Raquib Al Hasan - রাকীব আল হাসান

Raquib Al Hasan - রাকীব আল হাসান This is Raquib Al Hasan, Sub literary editor of Dainik Bajrashakti, columnist, writer. There will pu
(6)

আমার জীবনে কখনোই এমন বন্যা পরিস্থিতির মধ্যে পড়িনি। এমন পরিস্থিতিতে যারা কখনো পড়েননি তারা দূর থেকে কেবল কিছু ভিডিও আর ছবি...
22/08/2024

আমার জীবনে কখনোই এমন বন্যা পরিস্থিতির মধ্যে পড়িনি। এমন পরিস্থিতিতে যারা কখনো পড়েননি তারা দূর থেকে কেবল কিছু ভিডিও আর ছবি দেখে বন্যার ভয়াবহতা কোনোভাবেই উপলব্ধি করতে পারবেন না।
এই মুহূর্তে বাইরে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুৎ নেই, বৃষ্টির পানি ধরে খাচ্ছি। অধিকাংশ টিউবওয়েল পানির নিচে। নৌকা ছাড়া যাতায়াত সম্ভব না। আপাতত বৃষ্টি বন্ধ আছে, তবে আকাশ মেঘাচ্ছন্ন। যেকোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। গত কয়েকদিন পানির উচ্চতা দেড় থেকে দুই হাত করে বেড়েছে প্রতিদিন, আরও বেশিও হতে পারে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো- বিশুদ্ধ পানি, খাবার, টয়লেট ব্যবস্থা আর ঘুমের জন্য একটু শুকনা জায়গা।
তবে আমরা অর্থাৎ হেযবুত তওহীদের সদস্যরা যথেষ্ট ভালো আছি ঐক্যের কারণে। আশেপাশের সকল সদস্য একসাথে হয়ে আছি, একসাথে রান্না হচ্ছে। কিছু জুটলে সকলে খাব আর না জুটলে সকলে একসাথে উপোস থাকব। আল্লাহর রহম একসাথে আমরা ডালভাত খেয়ে ভালোই আছি। আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় এমাম আছেন। প্রতিনিয়ত আমাদের খোঁজ নিচ্ছেন, নৌকায় করে প্রতিটা পয়েন্টে ছুটে যাচ্ছেন, খাদ্যের সরবরাহ করছেন, থাকার বন্দোবস্ত করছেন, ফেনীসহ যেখানে বেশি সমস্যা সেখান থেকে উদ্ধারের ব্যবস্থা করছেন। আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, সাহস দিচ্ছেন।
আমাদের কয়েক কোটি টাকার মাছ এবং কয়েক কোটি টাকার গরুর খামার পড়েছে সবচেয়ে ঝুঁকিতে। কিন্তু আল্লাহর রহম, মাননীয় এমামের দিকনির্দেশনায় প্রচণ্ড বৃষ্টি আর বন্যার মধ্যেও আমাদের নিবেদিতপ্রাণ সাহসী ভায়েরা অক্লান্ত পরিশ্রম করে মৎস প্রকল্পগুলোর চতুর্দিকে অনেক উঁচু করে বাঁশ দিয়ে নেট বেঁধে এখনো পর্যন্ত রক্ষা করা গেছে আর গরুগুলো অন্যত্র স্থানান্তরিত করা গেছে। কৃষি প্রকল্পের গুদামযাত করা শতশত মণ ধান স্থানান্তরিত করা হয়েছে।
সবমিলিয়ে বন্যার ক্ষতি অনেকাংশে লাঘব হয়েছে আল্লাহর রহমতে ঐক্যের বরকতে। আর আমাদের মাননীয় এমাম যতক্ষণ আমাদের সাথে থাকেন ততক্ষণ কোনোকিছুই আমাদেরকে দুঃখ-কষ্ট দিতে পারে না।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকতে পারি, জাতিকে তওহীদের উপর ঐক্যবদ্ধ করতে পারি। তাহলে সকল প্রতিবন্ধকতা, সকল দুঃখ-কষ্ট বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ।

টানা বর্ষণে পানিবন্দী নোয়াখালীর মানুষ। জনজীবন বিপর্যস্ত। অধিকাংশ বাড়ি, দোকান-পাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, বাজার...
20/08/2024

টানা বর্ষণে পানিবন্দী নোয়াখালীর মানুষ। জনজীবন বিপর্যস্ত। অধিকাংশ বাড়ি, দোকান-পাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, বাজার প্লাবিত। বিশ্বরোড ও বিশ্বরোড সংলগ্ন বাজার-দোকানপাটগুলো এখনো জেগে আছে। বর্ষণ যেভাবে চলছে, তাতে খুব দ্রুত বিশ্বরোডও ডুবে যেতে পারে।

তারুণ্যের আহ্বানরাকীব আল হাসান-----------------করিস দাবি প্রায় শতভাগ মুসলামানতোর সমাজে চলছে কোথায় আল-কোরান?অর্থনীতি-দণ্ড...
11/07/2024

তারুণ্যের আহ্বান
রাকীব আল হাসান
-----------------
করিস দাবি প্রায় শতভাগ মুসলামান
তোর সমাজে চলছে কোথায় আল-কোরান?
অর্থনীতি-দণ্ডবিধি, সবকিছুই
দাজ্জালেরই কথায় ছোটে তার পিছুই।
চোর-ডাকাতের হাতে দিয়ে এই সমাজ
আল্লাহ-তা'লার মন জোগাবে তোর নামাজ?
রাষ্ট্র চালাস দীনের বিধান বাদ দিয়ে
তাই তো সমাজ ডুবে গেছে অন্যায়ে।
তোর সমাজে দুর্নীতি হয় সবখানে
মুখ বুজে রয় সব জানোয়ার সব জেনে
মাথায় টুপি গায়ে লেবাস বিশাল তার
দুর্নীতিতে সিদ্ধহস্ত চমৎকার।
লুটপাটে আজ ব্যাংকগুলো সব প্রায় ফাঁকা
করছে পাচার ভিনদেশেতে তোর টাকা
তোর শ্রমেরই অর্থে তাদের ভোগ-বিলাস
তিন বেলা তোর খাবার জুটতে নাভিশ্বাস।
কালো টাকায় নিচ্ছে কিনে ধর্মকে
মেকাপ দিয়ে ঢাকছে কালো চর্মকে।
ধর্মগুরু গাইছে তাদের গুণগান
পকেট ভরা কালো টাকা তারই দান।
টাকার জোরে সেই তো জিতে নির্বাচন
হচ্ছে নেতা, কে শোনে ভাই কার বচন!
সুদ-আসলে তুলতে গিয়ে দেশটাকে
দিচ্ছে বেচে শত্রুদেশে শেষটাতে।
ধর্মগুরু খাচ্ছে বেচে ধর্মকেই
মন্দ-ভালো নাই কোনো সে কর্মতেই।
পুঁজি তাহার লেবাস সুরত সেই সাথে
সুর-তেলাওয়াত আর ফতোয়া তার হাতে।
কুরান-পুরাণ, বেদ-বাইবেল ডান হাতে
তাই তো ধ্বজা ধর্মগুলোর তার সাথে
নামাজ-পূজার ভড়ং আছে কী সুন্দর!
মিথ্যা, নাপাক-কলুষিত তার অন্দর।
ফুটফুটে সব মাসুম-শিশু চমৎকার
করছে তাদের নরপশু বলাৎকার।
বৃদ্ধা নারী আশি বছর বয়স যার
ধর্ষিতা হয় তোর সমাজে বারংবার।
মাদক নেশায় বুঁদ হয়ে রয় কিশোর গ্যাং
অস্ত্র হাতেও ঘুরছে তারা ঢ্যাঙর ঢ্যাঙ।
কিশোর-তরুণ ধ্বংস করার এই রীতি!
নোংরা সমাজ নোংরা তোদের রাজনীতি।
মুক্তি পাবি কোথায় গেলে কার ঘরে
ধর্ম যেথায় মুখ বুজে রয়, চুপ করে?
ভণ্ড নেতা ভণ্ড আলেম এক-দলে
হাত মিলিয়ে সব লুটে খায় গোলমালে।
ভয়-তরাসে আর কতকাল চুপ রবি
চাই যে আমার তাগড়া জোয়ান বিপ্লবী।
এই তো সমাজ এই আমাদের পাপের নীড়
দে জ্বালিয়ে ভস্ম করে কইরে বীর?
আয়রে আমার চিরসবুজ তরুণ প্রাণ
গাইতে হবে নতুন সুরে দ্রোহের-গান
নষ্ট সমাজ তোর রক্তেই করুক স্নান
জেগে উঠুক সকল জ্বরা-মরা প্রাণ।
শির উঁচু কর, ধর তলোয়ার ডান হাতে
মশালটা নে এই নিশিরাত বদলাতে।
ভাঙরে কপাট লাথি দিয়ে মন-কারার
রুদ্ধ যেথায় যুক্তি-বিবেক তোর-আমার।
ঝাণ্ডা উড়া বাঁধ আমামা তোর শিরে
শহীদ-গাজী যেটাই থাকুক তকদীরে
আল্লা-খোদার কুরবিয়াতের বদলাতেই
ধন্য জীবন ধন্য মরণ এই পথেই।
কোথায় খালিদ কোথায় দেরার মুসান্না
কার আছে সেই জীবনবাজির তামান্না?
যুদ্ধে যাওয়ার এই তো সময় কইরে বীর
বাদ-মতবাদ ভাঙতে তোরা নে শামশির
উঠবে আবার নতুন রবি ইসলামের
চলবে সমাজ বিধান দিয়ে কোর’আনের।
দূর হবে সব মিথ্যা, জুলুম, পাপরাশি
রইবে ঐক্য, সুখ, শান্তি আর হাসি।

নতুন সমাজ গড়তে হবেরাকীব আল হাসান---------------------এই সমাজ ভাঙতে হবেনতুন সমাজ গড়তে হবে।সুদ-ঘুষ আর দুর্নীতিটা বন্ধ এবার...
09/07/2024

নতুন সমাজ গড়তে হবে
রাকীব আল হাসান
---------------------

এই সমাজ ভাঙতে হবে
নতুন সমাজ গড়তে হবে।
সুদ-ঘুষ আর দুর্নীতিটা
বন্ধ এবার করতে হবে।
নতুন সমাজ গড়তে হবে।
ধাপ্পাবাজির রাজনীতিটা
বলছি- এবার ছাড়তে হবে
সুদ-ভিত্তিক অর্থনীতি
ঝেঁটিয়ে বিদায় করতে হবে
নতুন সমাজ গড়তে হবে।
ধর্মজীবী কর্ম ধরো
বসে খাওয়া বন্ধ করো
ধর্ম নিয়ে রমরমা এই
ব্যবসা তোমার ছাড়তে হবে
এই সমাজ ভাঙতে হবে।
কেউ ধরেছ পীর-মুরিদি
রাস্তা কারো জঙ্গিবাদী
কেউ ধরেছ মাজারপূজা
সব বাঁকা পথ ছাড়তে হবে
নতুন সমাজ গড়তে হবে।
ব্যবসায়ীদের সিন্ডিকেটে
লাথি দিয়ে ভাঙতে হবে
অশ্লীলতার খেল-তামাশার
লাগাম টেনে ধরতে হবে
নতুন সমাজ গড়তে হবে।
ধর্ষক আর চোর-ডাকাতের
বিচার হবে হক-বিধানের
সত্য-ন্যায়ের মশাল হাতে
তরুণ তোমায় জাগতে হবে
নতুন ছবি আঁকতে হবে।
মানবজাতির এক বিধাতা
আল্লাহ-তালাই হুকুমদাতা
সকল বিধান কবর দিয়ে
আল্লাহর আইন রাখতে হবে
নতুন ছবি আাঁকতে হবে।
সব মতভেদ ভুলে গিয়ে
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে
পচা-গলা মিথ্যা সমাজ
লড়াই করে ভাঙতে হবে
নতুন সমাজ গড়তে হবে।

08/07/2024

এই সমাজ ভাঙতে হবে
নতুন সমাজ গড়তে হবে।

দরজাবিহীন ছোট্ট দোকান। বেশিরভাগ সময় এই দোকানে ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা থাকে না। ক্রেতারা নিজের পছন্দমতো পণ্য নিয়ে নির...
07/07/2024

দরজাবিহীন ছোট্ট দোকান। বেশিরভাগ সময় এই দোকানে ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা থাকে না। ক্রেতারা নিজের পছন্দমতো পণ্য নিয়ে নির্দিষ্ট কৌটায় টাকা রেখে দেন। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্য। আজ পর্যন্ত দোকানদার অভিযোগ করেনি যে, তার কোনো পণ্য হারিয়েছে বা টাকা না দিয়েই কেউ কিছু নিয়েছে।
এই দোকানটি অবস্থিত চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠ-প্রাঙ্গণে। এই দোকানের ক্রেতা হলো- অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী।
একটি বিদ্যালয় কেবল বিজ্ঞান, প্রযুক্তি আর ভাষা শিক্ষার জায়গা নয়, এখানে নৈতিকতাও শিক্ষা দিতে হবে। আজ নৈতিক শিক্ষার অভাবেই শিক্ষিত চাকরিজীবীরা লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করছে, দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধ পথে রোজগার করছে। তাহলে এত বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হল?
কিন্তু চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে পরীক্ষার হলে গার্ড দেওয়ার প্রয়োজন হয় না, স্কুল প্রাঙ্গণের আম গাছের আম বাচ্চারা বিনা অনুমতিতে স্পর্শ করে না, বিক্রেতাবিহীন দোকানের একটি মালামালও চুরি হয় না, শিক্ষার্থীদের মাঝে কোন ধরনের হিংসা-বিদ্বেষ, ঝগড়া-মারামারি হয় না, ইভটিজিং হয় না, ছাত্র-ছাত্রীদের মাঝে কোনো অনৈতিক সম্পর্ক সৃষ্টি হয় না। এটি এক নতুন সভ্যতার পূর্বাভাস।

নবরেনেসাঁর পদধ্বনি---------------------২০১৬ সালের জুলাই মাস, হোলি আর্টিজানের ভয়াবহ হামলা আতঙ্কিত করেছিল বিশ্ববাসীকে। ২০ ...
06/07/2024

নবরেনেসাঁর পদধ্বনি
---------------------
২০১৬ সালের জুলাই মাস, হোলি আর্টিজানের ভয়াবহ হামলা আতঙ্কিত করেছিল বিশ্ববাসীকে। ২০ জন বিদেশি নাগরিক ও ২ পুলিশ সদস্যসহ ২৮ জন নিহত হয় সেই ঘটনায়। সারা রাত ধরে ধারালো অস্ত্র দিয়ে জবাই দেওয়া হয় বিদেশি নাগরিকদের। এই হামলার ঘটনাটি যারা ঘটিয়েছিল তারা ছিল তরুণ ও উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত সন্তান। এই ঘটনার সাথে জড়িত পাঁচ তরুণের অস্ত্রসহ হাস্যোজ্জ্বল ছবি আমাদের ভাবিয়েছিল। শুধু এটুকুই নয়, শহরে-নগরে, পাড়া-মহল্লায় কিশোর গ্যাং, তরুণদের মধ্যে মাদকাসক্তি, ডিভাইস আসক্তি, ইভটিজিং, কলেজ-বিশ্ববিদ্যালয়ে তরুণদের অপরাজনীতির হাতিয়ারে পরিণত হওয়াসহ নানা ঘটনায় তারুণ্য শক্তির অপব্যবহার দেখে ভেবেছিলাম- কোন দিকে যাচ্ছে এ জাতির তরুণ প্রজন্ম? তারপর থেকে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় ছিল তরুণদের বিপথে যাওয়া, জঙ্গিবাদে জড়িয়ে পড়া। এই আলোচনা একদিনে তৈরি হয়নি বা ঘুম থেকে উঠেই কেউ দেখিনি যে, তরুণেরা বিপথে যাচ্ছে। তাদের বিপথে যাওয়ার জন্য আমাদের সমাজ, পরিবেশ, শিক্ষা, প্রশাসন, রাজনীতি, সংস্কৃতি অনেক বড় ভূমিকা রেখেছে।
“কে তাদেরকে উদ্ধার করবে, কে তাদেরকে পথ দেখাবে, কে তাদের অনুপ্রেরণা হবে?” এই প্রশ্নগুলোই কেবল অনুরণন তুলছিল আমার মস্তিষ্কে। তাদেরকে এই পথে ঠেলে দিয়েছি আমরাই, কাজেই আমাদেরই দায়িত্ব তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা। কারণ তারুণ্য একটা শক্তি। তাদের মধ্যে উদ্যম থাকে, উচ্ছাস থাকে, গতি থাকে, উত্তেজনা থাকে, রক্তে তেজ থাকে কিন্তু প্রজ্ঞার অভাব থাকে। তাই তো প্রজ্ঞাবান প্রবীণেরা যদি তাদের পথ না দেখায় তাহলে তারা তো বিপথে যাবেই। কিন্তু এমন মানুষ কোথায় পাওয়া যাবে যে কর্মে প্রজ্ঞাবান, বয়সেও হয়ত তারুণ্যকে পেরিয়ে এসেছে কিন্তু চিন্তায় জড়ত্ব নেই, স্বপ্ন আকাশ সমান, কথায় অনল-বর্ষণ, মননে উদার, রক্তে তারুণ্য টগবগ করছে! তিনিই তো হতে পারবেন তারুণ্য নামক রথের সারথী।
হ্যাঁ, আমি পেয়েছি। আমি পেয়েছি সেই চিরতরুণ, প্রচণ্ড গতিশীল, দুর্বার, উন্নত শির এক মহান নেতাকে। যিনি তারুণ্য শক্তিকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। তাঁর সংস্পর্শে আসলে তরুণরা মন্ত্রমুগ্ধের ন্যায় কথা শোনে, রক্তে ঝংকার ওঠে, শরীরে শিহরণ জাগে, কর্মে স্পৃহা পায়, তারুণ্যের পরিচয়টা তারা নতুন করে খুঁজে পায়। তিনি এক পরশ পাথর। তাঁকে চিনেছি অনেক আগে, তবে কাল নতুন করে চিনলাম। তাঁকে তরুণ হিসাবে চিনলাম। তাঁর বজ্রনিনাদে কাল প্রকম্পিত হচ্ছিল রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। তিনি আর কেউ নন, তিনি হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
গতকাল শুক্রবার রাজধানীতে তরুণদের সংগঠন ‘তারুণ্যের সভা’র উদ্যোগে নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। বিকেল ৩টায় ‘তারুণ্যের সভার আয়োজনে সেগুনবাগিচাস্থ কচি-কাঁচার মেলায় আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, পুরষ্কার বিতরণ সহ নানা অনুষ্ঠানের। হাজারো তরুণের উপস্থিতি ও উচ্ছ্বাসে এসময় ভরে ওঠে কেন্দ্রীয় কচি-কাঁচা ভবন। ‘উগ্রবাদ মোকাবেলায় তরুণদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তাঁর এই বক্তব্য আমার সকল সংশয় দূর করে দিল। আমি বুঝে গেলাম তরুণরা আর পথ হারাবে না। তাঁর গগনবিদারী বক্তব্যের সাথে তরুণদের উচ্ছোসিত স্লোগান শুনেই বুঝেছি- এ এক নবজাগরণের আহ্বান। অন্ধকার রাতে জ্বালানো মশালের পানে যেমন পতঙ্গগুলো মৃত্যুভয় উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে তেমনি এই রেনেসাঁর আহ্বানে ঝাঁপিয়ে পড়বে সমগ্র তরুণ সমাজ, সৃষ্টি হবে এক নতুন বিপ্লব। দূর হয়ে যাবে সকল জড়ত্ব, মিথ্যা, কুসংস্কার, কূপমণ্ডূকতা।
১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা (সা.) যেমন তারুণ্য শক্তির সঠিক ব্যবহার করে সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি, অন্ধত্ব দূর করে এক নতুন সমাজ, এক নতুন সভ্যতার জন্ম দিয়েছিলেন ঠিক তেমনি আবারও সেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে। তারুণ্য শক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পঁচা-গলা, নষ্ট এই সমাজ ধ্বংস হবে, নতুন এক সভ্যতা প্রতিষ্ঠিত হবে অচিরেই ইনশাল্লাহ।

ছোটবেলা থেকে শুনে আসছি- জুমার দিন হলো মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না। ঈদের যে আমেজ ত...
05/07/2024

ছোটবেলা থেকে শুনে আসছি- জুমার দিন হলো মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না। ঈদের যে আমেজ তার ছিটেফোটাও আমাদের মসজিদগুলোতে জুমার দিনে দেখা যায় না।
তবে শহীদী জামে মসজিদ এর ব্যতিক্রম। এখানে জুমা মানেই ঈদের আমেজ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলেই যেন ঈদের আনন্দ নিয়ে আসে শহীদী জামে মসজিদে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন,

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِیَ لِلصَّلٰوۃِ مِنۡ یَّوۡمِ الۡجُمُعَۃِ فَاسۡعَوۡا اِلٰی ذِکۡرِ اللّٰهِ وَ ذَرُوا الۡبَیۡعَ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
হে ঈমানদারগণ! জুমুআর দিনে যখন সালাতের জন্য ডাকা হয় ,তখন তোমরা আল্লাহ্‌র স্মরণে ধাবিত হও এবং কেনা-বেচা ত্যাগ কর, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। (সুরা জুম’আ-৯)।
হেযবুত তওহীদের মোজাহেদ-মোজাহেদাগণ বেচা-কেনা বন্ধ করে আজ মসজিদে আসবে। মসজিদে কেবল জুমার নামাজ নয়, বরং অনেক কার্যক্রম পরিচালিত হবে। প্রকৃত ইসলামে মসজিদ হলো- রাষ্ট্র ও সমাজ পরিচালনার কার্যালয়। এখানে মুসল্লিদের সকল সমস্যার সমাধান দেওয়া হবে। ইমাম সাহেব দাঁড়িয়ে সকলের খোঁজ-খবর নিবেন, সমস্যার সমাধান করবেন। রসুলাল্লাহর সময় মসজিদ ছিল তাঁর উম্মাহর সমস্ত রকমের কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এ উম্মাহর সমস্ত কর্মকাণ্ড এক অবিচ্ছিন্ন এবাদত। যেমন- জামাতে নামাযের উদ্দেশ্য হল মুসলিম পাঁচবার তাদের স্থানীয় কর্মকাণ্ডের কেন্দ্র মসজিদে একত্র হবে, তাদের স্থানীয় সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা পরামর্শ করবে, সিদ্ধান্ত নেবে, তারপর স্থানীয় ইমামের নেতৃত্বে তার সমাধান করবে। তারপর সপ্তাহে একদিন বৃহত্তর এলাকায় জামে মসজিদে জুমা’র নামাযে একত্র হয়ে ঐ একই কাজ করবে।
তারপর বছরে একবার আরাফাতের মাঠে পৃথিবীর সমস্ত মুসলিমদের নেতৃস্থানীয়রা একত্র হয়ে জাতির সর্বরকম সমস্যা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ইত্যাদি সর্বরকম সমস্যা, বিষয় নিয়ে আলোচনা করবে, পরামর্শ করবে, সিদ্ধান্ত নেবে। অর্থাৎ স্থানীয় পর্যায় থেকে ক্রমশ বৃহত্তর পর্যায়ে বিকাশ করতে করতে জাতি পৃথিবীর কেন্দ্রবিন্দু মক্কায় একত্রিত হবে। একটি মহা জাতিকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে বেঁধে রাখার কী সুন্দর প্রক্রিয়া!
হেযবুত তওহীদও রসুলাল্লাহর সেই সুন্নাহ ও আকিদার অনুসরণ করে যাচ্ছে। রাজনৈতিক হানাহানি, ধর্মীয় সহিংসতা সব মিলিয়ে বর্তমানে আমাদের এই জাতি এক বিরাট সঙ্কটকাল অতিক্রম করছে। শহীদী জামে মসজিদের জুম’আ সেই সংকট মোকাবেলার লক্ষে জাতিকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটি বাস্তবভিত্তিক পদক্ষেপের উদাহরণ।
এখানে একদিকে যেমন ইমাম সাহেব মুসল্লিদের মৌলিক চাহিদার খোঁজ-খবর নিয়ে তার সমাধান দিচ্ছেন, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, নিরাপত্তাজনিত সমস্যার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন আবার বিয়ে-স্বাদীর মতো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছেন মসজিদেই। এখানে আনন্দ-উৎসবমুখর পরিবেশ তৈরি হয় প্রতিটি জুমায়। আজ পবিত্র জুমার দিন, সকলেই শহীদী জামে মসজিদে আমন্ত্রিত।

নিশ্চয় স্মরণে আছে সম্প্রতি আরব-আমিরাতের বণ্যার কথা। চলতি বছরে আরবরাষ্ট্রগুলোর বণ্যার পেছনে অনেকেই দায়ী করেছেন ক্লাউড-সিড...
04/07/2024

নিশ্চয় স্মরণে আছে সম্প্রতি আরব-আমিরাতের বণ্যার কথা। চলতি বছরে আরবরাষ্ট্রগুলোর বণ্যার পেছনে অনেকেই দায়ী করেছেন ক্লাউড-সিডিংকে। ক্লাউড সিডিং হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে বিমান থেকে কেমিক্যাল ছিটিয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো যায়। যে সমস্ত অঞ্চল অত্যধিক ক্ষরাপ্রবণ, বৃষ্টিতে কার্পণ্য করে সে সমস্ত অঞ্চলে এই প্রযুক্তি জনপ্রিয় হচ্ছে। তাছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে বৃষ্টিপাত আটকেও দেওয়া যায়। খেলাধুলাসহ বড় ধরনের কোনো আয়োজনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও অনেক সময় ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি বন্ধ করা হয়।
এই প্রযুক্তির ব্যবহার বিভিন্ন দেশে করা হলেও এর উদ্ভাবক একজন আমেরিকান রাসায়নবিদ ও আবহাওয়াবিদ ভিনসেন্ট জোসেফ শেফার। অর্থাৎ অন্যান্য প্রযুক্তির মতো এই প্রযুক্তির উদ্ভাবকও পাশ্চাত্য ইহুদি-খ্রিষ্টান বস্তুবাদী সভ্যতা।
কৃত্রিমভাবে বৃষ্টিবর্ষণের এই বিষয়টি কিন্তু ১৪০০ বছর পূর্বে রসুলাল্লাহ (সা.) বলে গিয়েছেন। তিনি বলেছেন, “দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে [নাওয়াস বিন সা’মান (রা.) থেকে- মুসলিম, তিরমিযি]।
কী বুঝলেন? হ্যাঁ, ঠিকই বুঝেছেন। দাজ্জাল পৃথিবীতে এসে গেছে, কেবল এসে গেছে নয়, বরং সমগ্র পৃথিবী তার করতলগত, সমগ্র মানবজাতি তাকে রব বলে মেনে নিয়ে তার পায়ে সাজদাবনত (সরকারগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন)। সেই দাজ্জাল হলো- ‘ইহুদি-খ্রিষ্টান বস্তুবাদী স্রষ্টাহীন সভ্যতা’। হেযবুত তওহীদ এই দাজ্জালের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সকলকে আহ্বান করছে। তবে এটা বুঝলে ভুল হবে যে, আমরা প্রযুক্তির বিরোধিতা করছি, বরং আমরা তাদের স্রষ্টাহীন, আত্মাহীন নাস্তিকতাবাদী যে আদর্শ তার বিরোধিতা করছি।
একশ্রেণির আলেমের গোয়ার্তুমি আর অহংকারের পরিণাম: সাধারণ মানুষ #দাজ্জালকে আজও চিনতে পারছে না

আজকে আমাদের সমাজে যে অশান্তি চলছে, দুনিয়া জুড়ে যুদ্ধের যে দামামা বাজছে, অন্যায় অবিচার অশান্তি, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসকের অত্যাচার, ক্ষমতাবানের শোষণ, সর্বক্ষেত্রে এই যে প্রতারণা অবিশ্বাস, দ্বন্দ্ব-সংঘাত দুনিয়া জুড়ে চলছে, এর মূল কারণ হচ্ছে আমাদের জীবনব্যবস্থা যা পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এ সভ্যতাই হচ্ছে সেই এক চক্ষুবিশিষ্ট দানব #দাজ্জাল যার কথা রসুলাল্লাহ বার বার বলে গেছেন।

ঈদ মোবারক।
11/04/2024

ঈদ মোবারক।

12/03/2024

অসাধারণ এক কৃষি খামার, দত্তনগর, মহেশপুর, ঝিনাইদহ।

আরব স্টাইল।
18/02/2024

আরব স্টাইল।

05/02/2024

বক্তব্যটি দেখার অনুরোধ রইলো।

এই মুহূর্তে পৃথিবীর প্রায় ৩৫ জায়গাতে যুদ্ধ চলছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, হামাস-ইসরাইল যুদ্ধ, ...
04/02/2024

এই মুহূর্তে পৃথিবীর প্রায় ৩৫ জায়গাতে যুদ্ধ চলছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, হামাস-ইসরাইল যুদ্ধ, ইয়েমেন যুদ্ধ ইত্যাদি। যারা যুদ্ধ চালাচ্ছে তারা মুখে কিন্তু শান্তির স্লোগান দিয়ে বেড়ায়। এই প্রেক্ষাপটে লিখেছি গদ্যরীতির এই কবিতাটি। কবিতাটি চাষীরহাট উন্নয়ন মেলাতে আবৃত্তি করা হয়েছে। মতামত চাই।
যুদ্ধমুক্ত বিশ্ব চাই
রাকীব আল হাসান................................
বাড়ি থেকে বের হয়েছিলাম স্কুলে যাব বলে

রাস্তায় দেখি বখাটেদের আড্ডা।

অন্ধকার রাতে আগুনে ঝাঁপ দেওয়া পতঙ্গের মতো

কিশোরেরা উন্মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়ছে মাদক-নেশায়।

স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা আশি বছরের বৃদ্ধের মতো

ন্যুব্জ হয়ে পড়ছে ডিভাইস আসক্তিতে।
যেই বয়সে রক্তে থাকে তেজ, হৃদয়ে থাকে বিদ্রোহের আগুন

সেই বয়সের ছেলেরা দিন বদলের স্বপ্ন ছেড়ে
নোংরা রাজনীতির হাতিয়ারে পরিণত হচ্ছে

গড়ে তুলছে কিশোর গ্যাং।
ভায়ে ভায়ে চলছে হিংসা-বিদ্বেষ, হানাহানি

পাড়ায় পাড়ায় চলছে দলাদলি, লাঠালাঠি

সর্বোচ্চ বিদ্যাপীঠে চলছে গোলাগুলি, ফাটাফাটি

দেশে দেশে চলছে যুদ্ধ-রক্তপাত।

আমি কোমলমতি শিশু, আমি সরলহৃদি ছাত্র

আমি তোমার ভবিষ্যৎ, তোমায় দেখে শিখছি দিবারাত্র।

তোমরা মুখে গাও মানবতার গান

অন্তরে ধ্বনিত হয় যুদ্ধের স্লোগান।

শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন কর অনুষ্ঠান ঝলমল

হৃদয়ে তোমাদের বসবাস করে মাংসখেকো শকুনের দল।
নিজেদের ধার্মিক প্রমাণ করতে ধরেছ বড় বড় লেবাস

কিন্তু সমাজকে তুলে দিয়েছ ইবলিসের হাতে।

দোয়া মাঙো পরকালে জান্নাতের জন্য

অথচ দুনিয়াকে বানিয়ে রেখেছ জাহান্নাম।

হৃদয়ের বারুদের গন্ধ ঢাকতে গায়ে মেখেছ পারফিউম

চরিত্রের কলুসতা, নোংরামি ঢেকে দিয়েছ বড় আলখেল্লায়।

তোমাদের এই ভণ্ডামি, কপটতা ছাড়

এই দলাদলি, কিলাকিলি ছাড়।

এসো সকল বিভেদ ভুলে, বিদ্বেষ দূর করে

কাঁধে কাঁধ মিলাই, ঐক্যবদ্ধ হই।

যুদ্ধমুক্ত মানবিক এক পৃথিবী গড়ে তুলি।

আমাদের স্কুলের কথা গানে গানেলিখেছি আমি, কেমন হলো জানাবেন..........সবারও শুরুতে করি আল্লাহরও বন্দনা,নবীগণে সালাম পাঠাই, ক...
03/02/2024

আমাদের স্কুলের কথা গানে গানে
লিখেছি আমি, কেমন হলো জানাবেন..........
সবারও শুরুতে করি আল্লাহরও বন্দনা,
নবীগণে সালাম পাঠাই, করি সূচনা।
আছেন যত ময়-মুরব্বি, আছেন সুধীজন
আমাদেরও তরফ থেইক্কা করেন সালামও গ্রহণ।
আ...
এখন আমরা করব শুরু আজকের জারি গান
দূরে কাছে যারা আছেন সবাই শুনে যান।
শোনেন শোনেন দর্শকবৃন্দ শোনেন দিয়া মন
চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়ের কথা করিব বর্ণন।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বে নোয়াখালী জেলা
সেই জেলারই প্রবেশদ্বারে এই মিলনমেলা।
সোনাইমুড়ী উপজেলার পোরকরা গেরাম
এই গেরামে মানুষ একজন আছে কিন্তু সিরাম।
নিজের জন্য চিন্তা নাই তার তবু সারাবেলা
ভাবেন কেমনে জনগণে শিক্ষিত হইব মেলা।
তাইতো তিনি নিজের জমিত গড়লেন শিক্ষালয়
জনগণে নাম দিল তার চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়।
বর্ষাকালে পানি থৈ-থৈ শীতকালে ফসল
তারই মাঝে গড়ে উঠছে বিদ্যালয় আসল
এই ইশকুলের যাত্রা শুরু দুই হাজার বিশ সাল
সোনার মানুষ তৈরি হচ্ছে, হবে চিরকাল।
আছেন যারা শিক্ষকবৃন্দ অতি গুণবান
আপনার সন্তান মানুষ করতে হইতেছে কোরবান।
বিজ্ঞান ও প্রযুক্তির সাথে শিখবে নৈতিকতা
ভাষা শিখবে, ধর্ম শিখবে যত ইতি কথা।
শিশু শ্রেণি থেকে শুরু মহাবিদ্যালয়
সবই আছে এইখানেতে একটা আঙিনায়।

রাতের বেলা শিক্ষা নিবেন বয়-বিরিদ্ধ যারা
নৈশকালীন কেলাশ খুলছে এই শিক্ষকেরা।
এই ইশকুলের অনুমোদন দিছে সরকার
সামনের দিকে আগাই যাওয়া এখন দরকার।
লেখা-পড়া, খেলাধুলা চলছে চমৎকার
উপজেলা, জেলা থেইক্কা আনছে পুরস্কার।
শোনেন শোনেন গেরামবাসী, শোনেন দিয়া মন
এই বিদ্যালয় আপনাদেরই করেন উন্নয়ন।
আপনার সন্তান পাঠাইয়া দেন তাড়াতাড়ি কইরা
অনেক বড় মানুষ হইব এই ইশকুলে পইড়া।

01/02/2024

চাষিরহাট উন্নয়ন মেলায় আগামীকাল চলবে উরাধুরা অফার...

01/02/2024

আমাদের বাচ্চাদের সফলতা।

30/01/2024

চাষীরহাট উন্নয়ন মেলার ৫ম দিনে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি। দেখার অনুরোধ রইলো।

বাচ্চাদের ক্লাস নিতে নিতে মাঝে মাঝে নিজেও বাচ্চা বয়সে ফিরে যেতে ইচ্ছে করে, তখন এইগুলা করি।
29/01/2024

বাচ্চাদের ক্লাস নিতে নিতে মাঝে মাঝে নিজেও বাচ্চা বয়সে ফিরে যেতে ইচ্ছে করে, তখন এইগুলা করি।

03/01/2024

কোনো ব্যবস্থা যখন একবার ফ্যাসিজমে পরিণত হয় তখন আর সেখান থেকে গোড়ায় ফেরা যায় না। কেবল ফ্যাসিস্ট-এর চেয়ারের মানুষটা পাল্টাতে পারে।
গণতন্ত্র এখন ফ্যাসিজম, এখান থেকে আর ফেরা সম্ভব নয়। এখন নতুন ব্যবস্থা লাগবে। যে সমস্ত দেশে এখনো এটা ফ্যাসিজমে রূপ নেয়নি সেখানেও আস্তে আস্তে ফ্যাসিজমেই রূপ নেবে।

31/12/2023

গণতন্ত্রের নামে এই ভণ্ডামী বন্ধ করুন

30/12/2023

বর্তমানে ভোট হলো চোরদের ভেতর কে অধিক ধুরন্ধর, প্রতারকদের মাঝে কে অধিক চটকদার, দুর্নীতিবাজদের মধ্যে কে অধিক অর্থশকুন তা নির্বাচিত করার একটি প্রক্রিয়া।

29/12/2023

মুসলিম দাবিদার জাতি কেন মাইর খাচ্ছে?

28/12/2023

বিশ্বময় সঙ্কট থেকে পরিত্রাণের উপায় কী?

27/12/2023

গণতন্ত্রের নামে এই ভণ্ডামী আর কতকাল চলবে?

Address

Sonaimuri, Noakhali, Chittagong
Noakhali Sadar Upazila
3827

Alerts

Be the first to know and let us send you an email when Raquib Al Hasan - রাকীব আল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raquib Al Hasan - রাকীব আল হাসান:

Videos

Share