মামুন

মামুন 💖 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ 💖

"কুল্লু নাফসিন জায়কাতুল মাউত"

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ভারতের চার রাজ্যে (নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা) রেড অ্যালার্ট জারি।বাংলাদেশ সময় ...
25/05/2024

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ভারতের চার রাজ্যে (নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা) রেড অ্যালার্ট জারি।

বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকালে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর এদিন মধ্যরাত থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবেই এটি তাণ্ডব চালানো শুরু করবে।

28/04/2024

সয়ম হলে পরবেন,,
সেনা নৌ বিমান বিজিবি পুলিশ আনসার এবং এর অঙ্গ সংগঠন বাহিনীতে সৈনিক সিপাহী কনস্টেবল পদে যে সকল সদস্য ভর্তি হয়,তারা বেশির ভাগ সদস্য শারীরিক যোগ্যতা সম্পন্ন নিম্ন মধ্য বিত্ত ঘরের সন্তান।তারা বেশির ভাগ গ্রামের পরিবেশে মা বাবার সাথে সুখে দুঃখে সংগ্রাম করে বড় হয় এবং তাদের একটা স্বপ্ন থাকে তারা সারাজীবন তাদের মা বাবা ভাই বোনের সাথে মিলেমিশে থাকবে। চাকুরি শুরু থেকে বিবাহের পূর্ব পর্যন্ত ভালোই থাকে।

সমস্যা শুরু হয় বিবাহের পর। সরকারি চাকুরির সুবাদে তাদের চেয়ে একটু সচ্ছল পরিবারের বাবা মায়ের আদরের কন্যাটি অনেকের বিবাহ করার সৌভাগ্য হয়। সব ঠিকই আছে কিন্তু সমস্যা বেতন পরিধি নিয়ে। প্রয়োজন দশ হাত কাপড়ের শাড়ী কিন্তু বেতনে যা পাই তাতে হয় নয় হাত। নিচের অংশ ভালো করে ঢাকলে মাথার অংশ ঢাকা যায় না। মাথা ঢাকলে নিচের অংশের হয় না। বউকে একটু ভালো পছন্দের দিলে মা বোন ভাইয়ের হয় না। ভাই বলে দাদায় বিবাহ করে নষ্ট হয়ে গেছে। মা বলে বিয়ে করে তার অতীত ভুলে গেছে। প্রতিবেশী বলে বিয়ের পরে বৌয়ের গোলাম হয়ে গেছে। আত্মীয় স্বজনরা বলে ডিফেন্সের লোক সত্য কথা বলে না, কাড়ী কাড়ী টাকা বেতন পেয়ে পরিবার ভুলে শ্বশুর বাড়ীর লোকদের খেদমত করে। এদিকে বেচারার ঈদ কিংবা পুজোয় একটা ভালো কাপড় জোটে না। কিন্তু সেটা কাউকে বিশ্বাস করাতে পারে না। পরিপাটি করে চুল কাটা আর ক্লিন শেভ করে চলা সৈনিকটাকে দেখে গ্রামের লোকজন বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক। অথচ কেউ দেখে না একটি জামা কিংবা একটি প্যান্ট সে কতবার পরে ছুটি যায়।

কিছু দিন পর যখন স্ত্রী কানে কানে বলে তুমি বাবা হতে যাচ্ছ তখন মনের বারোটা বাজে। শ্যাম রাখতে গিয়ে কুল হারিয়ে যায়। যারা চাহিদা পূরণে অবৈধ পথ ধরে এক পর্যায় বেশির ভাগ জেলে যায়। সব দোষ যে বেতনের তা বুঝার মতো সক্ষমতা থাকেনা। নিজেকে দোষী অপরাধীর মতো মনে হতে থাকে। সন্তান হওয়ার পর চাহিদা বেড়ে যায়। মা বাবার পরিবার নিজের পরিবারের ভারে চাপা পরতে থাকে। মাথাভরা টেনশন নিয়ে এক সময় নিকোটিনের নেশার জগতে হারিয়ে যায় অনেকে। লোকে বলে বাহিনীর লোকের মাথায় কম কাজ করে। কাজ করবে কি করে??? আপনজনদের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার সৈনিকটা অনেক আগেই মস্তিষ্কে সুস্থ্য চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে।

বিবেকের তাড়নায় মন খারাপ হতে থাকে। স্ত্রী সন্তানের আবদার পূরনের তাগিদ দিতে থাকে। মা বলে তার নিজের সহ বাবার কাপড় নেই। সেই কবে দেয়া পুরোনো পাঞ্জাবিটা।

09/04/2024

ঈদ বোনাস সহ বেতন পাইছিলাম
এখন খুঁজে পাচ্ছি না।

09/04/2024

সবার স্বপ্ন বাড়ি যায় না..!

দেশের ও দেশের মানুষের নিরাপত্তা দিতে গিয়ে আমাদের আর বাড়িতে যাওয়া হয় না 🙂

আলহামদুলিল্লাহ
05/04/2024

আলহামদুলিল্লাহ

15/03/2024

প্রিয় ইউনিফর্ম থেকে বিদায় নেওয়াটা অনেক কষ্টের। সুবেদার মো: মুজিবুর রহমান দীর্ঘ ৩৯ বছর চকরি জীবনের ইতি টানলেন। এই ৩৯ বছর চাকরি জীবনে ১৯ বছর একাডেমিতে বিএইচএম দায়িত্ব সফল ভাবে পালন করেন। আমার ট্রেনিং জীবনে দেখা সকালে স্যারের কমান্ডে একাডেমির পাকা মাঠ, দেয়াল সহ কাপতো। একাডেমির পাকা মাঠ স্যারের বজ্রকন্ঠের কমান্ড আওয়াজ মিস করব?

ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড আপনাকে মিস করবে স্যার

৫০ টাকা হলেও কিনবো না। এই রমজানে SMC+,Mojo,পানি এসব খাবো।
11/03/2024

৫০ টাকা হলেও কিনবো না। এই রমজানে SMC+,Mojo,পানি এসব খাবো।

রমজান আসছে, অধিক পরিমাণ Tang এর ব্যবহার বেড়ে যাবে।সারাদিন কষ্ট করে রোযা রেখে Tang এর শরবত বানিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ ক...
11/03/2024

রমজান আসছে, অধিক পরিমাণ Tang এর ব্যবহার বেড়ে যাবে।সারাদিন কষ্ট করে রোযা রেখে Tang এর শরবত বানিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করবে মুসলিম সমাজ।

তবে মনে রাখা প্রয়োজন যে কোক যেমন ই স রা য়ে লী প্রডাক্ট তেমনি Tang ও ই স রা য়ে লী প্রডাক্ট।সারা বছরে Tang যতটা না বিক্রি হয় রমাদান আসলে তার বিক্রি বেড়ে যায় শতগুণে।আর আমাদের জন্য উত্তম সময় এই Tang কে বয়কট করা।কারণ তারা হয়তো মুসলিমদের রোযার জন্য ট্যাং মজুদ রেখেছে।

অর্থনৈতিক ধাক্কা দিন।কোকের সাথে ট্যাং বয়কট করার ঝড় তুলুন ইনশাআল্লাহ।ভাবা যায় সারাদিনের ক্লান্তি শেষে ই হু দী দের জিনিস দিয়ে গলা ভিজাবো আর সে টাকা দিয়ে তারা আমাদের মারার জন্য অস্ত্র বানাবে?বয়কটের ঝড় তুলুন আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ।🖤
বিঃদ্রঃ সেইম প্লাবারের বাংলাদেশ কোম্পানির অনেক ধরনের পেয়ে যাবেন
©

এসব পরিসংখ্যান দেখলে আপনি মনের অজান্তে হলেও একবার নোয়াখালীর মানুষের ব্যবহার স্মরণ করতে বাধ্য হবেন😊যেখানে বিশ্ববিদ্যালয়ের...
10/03/2024

এসব পরিসংখ্যান দেখলে আপনি মনের অজান্তে হলেও একবার নোয়াখালীর মানুষের ব্যবহার স্মরণ করতে বাধ্য হবেন😊

যেখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা চলাকালীন
থাকা,খাওয়া,লোকাল ট্রান্সপোর্ট (রিকশা ভাড়াও)
ফ্রি সার্ভিস দিয়ে থাকে নোয়াখালী ❤️

09/03/2024

প্রত্যেকটা মা-বাবা চায় তার সন্তান যেন সফল হয়!🌺❤️

09/03/2024
ওদের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যথেষ্ট।
24/02/2024

ওদের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যথেষ্ট।

انبیا کرام کے نام ان سے منسوب واقعات کے ساتھ تصاویر
08/02/2024

انبیا کرام کے نام ان سے منسوب واقعات کے ساتھ تصاویر

দেখ পোলাপান দেখ
03/02/2024

দেখ পোলাপান দেখ

23/01/2024

।।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র।।

Address

Noakhali
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when মামুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মামুন:

Videos

Share

Nearby media companies