Sumaya sumu

Sumaya sumu Assalamu Walikum. I'm Sumaya Akter. I'm a Digital Marketer.

✅✅ মেয়েদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মজীবন। পড়ালেখা শেষ করে বেশিভাগ মেয়ে ইচ্ছা থাকার পরও কর্মজীবনে আসতে পার...
05/03/2024

✅✅ মেয়েদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মজীবন।
পড়ালেখা শেষ করে বেশিভাগ মেয়ে ইচ্ছা থাকার পরও কর্মজীবনে আসতে পারেনা। এর কারণ হলো পারিবারিক ভাবে তাকে বাইরে জব করতে দিতে চায় এবং মেয়েদের জন্য বাইরে জব করার নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে না।
এমতবস্তায় এমন একটা _প্রোফেশন_ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
যেখানে স্টুডেন্টরা চাইলে তাদের পড়াশোনা ঠিক রেখে কাজ করতে পারবে এবং housewife বা মা-বোনরা চাইলে তাদের সংসার ঠিক রেখে সংসারের কাজের পাশাপাশি কাজ করতে পারবে।
ঠিক এমন একটা প্রফেশনের নাম হচ্ছে -ফ্রিল্যান্সিং‌ বা অনলাইন প্রফেশন। বর্তমানে ছেলেদের পাশাপাশি ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং শিখে স্কিল ডেভেলোপমেন্ট করে অনেক বেশি এগিয়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ
সহজে জেতার আনন্দ কোথায়?
বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা।





29/01/2024

Winter Morning 💚💚

❌সবজায়গাতে ব্যর্থ যারা ফ্রিল্যান্সার হয় তারা!!❌🎙️অনেকে মনে করেন যারা ফ্রিল্যান্সার হয় তারা স্কুল-কলেজ হয়ত পাশ করে নাই অথ...
14/01/2024

❌সবজায়গাতে ব্যর্থ যারা ফ্রিল্যান্সার হয় তারা!!❌

🎙️অনেকে মনে করেন যারা ফ্রিল্যান্সার হয় তারা স্কুল-কলেজ হয়ত পাশ করে নাই অথবা স্নাতক ড্রপ দিয়েছে। কিংবা চাকরি খুঁজে পায় নাই, যোগ্যতা নেই তাই সে এই প্রফেশনে এসেছে। কিন্তু ব্যাপারটি মোটেও এমন নয়। কাজ পেতে হলে এখানে প্রতিযোগিতা করে কাজ পেতে হয়।এখানে যিনি দক্ষ তিনিই টিকে থাকবেন এমনটা নিশ্চিত। যার দক্ষতা যত বেশি, অভিজ্ঞতা বেশি তার মূল্যও তত চড়া।

✖️ ফ্রিল্যান্সিংয়ে যেমন অশিক্ষিত, দক্ষতাহীনদের স্থান নেই; তেমন “অলসতা” বলে কোনো শব্দ নেই, কারণ এক্ষেত্রে অযোগ্যদের জায়গা নেই।

Fatema Sultana

✅ফ্রিল্যান্সিং - যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য কিছু কথা:-ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে শিখতে হবে কিন্তু সম...
28/12/2023

✅ফ্রিল্যান্সিং
- যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য কিছু কথা:-
ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে শিখতে হবে কিন্তু সমস্যা হল আমরা না শিখে ইনকাম করতে চাই!
আপনি কাজ না শিখলে কিভাবে কাজ করে ইনকাম করবেন?
এই কারনে অনেকে ফ্রিল্যান্সিং সেক্টেরে এসে ২-৩ মাস পর ছেড়ে দেয়।
বর্তমানে বাংলাদেশে মানুষ ১৫-২০ বছর পড়ালেখা করে বেকার বসে আছে।
একটা সামান্য চাকরির জন্য ১৫-২০ বছর পড়ালেখা করে লাখ লাখ স্টুডেন্ট চাকরি পাচ্ছে না।
কিন্তুু আপনি ফ্রিল্যান্সিং ৩-৪ মাস শিখার মাধ্যমে একটা সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে পারবেন।এতটুকু সময় নিয়ে শেখার ধৈর্য্য টুকুও আমাদের নেই।
কথায় আছে"যত লার্ন,তত আর্ন"।
ফ্রিল্যান্সিং এর প্রথম শর্ত হচ্ছে ধৈর্য।
©

#ফ্রিল্যান্সিং

👉জীবন হলো একটা কলমের মতো যাতে  সুনির্দিষ্ট পরিমান কালি থাকে।।👉এই কালি চাইলে আমরা এমনিতে আকাঁআকি করে নিঃশেষ করতে পারি, আব...
25/12/2023

👉জীবন হলো একটা কলমের মতো যাতে সুনির্দিষ্ট পরিমান কালি থাকে।।
👉এই কালি চাইলে আমরা এমনিতে আকাঁআকি করে নিঃশেষ করতে পারি, আবার চাইলে এই কালি দিয়ে সফলতার ইতিহাস রচনা করতে পারি।💪💪
তদ্রুপ, সৃষ্ঠিকর্তা আমাদেরকে সুনির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। চাইলে এই সময়টাকে আমরা হেলায় খেলায় নষ্ট করতে পারি আবার চাইলে এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর ও সার্থক করতে পারি।
এবার সিদ্ধান্ত নেবার পালা আপনার...🫵




নারীদের জন্য সবচেয়ে সহজ,সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।প্রায় প্রতিটা মেয়ে চায় নিজে কিছু একটা করে স্বাবলম্বী ...
23/12/2023

নারীদের জন্য সবচেয়ে সহজ,সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।
প্রায় প্রতিটা মেয়ে চায় নিজে কিছু একটা করে স্বাবলম্বী হতে।
হোক সেটা পার্সোনাল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করা বা সাংসারিক জীবনে আর্থিক সচ্ছলতার মাধ্যমে সুখ বয়ে আনতে।
এক্ষেত্রে বেশিরভাগ মেয়েরা চাইলেও তা পারে না কারণ বর্তমানে চাকরির যে করুণ পরিস্থিতি,আর কেউ চাকরি পেলেও যাতায়াত, সময় নিয়ে অফিস করা, সাংসারিক জীবন ইত্যাদি আরো অনেক কারনেও ইচ্ছে থাকলে চাকরি কারা সম্ভব হয় না।

তাই ফ্রিল্যান্সিং ই সেরা একটি পেশা যেখানে কোন ধরা বাধা সময় নাই কাজ করার জন্য।
যাতায়াত বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় না,কারণ ঘরে বসে অনলাইনের মাধ্যমে বায়ারদের কাজ করে ইনকাম করা যাচ্ছে।




অনেক বেশি অভিনন্দন Md Mujahid Hossen  🎉🎉💐স্বপ্ন পুরণ করতে আমরা সবাই চাই। কিন্তু আমরা সবাই কি পারি স্বপ্ন পুরণ করতে? এর জ...
17/12/2023

অনেক বেশি অভিনন্দন Md Mujahid Hossen 🎉🎉

💐স্বপ্ন পুরণ করতে আমরা সবাই চাই। কিন্তু আমরা সবাই কি পারি স্বপ্ন পুরণ করতে? এর জন্য দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়া। Md Mujahid Hossain সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে #ফ্রিল্যান্সিংকে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন।

HSC এক্সাম শেষ করেই তিনি অন্য কাজে সময় নষ্ট না করে নিজের স্কিল ডেভেলপের জন্য সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন।

আশা করছি দক্ষতা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা অর্জন করবে।

আপনার জন্য অনেক বেশি দোআ ও শুভ কামনা রইলো🌹


17/12/2023

স্বপ্ন দেখলেই হয় না,
স্বপ্ন সফল করার প্রক্রিয়া খুঁজে বের করতে হয়।

কয়েক দিন আগে দিনটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিলো,,,আমার কর্মস্থলে প্রথম আসা৷ অনেক স্বপ্ন নিয়ে শুরুটা...
28/11/2023

কয়েক দিন আগে দিনটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিলো,,,আমার কর্মস্থলে প্রথম আসা৷ অনেক স্বপ্ন নিয়ে শুরুটা করেছিলাম, কিছুটা ভয় কিছুটা সংশয় ছিলো।
অনেকেই বলেছে অনলাইন কোর্স করে ভালো কিছু করা যায় না।
যাইহোক আল্লাহর রহমতে লেভেল ওয়ান কমপ্লিট করেছে লেভেল টু রানিং আলহামদুলিল্লাহ😊
শ্রদ্ধেয় স্যার Mizanur Rahman Armani, M. Baijid Hossain. আমার mentor,, আমার learning partner Bithi Akther আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন।
সবার কাছে আমি কৃতজ্ঞ.... আশা করি সবসময় এভাবেই পাশে থাকবেন ,, পদবি গুলো অর্জন করার জন্য,,, সপ্ন সবারই থাকে, তবে সে জায়গাটা খুঁজে নিতে হয়,,

সর্বশেষে একটা কথাই বলব,,, আমার জন্য দোওয়া করবেন,,, আমি যেন আমার ফ্রিলান্সিং ক্যরিয়ারে সফল হতে পারি❤️





সব সময় নিজের নিজের করলেকিছু আর নিজের থাকেনা😔
08/11/2023

সব সময় নিজের নিজের করলে
কিছু আর নিজের থাকেনা😔

28/10/2023

মেয়েরা চাইলে সব কিছু পারে,
নিজের স্বপ্ন পুরনের দায়িত্ব নিজেই নিতে পারে 😊
তাই মেয়েদের নিয়ে মজা না করে,তাদের স্বপ্ন পুরনের অনুপ্রেরণা হতে চেষ্টা করুন।

যেখানে ফিলিস্তিনিরা নিজেদের ধর্ম এবং নিজেদের লেবাস ঠিক রাখার জন্য নিজেদের ঈমান ঠিক রাখার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ...
12/10/2023

যেখানে ফিলিস্তিনিরা নিজেদের ধর্ম এবং নিজেদের লেবাস ঠিক রাখার জন্য নিজেদের ঈমান ঠিক রাখার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে আর আমরা এমন একটি দেশ আমাদের দেশের নারীরা হিজাব বিরোধী আন্দোলন করে সমান অধিকারের জন্য আন্দোলন করে হায়রে একি দেশের অবস্থা 😞😞
#ফিলিস্তিনিরা যুদ্ধ করে ঈমান হিজাব আর স্বাধীন ভাবে ইবাদত বন্দেগী করার জন্য
#পক্ষান্তরে আমাদের দেশের নারীরা সংগ্রাম করে যুদ্ধ করে হিজাব বিহীন চলাফেরা করার জন্য আর এবাদত বন্দেগি বন্ধ করার জন্য 😞😞
#তোমরা কি মুসলমান নাকি ইহুদীদের দালাল
#এখনো সময় আছে ফিরে এসো রবের দিকে
#রসুলের দেখানো পথের অনুসরন করো

11/10/2023

আমরা কেউ নিখুঁত নই😒
কিন্তু আমাদের ভুলগুলো কি মারাত্মক নিখুঁত😔

Address

Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaya sumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies