10/09/2022
হিন্দুধর্ম নিয়ে কিছু প্রশ্ন/অভিযোগ ও এর
উত্তর।..............................................................
অভিযোগ:১। হিন্দুরা মূর্তিপূজা করে।
উত্তর: চিত্র না এঁকে উপপাদ্য প্রমাণ করা কঠিন।
চিত্র থাকলে প্রমাণ করা সহজ। উধারন অাগুনকে এমনিতেই
ধারণ করা যায় না।তার জন্য একটা মাধ্যম ( কাঠ,
কয়লা,কাগজ,সলতে) ব্যবহার করতে হয়। ঠিক
তেমনি নিরাকার উপাসনা করা যায়। কিন্তু মূর্তি সামনে
থাকলে ঈশ্বরকে উপলব্ধি করা সহজ হয়। প্রকৃত
পক্ষে মূর্তিকে পূজা করা হয়না। ঈশ্বরকে কল্পনা
করেই পূজা করা হয়। মূর্তি শুধুমাত্র মনকে স্থির
করে।
মোবাইলে কথা বলার সময় মোবাইলে চুমু দিলে
যদি গার্লফ্রেন্ড দূর থেকে খুসি হয়, তবে
মূর্তির সামনে ভক্তিভরে অারাধনা করলে ঈশ্বর
খুসি হবে না কেন?এছাড়া সাকার-নিরাকার উনাকে
যেভাবে ভজনাকরে উনি সেভাবেই থাকে
তুষ্টকরে থাকেন।
,
অভিযোগ ২: মূর্তি ভাঙলে মূর্তি নিজেকে
বাঁচাতে পারে না, হিন্দুদের বাঁচাবে কি করে?
এতে প্রমাণ তার কোন power নাই।
উত্তর: মূর্তি নিছক মূর্তিই। মূর্তি ঈশ্বর নন। ঈশ্বর
অব্যয়, অক্ষয়। মূর্তি ক্ষয়প্রাপ্ত হয়। মূর্তিকে
ঈশ্বর মনে করা বোকামি। অার অবুজ বাচ্চা বাবা
মাকে অাঘাত করলে বাবা মা কিছু বলেন না। কারণ
এত ছোট বাচ্চা কিছু বোঝে না।
অার কেউ রাষ্ট্রপতির ছবি গোপনে পোড়ালে
এর মানে এই নয় যে রাষ্ট্রপতির power নাই।
অভিযোগ ৩: তোমরা গরুকে মা ডাক কেন? গরু
মা হলে ষাড় তোমাদের বাবা?
উত্তর: এখানেই হিন্দু ধর্মের মহত্ত্ব। তা মাথা
মোটারা বুঝবে কেন? গর্ভধারিণী মা সবার পূজ্য।
এর বাইরে রাজপত্নী (রানী), গুরুপত্নী,
শিক্ষকপত্নী, ধাত্রী, পৃথিবী এবং গাভিকে মা
হিসেবে স্বীকৃতি দিয়েছে অামাদের ধর্ম।
দৃষ্টিভঙ্গি বড় করেন।
অাচ্ছা, দেশ যদি মা হয় তবে বাবা কে? এবার
অাপনারাই বলুন? বিবর্তনের ধারায় মানব সমাজ যখন
Hunting and gathering society থেকে
agricultural society তে upgrade হল তখন
থেকে ষাড় কৃষি কাজে পিতাকে সাহায্য করে
অামাদের মুখে অন্ন তুলে দিয়েছে। গাভী তার
বাচ্চার পাশাপাশি মানব সমাজকে দুধ খায়িয়েছে। তার
স্বীকৃতি স্বরূপ গরুকে হিন্দু সমাজ সম্মানের
চোখে দেখে। এটা তো মহৎ ব্যাপার, আপনাদের মতো নিচু মন ,, আমাদের না
অভিযোগ ৪: গরুর দুধ খাও, মাংস খাও না কেন?
উত্তর: দুধ খাওয়া অার মাংস খাওয়া কি এক? দুধ
খেতে হলে হত্যা করতে হয় না, মাংস খেতে
চাইলে গো হত্যা করতে হয়। অাপনি মায়ের দুধ
খেয়েছেন, মাংস খেতে পারবেন