NSTU FUN This is created for fun purpose. So Don't be serious we are in a family. Keep entertaining �

নানা ভাই ঝালমুড়ি-মাইজদীর মানুষজন হয়তো ওনাকে চিনেন।  বালুর মাঠেই ওনার এই ভ্যানটা বসে। আমি ওনাকে ৩ বছর ধরে দেখছি। প্রথমত ব...
23/12/2024

নানা ভাই ঝালমুড়ি-
মাইজদীর মানুষজন হয়তো ওনাকে চিনেন। বালুর মাঠেই ওনার এই ভ্যানটা বসে। আমি ওনাকে ৩ বছর ধরে দেখছি। প্রথমত বলতে গেলে ঝালমুড়ির এক অন্যরকম স্বাদ পাওয়া যায় ওনার থেকে যেটা অন্য সব স্টল থেকে ভিন্ন। এছাড়াও ২০ টাকায় ওনার থেকে বেশী পরিমান অন্য কোথাও দেয় কিনা আমি দেখিনাই এখনো৷
শীতকালে ওনি বালুর মাঠে বিক্রি শেষে পৌর বাজারে বসে। প্রায় ১০ টা অব্দি তো থাকেই। যে জিনিসটা অবাক করে সেটা হলো এই বয়সে এসেও যে হাল না ছাড়ার ব্যাপারটা। এখনো সংগ্রাম করে যাওয়ার ব্যাপারটা যেখানে এ বয়সে সবাই'ই একটু রেস্টে থাকার ট্রাই করে।

জীবন সংগ্রামের এই ব্যাপারগুলা অনুপ্রাণিত করে। এবং পরিশ্রম করে বেচে থাকার সৌন্দর্য বলা চলে এটাকে।

23/12/2024

বিভাগের দাবির সাথে সাথে যে জিনিসগুলাতে পরিবর্তন আনার উদ্যোগ নোয়াখালীর মানুষ নিতে পারে-

- সোনাপুর স্টেশনের মতো নোয়াখালীর প্রধান একটা স্টেশনের অবস্থা ভয়াবহ। রাত হলে বাহির থেকে দেখার উপায় নেই যে এটা একটা স্টেশন। অন্ধকার হয়ে থাকে। এছাড়াও আরেকটা ট্রেন চলাচল শুরু করার কথা থাকলেও দুই তিন বছর ধরে টালবাহানাতেই আছে।

- বাস সার্ভিসের কোয়ালিটির দিকে নজর দেয়া। প্রায় সবগুলা বাসই লোকাল বাসের মতো। আর সুগন্ধা তো লেভেল ছাড়িয়ে৷

- শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানো। এটা খুব বেশী জরুরি বিশেষ করে কলেজ গুলায়। স্টুডেন্টরা কলেজে পড়াশোনার বাহিরে থাকে বললেই চলে। এক্ষেত্রে বেসরকারি বা প্রাইভেট কলজের সংখ্যা বাড়ানো আর কড়াকড়ি ভাবে নজরদারি করা সময়ের দাবি। তাহলে অনেকটাই চেঞ্জ হবে পড়ালেখার মান।

- বাজার মনিটরিং করা। সবসময় বেশী দামে কিনতে অভ্যস্ত থাকার কারণে। ব্যবসায়ীরা খুব বেশী লাভ ছাড়া মালামাল বিক্রিই করতে চায়না। অন্যান্য শহর থেকে এখানে যেকোনো জিনিসের দাম একটু বেশী।

- গরমকালে ইলেক্ট্রিসিটির সমস্যার সমাধান।

*শুধুমাত্র সরকারি উন্নয়নের অপেক্ষায় থাকাটা সবচেয়ে বড় বোকামি। এখানকার মানুষ অনেক রিচ। এটা কেউই অস্বীকার করতে পারবেনা। সবাই এগিয়ে আসলে কোনোপ্রকার সরকারি ফিনানশিয়াল সহয়তা ছাড়াই এখানকার মানুষ শহরকে গুছাতে পারে। জাস্ট মেন্টালিটিটা ওইভাবে সেট করা জরুরি।

যেমন - হসপিটাল রোড‌ের রাস্তার অবস্থা বেশ খারাপ। রোগী এ রাস্তা দিয়ে গেলে আরো অসুস্থ হবে সাথে রোগীকে নিয়ে আসা ব্যক্তিও। হাসপাতাল মালিকেরা চাইলে এটা দুইদিনে ঠিক করতে পারে৷ এই সামাজিক দায়বদ্ধতাটা তারা পালন করতেই পারে৷

সবাইকে এগিয়ে আসাটা জরুরি। শহরটাকে নিজের মনে করা জরুরি। নিজের মাটি নিয়ে চিন্তা করা জরুরি। তাহলেই সবকিছু সুন্দর হবে।

কুমিল্লা ভার্সন-
22/12/2024

কুমিল্লা ভার্সন-

22/12/2024
22/12/2024

PizzaBurg ফেনীতেও চলে আসছেন। নোয়াখালী কবে?

22/12/2024

এবং তারপর যারা এই শীতের ছুটিটাও বাড়ি না গিয়ে কাটাতে হবে টিউশন কিংবা অন্য কাজের জন্য।

21/12/2024

আজকে রাতের ব্রেকাপ হইসিলো। রাত অনেক কান্নাকাটি করছে। তাই আজকের রাতটা বছরের দীর্ঘতম রাত।

কোথায়?
21/12/2024

কোথায়?

বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার অপেক্ষা🤍❤️
19/12/2024

বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার অপেক্ষা🤍❤️

শীতের রাত- ফিরতে হবে ৮ টার আগেই*
19/12/2024

শীতের রাত- ফিরতে হবে ৮ টার আগেই*

18/12/2024

উত্তরবঙ্গের পোলা vs নোয়াখালীর শীত🥶🥵

18/12/2024

NSTU FUN এখন ১৫ হাজারের পরিবার।
কৃতজ্ঞতা সবার নিকট❤️🤍

17/12/2024

শীতের সকালে আম্মু উঠিয়ে পাঠিয়ে দিতেন মক্তবে। ঠান্ডায় কেপে কেপে যেতাম মক্তবে এবং হুজুরের সাথে - "আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম" এক সুরে সবাই পাঠ করা। মক্তব থেকে এসে আম্মুর পাশে মাটির চুলার পাশে বসে পিঠার অপেক্ষা করা মা মাট‌ির তাওয়া থেকে পিঠা হলে প্লেটে দিতেন। ধোঁয়া উঠা পিঠা খাওয়া হতো খেজুরের সিদ্ধ করা রস দিয়ে৷
-
অথবা বাহির থেকে যখন -মুড়ির মোয়া- বলে ডাকতো দৌড়ে যেতাম কিনতে একপিস ছিলো একটাকা। কিংবা সদ্য গাছ থেকে আনা খেজুরের রস। প্রতি কেজি বিক্রি করতো ২০ টাকা সাথে এক গ্লাস এমনেই খাওয়াতো- ফ্রিতে।

কি সোনালি ছোটবেলা। স্বপ্নের মতো। তখন শীত বলতে বিষন্নতা ছিলো না ছিলো আনন্দ আর আনন্দ।

শীতের রাতে বন্ধুদের প্ররোচনায় পড়ে বের হবেন না। প্রচুররর শীত!
17/12/2024

শীতের রাতে বন্ধুদের প্ররোচনায় পড়ে বের হবেন না। প্রচুররর শীত!

Address

Noakhali, Maijdee Court
Noakhali Sadar Upazila
3850

Telephone

+8801640705815

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSTU FUN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NSTU FUN:

Videos

Share