23/12/2024
নানা ভাই ঝালমুড়ি-
মাইজদীর মানুষজন হয়তো ওনাকে চিনেন। বালুর মাঠেই ওনার এই ভ্যানটা বসে। আমি ওনাকে ৩ বছর ধরে দেখছি। প্রথমত বলতে গেলে ঝালমুড়ির এক অন্যরকম স্বাদ পাওয়া যায় ওনার থেকে যেটা অন্য সব স্টল থেকে ভিন্ন। এছাড়াও ২০ টাকায় ওনার থেকে বেশী পরিমান অন্য কোথাও দেয় কিনা আমি দেখিনাই এখনো৷
শীতকালে ওনি বালুর মাঠে বিক্রি শেষে পৌর বাজারে বসে। প্রায় ১০ টা অব্দি তো থাকেই। যে জিনিসটা অবাক করে সেটা হলো এই বয়সে এসেও যে হাল না ছাড়ার ব্যাপারটা। এখনো সংগ্রাম করে যাওয়ার ব্যাপারটা যেখানে এ বয়সে সবাই'ই একটু রেস্টে থাকার ট্রাই করে।
জীবন সংগ্রামের এই ব্যাপারগুলা অনুপ্রাণিত করে। এবং পরিশ্রম করে বেচে থাকার সৌন্দর্য বলা চলে এটাকে।