08/04/2024
পৃথিবীতে সবই ফেক😅 আমি বরাবরই একটু সবার সাথে বেশি মিশে যাই,ভালো লাগে মিশতে,প্রথম দেখাতে আমাকে হয়তো অনেকে ভাবে আমি একজন রাগি অংকারি মানুষ, কিন্তু খুব সহজেই আমি মিশে নাই সবার সাথে,এটাই আমার জীবনের জন্য বড় একটা ভুল হয়ে দাঁড়িয়েছে,,জীবনে বাস্তবতা কি জিনিস হয়তো বুঝতাম না, বাবা তুমি ছাইরা চলে না গেলে,😅ভালো করছ ছাইরা গিয়া বাস্তব লাইফের সাথে চলা শিখার সুযোগ দিছো😊 এক সময় ভাবতাম জীবনে আমার জবের দরকার কি!বাপ আছে বাপের বড় মেয়ে বসে বসে খাব😅নাহ সেটা হয়নি বাপ আমারে ছাইরা গিয়া বাস্তবতা শিখতে সুযোগ দিল,যাই হোক বাস্তবতা আমারে অনেক মানুষ চিনাইছে, অনেক কিছু শিখাইছে,,জবে ঢোকার পর মনে হইছে ফ্যামিলি কে হ্যাপি রাখা এতো বেশি সহজ কাজ নয়,জবে ধুকে মনে হইছে আসলে কাছের মানুষ গুলারে সময় না দিলে তারা ভাইগা যায়,😅 সময় দেয়াটাও বাধ্যতামূলক, 😅 আর হ্যা অনেক পলিচিও শিখছি, সহজে অনেক রে বোন ভাইবা নেই, আর মনের সব শেয়ার করেও বাঁশ খাইছি, পরে যেয়ে শুনছি তারাই আমার শত্রু😅তারাই আমাকে নিয়ে কলকাটি নারে, এমনকি আমার মন এতো টাই ফালতু যে এসব জেনে বুঝেও তাদেরকে বুঝাই যে আমি কিছু বুঝিনি, আমি কিছু জানিনা,,এইজন্য প্রতিটি মানুষ কে কারো উপর ডিপেন্ড হয়ে চলা উচিতনা,,দিন শেষে তুমি একা,সবাই ফেক,শেষ জামানাতে সবাই ফেক,
সবার মন রক্ষা করে চলতে চলতে জীবন বুঝি ফুরিয়ে যাবে🙂