Motivation Status

Motivation Status "যে লোক কাউকে সম্পদের জন্য সম্মান করে এবং দারিদ্রের জন্য অবজ্ঞা করে, সে অভিশপ্ত।

02/01/2024

😄😃😄😃😃

02/01/2024

তওবা🌸
"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি,
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"🖤

-পড়া হলে আলহামদুলিল্লাহ্!🌸

26/12/2023
শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো  অহংকারী হতে পারে নাকেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়।লেখ...
25/12/2023

শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে
কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না
কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়।
লেখা:সংগৃহীত

💓💞🏵️
25/12/2023

💓💞🏵️

আমাদের মাঝে এমন বাস্তব ঘটনার সাথে মিল রয়েছে, যেমন আপনার বিরদ্ধে বিরোধিতা করতে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে,কিন্তু অবশেষে তা...
24/12/2023

আমাদের মাঝে এমন বাস্তব ঘটনার সাথে মিল রয়েছে, যেমন আপনার বিরদ্ধে বিরোধিতা করতে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে,কিন্তু অবশেষে তার বিপদে আপনার কাজ ই লাগে। যেমন টা এই গাছটি কাটতে গিয়ে সে ক্লান্ত হয়ে ঐ গাছের তলায় আশ্রয় হয়েছে তার।

18/12/2023
একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ প্রতিদিন রাতে ঘুমাবার আগে তার বউ এর সাথে নিয়মিত দেখা করতে যাই। এক হাতে হারিকেন ধরে, অন্য হাতে ...
13/12/2023

একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ প্রতিদিন রাতে ঘুমাবার আগে তার বউ এর সাথে নিয়মিত দেখা করতে যাই। এক হাতে হারিকেন ধরে, অন্য হাতে লাঠির ভরে, গত বারোটা বছর একদিনও এমন হয়নি যে, সে তার বউয়ের কবরের কাছে গিয়ে প্রতিদিনের জমানো অনেক কথা বলে আসেনি। আজ তাদের বিয়ের সত্তর বছর পূর্ণ হল। বৃদ্ধ এ-কারণে অনেক উৎফুল্ল রয়েছে আজ। বিকেলে গ্রামের হাটে গিয়ে এ-উপলক্ষে কিছু জিলাপিও কিনে এনেছে। বউয়ের সঙ্গে গল্প করতে করতে আজ সে সেগুলো খাবে।

কবরের কাছে পৌঁছে মাটিতে আরাম করে বসে বৃদ্ধ বলল- অনেক শীত পড়েছে; তোমার নিশ্চয় খুব কষ্ট হচ্ছে!
বৃদ্ধা বলল, আপনি কাঁদছেন কেন? চোখের পানি আর নাকের ময়লা তো পরিমাণে জিলাপির চাইতে বেশি খেয়ে ফেলছেন! বৃদ্ধা আরো বললো, আমাদের সন্তানেরা, নাতি-নাতনিরা কেমন আছে, সকলে? ওরা কি কখনো আপনার খোঁজখবর নেয়?
বৃদ্ধ বলল- মনে পড়ে তোমার, একান্ন বছর আগে এ-রকম একটা শীতের রাতে তোমাকে একটা চড় মেরেছিলাম; সেই অপরাধে তারপর যতগুলো বছর তুমি বেঁচে ছিলে, পরান ভরে এতটাই অভিশাপ আমাকে দিয়ে গেলে বউ- যে, আমি তোমার কাছে আসতে পারছি না!
বৃদ্ধা বলল, গতকাল তো দেখলাম, হাটে গিয়ে খুব ভাজা-মাখা খাচ্ছিলেন; তখন তো একটুও আমার কথা মনে করেননি!
বৃদ্ধ বলল- বিশ্বাস কর বউ, ভাজাতে একটুও ঝাল ছিল না, এজন্যই তো তোমাকে মনে আসেনি! কিন্তু খাবার পর অবশিষ্ট দুইটা দাঁতের একটিতে খুব ব্যথা হচ্ছিল; তখন ইচ্ছা হচ্ছিল, তোমার গালের সাথে গালটা লাগিয়ে রাখি!
ওই দেখো, বউ, কেউ একজন এদিকে আসছে। এখনই এসে আমাকে সে বলবে, অযথা একা একা পাগলের মত কথা বলে লাভ আছে! তারপর আমাকে বাসায় দিয়ে আসবে।
আচ্ছা বউ, বলতো, ওরা বোঝে না কেন, ভালবাসলে কেউ কি কখনো কাউকে ছেড়ে একলা ঘরে ফিরে যেতে পারে! একবার কাউকে ভালবাসলে, সেই ভালোবাসার প্রতিজ্ঞা ভঙ্গ করা কি মানুষের শোভা পায়!

তুমি অপেক্ষা কর, বউ, নিশ্চয়ই সামনে পড়ে থাকা অনন্তকাল, একজন আরেকজনের চোখের আলো হয়ে মৃত্যুহীন জ্বলবো! সেই অসীমের পথে জ্যোৎস্না গলা চাঁদের আলোয়, দুজন সেদিন বৃষ্টির ফোটার মতো মিশে থেকে শুধু উড়বো আর উড়বো...!!!

12/12/2023

যে ধোঁকা দেয়, সে চালাক হতে পারে! তবে যে ধোঁকা খায়, সে বােকা নয়, সে বিশ্বাসী!

12/12/2023
কাউকে ছোট করার জন্য না, শুধু বোঝার জন্য, পোস্ট টা করা।একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকা...
10/12/2023

কাউকে ছোট করার জন্য না, শুধু বোঝার জন্য, পোস্ট টা করা।

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!

একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!

ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!

বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, Tawhid Afridi বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

Copy post

কথার আঘাত রুহ অব্দি পৌছায়।
09/12/2023

কথার আঘাত রুহ অব্দি পৌছায়।

05/12/2023

পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে, এটা ছোটবেলায় বিশ্বাস করতাম। এখন আর বিশ্বাস করি না, বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানিব্যাগে। ছেলেমানুষের জ্বর কিংবা পরিচিত যতসব ছোটবড় অসুখের নাম সব শরীরে হয়, ছেলেবেলা বিশ্বাস করতাম। বাড়ির চৌকাঠ মাড়িয়ে শহরমুখী হয়ে জেনেছি, ছেলেমানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানিব্যাগটায়।

যার কালো মানিব্যাগ যত ভরা থাকে, সে ততই সুস্থ। পুরুষের মেরুদণ্ড মানিব্যাগ, মানিব্যাগটা যত সুস্থ থাকে সে ততই শিরদাঁড়া দাঁড়াতে পারে। মানিব্যাগ অসুস্থ থাকলে, সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না।

পুরুষের আবেগ চোখের জলটলের কোন দাম নেই। পুরুষেকে না কাঁদার শাস্ত্র পড়ানো হয় চোখফুটার সাথে সাথে। পুরুষের সখ, আহ্লাদ, স্বপ্ন, ইচ্ছে থাকলেও তার কাজ নেই যদি মানিব্যাগ কথা না বলে। মানিব্যাগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখও দৃষ্টি বদলিয়ে ফেলে। মানিব্যাগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধুমহলে। অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে। অবহেলার অবজ্ঞার পাত্র হতে হয় আত্মীয়দের নিকট।

পুরুষের বিচার করা হয় কালো মানিব্যাগে। মানিব্যাগ অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায়। মানিব্যাগ অসুস্থ থাকলে সত্যও মিথ্যা হয়ে যায়। মানিব্যাগ অসুস্থ থাকলে প্রিয়তমার কাছেও অসহ্য মানুষ। পুরুষ মানুষের মানিব্যাগ অসুস্থ থাকলে তামাম দুনিয়ার সব বিপরীতে হাঁটে, সব।

পুরুষ মানুষের সংসার হচ্ছে মানিব্যাগ এর ভেতর। যে পুরুষের মানিব্যাগ যত সুস্থ, সে পুরুষের সংসার ততো সুখী। অসুস্থ মানিব্যাগ নিয়ে বন্ধু হওয়া যায় না। অসুস্থ মানিব্যাগ নিয়ে প্রিয়মানুষ হওয়া যায় না। অসুস্থ মানিব্যাগ নিয়ে বিচার পাওয়া যায় না। অসুস্থ মানিব্যাগ নিয়ে স্বপ্ন দেখা যায় না।

সমাজ সংসার অসুস্থ মানিব্যাগের পরিচয় দিয়ে গেছে আরও জঘন্যভাবে। যে পুরুষের মানিব্যাগ অসুস্থ সে যেনো মানুষি নয়। মানিব্যাগ অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মত অপ্রয়োজনীয়। মানিব্যাগ অসুস্থ মানে তুমি সস্তা। মানিব্যাগ অসুস্থ মানে তুমি অযোগ্য। মানিব্যাগ অসুস্থ মানে তুমি তুচ্ছ।

মানিব্যাগ অসুস্থ হওয়ায় চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না। মানিব্যাগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ, অপরিচিত। মানিব্যাগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথাও। মানিব্যাগ অসুস্থ মানে তুমি ছোটলোক।

মানিব্যাগ মানেই জীবন। মানিব্যাগ সুস্থ মানে তুমি জনপ্রিয়। মানিব্যাগ সুস্থ মানে তুমি সঠিক। মানিব্যাগ সুস্থ মানে তুমি সত্য। মানিব্যাগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল। মানিব্যাগ সুস্থ মানে তুমি সুন্দর। মানিব্যাগ সুস্থ মানে তুমি নেতা। মানিব্যাগ সুস্থ মানে তুমি কবিতা। মানিব্যাগ সুস্থ মানে তুমি স্মার্ট।
©

05/12/2023

🌸 চরিত্রবান ব্যক্তির কাছে তার কালো স্ত্রী ও দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী 🌼

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস?...
04/12/2023

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,
১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দেখ আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।

তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না।
এটাই নিয়ম।
আল্লাহতালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

প্রিয় বোন আমার.....পড়াশোনার পাশাপাশি অন্ত্যত সেলাই মেশিনের কাজটা শিখে রাখুন। ইনকাম করতে না হোক অন্ত্যত নিজের শ'রী'রের ...
02/12/2023

প্রিয় বোন আমার.....
পড়াশোনার পাশাপাশি অন্ত্যত সেলাই মেশিনের কাজটা শিখে রাখুন। ইনকাম করতে না হোক অন্ত্যত নিজের শ'রী'রের ভাঁজের মা'প পর পু'রু'ষের কাছে দিতে হবে না...।
©

আবার পড়ুন? এবার তো বুঝলেন কী বলল...!লেখক - মুহাম্মাদ আতীক উল্লাহবই - জীবনের ক্যানভাসে আঁকা গল্প©
30/11/2023

আবার পড়ুন? এবার তো বুঝলেন কী বলল...!

লেখক - মুহাম্মাদ আতীক উল্লাহ
বই - জীবনের ক্যানভাসে আঁকা গল্প
©

Address

Noakhali Sadar Upazila

Telephone

+8801315041474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motivation Status posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motivation Status:

Videos

Share