নুজাইরাহ আহনাফ

নুজাইরাহ আহনাফ Noakhali, maijdee Daily volgs

14/11/2024
নিউজফিডে সালমান এফ রহমানের ছবি দেখে আমার ভয় লাগছে। গা গোলাচ্ছে ,ইমোশনাল ইম্ব্যালেন্স হলে আমার বমি বমি লাগে। হাজার হাজার ...
13/08/2024

নিউজফিডে সালমান এফ রহমানের ছবি দেখে আমার ভয় লাগছে। গা গোলাচ্ছে ,ইমোশনাল ইম্ব্যালেন্স হলে আমার বমি বমি লাগে। হাজার হাজার কোটি টাকা লাক্সারি লাইফ কাটানো মানুষ দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে।না আমি তাদের পক্ষে না। খারাপ মানুষের বিচার তো হবেই।

কিন্তু আমার কেয়ামতের দিনের কথা মনে হচ্ছে। কেমন অস্থির লাগছে।এখন যা কিছু হচ্ছে সব কিছু কোরআনে আছে ,নিদর্শন ও আছে। সামনে যা ঘটবে তাও বলা আছে। অথচ আমরা ভাবছিইনা।

ইয়া মাবুদ ,রহমানুর রাহিম ,জেনে না জেনে কত পাপ করি ,আজ পর্যন্ত অন্তরে তিল পরিমান অহংকার ধারন করলেও তুমি মাফ করে দিও ,ইয়া আল্লাহ নমনীয়তার চাদরে আবৃত করে রেখো। হালাল রিযিক দিও। কার ও সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি ভুল করে থাকি প্লিজ মাফ করে দিয়েন।

আল্লাহর প্রতিশ্রুতি সত্য যে, কিয়ামত অনুষ্ঠিত হবে এবং সৎ ও অসৎ লোকদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান ও প্রতিফল দেওয়া হবে।

হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশালী।

02/07/2024

আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাবো
❤️

22/06/2024
13/06/2024

📌📌অতিশীঘ্রই বায়তুল্লাহর মেহমান হওয়ার জন্য নিম্নোক্ত দোয়াগুলো প্রতি নামাযের পর বেশি বেশি পড়েন-📌

اللّٰهُمَّ ارْزُقْنِيْ زِيَارَةَ الْحَرَمَيْنِ الشَّرِيْفَيْنْ

(১)আল্ল-হুম্মারযুকনী- যিয়া-রতাল হারমাইনিশ শারি-ফাইন।

اللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ زِيَارَةَ الْحَرَمَيْنِ الشَّرِيْفَيْنْ

(২)আল্ল-হুম্মাফতাহলী- আবওয়া-বা যিয়া-রতাল হারমাইনিশ শারি-ফাইন।

(৩)আল্ল-হুম্মাফতাহলানা- আবওয়া-বা যিয়া-রতি বাইতিল্লাহ-

৪) হজ্জ নসীবে জোটার দোয়া-
اللهمَّ ارْزُقْنَا حَجَّ بَيْتِكَ الحَرَام
আল্ল-হুম্মার্ যুকনা হাজ্জা বাইতিকাল হারম।
হে আল্লাহ আমাদেরকে আপনার পবিত্র ঘরের যিয়ারত দান করুন।

হে আল্লাহ আপনি আমাদের সবাইকে বার বার কবুল করুন ।।

©

03/05/2024

আল্লাহুমা সাল্লি ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ❤️❤️❤️

01/05/2024

সুর্যাস্ত....

ফিউচার প্ল্যানে আমরা সবকিছুই ইনক্লুড করি, শুধু মৃত্যুটা ছাড়া। আমাদের প্ল্যানে পরিবার থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, বাট ...
28/04/2024

ফিউচার প্ল্যানে আমরা সবকিছুই ইনক্লুড করি, শুধু মৃত্যুটা ছাড়া। আমাদের প্ল্যানে পরিবার থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, বাট মৃত্যুটা থাকে না।

অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই কিন্তু আমার আপনার অনেক প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে যাবে।

ইউরোপ ট্যুরটা দিয়ে ফেলা যাবে, ওয়্যার এন্ড পিসটা পড়ে ফেলার সময় হবে, তাহাজ্জুদ পড়ার সময়টাও বের করে ফেলতে পারবেন। কারণ, আপনি জানেন, মৃত্যু ওয়েট করতেসে। আপনার হাতে খুব বেশি সময় নাই।

- ড. শাহেন শাহ!

22/04/2024

❤️💙

22/04/2024

কথার আঘাত
রুহ অব্দি পৌঁছায়💔😔

Address

Noakhali

Telephone

+8801840342149

Website

Alerts

Be the first to know and let us send you an email when নুজাইরাহ আহনাফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নুজাইরাহ আহনাফ:

Videos

Share