বাংলার টেরাকোটা

বাংলার টেরাকোটা বাংলার টেরাকোটা

27/06/2024

#ইতিহাস #সাক্ষী #নারী #কখনো #এক #পুরুষের #প্রতি #আসক্ত #থাকেনা 💔

Send a message to learn more

নতুন প্রজন্মের কাছে এ ছবি গুলো শুধু ইতিহাস।১৯৭০,৮০,৯০, দশকের ছেলে, মেয়েদের বিনোদন ছিল এগুলোই।বিশেষ দ্রষ্টব্যঃ আমার সংগ্র...
02/05/2023

নতুন প্রজন্মের কাছে এ ছবি গুলো শুধু ইতিহাস।
১৯৭০,৮০,৯০, দশকের ছেলে, মেয়েদের বিনোদন ছিল এগুলোই।
বিশেষ দ্রষ্টব্যঃ আমার সংগ্রহীত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছবিগুলি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী পোস্ট আপনারা খুব সহজে দেখতে পারেন।
আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রাণিত করে।

18/03/2023

আমাকে ভালোবাসতে চাও?
তা চাইতেই পারো...
শুধু জেনে রেখো আমাকে ভালোবাসা অতোটা সহজ নয় যতোটা সহজ তোমার কাছে ভুলে যাওয়া!

আমাকে ভালোবেসে ভুলে যেতে পারবে না -
যেভাবে ভুলে গেছো ১৩ ঘরের নামতা,
যেভাবে ভুলে গেছো পীথাগোরাসের উপপাদ্য,
যেভাবে তোমার আর মনে নেই, 'ফাল্গুনে শুরু হয় গুনগুনানি, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি' - এটা কার লেখা...!
যেভাবে তুমি আজও ঠিক করে বলতে পারো না নিউটনের গতিসূত্র ঠিক কয়টা,
আর যেভাবে ভুলে গেছো 'মুন্নু বেগ, জোহরা বেগম, আহমেদ শাহ আবদালী ' কোন নাটকের চরিত্র,
কিংবা যেভাবে তোমার আর মনেই নেই অ্যানা ফ্রাঙ্কের ডায়েরির পেছনের নির্মম ইতিহাস।

এভাবে এতো সহজে আমায় তুমি ভুলে যেতে পারবে না!

আমায় তুমি ভালোবাসতেই পারো -
তবে ভালোবাসে আমায় আগলে রাখতে হবে তোমার বুকের গভীরে ঠিক সেভাবে যেভাবে আগলে রাখো চার কলেমা তোমার ক্বলবে,
আমায় আগলে রাখতে হবে তোমার মননে ঠিক সেভাবে যেভাবে আগলে রাখো তোমার জন্মপরিচয়টুকুকে।
আমাকে আগলে রাখতে হবে তোমার ঠোঁটের কাছে সেভাবেই যেভাবে কোনো বিপদগ্রস্ত মানুষ আগলে রাখে দোয়া ইউনুসকে।

আমায় তুমি ভালোবাসতেই পারো...
শুধু মনে রেখো ভালোবাসলে আমায় এভাবেই ভালোবাসতে হবে যেভাবে ভালোবাসবার পর ফেরবার কোনো পথ খোলা থাকে না,
যেভাবে ভালোবাসার পর ফেরার হাজারটা পথ খোলা থাকার পরেও আর ফেরার ইচ্ছে থাকে না,
যেভাবে ভালোবাসার পর জাগতিক সব মোহ ভুলে শুধুই আমার মোহে মাতাল হওয়া ছাড়া অন্য উপায় থাকে না।

আমায় ভালোবাসতে হলে এভাবেই ভালোবেসে যেতে হয়।
যেভাবে ভালোবাসলে অভিধান থেকে প্রতারণা শব্দটা ভুলে যেতে হয়,
যেভাবে ভালোবাসলে বিচ্ছেদ শব্দটার প্রতি ঘেন্না জন্মায়,
যেভাবে ভালোবাসলে এক আমি ছাড়া জাগতিক আর সব করে কিছুর প্রতিই প্রচন্ড বিতৃষ্ণা জন্ম নেয়।

আমাকে ভালোবাসতে চাও?
তবে আমায় এভাবেই ভালোবেসো যেভাবে ভালোবাসলে আমার পৃথিবী থেকে দুঃখবোধের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যায়।
এভাবেই ভালোবেসো যেভাবে ভালোবাসলে এই প্রহসনের পৃথিবীতে শুধু তোমার জন্যই বেঁচে থাকার ইচ্ছে হয়।

আমায় যদি ভালোবাসতেই চাও...
তবে সব ভুলে শুধুই আমায় ভালোবেসে যাও।

যদি ভালোবাসতেই চাও

Address

Maijdee
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার টেরাকোটা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার টেরাকোটা:

Videos

Share

Nearby media companies


Other Social Media Agencies in Noakhali Sadar Upazila

Show All