Freelancer Taslima

Freelancer Taslima Assalamuyalaikum
This is Freelancer Taslima
I am Digital Marketer. I have been Working for 2 years.

Freelancing With Digital Marketing Harbour It Premium  Professional Digital Marketing Course Upcoming New Batch : FBE27🎯...
28/01/2025

Freelancing With Digital Marketing
Harbour It Premium Professional Digital Marketing Course Upcoming New Batch : FBE27

🎯Orientation Class :
* 03 February 2025, Monday 08:00 PM

🎯Regular Class Schedule :
* Monday 08:00 pm
* Wednesday 08:00 pm
* Friday 08:00 pm

* Per Week 3 Days Zoom Live Class
* Per Class 1.30 Hours(+)(-)
* Top Rated Teachers Panel
* Life Time Secret Group Support
* Extra Free IT Course
* Course Certificate
* One by one instructor support
* Scholarship Opportunity
* Job Opportunity

Contact :
Inbox👇

13/01/2025

সাফল্যের জন্য কোনটা বেশি প্রয়োজন...
ভাগ্য - মেধা - নাকি পরিশ্রম...?

সকলকে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, যারা হারবার আইটি এন্ড ট্রেইনিং ইন্সটিটিউটে Professional Digital Marketing L...
13/01/2025

সকলকে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, যারা হারবার আইটি এন্ড ট্রেইনিং ইন্সটিটিউটে Professional Digital Marketing L1, L2 তে ভর্তি হয়ে এখনো ক্লাসে অংশ গ্রহণ করতে পারেননি তাদের জন্য আগামী ১৭.০১.২০২৫ ইং, শুক্রবার, রাত ১০.০০ টায় হারবার আইটি এন্ড ট্রেইনিং ইন্সটিটিউটের সম্মানিত টপ রেটেড ইন্সট্রাক্টর জনাব, আল মামুন স্যারের তত্ববধানে Orientation Class অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
উক্ত ক্লাসে সকল শিক্ষার্থীকে যথাসময়ে প্রস্তুতি সহকারে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ রইল।
সৌজন্যে:
হারবার আইটি কর্তৃপক্ষ।

06/01/2025

বর্তমান বেকারত্ব দূর করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং
কারণ ফ্রিল্যান্সিং যে কোন কর্মের পাশাপাশি করা সম্ভব.

তাই আজই মুক্ত পেশায় যুক্ত হয়ে যান।।

১.. সময়ের স্বাধীনতা.
২...কাজের স্বাধীনতা.
৩...ইনকামের স্বাধীনতা.
৪...অপরকে সহযোগিতা করার সুযোগ.
৫...সম্মান..

04/01/2025

তোমার এগিয়ে যাওয়ার পথে সেই মানুষটিকে তোমার সাথে নাও যে তোমার কিছু না থাকলেও তোমায় ছেড়ে কখনো যাবে না।যে মানুষটা নিঃসার্থ ভাবে তোমার পাশে থাকবে তাকেই সাথে নাও।❤️🥰🤲

নিজেকে বদলান সমাজ এমনিতে বদলে যাবে, আজকে আপনি শুরু করেন কাল আপনার সাথে অনেকে শুরু করবে🤲✊
03/01/2025

নিজেকে বদলান সমাজ এমনিতে বদলে যাবে, আজকে আপনি শুরু করেন কাল আপনার সাথে অনেকে শুরু করবে🤲✊

18/10/2024

হ্যালো এভরিওয়ান🫵আশা করি সবাই খুব ভালো আছেন😀

🔮কিছু গুরুত্বপূর্ণ কথা - কাজ পাওয়া না পাওয়া নিয়ে👇

1️⃣ অনেকেই দেখা যায় ফাইবারে গিগ খুলেন খুব এক্সাইটমেন্ট হয়ে তারপর ১টির বেশি গিগ খুলেন না, সর্বোচ্চ ৪ টা গিগ খোলা যায় আপনাকে চারটা পর্যন্ত গিগ মাস্ট খুলতে হবে।

2️⃣ ইন্ট্রো ভিডিও অবশ্যই দিতে হবে। যা আপনারা অনেকেই দেন না🙃 একটা ইন্টো ভিডিও আপনার কাজ পেতে অনেক সহযোগে সাহায্য করে। একটিভ থাকা কোন বিকল্প নেই।💬

3️⃣ওয়ার্ক স্যাম্পল তৈরি করে গিগে/প্রোফাইলে এড করবেন।

4️⃣ইন্টো ভিডিও এবং ওয়ার্ক স্যাম্পল শুধুমাত্র মার্কেটপ্লেসের জন্য না, আউট অফ মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্টিং করতে এন্টিবায়োটিক ঔষধের মত কাজ করে।

5️⃣আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রি চুজ করে কাজ করতে হবে। যেমন ▶️ বিউটি পার্লারের জন্য লোগো ডিজাইন ❗

⛳এখানে সার্ভিস হলো লোগো ডিজাইন 🎯 ইন্ডাস্ট্রি হল ফ্যাশন এন্ড লাইফস্টাইল🦹

নোট: একটি মার্কেটপ্লেসের কথা বলে উদাহরণ দিয়েছি সকল মার্কেটপ্লেসের ক্ষেত্রে সেইম ফর্মুলা। 💣

🔘নতুন নতুন ট্রেন্ডিং টপিক শিখুন, প্রতিনিয়ত সবকিছু আপডেট হয় আপডেটের সাথে থাকুন। যেতে হবে বহুদূর এই জার্নি অনেক দূরের 🤝

কিপ লার্নিং⚡ হ্যাপি ফ্রিল্যান্সিং 💥

UPDATE 🔴 Fiverr Down ⁉️যাদের ফাইভারে এমন এসেছে ভয় পাওয়ার কিছু নেই। ফাইভার আপডেট চলছে। সকলের মেইল চেক করলে দেখতে পারবেন ত...
13/10/2024

UPDATE 🔴 Fiverr Down ⁉️

যাদের ফাইভারে এমন এসেছে ভয় পাওয়ার কিছু নেই। ফাইভার আপডেট চলছে। সকলের মেইল চেক করলে দেখতে পারবেন তারা আগেই আপনাদের এ বিষয়ে মেইল/নটিফাই করে দিয়েছে।

শুধু আপনার না, আমাদের সকলের ফাইভারেই এমন ।

👉 আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ওয়ার্ডপ্রেস কী?--------------📌 মূলত ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেটা ওপেন সোর্স এবং ...
28/08/2024

ওয়ার্ডপ্রেস কী?
--------------
📌 মূলত ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেটা ওপেন সোর্স এবং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সবচেয়ে সহজে যে কোন ধরণের একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরী করে ফেলা যায়। বর্তমানে পৃথিবীর ৪২ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরী করা।
---
📌 বুঝতেই পারছেন, ওয়েবসাইট তৈরীর টুলসগুলোর মাঝে ওয়ার্ডপ্রেস জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। শুরুতে জনপ্রিয় এই ওয়েব বিল্ডার টুলসটি ব্লগিং ওয়েবসাইট তৈরীর জন্য ব্যবহৃত হলেও, বর্তমানে সবধরণের ওয়েবসাইট তৈরী হচ্ছে ওয়ার্ডপ্রেসে।
---
📌 ওপেনসোর্স এবং ফ্রী সিএমএস হওয়ায় ওয়ার্ডপ্রেসে প্রচুর প্লাগ-ইন এবং থিম রয়েছে। রয়েছে প্রয়োজন অনুযায়ী ফিচার যুক্ত করে নেওয়ার সুযোগ। যার ফলে খুব বেশি টেকনিক্যাল জ্ঞান না থাকলেও ওয়ার্ডপ্রেসের সাহায্য একটি মানসম্মত ওয়েবসাইট তৈরী করে ফেলা যায়।
---
📌 ই-কমার্স ওয়েবসাইট তৈরীর জন্য ওয়ার্ডপ্রেসের একটি জনপ্রিয় প্লাগ-ইন হচ্ছে WooCommerce. এটা প্লাগ-ইন না বলে বরং একটা বিপ্লব বলা যায় ওয়ার্ডপ্রেসের জন্য। যেটা ব্যবহার করে খুব সহজেই একটি পুরোদস্তুর ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজ করা যায় কোন জটিলতা ছাড়াই।
WooCommerce আসার পরে ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট তৈরীর জন্যও অন্যতম একটি ওয়েব বিল্ডার টুলস হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।

কি ভাবছেন এগুলো সত্যি কিনা 🤔এইতো মাত্র শুরু 😎দক্ষতা দিয়ে গড়ে উঠুক নতুন প্রজন্ম 💥চলুন সময়টা কাজে লাগিয়ে নিজের স্কিল ডেভেল...
12/08/2024

কি ভাবছেন এগুলো সত্যি কিনা 🤔
এইতো মাত্র শুরু 😎

দক্ষতা দিয়ে গড়ে উঠুক নতুন প্রজন্ম 💥

চলুন সময়টা কাজে লাগিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে নিজেকে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
এই দেশ গড়ার দায়িত্ব আমার, আপনার আমাদের সকলের💪

Harbour It  Professional Digital Marketing Course Upcoming New Batch : ➡️Orientation Class : * 31 July 2024, Wednesday  ...
29/07/2024

Harbour It Professional Digital Marketing Course Upcoming New Batch :

➡️Orientation Class :
* 31 July 2024, Wednesday 10 pm

➡️Regular Class Schedule :
* Monday 10 pm
* Wednesday 10 pm
* Friday 10 pm

* Per Week 3 Days Zoom Live Class
* Per Class 2 Hours
* Top Rated Teachers Panel
* Life Time Secret Group Support
* Extra Free IT Course
* Course Certificate
* Scholarship Opportunity
* Job Opportunity

আমরাই দিচ্ছি - ভালো প্রতিষ্ঠান এবং ভালো মেন্টর দের সাথে থেকে লাইফ টাইম সাপোর্ট এর মাধ্যমে ১০০% ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার নিশ্চয়তা। যদি আপনিও আমাদের সাথে একত্রে চলতে পারেন । তো আর দেরি কেন এখনি শুরু করুন ফ্রিল্যান্সিং আমাদের সাথেই।
Taslima Patwary
Marketing Professional
Harbour IT & Training Institute
Digital Marketer, Freelancing Consultant

ফাইভার আপডেট:ফাইভার-এ সার্চ এ এখন ফ্রিল্যান্সারদের গিগ এর পাশাপাশি "ফ্রিল্যান্সার" ট্যাব Introduce করেছে, যেখানে সার্চ র...
28/07/2024

ফাইভার আপডেট:
ফাইভার-এ সার্চ এ এখন ফ্রিল্যান্সারদের গিগ এর পাশাপাশি "ফ্রিল্যান্সার" ট্যাব Introduce করেছে, যেখানে সার্চ রিলেভেন্ট ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখা যাবে।

সফল হওয়ার জন্য প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, তাই আল্লাহ্ আপনার চেষ্টা সফল করেছেন।প্রিয় বোন, আপনার জন্য অনেক অনে...
28/07/2024

সফল হওয়ার জন্য প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, তাই আল্লাহ্ আপনার চেষ্টা সফল করেছেন।
প্রিয় বোন, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ।
দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমিন
এগিয়ে যাও বোন🤲🤲

একজন শহীদ ফ্রিল্যান্সারআমারাও গর্ব করে বলতে পারব, চলমান আন্দোলনে হাজারো শহীদদের ভিড়ে আমাদেরও একজন শহিদ ফ্রিল্যান্সার ভাই...
27/07/2024

একজন শহীদ ফ্রিল্যান্সার

আমারাও গর্ব করে বলতে পারব, চলমান আন্দোলনে হাজারো শহীদদের ভিড়ে আমাদেরও একজন শহিদ ফ্রিল্যান্সার ভাই আছে। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তার আন্দোলনে যাওয়া লাগে না। তার পরেও ভাইটি এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিদের সমমর্যাদার জন্য। নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য এই আন্দোলনে সে সমর্থন দিয়েছিল। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট ভাইটির জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।

তার প্রফাইলে অনেগুলো অর্ডার পেন্ডীংএ আছে। কাজ ডেলিভারি না পেয়ে, বায়ারেরা হয়ত রাগ করে ১ স্টার দিয়ে চলে যাবে। কিন্তু বায়ারেরা কোনদিন জানবে না যে, ন্যায়ের পক্ষে কথা বলতে যেয়ে সে শহীদ হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। বেঁচে থাকলে সে হয়ত দেশের জন্য আরো অনেক কিছু করতে পারত, কিন্তু সেগুলো সবই অতীত। আসুন সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ্‌ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে সুখে শান্তিতে রাখেন। আর কোন মায়ের বুক যেন খালি না হয়। মহান রাব্বুল আলামিন তার পরিবারকে যেন এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।

আমিন!

Shout out to my newest followers! Excited to have you onboard!Jamirul Islam, Asma Hira, Habib Ali, Md Shamsul Islam Saki...
14/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Jamirul Islam, Asma Hira, Habib Ali, Md Shamsul Islam Sakin, RS Manik, Md Anwar, Nure Alam, Naim Fakir

18/06/2024

এমন একটি বদ-অভ্যাস বলুন যা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে।

Address

Sonaimuri
Noakhali
3843

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Taslima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Taslima:

Videos

Share