আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
ঈদের খুশিতে দিক-বিদিক
চলছে আজ সালামী'র হিড়িক
কেউ অন্য কিছু ভাববেন না। এইটা দেখানোর উদ্দেশ্যে দান নয়। ঈদ উপলক্ষে প্রিয় বড় ভাই নোমান ভাই সবাইকে সালামী প্রদান করছেন। এটি জাস্ট মজা। আমিও পাইছি ২০ 💸🤗😄
ঈদের খুশিতে দিক-বিদিক
চলছে আজ সালামী'র হিড়িক
কেউ অন্য কিছু ভাববেন না। এইটা দেখানোর উদ্দেশ্যে দান নয়। ঈদ উপলক্ষে প্রিয় বড় ভাই নোমান ভাই সবাইকে সালামী প্রদান করছেন। এটি জাস্ট মজা। আমিও পাইছি ২০ 💸🤗😄
৯০ ভাগ মুসলমানদের দেশে ঢাবি ক্যাম্পাসে ইফতার করতে গেলে মুসলমান শিক্ষার্থীরা রক্তে রঞ্জিত হতে হয়। আর সেই একই ক্যাম্পাসে কিছু নামধারী মুসলিম এবং বিধর্মীরা নির্দ্বিধায় ধর্মীয় উৎসবের নামে অশালীনতা করে বেড়ায়।
তবে কি বাংলাদেশের অবস্থাও অন্য সকল মুসলমান দেশের মতো হতে যাচ্ছে?
যে শিক্ষার্থীরা আজ বিধর্মীদের অশালীনতায় মত্ত আছে তাদের কর্মফল অনুযায়ী তারাও একদিন ফিলিস্তিনিদের মতো হয়তো মার খেতে হবে। যাইহোক আল্লাহ এই অবস্থা আমাদের দেশের মুসলমানদের না করুক। আমিন।
আমাদের সমাজে এখন ভালোবাসার অভাব নেই। কিন্তু এই ভালোবাসা গুলোকে ভালোবাসার প্রকৃত সংজ্ঞার সাথে মিলালে। এই সব ভালোবাসাগুলোকে আকাশ কুসুম বলে মনে হবে অর্থাৎ এসব ভালোবাসা গুলোকে ভালোবাসা দূরের কথা নিকৃষ্টতম কাজ বলতেও ঘৃণা বোধ হবে।
মূর্খ নাস্তিক আসাদ নূর সম্পর্কে, ড.মিজানুর রহমান আজহারীর বক্তব্য। এই মূর্খ আসাদ নূর সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন, এছাড়া আরো জানাতে পারেন এই দেশদ্রোহী আসাদ নুরকে কি শাস্তি দেওয়া যেতে পারে।
সবাই যে ক্রমেরই হোক না কেন, ইনশাআল্লাহ আমরা হবো ব্যতিক্রম। যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমরাও পারি কিন্তু মূল থেকে সরে গিয়ে নয়। কারন আমরা জানি আখিরাতের সফলতাই প্রকৃত সফলতা।
আমাদের বিদ্যালয়ের লেজার টাইমের একটি খন্ড চিত্র🛐। কত সুন্দর; চির মনোহর। জ্ঞানের বাগানে থোকা থোকা সুরভী চড়ানো কয়েকগুলো ফুল🌷🌷🌷
ভালোবাসার প্রিয় তিনখানা মুখ। একই ডালে যেন ফুটে আছে, থোকা থোকা চির সুরভীত ; মনোহর তিনটি ফুল। 🌷🌷🌷
হে বন্ধু,,
চলো ছেড়ে দেই হারামের যত পথ
বুকে তুলি ঈমানী দীপ্ত অভিমত।
হে প্রিয় বন্ধু,, ফিরে এসো রবের ভালোবাসায়।
dear friend, come back Love of your Lord.
মেয়েদের কি ফেসবুকে ফ্রেন্ডলিস্টে রাখা যাবে?
কোন কোন মহিলাদের ফ্রেন্ডলিস্টে রাখা যাবে। চলুন শাইখ আহমদ উল্লাহ (হুজুরের) মুখ হতে জেনে আসি।
মুসলিমরা ত্যাগি সদা
ভোগী কভু নয়
যদিও ত্যাগ করতে গেলে
অনেক কষ্ট হয়।
আমি কোরআন তেলাওয়াতে এতটা দক্ষনা,তবুও একটু চেষ্টা করলাম। কোথাও ভুল করে থাকলে কমেন্টে জানালে উপকৃত হব। সূরা ফাতিহা।
। বাস্তবতার গল্প । the story of reality.
মুহাররমের ১০ তারিখ নিয়ে কান্না জড়ানো কন্ঠে অসাধারণ একটি ইসলামী সংগীত।
সংগীত:মুহাররমের ১০ তারিখ
পরিবেশনায় :মো: হারুন (হুজুর)
আমাদের গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। (আমার প্রথম শিক্ষক.)
মাকে নিয়ে লেখা মনমুগ্ধকর একটি কবিতা।
কবিতা: মায়ের ভালোবাসা
লেখক: মো:রবিউল হাসান
আবৃত্তিকারক: মো: রবিউল হাসান
।বাস্তবতার গল্প ।