খাবার সহজে হজম হয়। কোষ্ঠকাঠিন্য ও হজম সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা পেতে লেবুর উপকারিতা অনস্বীকার্য। লেবু রক্তের অক্সিজেন পরিবহনের মাত্রাও বাড়িয়ে দেয়।

আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকী ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা ...
25/10/2023

আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকী ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। প্রতিদিন সকালে আমলকীর জুস খাওয়া পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে। আমলকী শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং ওজন কমায়।

📌 কিন্তু কলা খুবই পুষ্টিকর একটি ফল। রক্তচাপ ঠিক রাখা থেকে শুরু করে হৃদরোগের সমস্যা সবই দূরে রাখে কলা। এছাড়াও পাকা হলুদ ...
25/10/2023

📌 কিন্তু কলা খুবই পুষ্টিকর একটি ফল। রক্তচাপ ঠিক রাখা থেকে শুরু করে হৃদরোগের সমস্যা সবই দূরে রাখে কলা। এছাড়াও পাকা হলুদ কলায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের নানা উপকার করে। পানির চাহিদা পূরণে কলা: আগের রাতে বেশি তেল মসলাদার খাবার খাওয়া হলে পরের দিনও তার একটা প্রভাব থেকে যায়।

আমরা সারা বাংলাদেশে ফাটাও কুরিয়ার মাধ্যমে  হোম ডেলিভারি করে থাকি
25/10/2023

আমরা সারা বাংলাদেশে ফাটাও কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি

আমাদের সকল পণ্য নিতে চাইলে যোগাযোগ করুন ইনবক্সে, ধন্যবাদ।
25/10/2023

আমাদের সকল পণ্য নিতে চাইলে যোগাযোগ করুন ইনবক্সে, ধন্যবাদ।

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Premeium Nutrition Supplement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Premeium Nutrition Supplement:

Videos

Share


Other Digital creator in Pabna

Show All