Nazmul Nadim

Nazmul Nadim যতটুকু ভাবনা ততটুকু লিখতে পারিনা।
কি?
(1)

10/04/2024

ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রতি বছর মুসলমানরা দুটি ঈদ উদ্‌যাপন করে থাকেন। যে কারণে অনেকেই ঈদের নামাজের নিয়ত, নিয়ম এবং তাকবির ভুলে যান।

কেননা তাকবির হলো ঈদের দিনের প্রথম কাজ। মুসলিম উম্মাহর জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব। ঈদের দিন যথাযথভাবে ঈদের নামাজ পড়ার জন্য নিয়ত, নিয়ম এবং তাকবির তুলে ধরা হলো-



ঈদের নামাজের নিয়ত-

نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণ: 'নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি 'আল্লাহু আকবার'।'
অর্থ: আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এ ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি- 'আল্লাহু আকবার'।

ঈদের নামাজ পড়ার নিয়ম-

১. ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধা।

২. তাকবিরে তাহরিমার পর ছানা পড়া-

'সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।

৩. এরপর অতিরিক্ত ৩ তাকবির দেয়া।

৪. এক তাকবির থেকে আরেক তাকবিরের মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা।

৫. প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া।

৬. তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়।

৭. আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়া

৮. সুরা ফাতেহা পড়া

৯. সুরা মিলানো। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।

দ্বিতীয় রাকাত-

১. বিসমিল্লাহ পড়া

২. সুরা ফাতেহা পড়া

৩. সুরা মেলানো।

৪. সুরা মিলানোর পর অতিরিক্ত ৩ তাকবির দেয়া।

৫. প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া।

৬. তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়।

৭. এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া।

৮. সেজদা আদায় করে-

৯. বৈঠকে বসা; তাশাহহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।

১০. নামাজের সালাম ফেরানোর পর তাকবির পড়া-

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد

উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।’

১১. নামাজের পর ইমাম সাহেবের দুটি খুতবা দেয়া।

ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দেবে আর মুসল্লিরা খুতবা মনোযোগের সঙ্গে শুনবেন। অবশ্য অনেকেই খুতবা না দেয়ার ব্যাপারে শিথিলতার কথা বলেছেন। খুতবা না দিলেও ঈদের নামাজ আদায় হয়ে যাবে বলে মত দিয়েছেন।


অতিরিক্ত তাকবির-



অতিরিক্ত তাকবিরের ক্ষেত্রে অন্যান্য মাজহাবসহ অনেকেই প্রথম রাকাতে তাকবিরে তাহরিমাসহ ৭ তাকবির আর দ্বিতীয় রাকাআতে ৫ তাকবির দিয়ে থাকেন। যদি কেউ অতিরিক্ত ৬ তাকবির দেয় কিংবা অতিরিক্ত এগারো তাকবির দেয় তাতে নামাজের অসুবিধা হবে না বরং নামাজ হয়ে যাবে।



ঈদের নামাজের তাকবির পড়া-
ঈদের চাঁদ দেখার পর থেকে অর্থাৎ ৩০ রমজান ইফতারের পর প্রথম কাজই হচ্ছে তাকবির তথা আল্লাহর কৃতজ্ঞতাজ্ঞাপন করা। আল্লাহর শুকরিয়া আদায় করে তাকবির পড়া। এটিই ঈদের প্রথম কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও তাকবির পড়ার নির্দেশ দিয়েছেন এভাবে-

وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

'আর তোমাদের আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।’( সুরা বাকারা : আয়াত ১৮৫)
তাকবির হলো-

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد

উচ্চারণ : ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’

আল্লাহ তাআলা রোজাদার মুমিন মুসলমানকে ঈদের নামাজ পড়ার তাওফিক দান করুন। আমিন। তথ্য সংগৃহীত।

© somoynews

Movie : (500) Days of Summer
04/04/2024

Movie : (500) Days of Summer

05/03/2024

যে ছেলে সামান্য ফেসবুকের জন্য এত দুশ্চিন্তা করে।

একবার ভাবো সে তোমাকে নিয়ে কতটুকু চিন্তা করবে!🫰

22/02/2024

True love 🥴

12th Fail নাকি এখন ইন্ডিয়ান হাইয়েস্ট রেটেড মুভি। আর ওভারওল ওপেনহেইমারকেও পিছনে ফেলে দিছে। কিন্তু আসলে এটা কি এতটা প্রাপ্...
26/01/2024

12th Fail নাকি এখন ইন্ডিয়ান হাইয়েস্ট রেটেড মুভি। আর ওভারওল ওপেনহেইমারকেও পিছনে ফেলে দিছে। কিন্তু আসলে এটা কি এতটা প্রাপ্য?
নিঃসন্দেহে দূর্দান্ত মুভি কিন্তু যারা এ মুভি নিয়া ফেবুতে মাতামাতি করছেন তারা অনেকেই হয়ত Sandeep Bhaiya ওয়েব সিরিজটা দেখেননাই। একই জনরা, প্রায় একই স্টোরি। মূল পার্থক্য সেখানে শ্রদ্ধার মতো সুন্দরী ফিমেল ক্যারেক্টার নেই আর, থাক আর বলব না।

Sandeep Bhaiya (2023)
https://youtube.com/playlist?list=PLTB0eCoUXErbA105ErhIUqAFE5-9VsfRs&si=aacFH1Yy9m9qJWGo

- আয় সুখ যায় সুখ
09/12/2023

- আয় সুখ যায় সুখ

25/09/2023

স্ক্রল করলে তো ঘুম আসেনা পিডিএফ অন করলে কেন আসে! 😪

10/07/2023

From
S1 = Season 1
To
S1 = Semester 1
Life becomes pathetic. 😮‍💨

08/07/2023

বড় জানতে ইচ্ছে করে... 🥲
©

Tanjim Saiyara Totini " চুল বেঁধে রাখো, মাধবীহৃদয়ে এমনিতেই হাজার সংকট"    - উদয়ন রাজীব
04/07/2023

Tanjim Saiyara Totini
" চুল বেঁধে রাখো, মাধবী

হৃদয়ে এমনিতেই হাজার সংকট"

- উদয়ন রাজীব

ASUR.S02E01 🌼
04/06/2023

ASUR.S02E01 🌼

17/05/2023

17/05/2023

"প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে"

14/05/2023

বফকে মায়ের মত শাসন করা প্রতিটি নিব্বিকে মা দিবসের শুভেচ্ছা ☘️

Cha is 🖤
13/05/2023

Cha is 🖤

23/04/2023

অন্যসব কষ্ট

18/04/2023

আল্লাহ'র নামে যদি তোমার বাবা-মাও তোমাকে দিয়ে দিত আমার জন্য 🥹🥹

Missing Old Days 🥹
11/04/2023

Missing Old Days 🥹

🥹💞
10/04/2023

🥹💞

মাইজদী, নোয়াখালী। 🫠🖤
27/03/2023

মাইজদী, নোয়াখালী। 🫠🖤

17/03/2023


হাতের উপর হাত রাখা খুব সহজ নয়সারা জীবন বইতে পারা সহজ নয়এ কথা খুব সহজ, কিন্তু কে না জানেসহজ কথা ঠিক ততটা সহজ নয়। -শঙ্খ  ঘ...
15/02/2023

হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়।

-শঙ্খ ঘোষ

উনিশ ২০ - Mizanur Rahman A***n

14/02/2023

"ব্যক্তিগত কোকিল থাকলে সবদিনই বসন্ত।
আর যার একটা কাউয়্যাও নাই তার সবসময়ই চৈত্রের খরা!"

©

মেসেজ দিতে ভুল করা যাবেনা 🙃
03/02/2023

মেসেজ দিতে ভুল করা যাবেনা 🙃

31/01/2023

এবং ধরা খান😂

sad life 🥲
26/01/2023

sad life 🥲

18/01/2023

এতোদিন জানতাম netflix and chill মানে খাইতে খাইতে মুভি দেখা,
আজকে একটা পোস্ট দেখে গুগল করলাম৷ 🥲

My whole life always has been a lie!!

Address

Imam Bazar
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Nadim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Nadim:

Videos

Share

Category


Other Video Creators in Noakhali Sadar Upazila

Show All