25/02/2024
শবে বরাত হচ্ছে গুনাহ মাফের রজনী। হাদীসের ভাষায় এ রাতকে “লাইলাতুন নিসফি মিন শা'বান” তথা মধ্য শা'বানের রাত বলা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত (শবে বরাত)। আল্লাহ তায়ালা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।’ (শুআবুল ঈমান, বায়হাকি: ৩/৩৮২-৩৮৩; তাবারানি: ১৯৪)
এই শবে-বরাতে মহান আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন।
#শবেবরাত