Tanzim Biswas

Tanzim Biswas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanzim Biswas, Digital creator, Noapara.

22/04/2024

যুগ সেরা নাসিহা!
🎙️মুফতি কাজী ইব্রাহিম(হাফিয্বাহুল্লাহ)

11/11/2023

মাত্র ৫ মিনিট 😅😅

07/11/2023

"মরুভূমিতে বাস করি তাই কেউ খোঁজ নিতেও আসে নাহ 🙂

03/10/2023

সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার থেকে খারাপ

15/05/2023

নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়।
ভরশার মানুষটা যতই বিশ্বস্ত হোক না কেনো।
মানুষ বড়ই স্বার্থপর মানুষের রূপ বদলাতে একটুও সময় লাগবে না,,,,🙂

12/05/2023

বর্তামনে প্রায় সব মসজিদে এরকমই হয়!!

05/05/2023

যাদের চেহারা মার্কেটে চলেনা তারাই শেয়ার দেন!

30/04/2023

কাল থেকে পড়বো 😌

30/04/2023

Why? ১৭ কুটি মানুষের ভিড়ে আমার উপরেই তোর চোখ পড়েছিল কেনো? 😅

20/04/2023

গরমকালে 🥵🥵

16/04/2023

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:-

একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো। ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে পরে যে বাড়ীতে যাবে, সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়ীতে গেল খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। সে খাবারের কথা বলতে ভয় পেলো। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইলো। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ। তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিলেন। ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল" আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?" মহিলা বলল "তোমাকে কোন কিছুই দিতে হবে না। ছেলেটা বলল "আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে। তাহলে আমি আপনাকে মনের অন্ত:স্থল থেকে ধন্যবাদ দিচ্ছি।" ছেলেটার নাম ছিলো স্যাম কেইলি। স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো। স্যাম এর সৃষ্টিকর্তার উপর ছিলো অগাধবিশ্বাস । তাছাড়া সে কখনো কিছু ভুলতো না।

অনেক বছর পর ঐ মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো। স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যার্থহল । তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়।

ডা: স্যাম কেইলি কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো। যখন ডাঃ স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠলো। তিনি তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে গেলেন। ডাক্তারের এপ্রোন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনই। ঐ দিন থেকে তিনি ঐ রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো। ডাঃ স্যাম কেইলি হাসপাতালের একাউন্টেন্টকে ঐ মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে না। ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোণায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা ঐ মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না।

অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো। তিনি পড়তে লাগলেন "আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ" এবং বিলের নিচের সাইন করা ছিলো ডাঃ স্যাম কেইলির নাম। মানুষকে সাহায্য করুন, যতটা
আপনার পক্ষে সম্ভব। হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি!

বাস্তবতা ____বেশিরভাগ শিক্ষিত নারী সোহাগি নয় যারা উপার্জনক্ষম হতে গিয়ে আগেই ভেবে নেয় কাউকে দরকার নেই নিজের পায়ে দাঁড়িয়ে।...
15/04/2023

বাস্তবতা ____
বেশিরভাগ শিক্ষিত নারী সোহাগি নয় যারা উপার্জনক্ষম হতে গিয়ে আগেই ভেবে নেয় কাউকে দরকার নেই নিজের পায়ে দাঁড়িয়ে। থিউরি যার ভুল- জীবনের অংক তার মিলবে কিভাবে? আর তাই অশান্তি প্রতিটা ঘরে ঘরে। উপার্জন করতে পারাই যে সফলতা নয় সমাজবিজ্ঞান থেকে বুঝতে হবে। পুরুষ উপার্জনের যাবার আগেই চিন্তা করে একটি পরিবারের দায়িত্ব তাকে নিতে হবে। তাই তার ফর্মুলা থাকে আমরা। সুখে থাকার ফর্মূলা কখনো আমি আমার মধ্য নয়। এখানে শব্দগুলো হবে আমরা- আমাদের। যেটা ভুলে গেছি। ৫০/৬০ বছরের এই জীবনে লেখাপড়া করেও অন্যের গোলামী করার চেয়ে স্বামী সন্তানের ভালোবাসায় সম্মান এবং মা আর সোহাগি থাকাই কি বুদ্ধিমানের কাজ নয়।!!?
কিছুদিন আগের একটি কমেডি ভিডিওর কথা মনে পড়লো-
শাশুড়ী কাজ করায় তাই স্বামীকে তালাক দিয়ে দিছি- এখন যে ৫বাসায় কাজ করে তাতে কষ্ট হয়না। এই নারীবাদীরা নারীকে স্বাধীনতার নাম করে- সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজই করায় কিছু অর্থের বিনিময়ে। আসলেই কি এটা নারী স্বাধীনতা? অথচ একজন নারীর সত্যিকারের স্বভাবসুলভ সুখ তার স্বামী সন্তান এবং পরিবারকে নিয়ে। নারী স্বভাবজাত পানীর মতো আর পুরুষ আগুনের মতো। একজন নারীর এই ক্ষমতা আছে যে একটু স্নেহ মায়া ভালোবাসায় সংসারের অনেক বড় বিপদ আগুন প্রতিহত করতে পারে। প্রকৃতির সব কিছু আলাদা করে সৃষ্টি করা হয়েছে- যে যার স্বভাবসুলভ কাজ করবে। এখন পানির কাজ যদি আগুন দিয়ে করা যেতো আর আগুনের কাজ যদি পানি দিয়ে হতো তবে ভেবে দেখুন আমাদের অবস্থা কি হবে!!!?

10/04/2023

সামালি চাওয়া পাবলিক --তাদের জন্য একটা বিশেষ সতর্কবার্তা। 😅

09/04/2023

ফালতু কথা আমারে জিগ্যেস করবেন না 🤣

09/04/2023

পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে ২০২৩
অপরূপ সাজে সেজেছে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ😍😍

06/04/2023

হারাম সম্পর্কে যাবেন না।

এতো বড়ো ধোঁকা 😅
03/04/2023

এতো বড়ো ধোঁকা 😅

30/03/2023
29/03/2023

🫠🙂

27/03/2023

রেজাল্টের উন্নয়ন 😴

সালাম 👋🏻, রমাদান মুবারাক! সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্, আল্লাহু আকবার, লা হাওলা অলা কুউওতা ইল্লা...
24/03/2023

সালাম 👋🏻, রমাদান মুবারাক! সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্, আল্লাহু আকবার, লা হাওলা অলা কুউওতা ইল্লা বিল্লাহ্, রব্বুনাল্লাহ্, সাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম, আসতাগফিরুল্লাহ্ !
🤲🏻 ইয়া আল্লাহ্ , পৃথিবীর পরবর্তী প্রজন্মদেরকে রক্ষা করুন • আমাদেরকে শুধরে নেওয়ার তাউফিক দান করুন • আগামীতে সৎ হয়ে বেঁচে থাকার ও চলার তাউফিক দান করুন • আল-কোরআন ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এর জীবন আদর্শকে শক্তভাবে ধারন করে আমল করার তাউফিক দান করুন • আমাদের ঈমানী শক্তিকে বৃদ্ধি করে দিন • নেক আমল করার তাউফিক দান করুন • সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পেরে সত্যের উপর অটল থাকার ও সময়ের সাথে পরিবর্তন-পরিবর্ধন এবং সময় ও যুগ উপযোগী সিন্ধান্ত ও কাজ করে যাওয়ার তাউফিক দান করুন • সময় ও সুস্থতার মূল্য বুঝে আপনার সান্নিদ্ধে সঠিক ভাবে ফিরে আসার সর্ব্বোচ্য চেষ্টা করার তাউফিক দান করুন • দুনিয়ার কাজ আমাদের জন্য সহজ করে দিন • মউতের সময় কলেমা ও সুরা ইখলাছ নসীব করুন • আমাদের সকলকে দয়া করে, ক্ষমা করে, ভালোবেসে গ্রহন করে নিন! আল্লাহুম্মা আমীন! 🤲🏻
“চাঁদ ও তারার এই অদ্ভুত অবস্থান মানবজাতির জন্য একটি গ্যালাক্টিক সংকেত এবং এটি শুভ নয়”
সকলকে সতর্ক থাকার আহ্ববান

,,,কপি,,,
- শাহ্ আব্দুল্লাহ্ বোখারী

23/03/2023

- তারাবীর নামাজ পড়লাম, সেহরি খাইলাম, রোজা রাখলাম, ইফতার করলাম এসব লিখে পোস্ট করা থেকে বিরত থাকুন কেননা ইবাদত গোপনেই সুন্দর!🌸🫠🙂

23/03/2023

°
𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧 Coming.!🖤🌸
দীর্ঘ একটি বছর পর আবারও রমজানের
সুগন্ধি পাওয়া যাচ্ছে༏༏༅আলহামদুলিল্লাহ.!💜

আগামী এক মাস ফেসবুকে ঢুকলেই এসব পোস্ট দেখা যাবে 😅
21/03/2023

আগামী এক মাস ফেসবুকে ঢুকলেই এসব পোস্ট দেখা যাবে 😅

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতিছে না তার।ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধ...
20/03/2023

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতিছে না তার।

ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।
আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।

তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন।

জীবন নাটকের চেয়ে নাটকীয়।

Address

Noapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzim Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanzim Biswas:

Videos

Share



You may also like