05/03/2024
✅✅ মেয়েদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মজীবন।
পড়ালেখা শেষ করে বেশিভাগ মেয়ে ইচ্ছা থাকার পরও কর্মজীবনে আসতে পারেনা। এর কারণ হলো পারিবারিক ভাবে তাকে বাইরে জব করতে দিতে চায় এবং মেয়েদের জন্য বাইরে জব করার নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে না।
এমতবস্তায় এমন একটা _প্রোফেশন_ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
যেখানে স্টুডেন্টরা চাইলে তাদের পড়াশোনা ঠিক রেখে কাজ করতে পারবে এবং housewife বা মা-বোনরা চাইলে তাদের সংসার ঠিক রেখে সংসারের কাজের পাশাপাশি কাজ করতে পারবে।
ঠিক এমন একটা প্রফেশনের নাম হচ্ছে -ফ্রিল্যান্সিং বা অনলাইন প্রফেশন। বর্তমানে ছেলেদের পাশাপাশি ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং শিখে স্কিল ডেভেলোপমেন্ট করে অনেক বেশি এগিয়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ
সহজে জেতার আনন্দ কোথায়?
বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা।