25/09/2024
আগে জেমন বাসতাম ভালো
তেমনি বেসে যাবো ভালো
আগে মুক ফুটে বলতাম
এখন না হয়। চুপ হয়ে দেখবো
তুমি অন্য কারো হয়ে গেছো তাতে
আমার কনো দুঃখ নেই
দুঃখ আমার ওই খানে যে আমি আর
তুমার। মনে নেই
তুমি ভুলে জেতে পারো আমায়
ভুলতে পারবো না আমি কখনোই
তুমাই
যেদিন ভাববে আমি তুমায় ভুলে
গেছি
সেদিন বুঝবে আমি সেষ নিশ্বাস ত্যাগ
করেছি 🖤🖤