Joy gita.

Joy gita. বিষয় ভাষনা সব ছেড়ে, প্রাণ ভরে ডাকো তারে🌸❤️

24/11/2023

❤️🌺

11/11/2023

♥️❤️🌺

28/10/2023

😭যে সংসারে পুত্র,পুত্রবধূ কর্তৃক মা বাবা অবহেলিত হয়,সে সংসারে লক্ষ্মী,
দুর্গা,কালী,জগদ্ধাত্রী,সরস্বতী,গণেশ তথা ৩৩ কোটি দেব-দেবী এবং স্বয়ং ভগবানের উপস্থিতি থাকে শূণ্যের কৌটায়।
🍃গৃহলক্ষ্মী মা,শাশুড়ী,কন্যা ও পুত্রবধূর মধ্যে সুসম্প্রীতির অভাবেই সংসার ধ্বংস হয়,শান্তি শব্দের লেশমাত্র থাকেনা।

🍀 কখনো ভগবান আমাদের দুর্বল করে দেন, অধিক শক্তিশালী হবার জন্য। 🍀 কখনো ভগবান আমাদের হৃদয় চূর্ণ করে দেন, আমাদের পূর্ণ করার...
22/10/2023

🍀 কখনো ভগবান আমাদের দুর্বল করে দেন, অধিক শক্তিশালী হবার জন্য।
🍀 কখনো ভগবান আমাদের হৃদয় চূর্ণ করে দেন, আমাদের পূর্ণ করার জন্য।
🍀 কখনো ভগবান আমাদের দুঃখ দেন, অধিক সহনশীল হবার জন্য।
🍀 কখনো ভগবান আমাদের ব্যর্থতা দেন, জীবন সংগ্রামে জয়ী হবার জন্য।
🍀 কখনো ভগবান আমাদের একাকীত্ব দেন, অধিক সচেতন হবার জন্য।
🍀 কখনো ভগবান আমাদের সর্বস্ব ছিনিয়ে নেন, ভগবানের দয়ার মূল্য বুঝার জন্য– যেমন পঞ্চপান্ডব।
🍀 কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন জীব ভগবানের অসীম কৃপা উপলব্ধি করতে পারিনা!
🍀 তাই হতাশ হবেন না, এগিয়ে চলুন দুর্নিবার গতিতে; আর আশা রাখুন ভগবান যা করেন ভালোর জন্যই করেন, ভুল শোধরানোর জন্য করেন। ঈশ্বর মঙ্গলময়।

যা হচ্ছে, তাই হতে দিন। কারণ আপনি ইচ্ছা করলেই স্রষ্টার নিয়ম তথা নিয়তি পাল্টাতে পারবেন না। অতএব "যার ভাবনা তিনি ভাববেন, তুমি ডাকো তাঁকে"।
মন থেকে বলুন "

🌿🌺হরে কৃষ্ণ🌿🌺

12/02/2023

অনেকেই শিব রাত্রি ব্রত নিয়ে দ্বিধায় আছেন:-

১৭ তারিখ একাদশী(মহাদ্বাদশী) এর উপবাস থাকবেন।

১৮ তারিখ চতুর্দশী তিথি রাতে লাগবে, সেটি ত্রয়োদশী দ্বারা বিদ্ধা। তাই সে দিন শিবরাত্রি ব্রত করা অনুচিত। অশুদ্ধ চতুর্দশীতে যারা চতুর্দশী ব্রত করবেন, তাদের মুক্তি ও ভক্তি কোনটাই লাভ হবে না।
রাবণাদি পাষন্ডী পাশুপত আশ্রয়ী উগ্র শৈবগণ অশুদ্ধ চতুর্দশী পালন করে থাকেন, এর ফলে জাগতিক কিছু ঐশ্বর্য লাভ হয়,কিন্তু পারমার্থিক অগ্রগতি লাভ হয় না, এমনকি এর ফলে এরা স্বর্গ পর্যন্ত লাভ করতে পারে না।
স্কন্দপুরাণে উল্লেখ আছে, মানুষেরা যাতে সহজে এ ব্রত করে স্বর্গ অর্জন করে দেবতাদের পদ দখল করতে না পারে, সেজন্য দেবতারা তৃতীয়া,অষ্টমী,নবমী,একাদশী ও চতুর্দশী তিথিকে এভাবে পূর্বতিথি দ্বারা অশুদ্ধ করে রেখেছেন।
যারা সকামী, তারা অশুদ্ধ তিথিতে ব্রত করে ব্রতফল থেকে বঞ্চিত হন। তাই বিচক্ষণ ব্রতী শুদ্ধ তিথিতেই ব্রত করেন।

এজন্য ১৯ তারিখ রোজ রবিবার বিশুদ্ধ চতুর্দশী তিথিতে শিবরাত্রির উপবাস করতে হবে। বিশুদ্ধ চতুর্দশী তিথিতে শিবচতুর্দশী ব্রত পালন করলে পরম বৈষ্ণব শিবের কৃপায় বিশুদ্ধ কৃষ্ণভক্তি লাভ হয়, জাগতিক ও পারমার্থিক কল্যাণ হয়।
তাই বিশুদ্ধ শিবভক্তগণ বিশুদ্ধ চতুর্দশী তিথি অর্থাৎ ১৯ তারিখ চতুর্দশী।

14/10/2022

শুধু দেহ থেকে প্রান ত্যাগ করলেই মৃত্যু হয় না ,
নিজের ধর্মের উপর আঘাত হচ্ছে দেখে ও চুপ থাকাটা এক প্রকার মৃত্যু।
#শ্রীমদ্ভগবদগীতা

10/09/2022

হিন্দুধর্ম নিয়ে কিছু প্রশ্ন/অভিযোগ ও এর
উত্তর।..............................................................
অভিযোগ:১। হিন্দুরা মূর্তিপূজা করে।
উত্তর: চিত্র না এঁকে উপপাদ্য প্রমাণ করা কঠিন।
চিত্র থাকলে প্রমাণ করা সহজ। উধারন অাগুনকে এমনিতেই
ধারণ করা যায় না।তার জন্য একটা মাধ্যম ( কাঠ,
কয়লা,কাগজ,সলতে) ব্যবহার করতে হয়। ঠিক
তেমনি নিরাকার উপাসনা করা যায়। কিন্তু মূর্তি সামনে
থাকলে ঈশ্বরকে উপলব্ধি করা সহজ হয়। প্রকৃত
পক্ষে মূর্তিকে পূজা করা হয়না। ঈশ্বরকে কল্পনা
করেই পূজা করা হয়। মূর্তি শুধুমাত্র মনকে স্থির
করে।
মোবাইলে কথা বলার সময় মোবাইলে চুমু দিলে
যদি গার্লফ্রেন্ড দূর থেকে খুসি হয়, তবে
মূর্তির সামনে ভক্তিভরে অারাধনা করলে ঈশ্বর
খুসি হবে না কেন?এছাড়া সাকার-নিরাকার উনাকে
যেভাবে ভজনাকরে উনি সেভাবেই থাকে
তুষ্টকরে থাকেন।
,
অভিযোগ ২: মূর্তি ভাঙলে মূর্তি নিজেকে
বাঁচাতে পারে না, হিন্দুদের বাঁচাবে কি করে?
এতে প্রমাণ তার কোন power নাই।
উত্তর: মূর্তি নিছক মূর্তিই। মূর্তি ঈশ্বর নন। ঈশ্বর
অব্যয়, অক্ষয়। মূর্তি ক্ষয়প্রাপ্ত হয়। মূর্তিকে
ঈশ্বর মনে করা বোকামি। অার অবুজ বাচ্চা বাবা
মাকে অাঘাত করলে বাবা মা কিছু বলেন না। কারণ
এত ছোট বাচ্চা কিছু বোঝে না।
অার কেউ রাষ্ট্রপতির ছবি গোপনে পোড়ালে
এর মানে এই নয় যে রাষ্ট্রপতির power নাই।

অভিযোগ ৩: তোমরা গরুকে মা ডাক কেন? গরু
মা হলে ষাড় তোমাদের বাবা?
উত্তর: এখানেই হিন্দু ধর্মের মহত্ত্ব। তা মাথা
মোটারা বুঝবে কেন? গর্ভধারিণী মা সবার পূজ্য।
এর বাইরে রাজপত্নী (রানী), গুরুপত্নী,
শিক্ষকপত্নী, ধাত্রী, পৃথিবী এবং গাভিকে মা
হিসেবে স্বীকৃতি দিয়েছে অামাদের ধর্ম।
দৃষ্টিভঙ্গি বড় করেন।
অাচ্ছা, দেশ যদি মা হয় তবে বাবা কে? এবার
অাপনারাই বলুন? বিবর্তনের ধারায় মানব সমাজ যখন
Hunting and gathering society থেকে
agricultural society তে upgrade হল তখন
থেকে ষাড় কৃষি কাজে পিতাকে সাহায্য করে
অামাদের মুখে অন্ন তুলে দিয়েছে। গাভী তার
বাচ্চার পাশাপাশি মানব সমাজকে দুধ খায়িয়েছে। তার
স্বীকৃতি স্বরূপ গরুকে হিন্দু সমাজ সম্মানের
চোখে দেখে। এটা তো মহৎ ব্যাপার, আপনাদের মতো নিচু মন ,, আমাদের না

অভিযোগ ৪: গরুর দুধ খাও, মাংস খাও না কেন?
উত্তর: দুধ খাওয়া অার মাংস খাওয়া কি এক? দুধ
খেতে হলে হত্যা করতে হয় না, মাংস খেতে
চাইলে গো হত্যা করতে হয়। অাপনি মায়ের দুধ
খেয়েছেন, মাংস খেতে পারবেন

05/09/2022

প্রসঙ্গ যখন ধর্ম নিয়ে..🙂
তখন আমাদের সনাতন ধর্ম সেরা
༆ 𝐻𝐴𝑅𝐸 ✰ 𝐾𝑅𝐼𝑆𝐻𝑁𝐴 ༆

Address

In Panchkhain
Noapara

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801860893234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joy gita. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share



You may also like