ASHIK BRO

ASHIK BRO Assalamu alikum,
Welcome to my Page, Please Follow, Like, Comments & Shear,
Thanks for all Friends.

মানুষের ভালোবাসা ছাড়া জীবনে টিকে থাকা, আর মাঝ সমুদ্রে বসবাস করা সমান।

22/11/2023

আমাদের নোয়াখালীর ভাই, খুব সুন্দর লাগছে 😆😆😆

22/11/2023

মনার কষ্ট 😪😆😆😆😆



#মনা

আলহামদুলিল্লাহ্ ❤️বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র, স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন, আলহামদুলিল...
20/11/2023

আলহামদুলিল্লাহ্ ❤️
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র, স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ ❤️

19/11/2023

Congratulations Australia
চোরের ১০ দিন,
অস্টিলিয়ার ১ দিন
😆😆😆😆😆
congratulations 🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺
চোরের ১০ দিন,
অস্টিলিয়ার ১ দিন
😆😆😆😆😆

ভ্রমণনিঝুম দ্বীপ: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কতনিঝুম দ্বীপের বিশেষত্ব হচ্ছে চিত্রা হরিণ ও শীতকালের অতিথি পাখি। একসঙ...
11/11/2023

ভ্রমণ

নিঝুম দ্বীপ: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত
নিঝুম দ্বীপের বিশেষত্ব হচ্ছে চিত্রা হরিণ ও শীতকালের অতিথি পাখি। একসঙ্গে এতো চিত্রা হরিণ দেশের আর কোথাও দেখা যায় না। আর সন্ধ্যা নামলেই শিয়ালের ডাক শিরদাঁড়া দিয়ে রোমাঞ্চের ঢেউ তোলে।

শুধু কিছু সুন্দর মুহূর্ত কাটানোই নয়, ফেনিল সাগরের মাঝে কোনো দ্বীপ ভ্রমণ করা শরীর ও মন দুটোর জন্যই স্বাস্থ্যকর। দ্বীপের সৈকতে এসে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ যে কোনো মনের অস্থিরতাকে শান্ত করতে সক্ষম। তাছাড়া দ্বীপের সুস্থ কোলাহল অতি বার্ধক্যে পীড়িত মানুষের ভেতর থেকেও বের করে আনতে পারে শিশুসুলভ চঞ্চলতা।

দ্বীপদেশ না হলেও নদীমাতৃক বাংলাদেশের আঙ্গিনার চরগুলো এই অভিজ্ঞতার ষোল আনাই পূরণ করতে পারে। আজকের আয়োজনে থাকছে সেরকম একটি অকৃত্রিম জায়গা নিঝুম দ্বীপ ভ্রমণের নানা দিক।

বাংলাদেশের দক্ষিণের বিভাগ চট্টগ্রামের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার ছোট একটি দ্বীপ এই নিঝুম দ্বীপ। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এই চরটি হাতিয়ার মূল ভূখণ্ড থেকে দুই কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। চর ওসমান, বাউল্লারচর, কামলার চর, ও মৌলভির চর- এই চার চর নিয়ে পুরো নিঝুম দ্বীপ।

প্রায় ১৪ হাজার ৫০ একরের এই দ্বীপটি সাগরের মাঝখানে জেগে ওঠে ১৯৪০ সালে। তারও প্রায় এক দশক পড় গড়ে ওঠে জনবসতি। দ্বীপটিকে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে ২০০১ সালের ৮ এপ্রিল। ২০১৩ সালে হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বতন্ত্র একটি ইউনিয়নের মর্যাদা পায় নিঝুম দ্বীপ।

নিঝুম দ্বীপের নামকরণ

জনবসতি গড়ে উঠার একদম শুরুর দিকে এই দ্বীপের নাম ছিল চর ওসমান ও বাউল্লার চর। লোকমুখে শোনা যায়, এখানে বসতি গড়া প্রথম মানুষটির নাম ওসমান। তিনি ছিলেন একজন বাথানিয়া; আর তখন তার নামানুসারেই দ্বীপের নামকরণ করা হয়েছিল। শুধু সৈকতই নয়, দ্বীপের মাটিও বালুতে চিকচিক করতো। দ্বীপের বিভিন্ন স্থানে দেখা যেতো বালুর ঢিবি বা টিলার মতো জায়গা।

আর এই কারণেই বাইল্যার ডেইল বা বাউল্লার চর শব্দগুলো এই দ্বীপের নামের সঙ্গে জুড়ে যায়। এমনকি এখনও নিঝুম দ্বীপের অবস্থান জানার জন্য স্থানীয়দেরকে বাইল্যার ডেইল বা বাউল্লার চরের ব্যাপারে জিজ্ঞেস করতে হয়।

আরও

ভ্রমণ তালিকায় রাখতে পারেন নেত্রকোণার এই ৫ স্থান
প্রথম বসতি গড়ের ওঠার সময় চরে প্রচুর চিংড়ি পাওয়া যেতো। চিংড়ির স্থানীয় নাম ইছা; তাই স্থানীয়দের কেউ কেউ একে ইছামতির চরও বলতো। ১৯৭০ এর ঘূর্ণিঝড়ে দ্বীপটি একদম জনমানব শূন্য হয়ে যায়। ঝড় শেষে হাতিয়ার তৎকালীন সংসদ সদস্য আমিরুল ইসলাম কালাম দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে নাম বদলে দ্বীপের নাম নিঝুম রাখেন।

নিঝুম দ্বীপের দর্শনীয় স্থান

নিঝুম দ্বীপের বিশেষত্ব হচ্ছে চিত্রা হরিণ ও শীতকালের অতিথি পাখি। একসঙ্গে এতো চিত্রা হরিণ দেশের আর কোথাও দেখা যায় না। আর সন্ধ্যা নামলেই শিয়ালের ডাক শিরদাঁড়া দিয়ে রোমাঞ্চের ঢেউ তোলে।

পাখি, হরিণ দেখতে হলে খুব ভোরে উঠতে হবে। আগে থেকেই কোনো স্থানীয় গাইডকে বলে রাখা যেতে পারে। তাহলে সঠিক জায়গায় যেতে বিড়ম্বনায় পড়তে হবে না। স্থানীয় ছোট ছোট ছেলেরাই গাইডের কাজ করে। ওরাই সাধারণত পর্যটকদের ম্যানগ্রোভ বনের হরিণ দেখিয়ে নিয়ে আসে।

সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এখানকার সেরা জায়গা নামা বাজার সৈকত। নামা বাজার থেকে পায়ে হেটে ১০ মিনিটের মধ্যেই সৈকতে পৌঁছা যায়। বারবিকিউয়ের জন্যও এ জায়গাটি বেশ জনপ্রিয়: ইউএনবি থেকে নেওয়া

নিঝুম দ্বীপ ছাড়া পাখিদের মেলা বসে পাশের দ্বীপ কবিরাজের চর ও দমার চরে। পড়ন্ত বিকেলে কবিরাজের চরের কাছে চৌধুরীর খাল দিয়ে নৌকা করে কিছু দূর গেলেই চোখে পড়বে চিত্রা হরিণ। ট্রলার রিজার্ভ করা হলে মাঝিই হরিণ দেখিয়ে নিয়ে আসতে পারবে। ১০ থেকে ১৫ জনের জন্য ট্রলার ভাড়া পড়তে পারে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা।

তাজা ইলিশ খাওয়ার জন্য কমলার দ্বীপ সেরা জায়গা। জাতীয় উদ্যান এলাকা থেকে সাগর ঘোরার জন্য ৪০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন ফাইবার বোট ভাড়া দেওয়া হয়।

শীতের অতিথি পাখি দেখার জন্য এখানকার আরো একটি দর্শনীয় জায়গা হচ্ছে ভার্জিন আইল্যান্ড। দমার চরের দক্ষিণে নতুন সৈকতটিই ভার্জিন আইল্যান্ড। দমার চর ঘুরে আসতে হলে ট্রলার ভাড়া পড়বে প্রায় তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টাকা। নিঝুম দ্বীপ থেকে একটু দূরের পথে দেখা মিলবে ভোলার ঢালচর আর চর কুকরি-মুকরি।

নিঝুম দ্বীপ ভ্রমণের সেরা সময়

নিঝুম দ্বীপের সৌন্দর্য্যে আপাদমস্তক অবগাহন করার জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে শীত ও বসন্তকাল। হেমন্তের শেষলগ্নে তথা অক্টোবর থেকে এপ্রিলের ঠিক মাঝামাঝি সময়টাই উপযুক্ত সময়। এ সময় রাস্তাঘাট শুকনো থাকায় আশেপাশের যে কোনো জায়গায় যাওয়া যাবে। এছাড়া হরিণ দেখার জন্য বনের পথে হাঁটতে সুবিধা হবে।

আরও
যেভাবে যাবেন রহস্যঘেরা সেই কামরূপ কামাখ্যা
বর্ষাকালে গেলে হাঁটু সমান কাদায় পুরো দ্বীপ হেঁটে ঘুরতে হবে। যানবাহন নিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে। তবে ভোজনরসিকদের জন্য সুখবর হলো, এ সময়টাতে প্রচুর মাছ পাওয়া যায় সেখানে। এছাড়া বছরের বাকিটা সময় মেঘনা নদী ও সাগর অনেক উত্তাল থাকে।

ঢাকা থেকে নিঝুম দ্বীপ যাওয়ার উপায়

সাগরের মাঝখানে হওয়ায় নিঝুম দ্বীপের উদ্দেশে যাত্রার শুরুটা সড়ক পথে হলেও শেষ অব্দি জলপথ ব্যবহার করতেই হবে। বাসে চড়ে যাওয়ার ক্ষেত্রে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল অথবা ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড থেকে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত যাওয়া যাবে। বাসের ধরনের ওপর ভিত্তি করে এসব বাসে ভাড়া পড়তে পারে ৪০০ থেকে ৫০০ টাকা।

সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য নিতে হবে সিএনজি চালিত অটোরিকশা। পুরো একটা সিএনজি রিজার্ভ করতে খরচ পড়বে ৪৫০ থেকে ৫০০ টাকা। চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যাওয়ার জন্য আছে ট্রলার, সি-ট্রাক, ও স্পীড বোট। যেগুলোতে জনপ্রতি ভাড়া পড়তে পারে যথাক্রমে ১২০-১৫০, ৯০ এবং ৪০০ টাকা। এই জলযানগুলো নামিয়ে দিবে হাতিয়ার নলচিরা ঘাটে। এখানে মনে রাখা উচিত যে, চেয়ারম্যান ঘাট থেকে সি-ট্রাক ছাড়ে প্রতিদিন সকাল ৮টায়। আর নলচিরা থেকে চেয়ারম্যান ঘাট আসার ফিরতি সি ট্রাক ছাড়ে সকাল ১০টায়।

নলচিরা ঘাট থেকে স্থলপথে হাতিয়া অতিক্রম করার একমাত্র উপায় হচ্ছে মোটরসাইকেল। এগুলো ৪০০ থেকে ৪৫০ টাকা ভাড়ায় সর্বোচ্চ দুইজনকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত পৌছে দেয়। অতঃপর মোক্তারিয়া ঘাট থেকে ট্রলারে চেপে জনপ্রতি ২২ টাকা ভাড়ায় পৌঁছা যাবে নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাটে।

ট্রেন ভ্রমণ করতে হলে ঢাকার কমলাপুর থেকে উঠে নেমে যেতে হবে নোয়াখালীর মাইজদিতে। এখানে সময় লাগবে প্রায় ছয় ঘণ্টা আর ট্রেনের শ্রেণিভেদে ভাড়া পড়বে জনপ্রতি ২৩০ থেকে ৫০৩ টাকা।

তারপর মাইজদি থেকে সিএনজি করে আসতে হবে চেয়ারম্যান ঘাটে। এখানে সিএনজি রিজার্ভ করতে খরচ পড়তে পারে ৫০০ থেকে ৬০০ টাকা। আর গ্রুপে দুই থেকে তিন জন থাকলে কম খরচে অর্থাৎ জনপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা ভাড়াতেই যাওয়া যেতে পারে। এরপরের নিঝুম দ্বীপ যাওয়ার রাস্তাটা একই।

আরও
ভ্রমণে বমি-মাথা ঘোরানোর সমস্যা কাটিয়ে উঠবেন যেভাবে
ঢাকা থেকে নিঝুম দ্বীপ যাওয়ার সবচেয়ে সেরা উপায়টি হচ্ছে লঞ্চ ভ্রমণ। সদরঘাট থেকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় একটি মাত্র লঞ্চ হাতিয়ায় তমুরদ্দী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। গন্তব্যে পৌছতে পৌছতে পরদিন সকাল ৯ টা বেজে যাবে। তমুরদ্দী ঘাট থেকে ঢাকার ফিরতি লঞ্চ ছাড়ে দুপুর সাড়ে ১২ টায়। লঞ্চের ডেকে, সিঙ্গেল কেবিন ও ডাবল কেবিনে ভাড়া পড়বে যথাক্রমে ৩৫০ টাকা, এক হাজার ২০০ টাকা ও দুই হাজার ২০০ টাকা।

তমরুদ্দি ঘাট থেকে মোটরসাইকেলে মোক্তারিয়া ঘাট পৌঁছা যাবে। বাকি পথটা একইভাবে পাড়ি দিতে হবে।

তবে তমরুদ্দি ঘাট থেকে সরাসরি নিঝুম দ্বীপের নামার বাজার পর্যন্ত জলপথটা পাড়ি দেওয়ার আরেকটি উপায় আছে। তমরুদ্দি ঘাট থেকে কিছু মাছ ধরার ট্রলার সরাসরি নামার বাজার যায়। এগুলোতে উঠতে হলে সকাল ১০টার আগেই ঘাটে উপস্থিত থাকতে হবে। আর জনপ্রতি ভাড়া পড়বে ২০০ থেকে ৩০০ টাকা। এ ছাড়া এখান থেকে ট্রলার রিজার্ভ করেও সরাসরি নামার বাজার যাওয়ার ব্যবস্থা আছে। তবে সেক্ষেত্রে তিন হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া পড়তে পারে।

নিঝুম দ্বীপ ভ্রমণে থাকা-খাওয়ার ব্যবস্থা

নিঝুম দ্বীপের বন্দরটিলা ও নামার বাজার সৈকতের কাছেই ভালো মানের কয়েকটি রিসোর্ট আছে। এগুলোতে জনপ্রতি এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা খরচে বিভিন্ন ক্যাটাগরির রুম পাওয়া যাবে।

শীতের নিঝুম দ্বীপ মানেই ক্যাম্পিং। দ্বীপে ক্যাম্পিংয়ের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো নামার বাজারের নিঝুম রিসোর্টের পাশের খালটি পেরিয়ে সৈকতের কাছে প্রায় ছয় মাইলের বিশাল খোলা মাঠটি। ক্যাম্পিংয়ে রীতিমত স্বয়ংসম্পূর্ণ নিঝুম দ্বীপ। এখানকার জাহাজমারা বাজারে ক্যাম্পিংয়ের প্রায় সব আইটেমই পাওয়া যায়। এ ছাড়া জাতীয় উদ্যান এলাকায়ও তাঁবু ভাড়া পাওয়া যায়। তাই যাত্রার সময় সঙ্গে করে তেমন কিছুই নেওয়ার প্রয়োজন পড়ে না।

নিঝুম দ্বীপে পেটপূর্তির জন্য যেতে হবে নামার বাজারে। সেখানকার খাবার হোটেলগুলো সামুদ্রিক মাছ এবং চিংড়ি ভাজার জন্য বেশ জনপ্রিয়। আগে থেকে অর্ডার করে রাখলে তুলনামূলক ভাল খাবার পাওয়া যায়।

আরও
সুন্দরবন ভ্রমণের আগে যা জানা জরুরি
শেষ কথা

নিঝুম দ্বীপ ভ্রমণে সতর্ক থাকা আবশ্যক, বিশেষ করে যাত্রা শুরুর আগে অবশ্যই সেখানকার আবহাওয়ার ব্যাপারে অবগত হয়ে নেওয়া উচিত। নিঝুম দ্বীপে বিদ্যুতের জন্য সবাই জেনারেটর ও সোলারের ওপর নির্ভরশীল। তাই যাত্রার মুহূর্তে ব্যাগ গোছানোর সময় শীতের পরিমিত কাপড় ও ফার্স্ট এইডের পাশাপাশি মোবাইল চার্জার, ক্যামেরার ও মোবাইলের জন্য অতিরিক্ত ব্যাটারি, পাওয়ার ব্যাংক ও টর্চের কথা ভুলে গেলে চলবে না।

বিভিন্ন যানবাহন ভাড়া করার সময় আগে থেকে ভালোভাবে মিটিয়ে নেওয়া উচিত। তবে দর কষাকষির সময় শিষ্টতা বজায় রাখতে হবে। সর্বোপরি, নিঝুম দ্বীপ ভ্রমণের সময় দ্বীপের পরিবেশ যেন অপরিষ্কার না হয় সেদিকে স্পষ্ট খেয়াল রাখতে হবে।

আবেদন করতে এই সমস্যা হলো ওয়েবসাইট এর।আগামীকাল বা রাতে চেক করে দেখে নিয়েন। সকল আপডেট পেতে ASHIK BRO  ফলো করে রাখুন
10/11/2023

আবেদন করতে এই সমস্যা হলো ওয়েবসাইট এর।
আগামীকাল বা রাতে চেক করে দেখে নিয়েন।

সকল আপডেট পেতে ASHIK BRO ফলো করে রাখুন

29/10/2023

😥😥😥😥
সবার ঘরেই তো মা - বাবা , ভাই - বোন, ছেলে - মেয়ে আছে, তাহলে কিসের জন্য এতো নির্যাতনের শিকার আজ এই মানুষ গুলো?
মানুষ একবার পৃথিবী থেকে চলে গেলে তো আর পিরে আসে নাহ, করো মায়ের বুক খালি করে দিলে তো তা টাকা দিয়ে পূরণ হয় নাহ😥😥😥😥

#সংগৃহীত

22/10/2023

ফিলিস্তিনির একটি মসজিদে আযান দেয়ার সময় বোমা হামলা😥😥😥😥

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎• Today's the...
21/10/2023

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎• Today's the best Photo 🌿🥰•Follow Page Plz ]

•🔴 Beautiful



























17/10/2023

Congratulations Bangladesh 🇧🇩🇧🇩
ফুটবল টিম।
Jamal Bhuyan

শাক সবজির  ইংরেজী নাম:শাক সবজি (Vegetables)গোল আলু – Potato (পটেটো)টমেটো – Tomato (টম্যাটো)গোল/তাল বেগুন – Brinjal (ব্রি...
17/10/2023

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

13/10/2023

মেরিল প্রথম আলো সেরা ৩ পাগল
Khalid Farhan ( অনলাইনে তাবিজ বিক্রেতা)
Enayet Chowdhury ( অনলাইনে পত্রিকা বিক্রেতা)
Sadman Sadik (প্রথমে ভালো ছিল, এখন টোকাই থেকেও খারাপ) ।
এই তিন মহাজ্ঞানী সব কিছু নিয়া জ্ঞান দেয়।

যারা যুগের পর যুগ মাতৃভূমির জন্য যুদ্ধ করছে তারা নাকি টে-রো-রি-স্ট! একজন বললো, বাকী দুইজন হাইসা দিল। মানে পাড়ার চায়ের দোকানের সবজান্তা চাচাগো আলাপ আরকি। হা-মা-স স-ন্ত্রা-সী তাহলে দেশপ্রেম কি?

আলোচনার এক পর্যায়ে বলছে গাজার নাকি সিরিয়ার সাথে সীমান্ত আছে 😂। আসলে পড়াশোনা না করে আসলে যা হয়। ভাবছে মহাজ্ঞানীর ভাব লইয়া আলোচনা করমু আর পাবলিক খাইবো৷ তারা এমন বিষয়ে কথা বলতে বসছে যার ব্যাপারে তাদের জ্ঞান যে কোন সচেতন মুসলিমের চাইতে কম।

চেতনায় পশ্চিমা ধ্যানধারণা ও ইসলাম বি-দ্বে-ষ নিয়া এই সব আর করতে আইসো না। তোমাদের তিনজনকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে৷ সময় থাকতে ভালো হও ভাইয়েরা।






Ayman Sadiq

05/10/2023

আপু মনে হয় শরম পাইছে😆😆😆😆
পুচকা মজার খাবার।

03/10/2023

মুস্তাফিজ দেখতেছি আউট হইছে নি 😆😆😆😆😆😆😆

02/10/2023

ভবিষ্যৎ শেষ😆😆😆😆😆😆💉

30/09/2023

কলরব শিল্পী আবু রায়হানের দ্বিতীয় বউ Lipa Pervin ভাবির tiktok 😃

Abu Rayhan
লিপা ফারভীন








28/09/2023

আমাদের নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ভিতর খুব সুন্দর করে সব কিছুই সাজানো, দেখতে ও ভালো লাগে।
🙄

Happy birthday   Honorable Prime Minister of Bangladesh.      Bangladesh Awami League
28/09/2023

Happy birthday
Honorable Prime Minister of Bangladesh.



Bangladesh Awami League

-এই যেন ২২ বছরের যুবক.😳বিপিএল ড্রাফটে সাকিব্বাই এর  লুক.💥
25/09/2023

-এই যেন ২২ বছরের যুবক.😳

বিপিএল ড্রাফটে সাকিব্বাই এর লুক.💥

25/09/2023

পুরা ক্রিকেট বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডের প্লেয়ারদের মতো ভদ্র প্লেয়ার আর কোনো দেশে নেই 💝
ধন্যবাদ & ভদ্র প্লেয়ারদের সাথে ভদ্র আচরণ করার জন্য 👏🫂💝

মিরাজঃ কিও বড় ভাই, আপনি আমাগো ফেইল্লা সোহানের লগে রংপুরে যোগ দিলেন?😐 সাকিবঃ টাকা যেখানে বেশি, আমিও সেখানে😎 দিস ইজ বিজনে...
25/09/2023

মিরাজঃ কিও বড় ভাই, আপনি আমাগো ফেইল্লা সোহানের লগে রংপুরে যোগ দিলেন?😐

সাকিবঃ টাকা যেখানে বেশি, আমিও সেখানে😎 দিস ইজ বিজনেস ব্রো😎🤘

বিনোদন

কে কোথায় থেকে তানজিম সাকিব কে সমথর্ন করছেন,, সারা দেন, আমি নোয়াখালী থেকে ।ফলো করুন ASHIK BRO
25/09/2023

কে কোথায় থেকে তানজিম সাকিব কে সমথর্ন করছেন,, সারা দেন, আমি নোয়াখালী থেকে ।
ফলো করুন ASHIK BRO

কে কোথায় থেকে তানজিম সাকিব কে সমথর্ন করছেন,, সারা দেন, আমি নোয়াখালী থেকে ।Follow ASHIK BRO
25/09/2023

কে কোথায় থেকে তানজিম সাকিব কে সমথর্ন করছেন,, সারা দেন, আমি নোয়াখালী থেকে ।
Follow ASHIK BRO

শুভ জন্মদিন আমাদের পাওয়ার হাউজ Kajal Arefin Ome  ভাই। আপনার তুলনা আপনি নিজেই। আপনি আমাদের মধ্যমণি। মানুষের ভালোবাসায় নিজ...
08/09/2023

শুভ জন্মদিন আমাদের পাওয়ার হাউজ Kajal Arefin Ome ভাই। আপনার তুলনা আপনি নিজেই। আপনি আমাদের মধ্যমণি। মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হয়েছেন। আমাদেরকেও করেছেন। আপনাকে ঘিরে আমাদের এই প্রবল উন্মাদনা চলুক। ভালোবাসার অপর পিঠে ভালোবাসাই থাকবে আপনার জন্য। এই সময়ে এসে আপনার "অসময়" ভাবাক সবাইকে। শ্রদ্ধা রইলো। সেই সাথে শুভকামনা।

শুভ জন্মদিন আমাদের পাওয়ার হাউজ Kajal Arefin Ome
08/09/2023

শুভ জন্মদিন আমাদের পাওয়ার হাউজ Kajal Arefin Ome


Happy birthday to you Kajal Arefin Ome  #শুভ_জন্মদিন আমাদের পাওয়ার হাউজ   ভাই। আপনার তুলনা আপনি নিজেই। আপনি আমাদের মধ্যম...
08/09/2023

Happy birthday to you Kajal Arefin Ome
#শুভ_জন্মদিন আমাদের পাওয়ার হাউজ ভাই। আপনার তুলনা আপনি নিজেই। আপনি আমাদের মধ্যমণি। মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হয়েছেন। আমাদেরকেও করেছেন। আপনাকে ঘিরে আমাদের এই প্রবল উন্মাদনা চলুক। ভালোবাসার অপর পিঠে ভালোবাসাই থাকবে আপনার জন্য। এই সময়ে এসে আপনার "অসময়" ভাবাক সবাইকে। শ্রদ্ধা রইলো। সেই সাথে শুভকামনা।

07/09/2023

মৌকারার একটি নক্ষত্রের বিদায়।
শোকের ছায়া।

মরহুম হুজুর শাহ মুহাম্মদ অলি উল্লাহ (রহ.)-র স্নেহের ছোট ভাই, আমিরুস সালেকিন হযরত পীর সাহেব কিবলার
আস সুলুকিয়ত ছোট চাচা, বাংলাদেশ জমিয়াতুস সালেকিনের জাতীয় উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, জনাব মাওলানা মোহাম্মদ হোসাইন এর পিতা এবং জনাব Arif Billah এর দাদাজান আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম (ছোট হুজুর) রাত ০৯:৪৫ ঘটিকায় ঢাকার বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
আমিন।

07/09/2023

#মৌকারার একটি নক্ষত্রের বিদায়।
শোকের ছায়া।

মরহুম হুজুর #শাহ_মুহাম্মদ_অলি_উল্লাহ (রহ.)-র স্নেহের ছোট ভাই, #আমিরুস_সালেকিন_হযরত পীর সাহেব কিবলার
আস সুলুকিয়ত ছোট চাচা, বাংলাদেশ জমিয়াতুস সালেকিনের জাতীয় উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, জনাব মাওলানা মোহাম্মদ হোসাইন এর পিতা এবং জনাব Arif Billah এর দাদাজান আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম (ছোট হুজুর) রাত ০৯:৪৫ ঘটিকায় ঢাকার বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
আমিন।
.S.N_Kamil

কে জিতবে আজকের ম্যাচ? ( ১ম ১০০ জন কমেন্ট করা ব্যাক্তির মধ্যে বিজয়ী ঘোষনা করা হবে)।কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত- @
31/08/2023

কে জিতবে আজকের ম্যাচ? ( ১ম ১০০ জন কমেন্ট করা ব্যাক্তির মধ্যে বিজয়ী ঘোষনা করা হবে)।
কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত-
@

মনে রাখবেন, পৃথিবীতে আপনার প্রয়োজন আছে বলেই, মহান আল্লাহ তায়ালা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এখানে কে আপনাকে পছন্দ করে, আর কে...
24/08/2023

মনে রাখবেন, পৃথিবীতে আপনার প্রয়োজন আছে বলেই, মহান আল্লাহ তায়ালা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এখানে কে আপনাকে পছন্দ করে, আর কে করে না, তাদের মতবাদ এখানে কোন ভ্যালু নেই! যেখানে আল্লাহর কাছে আপনি গুরুত্বপূর্ণ সেখানে কে কি ভাবলো এতো মতামত নিয়ে তো আপনার জীবন চলতে পারেনা! 🙏
আপনার আসল ঠিকানা আপনার রব!🖤
Follow ASHIK BRO

24/08/2023

?

23/08/2023

জরুরি রক্তের প্রয়োজন🩸
ইমারজেন্সি
💁রোগীর সমস্যাঃ সিজার
🔴রক্তের গ্রুপঃ B+
💉রক্তের পরিমাণঃ 1
🩸হিমোগ্লোবিনঃ
📆রক্তদানের তারিখঃ আজ দুপুর
🏥রক্তদানের স্থানঃ নিরাময় হসপিটাল মাইজদী
সময় আজ রাত দুপুর এর ভিতরে...!! ‌
☎যোগাযোগঃ01580301553

14/08/2023

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব আমাদের মাঝে আর নেই😔😔😔😔😪😪😪😪
ওপারে ভালো থাকবেন দুনিয়াখ্যাত কোরআনের পাখি- প্রিয় মোফাচ্ছির🥲🥲🥲

সেচ্চায় করিলে রক্তদান,আল্লাহ দিবেন তার প্রতিদান♥মানবতার টানে         ভয় নেই রক্তদানে..! ✌️যদি থাকে রক্তদাতা           জ...
13/08/2023

সেচ্চায় করিলে রক্তদান,
আল্লাহ দিবেন তার প্রতিদান♥
মানবতার টানে
ভয় নেই রক্তদানে..! ✌️
যদি থাকে রক্তদাতা
জয় করবো মানবতা ..!❤️
আলহামদুলিল্লাহ
প্রয়োজনে সবার পাসে
Noakhali top blood group নোয়াখালী টপ ব্লাড গ্রুপ। । পরিবার 😍 #সোনাইমুড়ী নিউ নূরানী হাসপাতাল প্রাইভেট।
Ziaul Hoque Polash

09/08/2023

সবাই এই গুলো শেয়ার করে তাকে উড়িয়ে দাও।

  birthday to Sajeeb Wazed ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের ৫৩ তম জন্মদিন আজ।
27/07/2023

birthday to Sajeeb Wazed
ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের ৫৩ তম জন্মদিন আজ।

22/07/2023































হাহা রিয়েক্টটা আসলেই হাইস্যকর... 🤣
18/07/2023

হাহা রিয়েক্টটা আসলেই হাইস্যকর... 🤣

10/07/2023

A boy from Nangalkot police station in Comilla district of South and East region of Chittagong division of Bangladesh left his village home to perform Hajj in Saudi Arabia in 2024. His Name: Alif Mahmood Adeeb, *** He has traveled to 64 districts of Bangladesh. Alif Mahmud Adeeb said, if our prime minister helps him cross the border or visa related If he helps in any work, he can go right.

Address

3821, Chwmuhani, Begumganj
Noakhali

Telephone

+8801873221990

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASHIK BRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASHIK BRO:

Videos

Share

Category



You may also like