Sheikh Md. Mamun or Rashid

Sheikh Md. Mamun or Rashid Hi.I am Sheikh Md. Mamun-Or Rashid. I am a professional digital marketer.

একাডেমিক বই পড়া সাধারণত তাত্ত্বিক জ্ঞান ও বিষয়ভিত্তিক গভীরতা প্রদান করে, যা পেশাগত ক্ষেত্রে বা উচ্চতর শিক্ষার জন্য গুরু...
16/11/2024

একাডেমিক বই পড়া সাধারণত তাত্ত্বিক জ্ঞান ও বিষয়ভিত্তিক গভীরতা প্রদান করে, যা পেশাগত ক্ষেত্রে বা উচ্চতর শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে, স্কিল রিলেটেড বই পড়া একাধিক কারণে গুরুত্বপূর্ণ হতে পারে:

১. ব্যবহারিক দক্ষতা অর্জন।
২. চাকরিক্ষেত্রে প্রাসঙ্গিকতা।
৩. ক্রিটিক্যাল থিংকিং এবং সমস্যা সমাধান।
৪. পেশাগত উন্নতি এবং ক্যারিয়ার বৃদ্ধি।
পেশাগত উন্নতির জন্য।
৫. আত্মবিশ্বাস বৃদ্ধি।

সুতরাং, একাডেমিক বই পড়ার পাশাপাশি স্কিল রিলেটেড বই পড়া আধুনিক কর্মজীবনের জন্য অপরিহার্য।

২৩ জুন ২০২৪পাবনায় এক টুকরো ফিউচার আইটি💕✊🏻আপনাদের পাশে সবসময় আছি 🤝আগামী মাসে আবারো দেখা হবে ইনশাআল্লাহ্😊
01/07/2024

২৩ জুন ২০২৪

পাবনায় এক টুকরো ফিউচার আইটি💕✊🏻
আপনাদের পাশে সবসময় আছি 🤝

আগামী মাসে আবারো দেখা হবে ইনশাআল্লাহ্😊

ফ্রিল্যান্সার পরিবারকে একসাথে নিয়ে ভ্রমণ করার আনন্দ  আর কোথায় রয়েছে? দেখা হচ্ছে খুব শীগ্রই, একঝাঁক তরুণ ফ্রিল্যান্সার দে...
01/07/2024

ফ্রিল্যান্সার পরিবারকে একসাথে নিয়ে ভ্রমণ করার আনন্দ আর কোথায় রয়েছে? দেখা হচ্ছে খুব শীগ্রই, একঝাঁক তরুণ ফ্রিল্যান্সার দের সাথে।

লোকেশন : Fantasy Kingdom
❤️ধন্যবাদ ❤
It language training Institute

14/12/2023

How to listing e-mail address in just one click?

Ok,Let's see.........



10/12/2023

শুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফেই তেইশ হাত। হরিণের গতি ঘন্টায় ৮০ কিমি । আর বাঘ যায় এক লাফে বাইশ হাত! বাঘের সর্বোচ্চ গতি ঘন্টায় ৬৫ কিমি । তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে বেশীর ভাগ সময়ই হরিণকে ধরাশায়ী হতে হয়।

কারণ হল হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পেছন ফিরে তাকায়। বাঘের চাইতে সে কতোটা এগিয়ে আছে বুঝার জন্য। আর এটাই হলো তার সর্বনাশের মুল কারণ।পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে! (প্রাপ্ত তথ্য মতে)
তাই চলার পথে কখনও পেছনে তাকাতে নেই। জীবনে লক্ষ্যে পৌঁছাতে হলে কে কি বললো সেদিকে ভ্রুক্ষেপ না করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাবার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।
আর পিছনে না তাকিয়ে বা আপনাকে কে কি বললো সেটি আমলে না নিয়ে সামনের দিকে এগিয়ে আপন মনে কাজটি করতে পারলেই সে জীবনে প্রতিষ্ঠিত হবে।কোন বাধাই তাকে কর্মবিমুখ করতে পারবে না।
সফলতা অর্জন তার দ্বারাই সম্ভব হবে।

একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার ক্যারিয়ার!   #বেকারত্ব
04/12/2023

একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার ক্যারিয়ার!

#বেকারত্ব

আপনি কি আপনার স্বপ্নের পেইজটি মনিটাইজ করতে ব্যর্থ। আমি আপনাকে সল্প খরচে আপনার পেজে ৫ হাজার ফলোয়ার এবং ৬০ হাজার মিনিট ওয...
04/12/2023

আপনি কি আপনার স্বপ্নের পেইজটি মনিটাইজ করতে ব্যর্থ। আমি আপনাকে সল্প খরচে আপনার পেজে ৫ হাজার ফলোয়ার এবং ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম পূর্ণ করে দিব 7 দিনে ইনশাল্লাহ্।

➡️ আমার সার্ভিসঃ


🗣️ফেসবুক পেজ মনিটাইজেশন
🔰 ৫০০০ ফলোয়ার।
🔰৬০ হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট।
🔰 ১০০% গ্যারান্টি সহকারে মনিটাইজেশন ইনশাল্লাহ্।
🔰 লাইক/ভিউ বাড়ানো।
🔰 এছাড়াও ইউটিউব,লিংকডিন, ইনস্টাগ্রাম, টিকটক ও টুইটার
🔰 বাংলাদেশ ও বিভিন্ন দেশের টার্গেটেড ফলোয়ার।
❤️ ১০০% মনিটাইজেশন নিশ্চায়তা ইনশাল্লাহ ❤️
সরাসরি ইনবক্স করুন অথবা WhatsApp 01712-501924

🍁🍁ফেসবুক মার্কেটিং কি??🍁🍁👉 ফেসবুক বিশ্বের জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যার বর্তমানে ব্যবহার কার...
02/12/2023

🍁🍁ফেসবুক মার্কেটিং কি??🍁🍁

👉 ফেসবুক বিশ্বের জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যার বর্তমানে ব্যবহার কারীর সংখ্যা ২.৯ বিলিয়ন।

✅ ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যা আপনাকে আপনার পন্য বা সেবা সর্ম্পকে ফেসবুক ব্যবহারকারীদের অবগত করতে সাহায্য করে। প্রতিদিন হাজার,লক্ষ, কোটি ফেসবুক ইউজাররা তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে একটিভ হয় ফেসবুকে।এই বিশাল সংখ্যাক গ্রাহকরা তাদের পছন্দ, প্রয়োজনীয় পন্য খোঁজার জন্য ভরসা করে এফ- কমার্স এর উপর।

🌍 বিশাল সংখ্যাক গ্রাহকদের আকর্ষন করার বর্তমান সময়ে পন্যের প্রচার চালানোর ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ বেচে নিচ্ছে ফেসবুককে। খুবই কম সময়ে, কম খরচে, অল্প পরিশ্রমে তাদের পন্যর গুনাবলি, ভালো, মন্দ নিয়ে প্রচার করতে পারে ফেসবুক মার্কেটিং মাধ্যমে।🤙⌚❤️

👉 ফেসবুক মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ন মাধ্যম হলো--👇👇

🔘১) অর্গানিক টেক্সট, ছবি কিংবা ভিডিও কন্টেন্ট।
🔘২) ফেসবুক স্টোরি বা রিলস।
🔘৩) ফেসবুক বিজ্ঞাপন।
🔘৪)ফেসবুক বুস্টিং।
🔘৫)ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া।
🔘৬)কন্টেস্ট ও গিভয়ে
🔘৭) চ্যাট- বুট অথবা অটো রেসপন্স।

#কঠোরপরিশ্রম #বেকারত্ব #ধন্যবাদ

01/10/2023
 #কেন_ছাত্র_থাকা_অবস্থাতেই_ফ্রিল্যান্সিং_শুরু_করা_বুদ্ধিমানের_কাজ❓📚লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করা যায় কি না ...
23/09/2023

#কেন_ছাত্র_থাকা_অবস্থাতেই_ফ্রিল্যান্সিং_শুরু_করা_বুদ্ধিমানের_কাজ❓

📚লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করা যায় কি না এ নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আসে ❓🤔

আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, ছাত্র অবস্থাতে ফ্রিল্যান্সিং শুরু করাটাই সবচেয়ে ভালো।

👉দেখেন 15-16 বছর 📚পড়ালেখা করার পরে আপনি অবশ্যই চাকরি খুঁজবেন, এক্ষেত্রে আপনি যদি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং টা শিখে রাখেন নিজেকে আইটি সেক্টরের স্কিলের দিকে এগিয়ে রাখলেন।

একটা সময়ে আপনার চাকরি খুঁজতে হবে না আপনি তখন নিজেই নিজের কর্মসংস্হান তৈরি করে ফেলবেন।

এ সময়ে ফ্রিল্যান্সিং এর শুরু টা পার্ট টাইম কাজ হিসেবে করতে পারবেন। পড়ালেখাও চলবে নিজের পকেট খরচের টাকাও আসলো যা কিনা ফ্যামিলির কাছে চাইতে হতো।

ছাত্র/ছাএী থাকাকালীন সময়ে ফ্রিল্যান্সিং শুরু করার অনেক সুবিধাগুলোর মধ্যে পাঁচটি বিশেষ সুবিধা রয়েছে-

🔹 অতিরিক্ত আয়ের পথ।
🔹নিজের ক্যারিয়ার বেছে নেওয়ার সুযোগ।
🔹অভিজ্ঞতা অর্জন।
🔹নিজেই নিজের বস হওয়া

সুতরাং সিদ্ধান্ত আপনার পড়াশোনা শেষ করে চাকরি খুজবেন, নাকি পড়ালেখা ঠিক রেখেও ক্যারিয়ার তৈরি করবেন।

বর্তমান প্রক্ষাপটে কেউ কোন ফ্যাক্টরীতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা, আর ২০ বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায়, তখন তার বেতন হয় ১০ হাজার টাকা। তাহলে আমরা কোথায় যাবো?


অনেকেই বলবে ভাল করে পড়ালেখা করলে,
ভাল রেজাল্ট করলে ভাল চাকুরী পাওয়া যায়। আসলেই কি পাওয়া যায়?
নাকি মোটা অংকের Donation দিতে হয়?
-------Think positive &Do positive💪

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন...
23/09/2023

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:

১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না ।

২.ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।

৩.কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি
টাকা।

৪.মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।

৫.একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৬.কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৭.কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না।

👉প্রথমে শিখতে হবে তারপর আয় করতে হবে_❣️❣️

👨‍💻👨‍💻📲👨‍💻👨‍💻

Address

Pabna
6600

Opening Hours

Monday 11:30 - 17:00
Tuesday 11:45 - 17:00
Wednesday 00:45 - 15:01
Thursday 11:01 - 13:00
Sunday 11:30 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Md. Mamun or Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share