Sk News

Sk News News A Body

10/01/2025

বর্ডারে বিএসএফ গুলি করার চেষ্টা করলে খালি হাতেই তাদের উপর তেড়ে যায় বাংলাদেশী জনতা

(এদের হাতে অস্ত্র থাকলে কী ঘটতো?!!)

লোকেশনঃ সিলেট

29/12/2024

৫ই আগস্ট হাসিনা পালানোর পর জনতা চেয়েছিল বিপ্লবী সরকার এবং তাদের দ্বারা গঠিত প্রশাসন আওয়ামী লীগ ও তার দোসরদেরকে এভাবেই হামাগুড়ি দেয়াইয়ে কঠোর বিচারের সম্মুখীন করুক, যেমনটি ভিডিওতে সিরিয়ার বিপ্লবীরা করে দেখাচ্ছে।

কিন্তু আমাদের বিপ্লবী সরকার সেই কথা শুনলেন না। তারা অতি নমনীয় হলেন। তারা সকল আইনের ধারা পেরিয়ে শতভাগ সুশীলতার সাথে বিচার করতে চাইলেন। ফলে যা হবার তা-ই হলো।

যেখানে আওয়ামী লীগ ও তার দোসরদের হামাগুড়ি দেয়ার কথা ছিল, সেখানে এখন বিপ্লবী সরকার হামাগুড়ি দিচ্ছে।

প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার! এটা রাজনীতির মাঠ, হাডুডু খেলার মাঠ নয়। হয়তো আপনি খেলবেন, নয়তো আপনাকে নিয়ে খেলা হবে।

ছাত্রদের আন্দোলনে উত্তাল সার্বিয়া। যোগ দিয়েছে সাধারণ মানুষও। উত্তর সার্বিয়ার নভি সাদ রেলস্টেশনের ছাদ ভেঙে  ১৫ জনের মৃত্য...
24/12/2024

ছাত্রদের আন্দোলনে উত্তাল সার্বিয়া। যোগ দিয়েছে সাধারণ মানুষও। উত্তর সার্বিয়ার নভি সাদ রেলস্টেশনের ছাদ ভেঙে ১৫ জনের মৃত্যু হয়ওয়ায় দুর্নীতির অভিযোগ উঠে। এরপরেই সরকারের বিরুদ্ধে শুরু হয় এই আন্দোলন।

21/12/2024
18/12/2024

সুরা ইউসুফ, আয়াত ১০৮ অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ একটি আয়াত। এটি মহান আল্লাহর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা এবং নবী মুহাম্মদ (সা.)-এর দাওয়াতের মৌলিক দিক নির্দেশনা। আয়াতটি হলো:

"قُلْ هَـٰذِهِۦ سَبِيلِىٓ أَدْعُوٓا۟ إِلَى ٱللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِى ۖ وَسُبْحَـٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ"

বাংলা অর্থ:
“বল, এটাই আমার পথ; আমি আল্লাহর দিকে আহ্বান জানাই জ্ঞানের ভিত্তিতে, আমি এবং যারা আমাকে অনুসরণ করে। আর আল্লাহ পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।”

---

আয়াতটির ব্যাখ্যা

১. দাওয়াতের পথ

এই আয়াতে মহান আল্লাহ তাঁর রাসুল (সা.)-কে নির্দেশ দিচ্ছেন দাওয়াতের উদ্দেশ্য, পদ্ধতি ও পথ স্পষ্টভাবে জানাতে। নবী (সা.)-এর দাওয়াত ছিল এক আল্লাহর প্রতি আহ্বান। তিনি মানুষকে তাওহিদের পথে আসার জন্য ডাক দিতেন।

“এই আমার পথ” অর্থাৎ, এটি একটি সুস্পষ্ট এবং নির্ভুল পথ। এটি তাওহিদের পথ, যা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করে।

এই পথ কেবল রাসুল (সা.)-এর নয়, বরং তাঁর অনুসারীদেরও। যারা প্রকৃত অর্থে নবীকে অনুসরণ করে, তাদেরও দাওয়াতের দায়িত্ব রয়েছে।

২. জ্ঞানের ভিত্তিতে দাওয়াত (বসিরাহ)

আয়াতে দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে: "على بصيرة"।

বসিরাহ অর্থ জ্ঞান, প্রজ্ঞা এবং দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা।

দাওয়াত কেবল আবেগের ভিত্তিতে হওয়া উচিত নয়, বরং গভীর চিন্তাশীলতা ও প্রমাণের ভিত্তিতে হতে হবে।

রাসুলুল্লাহ (সা.) ও তাঁর অনুসারীরা জ্ঞানের আলোকে সত্যের দাওয়াত দিয়েছেন। তারা তাওহিদের সত্যতা এবং শিরকের অসারতা যুক্তিসহকারে প্রমাণ করেছেন।

৩. আল্লাহর প্রশংসা

আয়াতে বলা হয়েছে: "সুবহানাল্লাহ"। এর দ্বারা বোঝানো হয়েছে, আল্লাহ ত্রুটিমুক্ত, পবিত্র এবং তিনি সব ধরনের অংশীদারিত্ব থেকে মুক্ত। এটি দাওয়াতের মূল ভিত্তি, যা শিরককে সম্পূর্ণরূপে অস্বীকার করে।

৪. মুশরিকদের থেকে সম্পর্কহীনতা

নবী (সা.) এবং তাঁর অনুসারীরা কখনোই শিরক বা আল্লাহর সাথে কাউকে অংশীদার করার ধারণায় বিশ্বাসী নন।

এই আয়াত দাওয়াতের পথকে একমাত্র তাওহিদের পথে সীমাবদ্ধ করে এবং শিরকের যেকোনো ধরণের প্রকৃতিকে প্রত্যাখ্যান করে।

---

আয়াতের শিক্ষা

১. তাওহিদের প্রতি আহ্বান:
আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্য হওয়া উচিত এক আল্লাহর প্রতি মানুষকে ডাক দেওয়া।

২. জ্ঞানের ভিত্তিতে কাজ করা:
দাওয়াত দেওয়ার সময় যথাযথ জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ধভাবে বা আবেগপ্রসূতভাবে দাওয়াত দিলে তা ফলপ্রসূ হয় না।

৩. শিরক থেকে সম্পূর্ণ দূরত্ব:
মুসলিমের ঈমানের শর্ত হলো আল্লাহর সাথে কাউকে শরিক না করা এবং শিরকের যেকোনো ধরণের চিন্তা বা কাজ থেকে মুক্ত থাকা।

৪. উদাহরণমূলক জীবনযাপন:
দাওয়াত শুধুমাত্র কথায় সীমাবদ্ধ নয়; রাসুল (সা.) ও তাঁর অনুসারীদের মতো দাওয়াতদাতাদেরও নিজেদের জীবনে তাওহিদের পূর্ণ প্রতিফলন রাখতে হবে।

---

সারমর্ম

এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মুল বার্তা হলো তাওহিদ, যা যুক্তি, প্রজ্ঞা ও পবিত্রতা দ্বারা সমর্থিত। দাওয়াতের কাজ একটি মহান দায়িত্ব, যা সঠিক জ্ঞান ও আল্লাহর নির্দেশনা অনুসারে পরিচালিত হওয়া উচিত। এটি শিরক থেকে সম্পর্কহীন থাকার এবং আল্লাহর একত্ববাদে দৃঢ় থাকার নির্দেশনা দেয়।

18/12/2024

'অধিকাংশ' মানেই বিপদ
অধিকাংশ_লোক কোন_দলিল_নয়ঃ

➲অধিকাংশ লোক মিলাদ পড়ে,,
➲অধিকাংশ লোক বেনামাজি,,
➲অধিকাংশ লোক পীর ভক্ত,,
➲অধিকাংশ লোক অন্ধ ভাবে মাযহাব মেনে চলে,,
➲অধিকাংশ লোক পর্দা করে না,,
➲অধিকাংশ লোক চল্লিশা করে,,
➲অধিকাংশ লোক মাজারে যায়,,
➲অধিকাংশ লোক নেশাদার দ্রব্য পান করে,,
➲অধিকাংশ লোক বিভিন্ন তরিকা অনুসরন করে,,,
➲অধিকাংশ লোক টাখনুর নিচে প্যান্ট পড়ে,,
➲অধিকাংশ লোক নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে,,,

এটাই_বাস্তবতা
অধিকাংশদের_ব্যাপারে_আল্লাহ্_বলেন:

■►“অধিকাংশই অজ্ঞ” [সূরা আনআম : ১১১]

■►“অধিকাংশই নির্বোধ” [সূরা মায়িদাহ ১০৩]

■►“অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়” [সূরা ইউসুফ : ৬৮]

■►“অধিকাংশ লোকই অবগত নয়” [সূরা আনআম :৩৭]

■►“অধিকাংশই জানে না” [সূরা আরাফ : ১৩১]

■►“তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না” [সূরা ইউসুফ :১০৩]

■►“আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না” [সূরা বাকারাহ: ৯৯-১০০]

■►“আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী” [সূরা যুখরুফ :৭৮]

■►“তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি” [সূরা আরাফ : ১০২]

■►“তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না” [সূরা আনআম : ১১৬]

■►“ অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।’’[সূরা ইউসুফ: ১০৬]
ধারনা কোন কাজে আসে না’’ [সূরা ইউসুফ : ৩৬]

■►“আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট। ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী’’ [সূরা শু’আরা :২২১-২২৩]

■►“তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়ে গিয়েছিল” [সূরা সাফফাত : ৬৯-৭১]

■►আরবী ভাষায় কুরআন,জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য সুসংবাদবাহী ও সাবধানকারী। কিন্তু ওদের অধিকাংশই (এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না” [সূরা ফুসসিলাত :
সূরা আনআম
[111] ۞ وَلَو أَنَّنا نَزَّلنا إِلَيهِمُ المَلٰئِكَةَ وَكَلَّمَهُمُ المَوتىٰ وَحَشَرنا عَلَيهِم كُلَّ شَيءٍ قُبُلًا ما كانوا لِيُؤمِنوا إِلّا أَن يَشاءَ اللَّهُ وَلٰكِنَّ أَكثَرَهُم يَجهَلونَ
[111] আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতারণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথাবার্তা বলত এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম, তথাপি তারা কখনও বিশ্বাস স্থাপনকারী নয়; কিন্তু যদি আল্লাহ চান। কিন্তু তাদের অধিকাংশই মুর্খ।

সূরা আনআম 37] وَقالوا لَولا نُزِّلَ عَلَيهِ ءايَةٌ مِن رَبِّهِ ۚ قُل إِنَّ اللَّهَ قادِرٌ عَلىٰ أَن يُنَزِّلَ ءايَةً وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ
[37] তারা বলেঃ তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিনঃ আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ন সক্ষম; কিন্তু তাদের অধিকাংশই জানে না।

সূরা আনআম 116] وَإِن تُطِع أَكثَرَ مَن فِى الأَرضِ يُضِلّوكَ عَن سَبيلِ اللَّهِ ۚ إِن يَتَّبِعونَ إِلَّا الظَّنَّ وَإِن هُم إِلّا يَخرُصونَ
[116] আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে।

সূরা আনআম 116] وَإِن تُطِع أَكثَرَ مَن فِى الأَرضِ يُضِلّوكَ عَن سَبيلِ اللَّهِ ۚ إِن يَتَّبِعونَ إِلَّا الظَّنَّ وَإِن هُم إِلّا يَخرُصونَ
[116] আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে।

বাকারাহ'র আয়াত
100] أَوَكُلَّما عٰهَدوا عَهدًا نَبَذَهُ فَريقٌ مِنهُم ۚ بَل أَكثَرُهُم لا يُؤمِنونَ
[100] কি আশ্চর্য, যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে, ব

বাকহারা হ
[99] وَلَقَد أَنزَلنا إِلَيكَ ءايٰتٍ بَيِّنٰتٍ ۖ وَما يَكفُرُ بِها إِلَّا الفٰسِقونَ
[99] আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না।

সূরা যুখরুফ 78] لَقَد جِئنٰكُم بِالحَقِّ وَلٰكِنَّ أَكثَرَكُم لِلحَقِّ كٰرِهونَ
[78] আমি তোমাদের কাছে সত্যধর্ম পৌঁছিয়েছি; কিন্তু তোমাদের অধিকাংশই সত্যধর্মে নিস্পৃহ!
আসুন পবিত্র কোরআন ও সহীহ হাদিসের আলোকে জীবন গড়ি।
[68] وَلَمّا دَخَلوا مِن حَيثُ أَمَرَهُم أَبوهُم ما كانَ يُغنى عَنهُم مِنَ اللَّهِ مِن شَيءٍ إِلّا حاجَةً فى نَفسِ يَعقوبَ قَضىٰها ۚ وَإِنَّهُ لَذو عِلمٍ لِما عَلَّمنٰهُ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ
[68] তারা যখন পিতার কথামত প্রবেশ করল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না। কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তাঁর মনের একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছেন। এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন। কিন্তু অনেক মানুষ অবগত নয়।

সূরা ইউনুস
[103] وَما أَكثَرُ النّاسِ وَلَو حَرَصتَ بِمُؤمِنينَ
[103] আপনি যতই চান, অধিকাংশ লোক বিশ্বাসকারী নয়।

ইউনূস 106] وَلا تَدعُ مِن دونِ اللَّهِ ما لا يَنفَعُكَ وَلا يَضُرُّكَ ۖ فَإِن فَعَلتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظّٰلِمينَ
[106] আর নির্দেশ হয়েছে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না, যে তোমার ভাল করবে না মন্দও করবে না। বস্তুতঃ তুমি যদি এমন কাজ কর, তাহলে তখন তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

ইউনূস
[36] وَما يَتَّبِعُ أَكثَرُهُم إِلّا ظَنًّا ۚ إِنَّ الظَّنَّ لا يُغنى مِنَ الحَقِّ شَيـًٔا ۚ إِنَّ اللَّهَ عَليمٌ بِما يَفعَلونَ
[36] বস্তুতঃ তাদের অ
(সংগৃহীত)

বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরত না দিতে মোদিকে চিঠিভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে আটকে থাকা ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ...
16/12/2024

বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরত না দিতে মোদিকে চিঠি

ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে আটকে থাকা ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশি জেলেদের শর্তহীন দেশে ফেরা আটকাতে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি। তিন দপ্তরেই চিঠি দিয়ে বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরা নিয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতার বিরোধিতা করেছে উড়িষ্যার সংগঠনটি।

সংগঠনটির দাবি, বিনা শর্তে বাংলাদেশি জেলেদের মুক্তি নয়। তাদের পরিবর্তে ফেরত দিতে হবে বাংলাদেশের জেলে আটকে থাকা উড়িষ্যার ৩১ জন মৎস্যজীবীকে। এদিকে পশ্চিমবঙ্গের তরফেও দাবি উঠেছে পশ্চিমবঙ্গের ৭৯ জন জেলেকে ফেরানোর ব্যাপারে।

বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমায় অবৈধ মৎস্য শিকার বন্ধ, ভারতীয় জেলেদের আয় তলানিতেবঙ্গোপসাগরে ভারত–বাংলাদেশ সমুদ্রসীমার (আইএম...
16/12/2024

বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমায় অবৈধ মৎস্য শিকার বন্ধ, ভারতীয় জেলেদের আয় তলানিতে

বঙ্গোপসাগরে ভারত–বাংলাদেশ সমুদ্রসীমার (আইএমবিএল) কাছে মাছ শিকার এড়িয়ে চলছেন ভারতীয় মৎস্যজীবীরা। ফলে রপ্তানিযোগ্য বিভিন্ন প্রজাতির মাছ, যেমন—ইল, সিলভার পমফ্রেট এবং চিংড়ির জোগান অনেক কমে গেছে। বাংলাদেশের কোস্ট গার্ডের হাতে ধরা পড়ার ভয়ে তাঁরা এখন এই এলাকায় মাছ ধরতে যাচ্ছেন না। যার ফলে রপ্তানিযোগ্য মাছ শিকার করতে না পেরে তাদের আয় তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের রপ্তানিকারকেরা এটাকে হাসিনার পতন ও রাজনৈতিক অস্থিরতার কারনে হচ্ছে বলে জানিয়েছে।

পশ্চিমবঙ্গের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্ট গার্ড গত অক্টোবরে ৭৯ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করার পর—যারা এখনো প্রতিবেশী দেশের কারাগারে আছেন—মৎস্যজীবীরা আর ঝুঁকি নিতে চাচ্ছেন না। দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ায় এ বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।’

15/12/2024

⛔ সিরিয়ার বিভিন্ন স্থানে আজ রাতেও অর্ধ শতাধিক এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজ্রাইলি সন্ত্রাসীরা।😭😭

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্রভারতকে ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন...
14/12/2024

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

ভারতকে ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এটি এমন একটি তালিকা, যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ।

আইসিই’র তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১৮ হাজার অভিবাসীই ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা।

ফিলিস্তিনি সাংবাদিক মাহমুদ বাআলুশা উত্তর গাজার সাফতাউই পাড়ায় তার বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন...
14/12/2024

ফিলিস্তিনি সাংবাদিক মাহমুদ বাআলুশা উত্তর গাজার সাফতাউই পাড়ায় তার বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

একটি গ্রহাণু পৃথিবীর কাছে আসছে। জানিয়েছে নাসা। ফিলিপাইনের পূর্ব উপকূলে গ্রহাণুটি আছড়ে পড়বে বলে অনুমান করা হচ্ছে!
05/09/2024

একটি গ্রহাণু পৃথিবীর কাছে আসছে। জানিয়েছে নাসা।
ফিলিপাইনের পূর্ব উপকূলে গ্রহাণুটি আছড়ে পড়বে বলে অনুমান করা হচ্ছে!

https://youtu.be/4HirsdTmwbY?si=yx9zLpisNSFhyzfU
03/09/2024

https://youtu.be/4HirsdTmwbY?si=yx9zLpisNSFhyzfU

অধিকাংশেরই কোন ধারণাই নাই যে আগামীতে বাংলাদেশ ও বিশ্বে কি ঘটতে যাচ্ছে!! End Time Secrets End Time Secret in Bangla

01/09/2024

আসল মাস্টারমাইন্ড ছিলেন মহান আল্লাহ তাআলা।

“তারা ষড়যন্ত্র করলো। আর আল্লাহ নিগূঢ় কৌশল অবলম্বন করলেন। নিশ্চই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী”।
[আলে-ইমরান: ৫৪]

বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী...
21/08/2024

বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী...

10/08/2024

গোপালগঞ্জে আওয়ামী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং চলছে

চাকরি শব্দের উৎপত্তি হয়েছে চাকর থেকে।চাকর তুর্কী শব্দ, এর মানে হল দাসত্ব।ইংরেজ শাসনামলে যখন আমরা আক্ষরিক অর্থেই দাস ছিলা...
28/05/2024

চাকরি শব্দের উৎপত্তি হয়েছে চাকর থেকে।চাকর তুর্কী শব্দ, এর মানে হল দাসত্ব।ইংরেজ শাসনামলে যখন আমরা আক্ষরিক অর্থেই দাস ছিলাম তখন তারা শাসনকার্যের সুবিধার্থে আমাদের দেশীয় লোক নিয়োগ দিত নিম্ন শ্রেণীর কর্মচারী হিসাবে।আর এই দেশের মানুষের মূল সমস্যাই হল সাদা চামড়ার মানুষ দেখলে হুশ হারায়ে ফেলে। তাদের পাংখাপুলার, বাবুর্চি, ঝাড়ুদার, আয়া সব হত উপমহাদেশীয়। তাদের কাছে আমাদের লেভেল ছিল ওই পর্যন্তই এবং সবচাইতে অদ্ভূত ব্যাপার হল, আমাদের শিক্ষা ব্যবস্থাকেও তারা ওভাবেই তৈরি করল যেন শিক্ষিত হবার পর সবাই চাকর হতে পারে।পাখি উড়ে গেলেও যেমন পালক ফেলে যায় তেমন ইংরেজরা চলে গেলেও তাদের তৈরি সিস্টেম থেকে গেল।বাচ্চাদের ছোট বেলা থেকেই ভাল চাকর হিসাবে গড়ে তোলা শুরু হল।বর্তমানে একজন মানুষের সাফল্যের মাপ- কাঠিই হল ভাল একটা চাকরি।আমি ফেসবুকে অনেক কেই দেখি নিজের জব নিয়ে ব্র্যাগ করতে।নিজের বসের সাথে সেলফি দিতে বা ছবি দিয়ে আনন্দে গদগদ হয়ে যেতে।প্রমোশন নিয়ে নাচতে।কিন্তু সত্য কথা হচ্ছে আপনার সাথে আপনার বাসার কাজের বুয়ার স্পেসিফিক তফাৎ নেই। কিভাবে?ওকে মিলিয়ে দেখেন, বুয়া মাস শেষে বেতন পায়, আপনিও পান।বুয়া কামাই দিলে বুয়ার বেতন কাটেন, সেইম গোজ টু ইউ।বুয়া রান্না বান্না ধোয়া মোছা করে কারণ তার কাজে এটুকু শিক্ষাই যথেষ্ট।আপনি অংক ইংরেজী হিসাব বিজ্ঞানে ভাল।কারণ আপনার কাজে ওসব শিক্ষা লাগে।বুয়া লেট করে আসলে আপনি তাকে গালমন্দ করেন, আপনি লেট করে একদিন অফিসে যান দেখি।এখন, বুয়ার রান্না ভাল হলে, বা কাজ ভাল হলে আপনি তার বেতন বাড়িয়ে দেন, এবং তাকে ভাল দুইটা কথা বলেন। এখন আপনার জায়গায় আপনার বস আর বুয়ার জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করে দেখেন।আলটিমেটলি চাকরি জীবি মানেই চাকর, বস মানেই মালিক।শব্দের বলার ধরণ আর ভাষাটাই বদলায় অর্থ বদলায় না।আপনাকে একদিন মাথায় হাত বুলিয়ে আদর করার মানে কিন্তু এই না যে আপনি বিরাট কিছু হয়ে গেছেন।এটা হল আপনাকে নবউদ্যমে লাথি মারার পূর্বপ্রস্তুতি।আপনার কাজের বুয়া না পোষালে আপনার বাসার কাজ লাথি মেরে ভাগতে পারে।আপনি এত সহজে চাকরি ছাড়তে পারবেন না।তাইলেই বোঝেন কিছু কিছু ক্ষেত্রে চাকরীজীবির পজি শন বুয়ারও নিচে।জানি সবগুলো কথা সবজায় গায় খাটে না।ভিন্নতা থাকবেই কিন্তু ভিন্নতা উদাহরণ হতে পারে না।এটাও বলতে পারেন, দেশে এত লোক বেকার হেন তেন।আমি বলব বেকার না থেকে নিজে চেষ্টা করে কিছু করলেই পারে।যারা চাকরিজীবি চিন্তা করে দেখেন, আপ- নাদের বেশির ভাগের মালিকই আপনার তুলনায় শিক্ষাগত যোগ্যতায় অনেক নিচে।তারা আপনাকে চাকরী দেবার মত হেডাম দেখাইতে পারলে আপনার কি হাত পায়ের কমতি আছে নাকি?কিন্তু আমি জানি আপনারা পারবেন না।মায়ের দুধ ছাড়ার পর থেকেই আপ- নাদের ট্রেনিং দেওয়া হয়েছে ভাল চাকর হবার।মোটিভেশন স্পীচও আপনারা এই ব্যাপারেই শোনেন যে কিভাবে ভাল চাকর হতে পারব, কিভাবে ভাল কাজ পাব।একজন মানুষ কোন পর্যায়ে গেলে সফল হবে তার সীমাটা সে নিজেই নির্ধারণ করে।আমার সোনার বাংলা দেশের ছেলেদের দৌড় চাকরি পর্যন্তই। পাশের দেশ ভারত এই চাকরির চক্কর থেকে ধীরে ধীরে বাইরে আসছে।ওদের দেশে অসংখ্য স্টার্ট আপ হয়। ফ্লিপকার্ট, জাবং, ট্রিভাগো। ছোট ছোট পোলাপান কলেজ পাশ করার আগেই মিলিয়ন ডলারে খেলে।শুধু অ্যাপ দিয়ে মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রী দাড় করিয়ে ফেলে।আমাদের দেশ এখান থেকে বের হতে পারবে না সহজে।বাপের থাকলে বসে খাবে আর না থাকলে চাকর হবে। তবে অনেকেই এখন চেষ্টা করছে নিজে কিছু করার। তবে সেই চেষ্টাটা খুব নগণ্য আর যারা করছে তাদের অধিকাংশই শো অফ করে আর একজন আরেক জনের পিছে লেগেই সময় পায় না।No hard feelings.আপনার পেশা নিয়ে বলার অধিকার আমার নাই।আমি জাস্ট আত্ম উপলদ্ধ্বিটা বললাম।butthurt হবার কিছু নাই।আল্লাহ মহান।আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক।আমিন

বেতন_কত ?- - - - - - - - - - - - - -আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। ৩ কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে...
16/05/2024

বেতন_কত ?
- - - - - - - - - - - - - -
আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। ৩ কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে!
আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত?
গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেলো।
দোস্তো বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ, শালারা দুই টাকারও ঘুষ খায়!
দোস্তো, তোদের ফ্লাটে কত খরচ পড়েছে?
-এই সব মিলে ৯৭ লাখ।
তোর বাবা তো ট্যাক্সে আছে, বেতন কত? চেহারা আবারও ছাই।
ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু ৩০ লাখ টাকা হতে হবে। (বয়ফ্রেন্ড ২৮ হাজার টাকার বেতনের চাকুরি করে!) না হলে আমার প্রেস্টিজ পাংকচার! ফেবুতে পোস্ট দিয়েছে, "যে ছেলে যৌতুক চায়, তাদের না বলুন!"
এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন পিডাব্লিউতে চাকুরি করে। মেয়ের বাবা পরেরজনে মত দেয়ায় মেয়ে বলছে, " বাবা তোমার পছন্দ সেরা"!
এক আত্মীয়ের বাসায় গেলাম। সারা জীবন সততার বুলি আউড়িয়েছেন। মেয়ের জামাই চাকুরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলছেন, তার মেয়ে ঘরের ফার্নিচার ৪/৫ বছর পরেই পাল্টায়। মেয়ে খুব সৌখিন। ৮০ লাখ টাকায় ফ্লাট কিনে আরও ৫০ লাখ টাকা খরচ করছে ইন্টেরিয়র কাজে!
জিজ্ঞেস করলাম, ভাইজান, জামাইয়ের বেতন কতো?
অফিসে বসে আছি। একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে।
-জিগ্যেস করলাম কোন পোস্ট?
ও বলল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি ৬/৭বছরে অনেক কিছু করেছে।
জিগ্যেস করলাম,তোমার ভাইয়ের বেতন কত?
আর কোন উত্তর নাই...।
আমরা এত নষ্ট হয়েছি, এত নষ্ট হয়েছি যে, আমাদের কোন লজ্জা নেই। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ডাকটর ১৫ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই, "এগুলা মানুষ না। এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না। মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না।" অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল, একটা বেসরকারি ব্যাংকে চাকুরির জন্য ৯ লাখ আর ১০ লাখের ঘুষের আলাপ!!
কন্ডাকটর গলা কাটছে। গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলাকাটা বড় নির্মম, দেশটাকে এফোঁড় ওফোঁড় করে দেয়।
কন্ডাকটররা একটা নিদারুণ সত্যি কথা বলে,
"আফনেরা যে কলমের খোচায় কুটি কুটি টাকা মাইরা খান, হেই হিসাব তো আমরা নেই না!"
কথা সত্যি এবং নিদারুণ সত্যি।
কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে, আটকাচ্ছে।
সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেলো এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা। বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের কথা, যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি টাকা খরচ হয়। মেয়াদউত্তীর্ণ ঔষধ, আইসিইউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা।
মানুষ হয়তো আছে। সংখ্যাটা কম।
মেয়ের বিয়ে ঠিক হয়েছে।
তা কোথায় হলো, ছেলে কী করে?
যদি ঘুষের ডিপার্টমেন্টের হয়,
দেখবেন মেয়ের বাবা মা, ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে!!
অথচ এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চমূল্য, এই যে গলাকাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া, এই যে পরীক্ষায় ভালো করলেও চাকুরি না হওয়া, এই সবের মূলে তো ওই যে যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিহবা চকচক করে, চেহারায় (নোংরা) খুশির ঢেউ উঠে, সেই দুর্নীতিবাজ শুয়োরদের কারণে।
বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন, "শুয়োরের বাচ্চাদের অর্থনীতি"! এই শুয়োরের বাচ্চারা কারা?
এই লেখা পড়ে পরে যাদের চেহারায় চপেটাঘাত পড়বে, ছাই হয়ে যাবে, তারা৷"
Collected ❤️

Address

Noapara

Alerts

Be the first to know and let us send you an email when Sk News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sk News:

Videos

Share