চাটমোহর পোস্ট

চাটমোহর পোস্ট জানতে এবং জানাতে প্রাণান্তর প্রচেষ্টা....

 #ভোরবেলায়
07/01/2025

#ভোরবেলায়

05/01/2025

জিলাপি....

05/01/2025

শুভ সকাল....
(চাটমোহর, পাবনা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫)

শীত-কুয়াশা থেকে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রক্ষার চেষ্টা কৃষকের..... #শীত  #কুয়াশা  #বীজতলা  #চলনবিল
04/01/2025

শীত-কুয়াশা থেকে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রক্ষার চেষ্টা কৃষকের.....

#শীত #কুয়াশা #বীজতলা #চলনবিল

মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা...     ছবি : সাংবাদিক হাবিবুর রহমান
30/12/2024

মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা...



ছবি : সাংবাদিক হাবিবুর রহমান

25/12/2024

চাটমোহর রেলওয়ে স্টেশন

#চাটমোহর_রেলস্টেশন

যখন সন্ধ্যা নামে পাটে... #গোধূলী #চাটমোহর_পোস্ট
23/12/2024

যখন সন্ধ্যা নামে পাটে...

#গোধূলী
#চাটমোহর_পোস্ট

শুভ সকাল....(চাটমোহর, পাবনা। ২৩ ডিসেম্বর ২০২৪)
23/12/2024

শুভ সকাল....

(চাটমোহর, পাবনা। ২৩ ডিসেম্বর ২০২৪)

22/12/2024

#চলতে_চলতে

(চাটমোহর রেলবাজার টু চাটমোহর নতুন বাজার। ২২ ডিসেম্বর ২০২৪)

22/12/2024

শুভ সকাল....

চাটমোহরে 'বিক্ষত বড়ালের বয়ান' গীতিনাট্য প্রদর্শিতগতকাল শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাটমোহর নতুন বাজার জাদ্রিস মোড়ে বড়া...
22/12/2024

চাটমোহরে 'বিক্ষত বড়ালের বয়ান' গীতিনাট্য প্রদর্শিত

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাটমোহর নতুন বাজার জাদ্রিস মোড়ে বড়াল রক্ষা আন্দোলনের উদ্যোগে 'বিক্ষত বড়ালের বয়ান' নামে গীতিনাট্য প্রদর্শিত হয়েছে।

জনমত গঠন ও সচেতনামূলক "বিক্ষত বড়ালের বয়ান" গীতিনাট্যটি রচনা করেছেন ইশারত আলী।

আজ রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভা সদর সংলগ্ন বোঁথর খেয়াঘাটে ঐ গীতিনাট্য প্রদর্শিত হবে। প্রদর্শনিটি চলমান থাকবে বলে জানান বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক।

21/12/2024

ডিবি পুলিশ পাবনা ও চাটমোহর থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর চাটমোহর থানার চর-মথুরাপুর গ্রামের ০৯ বছরের শিশু কন্যা কল্পনা খাতুনকে নৃশংসভাবে হত্যা মামলার রহস্য উদঘাটন ও ০১ জন আসামী গ্রেফতার।
চাটমোহর থানার মামলা নং- ০৫, তারিখ- ১৪/১২/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ- চাটমোহর থানাধীন চর-মথুরাপুর গ্রামস্থ মোছাঃ তাছলিমা বেওয়া (৩৬), পিতা-মৃত তাজের খা, সাং-চর-মথুরাপুর বাঁধ, থানা-চাটমোহর, জেলা-পাবনা তার ০১টি ছেলে ও ০২টি মেয়ে সন্তান নিয়ে বসবাস করিতে ছিল। গত ০১ বছর পূর্বে তার স্বামী সাথে বিবাহ বিচ্ছেদ হয়। তার বড় মেয়ের বয়স অনুমান ১৩ বছর, ছোট মেয়ের বয়স ০৯ বছর। ছোট মেয়ে ভিকটিম কল্পনা খাতুন (০৯) গুনাইগাছা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। গত ইং-১৩/১২/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকায় বাদীর বড় মেয়ে মোছাঃ আল্পনা খাতুন তার মেজ মেয়ে কল্পনা খাতুনকে চর-মথুরাপুর ব্রীজের উপর খেলিতে দেখিয়া তাকে দুপুরের খাবারের জন্য ডাকে। কিন্তু ভিকটিম কল্পনা খাতুন বাড়ীতে খাবার খেতে আসে না। কিছুক্ষন পরে ভিকটিমের মা ভিকটিম কল্পনা খাতুনকে পুনরায় খাবার খাওয়ার জন্য তাকে ব্রীজের উপর ডাকিতে গেলে সেখানে ভিকটিম কল্পনা খাতুনকে না পাইয়া পাশ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা হওয়ায় সেখানে যাইতে পারে ভেবে ভিকটিমের মা সেখানে গিয়ে খোঁজাখুজি করিতে থাকে। ভিকটিমের মা তার নিকট আত্মীয় স্বজনসহ প্রতিবেশী লোকজনদের জানাইয়া পুনরায় দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসায় গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিয়া না পাইয়া উক্ত জালসার মাইকের মাধ্যমে ভিকটিম কল্পনা খাতুনের হারানোর বিষয়টি মাইকিং করে। তারপরেও বাদীর মেয়েকে খুঁজিয়া পায় নাই। খোঁজাখুজির এক পর্যায়ে গত ইং ১৪/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় প্রতিবেশীর মাধ্যম সংবাদ পাইয়া চাটমোহর থানাধীন গুনাইগাছা ইউপিস্থ পৈলানপুর সাকিনে জনৈক মোহাম্মাদ আলী (৬৫) পিতা-মৃত দেরাজ ফকির এর লিচু বাগানের মধ্যে ভিকটিম কল্পনা খাতুন এর মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে চাটমোহর থানার মামলা নং- ০৫ তাং- ১৪/১২/২০২৪ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
মাননীয় পুলিশ সুপার জনাব মোরতোজা আলী খাঁন মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রেজিনূর রহমান এবং সহকারী পুলিশ সুপার, চাটমোহর সার্কেল জনাব আরজুমা আকতার এর সার্বিক তত্বাবধানে, ওসি ডিবি এবং অফিসার ইনচার্জ চাটমোহর থানা, পাবনা এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ সামসুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স উক্ত হত্যা কান্ডের মূল রহস্য উদঘাটন এর জন্য কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনায় জড়িত ১। মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামাল (১৭), পিতা- মোঃ আনিছুর রহমান মল্লিক, সাং- চর-মথুরাপুর, থানা- চাটমোহর, জেলা- পাবনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল (১৭) কে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় যে, ভিকটিম কল্পনা খাতুন (০৯) তার প্রতিবেশী ভাতিজী হয়। তার বাড়ীর পার্শ্বেই অভিযুক্তের বাড়ী। গত ইং ১৩/১২/২০২৪ তারিখ রোজ শুক্রবার পাশ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা ছিল। অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল উক্ত জালসায় গিয়ে ঘোরা-ঘুরির এক পর্যায়ে একই তারিখ রাত্রি অনুমান ০৭.৩০ ঘটিকার সময় জালসার পার্শ্ববর্তী স্কুল মাঠে গিয়ে ৫০/- টাকার মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে সেবন করে। গাঁজা সেবন করার পরে অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল এর শরীরে খারাপ অনুভুতি হওয়ায় সে স্কুল মাঠ থেকে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ী ফেরার পথে স্কুল মাঠের কোনায় নাগরদোলার পার্শ্বে ভিকটিম কল্পনা খাতুনকে বসে থাকতে দেখে ভিকটিমকে বাড়ী যাওয়ার কথা বলে। অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল সেখান থেকে ভিকটিম কল্পনা খাতুনকে বাড়ীতে নিয়া যাওয়ার কথা বলে রওনা করে। কিন্তু অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল বাড়ীর রাস্তায় না গিয়ে তার বিকৃত যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিকটিমকে পায়ে হাটিয়ে চাটমোহর থানাধীন গুনাইগাছা ইউপিস্থ পৈলানপুর সাকিনে চাকলার দিয়ার বিলের মধ্যে জনৈক মোহাম্মাদ আলী (৬৫) পিতা-মৃত দেরাজ ফকির এর লিচু বাগানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ভিকটিম কল্পনা খাতুন অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামালকে বলে আমাকে বাড়ীতে না নিয়ে এখানে নিয়ে আসছো কেনো। তাড়াতাড়ি আমাকে বাড়ীতে নিয়ে চলো বলে ভিকটিম কল্পনা খাতুন কান্নাকাটি শুরু করে। অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিমের কান্নাকাটির কারনে লোকজন জেনে যাবে এমন ভয়ে ভিকটিম কল্পনা খাতুন এর গলা চেপে ধরে। কিছুক্ষণ গলা চেপে ধরে থাকার কারনে ভিকটিম কল্পনা খাতুন শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিম কল্পনা খাতুন এর মৃত্যু নিশ্চিত করার জন্য তার পড়নের পায়জামা খুলে ভিকটিমের গলায় ফাঁস লাগাইয়া মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে পুনরায় দহগ্রাম খানকা শরীফের জালসায় চলে যায়। জালসা হতে রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকার সময় বাড়ীতে যাওয়ার সময় ভিকটিম এর মা তাছলিমা খাতুন এর সহিত দেখা হয়। তখন ভিকটিম এর মা তাছলিমা খাতুন ভিকটিম কল্পনা খাতুন এর নিখোঁজ এর বিষয়টি জানালে অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল বলে তার সাথে আজকে ভিকটিম কল্পনা খাতুনের কোথাও দেখা হয় নাই। পরে অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিমের মা তাছলিমা খাতুনের সহিত ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে রাত্রী ১২.৩০ ঘটিকার সময় তার বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পড়ে।
অভিযুক্তের নাম ও ঠিকানা ঃমোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে (১৭), পিতা- মোঃ আনিছুর রহমান মল্লিক, সাং- চর-মথুরাপুর, থানা- চাটমোহর, জেলা- পাবনা।
উদ্ধারকৃত আলামত- ঃ-
১। ভিকটিমের গলায় ফাঁস দেওয়া ভিকটিমের ব্যবহৃত ০১টি সবুজ রংয়ের পুরাতন ব্যবহৃত পায়জামা।
২। ০১টি কমলা-জাম ও সাদা রংয়ের প্রিন্টের জামা, যাহার মাঝখান দিয়ে কাটা এবং দুই হাতা কাটা।
৩। ০১টি লাল-হলুদ-কালো নীল রংয়ের সোয়েটার।
৪। এক জোড়া পুরাতন ব্যবহৃত লালচে রংয়ের বার্মিজ স্যান্ডেল
৫।আসামীর ব্যবহৃত নীল রঙের ০১ টি স্মার্ট মোবাইল ফোন।
(জেলা পুলিশ পাবনা)

প্রতিবন্ধী যুবক রাসেলের জীবন সংগ্রাম।(শাহী মসজিদ মোড়, চাটমোহর, পাবনা। ২০ ডিসেম্বর ২০২৪)
21/12/2024

প্রতিবন্ধী যুবক রাসেলের জীবন সংগ্রাম।

(শাহী মসজিদ মোড়, চাটমোহর, পাবনা। ২০ ডিসেম্বর ২০২৪)

১৯৭১ সালের আজকের এই দিনে চাটমোহর হানাদার মুক্ত হয়।(২০ ডিসেম্বর ২০২৪)
20/12/2024

১৯৭১ সালের আজকের এই দিনে চাটমোহর হানাদার মুক্ত হয়।
(২০ ডিসেম্বর ২০২৪)

20/12/2024

চাটমোহর ডাকঘর। চাটমোহর, পাবনা। ৬৬৩০

চাটমোহর শাহী মসজিদ।
20/12/2024

চাটমোহর শাহী মসজিদ।

কৃষকের ব্যস্ততা...     ゚viralシ  ゚viralシfbreelsfypシ゚viralシ
18/12/2024

কৃষকের ব্যস্ততা...

゚viralシ ゚viralシfbreelsfypシ゚viralシ

পাবনায় অস্তিত্ব সংকটে চলনবিল : পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত==================================ব...
18/12/2024

পাবনায় অস্তিত্ব সংকটে চলনবিল : পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
==================================
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র আয়োজনে আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে "অস্তিত্ব সংকটে চলনবিল : পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চলনবিল রক্ষা আন্দোলনের আহ্বায়ক সাংবাদিক এস, এম, হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভুগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ নজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা। সম্মানিত অতিথির বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ড পাবনা জেলার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন, পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর। নির্ধারিত আলোচকের বক্তব্য দেন চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস, এম, মিজানুর রহমান এবং বেলা'র প্রতিনিধি এ, এস, এম, মামুন।

মুক্ত আলোচনায় অংশ নেন নাটোরের বেসরকারি সংস্থা সাথী'র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, দৈনিক সিনসা'র সম্পাদক এস, এম, মাহবুব আলম, শহীদ আহম্মেদ রফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, শহীদ এম, মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আল আমিন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে, এম, বেলাল হোসেন স্বপন, বনিক বার্তা'র পাবনা জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল ইসলাম দুলাল, ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, পাবনা পৌরসভার হেল্থ ভিজিটর রোকসানা পারভীন প্রমূখ।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় স্যানাল।

আলোচনায় সভায় স্থানীয় পর্যায়ের প্রায় পঞ্চাশ জন পরিবেশবাদি সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

লেখা ও ছবি : কে, এম, বেলাল হোসেন স্বপন।

[ ফটো ক্যাপশন : প্রধান অতিথির বক্তব্য রাখছেন সহকারী জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা। ]

Address

Pabna
6630

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাটমোহর পোস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share