31/01/2023
আমি রায়হানুল অর্ণব(এম.এ) জাতীর উদ্দেশ্য ভাঙ্গাচোরা কিছু লিখলাম আশাকরি সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন৷
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজ শিশু এবং যুব সমাজ ধ্বংসের একমাত্র মূল কারণ হলো মোবাইল ফোন ও মোটর সাইকেল৷ বয়স ১৮ হওয়ার আগেই পরিবার থেকে একটি সন্তানকে মোবাইল দেয় যার জন্য সে সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার থেকে শুরু করে যাবতীয় অপকর্ম করে থাকে এতে সে তার পড়া শোনা খাওয়া দাওয়া ভুলে যায়,অন্যদিকে মোটর সাইকেল বেপরোয়া চালিয়ে তার জীবণ প্রদিব অকালেই নিভে যাচ্ছে৷
মোবাইল ধ্বংস করছে মেধাশক্তি আর মোটরসাইকেল নিচ্ছে প্রাণ৷
আগের দিনে ছোটোরা বিকেল হলেই আনন্দ করে সবাই মিলে ক্রিকেট, ফুটবল, কানামাছি, লুডু, পলান টুকটুক, গোল্লাছুট, কপাল টুক্কা থেকে শুরু করে নানা খেলাধুলা করতো৷ এখনকার পোলাপান এসব খেলার নামই জানেনা, তারা এখন একাকী মোবাইল গেমে অশক্ত হয়ে পড়ছে৷ এতে একজন সন্তানের মেধাবিকাশ ক্রমান্বয়ে ক্ষয় হচ্ছে৷
প্রীয় অভিভাবকদের দৃষ্টিআকর্ষন করছি নিজের সন্তানকে চোখে চোখে রাখুন সন্তান কি করছে কার সাথে মিশছে৷ ১৮ বছরের আগে মোবাইল ফোন ও মোটর সাইকেল নয়৷ সন্তান আপনার সিদ্ধান্ত আপনার,তবুও বলি তাকে লেখা পড়া থেকে দুরে সড়িয়ে দিচ্ছেন আপনি অল্প বয়সে তার হতে মোবাইল ও বাইক দিয়ে৷
#কপি_পোস্ট