TechDots It

TechDots It TechDots-IT is a Bangladeshi IT solution company.
(2)

03/01/2025

যারা অনলাইন এক্টিভিস্ট মেটা প্লাটফর্ম ব্যবহার করে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে থাকেন বা অনলাইন বিজনেস পরিচালনা করে থাকেন তারা সবাই নিজেদের প্রোফাইল - পেইজের প্রোফাইল ফটো, কভার ফটো , বায়ো রিমুভ করে রাখুন।
সম্প্রতি কিছু পেইড এজেন্ট সাধারণ মানুষসহ বিভিন্ন অনলাইন এক্টিভিস্টদের অ্যাকাউন্ট - পেইজে রিপোর্ট দিচ্ছে মেটার কাছে ভুয়া তথ্য প্রদান করে।

এইসব পটেনশিয়াল অ্যাটাক হওয়ার আগেই প্রিভেন্ট করে দেয়ার জন্য দক্ষ সাইবার টিম থেকে সাহায্য/পরামর্শ নেয়া উচিত সবারই..

19/12/2024

এখন WhatsApp-এ ChatGPT !

সোজা +1-800-242-8478 নম্বরে মেসেজ করুন এবং পেয়ে যান Chatgpt এর মতো যেকোনো কিছুর সমাধান। আর হ্যাঁ, এটি বিশ্বের যে কোন জায়গা থেকে ব্যবহার করা যাবে।

08/12/2024

ইন্সটাগ্রাম লিংক করে হ্যা*কার ফেসবুক ডিজেবল করে দিয়েছে? এধরনের ইস্যূগুলো সমাধানের জন্য আজই যোগাযোগ করুন TechDots It পেইজ এ। এছাড়াও পার্মানেন্ট ডিজেবল একাউন্ট গুলো সমাধানও করে দেয়া হবে।

তাই দেরি না করে আজই নিজেদের ইস্যূগুলো সমাধানের জন্য যোগাযোগ করুন।

CHARGE HIGH

06/12/2024

গুগল তাদের Gemini এআই চ্যাটবটে নতুন করে ফোনকলের ফিচার চালু করেছে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফোন আনলক না করেই ফোনকল ও বার্তা পাঠানোর সুযোগ করে দেবে এই ফিচার। লক স্ক্রিনে একবার ট্যাপ করেই নির্দিষ্ট নম্বরে কল বা বার্তা পাঠানো যাবে।

তবে এটি প্রাথমিকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য পরীক্ষা করা হচ্ছে। গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের পিন বা স্ক্রিন লক চালু রাখতে হবে এবং লক স্ক্রিন থেকে পাঠানো বার্তায় একটু লিমিট রাখতে হবে।

04/12/2024

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার , অন্যদের পাঠানো মেসেজ, ছবি, ভিডিও এবং লিংক ফরোয়ার্ড করার সময় নিজেদের মন্তব্যও যোগ করতে পারবেন। এর ফলে মূল মেসেজ পাঠানোর পাশাপাশি আপনার একস্ট্রা তথ্য বা মতামত জানানো যাবে যা পূর্বে আলাদাভাবে মেসেজ দিয়ে জানাতে হতো।

এই ফিচার টা বার্তা, ছবি, ভিডিও, লিংক ও ফাইলসহ সব ধরনের ফরোয়ার্ডিংয়ে এভেইলেভল৷ তবে এটা অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ (২.২৪.২৫.৩) ব্যবহারকারীদের জন্য একদম ওপেন বাকি সবাই কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার উপভোগ করতে পারবেন।

29/10/2024

Any Personal Name Page Verification Available Now Without News.
Charge High.

12/10/2024

ইন্টারনেট আর্কাইভ লাইব্রেরি হ্যাক!! 🤯
হ্যাক করে ৩১ মিলিয়ন (৩কোটি+) পাসওয়ার্ড ফাঁস!
আপনার-আমার পাসওয়ার্ড নিরাপদ আছে তো???

26/09/2024

আসসালামু আলাইকুম।
আপনি কি অনলাইনে হ্যারেজম্যান্টের শিকার? কেউ কি আপনার নাম এবং ছবি ব্যবহার করে ফেইক একাউন্ট খুলে হয়রানি করতেছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দ্রুত সময়ের মধ্যে একাউন্টটি নিস্ক্রিয় করে দিবো।
আমাদের স্পেশাল আইটি সাপোর্ট টিম থেকে সহায়তা গুলো পাবেন সেগুলো হচ্ছে,

১/ হ্যাকেড পেইজ দ্রুত সময়ের মধ্যে রিকোভার।
২/ ফেইক একাউন্ট/পেইজ দ্রুত সময়ের মধ্যে নিস্ক্রিয় করে দেওয়া।
৩/ গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন, সফটওয়্যার তৈরি এবং সিকিউরিটি জনিত সমস্যার সমাধান।
৪/ সোস্যাল একাউন্ট পারমানেন্ট ব্লু ব্যাজ ভেরিফাইড সার্ভিস।
৫/ হারিয়ে যাওয়া ফোন উদ্ধার এবং ইনফরমেশন ডেটাবেস বের করা।
৬/ সোস্যাল রিলেটেড সহায়তা এবং আইনি সহায়তা।

৭/ যেকোন ব্যক্তি অথবা কোম্পানির নামে নিউজ করানো ইত্যাদি।

25/09/2024

কিভাবে নিজেদের ফেসবুক প্রোফাইল/ পেইজ ও গ্রুপের পোস্ট এর রিচ বাড়াবেনঃ

১. নিয়মিত ৫/৭ টি করে পোস্ট করতে হবে।

২. এরপর আসছে পোস্টের লাইক, কমেন্ট ও শেয়ার করা। কোন পোস্টের কী পরিমাণ লাইক, কমেন্ট ও শেয়ার রয়েছে, সেটির ওপর ফেইসবুক টিম পোস্টটির গুরুত্ব বোঝার চেষ্টা করে। সে অনুযায়ী পোস্ট গুলো রিচ হয়ে থাকে।

৩. সপ্তাহের কাজের দিনগুলোতে সকাল ৯ থেকে ৫ টার মধ্যে পোস্ট করলে সেটা ভালো, সে সময়ে ইউজার বেশি এক্টিভ থেকে থাকে এবং সন্ধ্যা ৭ থেকে ৯ টার মধ্যে তা আরো বৃদ্ধি পায়, চাইলে সে সময়েও পোস্ট করতে পারেন।

রেগুলার উক্ত টিপস গুলো ফলো করে নিজেদের জন্য তা কাজে লাগাতে পারেন।


ফেসবুকের নিয়ম অনুযায়ী পে আউট ১০০ ডলার হলে ক্রিয়েটরদের পেমেন্ট রিলিজ হতো কিন্তু যাদের মনিটাইজেশন ক্রিয়েটর টুলস সেট-আপ অপশ...
22/09/2024

ফেসবুকের নিয়ম অনুযায়ী পে আউট ১০০ ডলার হলে ক্রিয়েটরদের পেমেন্ট রিলিজ হতো কিন্তু যাদের মনিটাইজেশন ক্রিয়েটর টুলস সেট-আপ অপশন এসেছে তারা ২৫ ডলার হলে পে আউটে সেটা ব্যাংক একাউন্টে রিলিজ হবে।


13/09/2024

এই মুহুর্তে বাংলাদেশি অনেক একাউন্ট সমস্যার সম্মুখীন হচ্ছে।
আইডির পোস্ট রিমুভ হয়ে একাউন্ট রেস্ট্রিকশন পাশাপাশি আইডি লকে যাওয়া, ডিজেবল ইত্যাদি সমস্যা হচ্ছে।

মূলত জুলাই আগষ্টের আন্দোলনের ছবি-ভিডিও আপলোড করার ফলে বর্তমান অনেক গুলো ছবি এবং ভিডিওতে বিভিন্ন ক্যাটাগরি ভায়োলেন্স ধরছে এবং একাউন্ট হারাচ্ছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এক্ষেত্রে ভায়োলেন্স ধরতে পারে এমন ছবি এবং ভিডিও ডিলিট করে দিন এটা প্রাইমারী কাজ এরপরও ইস্যু ফেইস করলে যদি অভিজ্ঞতা না থাকে নিজে থেকে কিছু না করে এক্সপার্টের সহায়তা নিন।
(হনুলুলু চাপাবাজী টাইপের এক্সপার্ট থেকে দূরে থাকেন)

এধরণের সমস্যায় মেসেজ করুনঃ TechDots It LTD এর হোয়াটসঅ্যাপে বা পেইজে।

যাদের একাউন্ট সাসপেন্ড হয়ে এই অবস্থায় রয়েছে , সেগুলো একাউন্ট রিকোভার করে দেয়া যাবে। তবে একাউন্টে থাকা নাম ও সঠিক জন্মসাল...
07/09/2024

যাদের একাউন্ট সাসপেন্ড হয়ে এই অবস্থায় রয়েছে , সেগুলো একাউন্ট রিকোভার করে দেয়া যাবে। তবে একাউন্টে থাকা নাম ও সঠিক জন্মসাল জানা থাকতে হবে এবং একাউন্টে ইমেইল এড থাকতে হবে। অন্যান্য বিস্তারিত জানতে নক করুন আমাদের পেইজ এ। ধন্যবাদ

22/08/2024

সিলেটের মত এবারও কুমিল্লা,ফেনী,নোয়াখালী, খাগড়াছড়ি এর বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে চেষ্টা করবে TechDots It LTD. সবাই নিজে স্বশরীরে উপস্থিত হয়ে সহযোগিতা করতে না পারলেও ডোনেশন প্রদানের মাধ্যমে তাদের পাশে দাড়াতে পারেন।

বিকাশঃ 01568-976836 ( BKash Payment )
নগদঃ 01612-225214 ( Personal )

বি:দ্র: যারা টাকা পাঠবেন তারা TechDots It LTD / Fattah Al Hasan পেইজে ম্যাসেজ করে কনফার্ম করবেন প্রয়োজন হলে এবং পেইজে সকল আপডেট পাবেন।

প্রথমবারের মতো  Facebook তাদের নিয়ম লঙ্ঘনকারী ব্যবহারকারীদের জন্য পেনাল্টি এড়ানোর সুযোগ করে দিচ্ছে। যেখানে ব্যবহারকারীগন...
10/08/2024

প্রথমবারের মতো Facebook তাদের নিয়ম লঙ্ঘনকারী ব্যবহারকারীদের জন্য পেনাল্টি এড়ানোর সুযোগ করে দিচ্ছে।

যেখানে ব্যবহারকারীগন কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর বাহিরে কার্যক্রম চালালে তাকে একটি ওয়ার্নিং দেওয়ার মাধ্যমে তার দ্বারা সম্পন্ন হওয়া কাজটি রিমুভ করার জন্য একটি সুযোগ করে দিবে Facebook.

29/07/2024

From today, We will not provide any support regarding Bangladesh cricket, so called celebrities, and so-called renowned influencers who have remained silent during this critical situation. Also we will not work with them.

26/07/2024

VPN ব্যবহার করার ফলে সাধারণত ফেসবুকের মনিটাইজেশনে সরাসরি কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে কিছু ক্ষেত্রে এটি সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন:

1. ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা নির্দিষ্ট দেশ এবং অঞ্চলের জন্য প্রযোজ্য। VPN ব্যবহার করলে আপনার অবস্থান পরিবর্তিত দেখাতে পারে, যা ফেসবুকের অ্যালগরিদমের জন্য বিভ্রান্তিকর হতে পারে।
--তবে আপনি বারবার লোকোশন পরিবর্তন করলে নিচের সমস্যা গুলো সম্মুখীন হবেন!

2. (VPN) ব্যবহারের কারণে নিরাপত্তা যাচাই প্রক্রিয়া (security checks) জটিল হতে পারে, যা অ্যাকাউন্টে কিছু সময়ের জন্য সীমাবদ্ধতা আরোপ করতে পারে।

3. ফেসবুক কখনও কখনও (VPN) ব্যবহারকে সন্দেহজনক কার্যক্রম হিসেবে গণ্য করতে পারে এবং আপনার অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য অতিরিক্ত তথ্য চাইতে পারে।

21/06/2024

১-২৪ ঘন্টার ভিতর হ্যাক হয়ে যাওয়া যেকোনো ফেইসবুক পেইজকে দ্রুত ফিরিয়ে আনতে যোগাযোগ করুন,আমাদের TechDots It LTD এর পেইজের ইনবক্সে।

29/05/2024

Alert ⚠️

নিজেদের ফেইসবুক পেইজ,পারসোনাল একাউন্ট,বিজনেস ম্যানেজার একাউন্ট ,জিমেইল ,
সব কিছু সিকিউরিটি দিয়ে রাখুন,

অবশ্যই সোস্যাল সাইটে এনআইডি -পাসপোর্ট এর সাথে মিল রেখে আইডি ব্যবহার করবেন।

সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো সমস্যা হলে আমাদের সাহায্য নিন আমরা আছি সব সময়।

যে কোনো লিংক ভিসিট করা থেকে বিরত থাকুন
ব্যাক্তিগত তথ্য অপরিচিত কাওকে দিবেন না।

আমাদের সাথে যুক্ত থাকুন👇 ধন্যবাদ
TechDots It LTD
TechDots IT (User Support)

Address

Rajshahi Division
Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Telephone

+8801568976836

Alerts

Be the first to know and let us send you an email when TechDots It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TechDots It:

Share