Freelancer Taslima

Freelancer Taslima Assalamuyalaikum
This is Freelancer Taslima
I am Digital Marketer. I have been Working for 2 years.

আলহামদুলিল্লাহ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যেসকল ভাই - বোন অনলাইনে  মার্কেটিং করে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাচ্ছে তাদ...
28/10/2023

আলহামদুলিল্লাহ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যেসকল ভাই - বোন অনলাইনে মার্কেটিং করে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাচ্ছে তাদের কে নিয়ে #ডিজিটালমার্কেটিং এর নতুন ব্যাচ শুরু হয়েছে৷

আসলে জীবনে বড় হতে গেলে ২ টা জিনিস দরকার -
Consistency and Confidence

তাই আসুন সময় থাকতে নিজেদের স্কিল প্রতি গুরুত্ব দেয় এবং দ্রুত শুরু করি।

আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে  #ফ্রিল্যান্সিং নতুন ব্যাচ। এ ব্যাচে অংশগ্রহণ করলেই বিশেষ ডিসকাউন্ট- যারা আইটি সেক্টরে...
22/10/2023

আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে #ফ্রিল্যান্সিং নতুন ব্যাচ। এ ব্যাচে অংশগ্রহণ করলেই বিশেষ ডিসকাউন্ট-

যারা আইটি সেক্টরে দক্ষতা অর্জন করতে আগ্রহী কিন্তু ভালো গাইডলাইনের অভাবে এখনো শুরু করতে পারেন নি, তাদের জন্য আগামী বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে ডিজিটাল মার্কেটিং এর নতুন ব্যাচ। যেখানে অভিজ্ঞ মেন্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হবে

তাহলে দেরি না করে শুরু করুন এবং ক্যারিয়ার গড়ুন একটি সঠিক সিদ্ধান্তের সাথে।

যারা নক দিয়েছেন new batch এর জন্য তাদের জন্য   ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান? তাহলে এই New Bat...
19/10/2023

যারা নক দিয়েছেন new batch এর জন্য তাদের জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান?
তাহলে এই New Batch টি আপনার জন্য।
👉ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো,,,,,?
👉ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে ক্যারিয়ার গড়বো ?
👉আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি পাবো,,,?
👉👉সকল বিষয় নিয়ে আগামীকাল ২৬ অক্টবর শুরু হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সটি যথারীতি রাত ৮ঃ৩০ এ দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

ক্লাসঃ সোমবার এবং মঙ্গলবার....

-ফেসবুক যতটা না সোশ্যাল মিডিয়া, ঠিক ততটাই মার্কেটপ্লেস। শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেই লক্ষ টাকার ব্যবসা থেকে শুরু করে লক...
14/10/2023

-ফেসবুক যতটা না সোশ্যাল মিডিয়া, ঠিক ততটাই মার্কেটপ্লেস। শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেই লক্ষ টাকার ব্যবসা থেকে শুরু করে লক্ষ টাকার ফ্রিল্যান্সিংয়ে আয় করা সম্ভব ।

ফেসবুক শুধু চ্যাট করার জন্য আর ভুলভাল ট্রেন্ডের সাথে তাল মেলানোর জন্য নয়। সময়টা কে অপচয় না করে কাজে লাগান। যতটা সময় আমরা ফেসবুকে অপরিচিত মানুষের সাথে কথা বলে নানা ধরনের পোস্ট ভিডিও দেখে সময়টা নষ্ট না করি ।

একটা কথা বাজি ধরে বলতে পারি, ১৫-২০ বছরের ছেলেমেয়েরা শুধু ফেসবুককেই যদি ঠিকভাবে ব্যবহার করতো তাহলে নতুন মোবাইল কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইতে হতো না ।❣️





Freelancer Taslima.

14/10/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বিশ্বাস রাখুন নিজের প্রতি। কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না। দেখবেন একদিন আপনার বিশ্বাসই...
06/10/2023

বিশ্বাস রাখুন নিজের প্রতি। কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না। দেখবেন একদিন আপনার বিশ্বাসই আপনাকে সঠিক পথের সন্ধান দেবে।


❤️🤲

জীবনে ভীষণ  গুরুত্বপূর্ণ..                 ১। Choise (চয়েজ)                 ২। Chance (চান্স)                 ৩। Change ...
02/10/2023

জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ..

১। Choise (চয়েজ)
২। Chance (চান্স)
৩। Change (চেইঞ্জ)

👉মনে রাখবেন,
ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার আছে। আজকে নেয়া আপনার একটা পজেটিভ সিদ্ধান্ত, কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটি হল (Choice) চয়েস।

👉শুনে রাখুন,
আপনি যা করছেন তা করতে থাকলে, যা পাচ্ছেন তা পেতেই থাকবেন।

যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালোকিছু খুঁজুন ও শুরু করে দিন। এটি হল (Chance) চান্স / সুযোগ।

👉এবং,,
" অতীতকে আপনি বদলাতে পারবেন না,কিন্তু আপনি চাইলেই বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারেন" আর এটাই হল পরিবর্তন (Change)।

👌বড় স্বপ্ন দেখুন,
👌নিজেকে বিশ্বাস করুন,
👌লক্ষ্য নির্ধারণ করুন,
👌পরিকল্পনা গ্রহণ করুন,
👌সেই অনুযায়ী কাজ করুন।

👉👉সামনের দিকে এগিয়ে যান........
👉ধৈর্য্য সহকারে লেগে থাকুন, সাফল্য আসবেই ❤️


👉স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন...
01/10/2023

👉স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ মন্তব্য ঠিক থাকলে গন্তব্যে পৌঁছে দিবে।""

freelancing career.
Freelancer Taslima
🤲🤲❤️❤️

  👉এইস এস সি পরীক্ষা যে ভাই বোনদের শেষ হয়েছে তাদের জন্য বিশাল একটা সুযোগ ফ্রিল্যান্সিং এ পড়াশোনার পাশাপাশি ইনকামের। 🙋‍♂️...
22/09/2023



👉এইস এস সি পরীক্ষা যে ভাই বোনদের শেষ হয়েছে তাদের জন্য বিশাল একটা সুযোগ ফ্রিল্যান্সিং এ পড়াশোনার পাশাপাশি ইনকামের।

🙋‍♂️ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন ? 🤟🏻
📚 হুট করে ফ্রিল্যান্সিং কোর্স না করে আজকের ফ্রি সেমিনারে জয়েন করুন।

📚 ফ্রি সেমিনারটি কেন করবেন এবং
কাদের জন্য এই সেমিনার?

🔘 যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন।
🔘 যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা
চান
🔘 যারা ফ্রিল্যান্সিং শুরু করে সফলতা
পেতে চান।
🔘 যারা স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিং
থেকে আয় করতে চান।

আরো বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন। ধন্যবাদ সবাইকে 🥰

যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে, দেখতে পাবে অনেক সুনাম, খ্যাতি। কিন্তু দেখতে পাবে না সেইসব আত্মত্যাগ গুলোকে যেগুলি ওই...
15/09/2023

যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে, দেখতে পাবে অনেক সুনাম, খ্যাতি। কিন্তু দেখতে পাবে না সেইসব আত্মত্যাগ গুলোকে যেগুলি ওই ব্যক্তিদের সাফল্য এনেছে।

আমার মত শত মেয়েদের অনুপ্রেরণার একজন মানুষ আপনি, যাকে দেখে আমরা মেয়েরাও সিদ্ধান্ত নিতে পারি🥰❤️
কাঁদের হাত টা এইভাবেই যেন সাহস জোগান দেয়🤲🤲
ভালোবাসা অবিরাম Sumi Jahan ম্যাম🫰🥰❤️

Alhamdulillah 🤲🤲
07/09/2023

Alhamdulillah 🤲🤲

অভিনন্দন প্রিয় স্টুডেন্ট "Taslima Patwary" আপু. এভাবেই সফলতা আসে।
আপনার জন্য রইলো অফুরান্ত দোয়া ও শুভ কামনা যাতে ফ্রিল্যান্সিং সেক্টরে দ্রুত সফলতা অর্জন করতে পারেন।


05/09/2023

ন্যাশনাল ফ্রিল্যান্সার কনফারেন্সে অন্যতম আকর্ষণ ছিল আমাদের দাবি, চাওয়া ও লাইফস্টাইল নিয়ে “ফ্যাশন শো”

বাবার কাঁধে করে চট্টগ্রামে এইস এস সি পরীক্ষা দিতে যাচ্ছে!🥰বাবার টাকা নয় বাবা থাকাটা জরুরি 💞বাবারা আসলেই হিরো।Love you ba...
03/09/2023

বাবার কাঁধে করে চট্টগ্রামে
এইস এস সি পরীক্ষা দিতে যাচ্ছে!🥰
বাবার টাকা নয় বাবা থাকাটা জরুরি 💞
বাবারা আসলেই হিরো।

Love you baba❤️❤️

সাহসী হও,শক্তিশালী হও! এই পৃথিবীতে তুমি কিচ্ছু নিয়ে জন্মাওনি, তাই হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার অনেক কিছু আছে! ভয় পেও ন...
29/08/2023

সাহসী হও,শক্তিশালী হও!
এই পৃথিবীতে তুমি কিচ্ছু নিয়ে জন্মাওনি, তাই হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার অনেক কিছু আছে! ভয় পেও না! 💔

তুমি যেখানেই থাকো,তোমার সাথে কেউ না থাকুক তোমার সৃষ্টিকর্তা আছে।❤️
🤲🤲

মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। I Will Be An Entrepreneur ❤...
28/08/2023

মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার,
শুধু টাকার জন্য নয়, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য।
I Will Be An Entrepreneur ❤️



🤲🤲🥰🥰❤️💖

আগামি ১লা সেপ্টেম্বর থেকে আরো একটি ফ্রিল্যান্সিং   #ডিজিটাল_মার্কেটিং  নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে।যারা এখনো এডমিশন নিশ্চ...
26/08/2023

আগামি ১লা সেপ্টেম্বর থেকে আরো একটি ফ্রিল্যান্সিং #ডিজিটাল_মার্কেটিং নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে।

যারা এখনো এডমিশন নিশ্চিত করতে পারেন নাই দ্রুত নিশ্চিত করে নিবো।

প্রথম আলো পত্রিকার আজকের নিউজ।বোনদের জন্য ফ্রিল্যান্সিং একটা শ্রেষ্ঠ প্রফেশন। একটা সঠিক সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে একট...
24/08/2023

প্রথম আলো পত্রিকার আজকের নিউজ।

বোনদের জন্য ফ্রিল্যান্সিং একটা শ্রেষ্ঠ প্রফেশন। একটা সঠিক সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে একটা জীবন। সংসার সামলিয়ে বাড়তি কিছু করতে চাইলে অবশ্যই ফ্রিল্যান্সিং করা উচিত আপুদের।

23/08/2023

পড়াশোনা এবং জবের পাশাপাশি কে কি করতেছেন??

আমি ফ্রিল্যান্সিং করি। আর আপনি🫵

পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেন:১. পৃথিবীর...
22/08/2023

পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেন:

১. পৃথিবীর সবচেয়ে দামী গাড়ী ছিল আমার গ্যারেজে, কিন্তু এখন হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে।

২. আমার বাড়িতে সব ধরনের ব্র্যান্ডের কাপড়, জুতা ও মূল্যবান জিনিস, কিন্তু এখন আমার শরীর হাসপাতালের দেওয়া ছোট কাপড় দিয়ে মোড়ানো।

৩. ব্যাংকে প্রচুর টাকা পেয়েছি কিন্তু এখন সেই টাকা দিয়ে লাভ হচ্ছে না।

৪. আমার বাড়ি ছিল প্রাসাদের মত, কিন্তু এখন হাসপাতালে দুই বেড এ ঘুমাচ্ছি।

৫. পাঁচ তারকা হোটেল থেকে এখন হাসপাতালে সময় কাটাচ্ছি ক্লিনিক থেকে ক্লিনিকে যাচ্ছি

৬. শত শত মানুষকে অটোগ্রাফ দিয়েছি কিন্তু এবার মেডিকেল রেকর্ড আমার স্বাক্ষর।

৭. সাত নাপিতের কাছে গেছি চুল ঠিক করার জন্য, কিন্তু এখন — মাথায় একটা চুলও নেই।

৮. একটি প্রাইভেট জেটের সাথে, আমি যেকোনো জায়গায় উড়তে পারি, কিন্তু এখন হাসপাতালের গেটে হেঁটে যাওয়ার জন্য আমার দুজন সহকারী প্রয়োজন।

৯. অনেক খাবার থাকলেও এখন আমার খাবার দিনে দুই ট্যাবলেট আর সন্ধ্যায় দুই ফোটা লবন পানি।

১০. এই বাড়ি, এই গাড়ি, এই প্লেন, এই আসবাবপত্র, এই ব্যাংক, অতি সুনাম আর গৌরব, এসব কিছুই আমার কাজে লাগে না। এর কোন কিছুই আমাকে আরাম করবে না। "মৃত্যু ছাড়া বাস্তব কিছুই নেই। "

দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্য।

সুস্থ থাকা অবস্থায় আপনার যত কম বা যত আছে তাতে খুশি থাকুন,সব আছে,খাবার আছে এক প্লেট,ঘুমানোর জায়গা আছে... তুমি কিছুই মিস করো না

পরিশ্রম ছাড়া কখন ও তোমার সফলতা আসবে নাহ।সফল হতে কি কি লাগে?🤔----------------অপমান, অবহেলা, খারাপ সময়,একাকিত্ব, আত্মবিশ্ব...
20/08/2023

পরিশ্রম ছাড়া কখন ও তোমার সফলতা আসবে নাহ।

সফল হতে কি কি লাগে?🤔
----------------
অপমান, অবহেলা, খারাপ সময়,একাকিত্ব, আত্মবিশ্বাস,আর প্রচন্ড জেদ.....
এগুলো থাকলেই সফল তুমি হবেই।💪💪
HappyLife
🤲❤️

Success is not a happen....Success is a Journey.❤️❤️🥰🥰🤲🤲
16/08/2023

Success is not a happen....Success is a Journey.
❤️❤️🥰🥰🤲🤲

08/08/2023

স্বপ্নের পথ দুর্গম হয়, কষ্টের হয় এবং বেশিরভাগ সময় একাই চলতে হয়।
তবুও চলতে থাকুন। আল্লাহ্ সবসময় সাথে আছেন।
🤲🤲🤲🤲

আলহামদুলিল্লাহ আরো একটা সুখবর🥰ফাইভার আপডেটঃ টপ রেটেড হওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ২০,০০০ ডলার থেকে কমিয়ে ১০,০০০ ডলার করা ...
08/08/2023

আলহামদুলিল্লাহ আরো একটা সুখবর🥰

ফাইভার আপডেটঃ টপ রেটেড হওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ২০,০০০ ডলার থেকে কমিয়ে ১০,০০০ ডলার করা হয়েছে।

আপনি যখন কারো যোগ্যতা, কারো স্বপ্ন, কারো ভালো কাজ নিয়ে তার দিকে আঙ্গুল তুলছেন, আপনি কি কখনো  খেয়াল করেছেন আপনার  নিচের ৩...
20/07/2023

আপনি যখন কারো যোগ্যতা, কারো স্বপ্ন, কারো ভালো কাজ নিয়ে তার দিকে আঙ্গুল তুলছেন, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার নিচের ৩ টা আঙ্গুল আপনার দিকেই তাক করা? ৩ টা আঙ্গুলই বলে দিচ্ছে আপনি সমালোচনা করার যোগ্য নন। সমালোচনা করতে যোগ্যতা লাগে না কিন্তু অনুপ্রেরণা দিতে যোগ্যতা লাগে।

অন্যের দিকে আঙ্গুল নয় হাত বাড়িয়ে দিন।

জানেন তো থুতু উপরে ছিটালে নিজের গায়েই পড়ে।

ভালো কিছুর জন্য বাধা বিপত্তি থাকবেই। যদি দেখেন আপনার কাজের কেউ সমালোচনা করছে না, ভাববেন সুন্দর কাজটি নিয়ে আপনি সঠিক পথে নেই।

পরিবার, সমাজ, দেশে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো কখনো ই সহ্য করতে পারেনা। সফলতা দেখলেই তাদের গা জ্বলে।
সফলতা থুতুর মতো নিজেরটা ভালো লাগলেও অন্যেরাটা অসহ্য ও ঘৃণা লাগে।

অভিনন্দন!! ইতিহাসের প্রথম আমেরিকায় মুসলিম হিজাবী মহিলা বিচারক হয়েছেন (রাফিয়া আরশাদ) যাকে নিয়ে ইতোমধ্যে প্রত্যেক মুসলিম ব...
14/07/2023

অভিনন্দন!!
ইতিহাসের প্রথম আমেরিকায় মুসলিম হিজাবী মহিলা বিচারক হয়েছেন (রাফিয়া আরশাদ) যাকে নিয়ে ইতোমধ্যে প্রত্যেক মুসলিম বিশ্বের নেতারা পোস্ট করছেন এবং সকল মুসলিম দেশ থেকে অভিনন্দন জানাচ্ছেন।১৭ বছর আগে তাঁর এক চাকরির ইন্টারভিউতে তাঁর মা বলেছিলো হিজাব খুলে যেতে না হলে তাঁকে সিলেকশন করবেনা। রাফিয়া আরশাদ বলেছিলেন আমার পর্দার জন্য আমাকে সিলেকশন না করলেও আমি কষ্ট পাবোনা কিন্তু দুনিয়ায় সাময়িক চাকরির জন্য ইসলামের মান ক্ষুন্ন হতে দিবোনা। সেই ইন্টারভিউ তে রাফিয়া আরশাদ হিজাবের জন্য সামান্য একটি (lawyer) আইন স্কুলের স্কলারশিপ'টি পায়নি কিন্তু (Lawyer) আইন বিভাগের ছাত্রী ছিলেন। আর আজ ১৭ বছরের আইন অভিজ্ঞতার পর সে ইতিহাসের প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ পদে নির্বাচিত হয়েছেন ট্রাম্পের দেশে 🇺🇸।
আপনার জন্য শুভ কামনা রাফিয়া আরশাদ।
#আলহামদুলিল্লাহ #নারীশক্তি #চেষ্টা #ধৈর্য

পানিকে বিশুদ্ধ করার জন্য ফিল্টার রয়েছে।কিন্তু মানুষকে বিশুদ্ধ করার জন্য কী আছে?কাপড়ের ময়লা দূর করতে আছে সাবান কিংবা ডিটা...
08/07/2023

পানিকে বিশুদ্ধ করার জন্য ফিল্টার রয়েছে।কিন্তু মানুষকে বিশুদ্ধ করার জন্য কী আছে?কাপড়ের ময়লা দূর করতে আছে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার। কিন্তু মানুষের ব্যর্থতা ময়লা দূর করতে কী আছে? কিছুই নেই। আপনি
মানুষ ;মানুষকে কোন যন্ত্র বিশুদ্ধ করতে পারে না।মানুষ সৃষ্টির সেরা জীব সে নিজেই নিজেকে বিশুদ্ধ করাতে পারে।এখন শুধু প্রয়োজন কিছু ক্ষমতার। সম্মানীত পাঠক,দেখুন তো আপনার মাঝে নিচের গুণ গুলো আছে কি না-

#নিজের ভুল বের করার ক্ষমতা
#ঝুঁকি নেয়ার ক্ষমতা
# সমালোচনা সহ্য করার ক্ষমতা
#ব্যর্থতা মেনে নেয়ার ক্ষমতা।
#দোষ স্বীকার করার ক্ষমতা
# অন্যকে প্রশংসা করার ক্ষমতা
# নিজের সেরাটুকু খুঁজে পাওয়ার ক্ষমতা।
#যে কোন কাজে ধারাবাহিকতা রক্ষা করার ক্ষমতা।

আমি মনে করি, জীবনটা একটা ট্রেন ভ্রমনের মত🚂। চলার পথে অনেক স্টেশনে থামা হয়, বিশ্রাম নেয়া হয় আবার যাত্রা শুরু হয় শেষ গন্তব...
07/07/2023

আমি মনে করি, জীবনটা একটা ট্রেন ভ্রমনের মত🚂।
চলার পথে অনেক স্টেশনে থামা হয়, বিশ্রাম নেয়া হয় আবার যাত্রা শুরু হয় শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য। সব স্টেশন আপনার পছন্দ নাও হতে পারে তবে মন খারাপের কিছু নেই পরের স্টেশন ভালো লাগতেও পারে। আর এই ট্রেনে একবার যাত্রা শুরু হলে শেষ ঠিকানায় আপনাকে যেতেই হবে।

29/06/2023

আসসালামু আলাইকুম
ঈদ মোবারক
🐄🐐

কে দায়িত্ব নিয়েছে আপনার জীবনকে বদলে দেয়ার। কে চ্যালেঞ্জ নিয়েছে আপনার স্বপ্নকে পূরণ করার? জীবন বদলায় না। জীবনকে বদলে দিতে...
20/06/2023

কে দায়িত্ব নিয়েছে আপনার জীবনকে বদলে দেয়ার। কে চ্যালেঞ্জ নিয়েছে আপনার স্বপ্নকে পূরণ করার? জীবন বদলায় না। জীবনকে বদলে দিতে হয়৷ একটা কুড়াল যতই শক্তিশালী হোক না কেন তা দিয়ে কখনো চুল কাটা যায় না, ব্লেড যতই ধারালো হোক না কেন তা দিয়ে গাছ কাটা যায় না। কিছু মানুষের জন্ম হয় গ্যালারিতে বসে হাত তালি দেয়ার জন্য আবার কিছু মানুষ জন্ম নেয় স্টেইজে দাঁড়িয়ে দু'হাতে এওয়ার্ড নেয়ার জন্য। কিছু মানুষ আজীবন নোবেল পদক বানিয়েই যায় আবার কিছু মানুষ সেই নোবলে পদকে ভূষিত হয়৷ আপনি কোনটা হবেন তা কারো উপর নয় আপনার উপরই নির্ভর করছে।

07/02/2023
16/11/2022

My Love my work ❤️❤️

Happy life
Happy freelancing..

Address

Sonaimuri
Noakhali
3843

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Taslima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Taslima:

Videos

Share


Other Digital creator in Noakhali

Show All