22/08/2024
আমার জীবনে কখনোই এমন বন্যা পরিস্থিতির মধ্যে পড়িনি। এমন পরিস্থিতিতে যারা কখনো পড়েননি তারা দূর থেকে কেবল কিছু ভিডিও আর ছবি দেখে বন্যার ভয়াবহতা কোনোভাবেই উপলব্ধি করতে পারবেন না।
এই মুহূর্তে বাইরে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুৎ নেই, বৃষ্টির পানি ধরে খাচ্ছি। অধিকাংশ টিউবওয়েল পানির নিচে। নৌকা ছাড়া যাতায়াত সম্ভব না। আপাতত বৃষ্টি বন্ধ আছে, তবে আকাশ মেঘাচ্ছন্ন। যেকোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। গত কয়েকদিন পানির উচ্চতা দেড় থেকে দুই হাত করে বেড়েছে প্রতিদিন, আরও বেশিও হতে পারে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো- বিশুদ্ধ পানি, খাবার, টয়লেট ব্যবস্থা আর ঘুমের জন্য একটু শুকনা জায়গা।
তবে আমরা অর্থাৎ হেযবুত তওহীদের সদস্যরা যথেষ্ট ভালো আছি ঐক্যের কারণে। আশেপাশের সকল সদস্য একসাথে হয়ে আছি, একসাথে রান্না হচ্ছে। কিছু জুটলে সকলে খাব আর না জুটলে সকলে একসাথে উপোস থাকব। আল্লাহর রহম একসাথে আমরা ডালভাত খেয়ে ভালোই আছি। আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় এমাম আছেন। প্রতিনিয়ত আমাদের খোঁজ নিচ্ছেন, নৌকায় করে প্রতিটা পয়েন্টে ছুটে যাচ্ছেন, খাদ্যের সরবরাহ করছেন, থাকার বন্দোবস্ত করছেন, ফেনীসহ যেখানে বেশি সমস্যা সেখান থেকে উদ্ধারের ব্যবস্থা করছেন। আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, সাহস দিচ্ছেন।
আমাদের কয়েক কোটি টাকার মাছ এবং কয়েক কোটি টাকার গরুর খামার পড়েছে সবচেয়ে ঝুঁকিতে। কিন্তু আল্লাহর রহম, মাননীয় এমামের দিকনির্দেশনায় প্রচণ্ড বৃষ্টি আর বন্যার মধ্যেও আমাদের নিবেদিতপ্রাণ সাহসী ভায়েরা অক্লান্ত পরিশ্রম করে মৎস প্রকল্পগুলোর চতুর্দিকে অনেক উঁচু করে বাঁশ দিয়ে নেট বেঁধে এখনো পর্যন্ত রক্ষা করা গেছে আর গরুগুলো অন্যত্র স্থানান্তরিত করা গেছে। কৃষি প্রকল্পের গুদামযাত করা শতশত মণ ধান স্থানান্তরিত করা হয়েছে।
সবমিলিয়ে বন্যার ক্ষতি অনেকাংশে লাঘব হয়েছে আল্লাহর রহমতে ঐক্যের বরকতে। আর আমাদের মাননীয় এমাম যতক্ষণ আমাদের সাথে থাকেন ততক্ষণ কোনোকিছুই আমাদেরকে দুঃখ-কষ্ট দিতে পারে না।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকতে পারি, জাতিকে তওহীদের উপর ঐক্যবদ্ধ করতে পারি। তাহলে সকল প্রতিবন্ধকতা, সকল দুঃখ-কষ্ট বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ।