01/10/2024
দেশের স্বার্থেই সাকিবকে খেলতে দেয়া উচিৎ?
সাকিব আল হাসান আর কিছুদিন দেশের হয়ে খেলতে পারলে ক্রিকেট ইতিহাসের একমাত্র হিসেবে বিরল কিছু রেকর্ড গড়ে যেতে পারতেন যেগুলো টিকে থাকতো শত বছর! সেই রেকর্ড শত বছর টিকে থাকা মানে শত বছরই সাকিবের নামের সাথে বাংলাদেশের নাম আলোচনায় আসা তাও গর্বের সাথে!
বাংলাদেশের আর কোন মহামানব আছেন যিনি এমন কীর্তি গড়তে পারবেন যার জন্য অন্তত ১ টা বছর বিশ্বজুড়ে বাংলাদেশের নাম শত সহস্রবার উচ্চারিত হবে?
কিন্তু সাকিব আল হাসানকে যদি এখানেই থামিয়ে দেয়া হয় তাহলে সেটা সাকিবের চেয়ে বাংলাদেশেরই লস হবে বেশি। সেটা হয়তো রিযাসাদ আজিম, দেবুদা সহ আমাদের ক্রীড়া সাংবাদিকেরা ভাবতে চাচ্ছেন না!
তাই বলে কি উপদেষ্টা মহোদয় রা ভাববেন না? এজন্য তো আপনাদের সারাজীবন কথা শুনতে হবে! হবে না? সাকিব শাস্তি পেলে পাবে যদি খুন করে থাকে। দেশের ১৮ কোটি মানুষের ১৮ জনও কি বিশ্বাস করে সাকিব খুন করেছেন? এরকম মিথ্যা মামলা দিয়ে এরকম একজন ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়াটা ঠিক হবে কি?
বিরল বিরল যে ওয়ার্ল্ড রেকর্ডগুলো আর হবে না-
T-20 তে 3000+ Run + 150 Wickets
ODI তে 8000+ Run + 350 wickets
Test এ 5000+ Run + 250 wickets
রেকর্ড গুলি করতে প্রয়োজন
Test 400 run +8 wickets
ODI 430 run + 33 wickets
T-20 449 run + 1 wickets
এই রেকর্ড গুলি কয়েকটা ম্যাচ খেললে হতো। পৃথিবীর ইতিহাসে কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব ছিল না এই রেকর্ড ভাঙতে 😅💔😪
আমাদের দেশের মানুষের শুধু একটা কথা মনে রাখা উচিৎ - সাকিবের চেয়ে শতগুণ ক্রাইম করেছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগও এই দেশে ৫ কিংবা ১০ বছরের মধ্যে ফিরে আসবে জনগণই ফিরিয়ে আনবে। কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারের অসহযোগিতার কারণে সে আর কোনদিন ফিরে আসতে পারবে না।
(সংগৃহীত)
গোবর ভরা বাঙ্গালি হিংসা বিদ্বেস ছাড়া কিছুই চেনেনা!
.