Freelancer Ahad

Freelancer Ahad Assalamualaikum.. I'm Ahad Bin Roshid. Entrepreneur & Digital Marketer
Positive thinker

- উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে, চাটখিল বৈষম্য বিরোধী ছাত্র সমাজের তত্বাবধানে- গণ ত্রাণ কর্মসূচীর আয়োজন করা হয়েছেযার...
27/08/2024

- উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে,
চাটখিল বৈষম্য বিরোধী ছাত্র সমাজের তত্বাবধানে-
গণ ত্রাণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে
যার যার অবস্থান থেকে যা পারেন তা নিয়ে বন্যা আক্রান্তদের পাশে দাঁড়ান...!!

25/02/2024

"ইংলিশ শিখতাম চাই- মাগার কেমনে শিখতাম ভাই,
কন তো এইদিক হেইদিক উকি মাইরা ইংলিশ শিখন যায়"?

আপনার ইংরেজীতে কথা বলা শেখার ভয়-ভিতী দূর করে কিভাবে ব্যাকরনের ফাদে না পড়ে খুব সহজে ইংলিশ শেখা যায় সেটা জানতে আজ ফেব্রুয়ারী ২৭, ২০২৪, মঙ্গলবার সন্ধ্যা ০৬.৩০ মিনিটে যোগদিন আমাদের "স্পোকেন ইংলিশ ফ্রি ক্লাসে"।

ফ্রি ক্লাস টিতে যোগ দিতে আজই আপনার রেজিস্ট্রেশন করে আসন নিশ্চিত করুন।

★Why to read = কেন পড়তে হবে?★Why to write = কেন লিখতে হবে?★Why to learn = কেন শিখতে হবে?★Why to teach = কেন শেখাতে হবে?...
25/02/2024

★Why to read = কেন পড়তে হবে?
★Why to write = কেন লিখতে হবে?
★Why to learn = কেন শিখতে হবে?
★Why to teach = কেন শেখাতে হবে?
★Why to go = কেন যেতে হবে?
★Why to come = কেন আসতে হবে?
★Why to talk = কেন বলতে হবে?
★Why to walk- কেন হাঁটতে হবে?
★Why to stop = কেন থামতে হবে?
★Why to see = কেন ‌দেখতে হবে?
★Why to hear = কেন শুনতে হবে?
★Why to sit down = কেন বসতে হবে?
★Why to stand up = কেন দাঁড়াতে হবে?

✅ পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

© Mahmudor Rahman

ফ্রিল্যান্সিং লাইফে আসার পর কিছু আল্ট্রা লেভেলের লিজেন্ডের সাথে পরিচয়।কিছু উদাহরণঃ১) ভাই/আপা মাসে কত বেতন পান? ( আমি কোন...
24/02/2024

ফ্রিল্যান্সিং লাইফে আসার পর কিছু আল্ট্রা লেভেলের লিজেন্ডের সাথে পরিচয়।
কিছু উদাহরণঃ
১) ভাই/আপা মাসে কত বেতন পান? ( আমি কোনো জব করিনা যে মাসিক স্যালারি পাই🥴)

২) আপা/ভাই আমি শিখতে চাই, ফ্রি তে শিখা যাবে? (বাঙালির স্বভাব হচ্ছে ফ্রি ফ্রি চাওয়া, হ ভাই এটা তো তোমার দাদাবাড়ির সম্পত্তি যে তোমাকে ফ্রি দিয়া দিবে)

৩) শুনেন আমি ভর্তি হওয়ার ১ মাসের মধ্যে কি প্রতি মাসে কম করে ১০-১২ হাজার টাকা ইনকাম করতে পারব? (এটার উত্তর আমার কাছে নাই, এদের কাছে এলিয়েন রা-ও হার মানতে বাধ্য)

৪) ভাইয়া /আপা আমি কোর্সে ভর্তি হতে চাই, কিন্তু আমি চাচ্ছি আমি যদি ইনকাম করতে পারি তাহলে টাকা দিবো নাইলে দিবোনা। (ভাই স্কুল কলেজে ভর্তির আগে কি বইলা # # # নিছিলেন স্যার আমি যদি জব পাই তাইলে বেতন দিমু, নাইলে দিমুনা? যদি বইলা থাকেন তো আপনাকে ফ্রি তেই দেওয়া হবে সব🥴, নিজের টাকায় একটা ল্যাপটপ ও কিন্না দিবো আপনারে)

৫) সবচেয়ে আল্ট্রা লেভেলের লিজেন্ড হচ্ছে এরা যাদের কাছ থেকে শুনছি- ভাই আমি শিখতে চাই কিন্তু ভাবছি আরেকটু বয়স হলে শিখব এখন শিখে নাকি লাভ নাই অনেকে বলে।

এরকম আরো হাজার হাজার আল্ট্রা/প্রো লেভেলের লিজেন্ড (যে-কোনো ক্ষেত্রে) আমাদের চারপাশে ভরপুর।

© Mahmudur rahman

Alhamdulillah proud of my Institute BTEB Top ranking( ABCL IT )আলহামদুলিল্লাহ আমার গর্ব!!! 😍 আমার প্রতিষ্ঠান 😍আল্লাহর কা...
19/02/2024

Alhamdulillah proud of my Institute
BTEB Top ranking
( ABCL IT )
আলহামদুলিল্লাহ আমার গর্ব!!! 😍 আমার প্রতিষ্ঠান 😍
আল্লাহর কাছে হাজারো শুকরিয়া ❤️ আলহামদুলিল্লাহ❤️
গর্বিত আমি আমার প্রতিষ্ঠান কে নিয়ে💪💪❤️

আমরা যখন Skill এর পেছনে ছুটতে আগ্রহী হবো তখন কাজ আর টাকা আমাদের পেছনে ছুটতে আগ্রহী হবে..।
09/01/2024

আমরা যখন Skill এর পেছনে ছুটতে আগ্রহী হবো তখন কাজ আর টাকা আমাদের পেছনে ছুটতে আগ্রহী হবে..।

Freelancer Get together 2024 🔥🔥🔥🔥📍আগামী ১৯ জানুয়ারি দেখা হচ্ছে ৩০০ ফিট, এক ঝাঁক ফ্রিল্যান্সার ভাই-বোনদের সাথে। বিভিন্ন ধ...
07/01/2024

Freelancer Get together 2024 🔥🔥🔥🔥

📍আগামী ১৯ জানুয়ারি দেখা হচ্ছে ৩০০ ফিট, এক ঝাঁক ফ্রিল্যান্সার ভাই-বোনদের সাথে। বিভিন্ন ধরনের খেলাধুলা, একটিভিস্ট সব কিছু মিলিয়ে অনেক আর্কষনীয় হতে চলে আমাদের মিটআপ সেশন।💥💥💕

01/01/2024
25/07/2023

আলহামদুলিল্লাহ!
ABCLIT and Training Institute এর স্টুডেন্ট Shapayet Hossain Pias যিনি ডিজিটাল মার্কেটিং শিখে লোকাল এবং ইন্টারন্যশনাল মার্কেটপ্লেস থেকে 500+$ ডলার আর্নিং করেছেন এবং বর্তমানে ১০০ ডলারের একটি প্রোজেক্ট রানিং।
অনেক বেশি শুভকামনা ভাইয়ের জন্য।
এভাবে আমাদের স্টুডেন্টরা স্কিল ডেভেলপমেন্ট এবং সঠিক গাইডলাইন পেয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হচ্ছে।
আমাদের লক্ষ একটাই বাংলাদেশ কারিগরী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করা।

ডিজিটাল মার্কেটিং শিখে কি ক্যারিয়ার গড়া সম্ভব??হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলা অবশ্যই সম্ভব। ডিজি...
06/07/2023

ডিজিটাল মার্কেটিং শিখে কি ক্যারিয়ার গড়া সম্ভব??

হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলা অবশ্যই সম্ভব। ডিজিটাল বিপণনের ক্ষেত্র ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এবং সমস্ত আকারের ব্যবসাগুলি তাদের লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল চ্যানেলগুলিতে ক্রমবর্ধমানভাবে বিনিয়োগ করছে। ডিজিটাল মার্কেটিং পেশাদারদের এই ক্রমবর্ধমান চাহিদা এমন ব্যক্তিদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি করে যাদের এই ক্ষেত্রে দক্ষতা এবং জ্ঞান রয়েছে। এখানে কয়েকটি কারণ রয়েছে কেন ডিজিটাল মার্কেটিং একটি ফলপ্রসূ ক্যারিয়ার পছন্দ হতে পারে:

1: উচ্চ চাহিদা: যত বেশি ব্যবসা তাদের ফোকাস ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত করে, ডিজিটাল মার্কেটিং পেশাদারদের চাহিদা বাড়ছে।

2: বিভিন্ন কাজের ভূমিকা: ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বিষয়বস্তু বিপণনকারী, এসইও বিশেষজ্ঞ, পিপিসি (প্রতি-প্রতি-ক্লিক) বিশেষজ্ঞ, ইমেল বিপণনকারী, ডিজিটাল কৌশলবিদ এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন কাজের ভূমিকাকে অন্তর্ভুক্ত করে।

3: ক্রমাগত শিক্ষা: ডিজিটাল মার্কেটিং একটি গতিশীল ক্ষেত্র যা ক্রমাগত বিকশিত হয়। এটি ক্রমাগত শেখার এবং বৃদ্ধির সুযোগ দেয়।

23/05/2023

Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah😍
Fiverr Skill test done . Thank you Md Abdur Rahman sir for your help..

আলহামদুলিল্লাহ😍😍কিছু লোগো ডিজাইন করলাম।  কেমন হলো জানাবেন।
15/05/2023

আলহামদুলিল্লাহ😍😍
কিছু লোগো ডিজাইন করলাম। কেমন হলো জানাবেন।



আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো...🖤تقبل الله منا ومنكم عيد مبارك পবিত্র ঈদুল ফিতর আপন...
21/04/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো...🖤
تقبل الله منا ومنكم
عيد مبارك
পবিত্র ঈদুল ফিতর আপনার জীবনে অনাবিল রহমত এবং শান্তি নিয়ে আসুক এটাই কামনা করি...💖😊

Address

Chatkhil , Noakhali
Noakhali Sadar Upazila
3870

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Ahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies