এখানে শেষ না

এখানে শেষ না Welcome To My Page We never compromise with authentic news and never promote yellow journalism.

AR News TV From our starting day to till now, we are successfully ensuring to bring justice to injustice, give voice to the voiceless, and put light to every unfairness which causes degradation to our society. Confused about so much haphazard news which is based on illogical facts? Our news is collected from reliable sources and international news is collected from Reuters, AR News TV Subscribe t

o our Facebook channel now if you wanted to be on the right path. Subscribe to our Channel:


30/10/2024

দেখুন কি সুন্দর একটি শহর.....

29/10/2024
০৬ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সুধারামে জোড়া খুনের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার.... আসামী মোঃ আলতাফ হোসেন (২৮), পিতা-মৃত আবু...
14/06/2023

০৬ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সুধারামে জোড়া খুনের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার....

আসামী মোঃ আলতাফ হোসেন (২৮), পিতা-মৃত আবুল কালাম, মাতা-মৃত আফজলের নেছা, সাং-চর মেহের (আব্দুল মুনাফের বাড়ী), ১নং ওয়ার্ড, চরবাদাম ইউপি, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর প্রবাসে (ওমান) থাকা অবস্থায় রং নাম্বারের সূত্র ধরে ভিকটিম নুর নাহার বেগম (৪০), স্বামী-ফজলে আজিম কচি, সাং-গুপ্তাংক, বার্লিংটন মোড় (হক মঞ্জিল), ৫নং পৌর ওয়ার্ড, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী এর সহিত পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের একপর্যায়ে ভিকটিম নুর নাহার বেগম আসামীকে প্রবাস (ওমান) হতে দেশে চলে এসে ব্যবসা করার জন্য বলে। ব্যবসার সম্পূর্ণ মূলধন এবং তাহার সকল দেনা প্রায় ২,৫০,০০০/- টাকা ভিকটিম (মা) বহন করবে বলে আসামীকে আশ্বাস দেয়। ভিকটিমের আশ্বাসে ০১ সপ্তাহ পূর্বে আসামী প্রবাস (ওমান) হতে ভিসা বাতিল করিয়ে সব ছেড়ে দেশে চলে আসে। দেশে এসে আসামী ভিকটিম নুর নাহার বেগমের সাথে তাহার বাসায় ৪/৫ বার এসে ব্যবসার টাকা দেওয়ার জন্য বললে ভিকটিম নুর নাহার বেগম ব্যবসার টাকা দিবে-দিবে বলে আসামীকে কালক্ষেপন করতে থাকে। বারবার টাকা দিবে বলিয়া ঘুরানোর কারণে আসামী ক্ষিপ্ত হয়ে উঠে এবং টাকা না দিলে ভিকটিমের ক্ষতি করার জন্য ভিতরে ভিতরে মানসিক প্রস্তুতি নিতে শুরু করে। আসামী পুনরায় ব্যবসার টাকা চাওয়ার জন্য অদ্য ১৪/০৬/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিমের বাসা বার্লিংটন মোড়ের হক মঞ্জিলে এসে ব্যবসার টাকা চাইলে ভিকটিম টাকা দিতে অস্বীকার করে। উক্ত বিষয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আসামীকে পুলিশে ধরিয়ে দিবে বলে ভিকটিম নুর নাহার হুমকি প্রদান করে এবং আসামীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে উদ্যত হয়। উক্ত সময় আসামী ক্ষিপ্ত হয়ে তাহার সাথে থাকা ছুরি দিয়ে ভিকটিমকে তাহার বাসার দক্ষিণ-পূর্ব পাশের কক্ষের ভিতরে উপর্যুপরি আঘাত করে। উক্ত সময় ভিকটিম নুর নাহার বেগমের মেয়ে ফাতেহা আজিম প্রিয়ন্তী (১৭) ছুরিকাঘাত করার কারণে ভিকটিম নুর নাহারের শোরচিৎকারের শব্দ শুনে তাহার মাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আসামী আলতাফ হোসেন তাহাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত হয়ে প্রিয়ন্তী দৌঁড়ে নিচে নেমে নিচ তলার ভাড়াটিয়ার বাসার দরজায় ধাক্কা দিলে ভাড়াটিয়া দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে প্রিয়ন্তী ডাইনিং রুমের মেঝেতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। প্রিয়ন্তীর পিছু পিছু আসামী আলতাফ হোসেন দৌঁড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। উপর্যুপরি ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিকটিম নুর নাহার বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন গুরুতরভাবে জখমপ্রাপ্ত প্রিয়ন্তীকে উদ্ধার করে দ্রæত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালীতে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।

হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আসামী আলতাফ হোসেনকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হইতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারপূর্বক জব্দ করে। নিহত ভিকটিমদ্বয়ের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক মৃতদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালীতে প্রেরণ করে। গ্রেফতারকৃত আসামী আলতাফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে এসে পুলিশ বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী পুলিশের নিকট উপরোক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত জানায় এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরির কভার তাহার দেওয়া তথ্য মতে তাহার মেস হইতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ঘটনার বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

16/10/2021

নোয়াখালীর চৌমুহনীতে ১৪৪ ধারা চলছে...
-----------------------------------------------------------------------
আপডেট নিউট দেখতে পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
-----------------------------------------------------------------------
পূজা মন্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনার পরিস্থিতি সামাল দিতে শনিবার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চৌমুহনীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে বিজিবি ও র‌্যাব

গত ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারের নিকট মর্মান্তিক বৈদ্যুতিক দূর্ঘটনায় ০৪ জন ব্যক্তি নিহত হন। সে...
25/09/2021

গত ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারের নিকট মর্মান্তিক বৈদ্যুতিক দূর্ঘটনায় ০৪ জন ব্যক্তি নিহত হন। সেদিনের বৈদ্যুতিক দূর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে আজ (২৫/০৯/২০২১) আর্থিক অনুদান ও প্রত্যেক পরিবার হতে একজনকে চাকুরির নিয়োগপত্র প্রদান করা হয়।

৫০ যাত্রী নিয়ে পুকুরে বাস, জেনে নিন দূর্ঘটনার সর্বশেষ খবরটাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ৫০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস ...
21/09/2021

৫০ যাত্রী নিয়ে পুকুরে বাস, জেনে নিন দূর্ঘটনার সর্বশেষ খবর

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ৫০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে (পুকুরে) পড়েছে। এ ঘটনায় ছায়েদ আলী খান (৬০) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতের নাম ছা‌য়েদ আলী নওগাঁর পোরশা উপ‌জেলার কোচপুর গ্রা‌মের মৃত নূর মোহাম্ম‌দের ছে‌লে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ সে‌প্টেম্বর) ভো‌রে এলেঙ্গা- ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চ‌লিক মহাসড়‌কের কালিহাতী উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এদিকে, আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহ‌তের ভা‌তিজা ও বাস যাত্রী আ‌মিনুল ইসলাম ব‌লেন, চাচাসহ ৩ জন ঢাকা যাওয়ার জন্য রা‌তে নওগাঁ থে‌কে রওনা দেই। মহাসড়কে যানজট থাকার কারণে বাসটি বঙ্গবন্ধু সেতু পার হ‌য়ে ভূঞাপুর হ‌য়ে ঢাকার দি‌কে যা‌চ্ছিল। গা‌ড়ি ঠিকভা‌বে চালা‌তে চালক‌কে বার বার সতর্ক করা হ‌য়ে‌ছিল।

একপর্যায়ে বাস‌টি সড়‌কের বাক ঘুর‌তে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়। পরে ঘটনাস্থলে আমার চাচা নিহত হয়। আহত হই আমরাসহ কমপক্ষে ১৫ জন যাত্রী। যাত্রীরা জানান, চালক ঘু‌মন্তভাবে বাস চালা‌চ্ছি‌লেন। বার বার সতর্ক করার পরও তিনি দায়িত্বহীনভাবে বাস চালাচ্ছিল। পরে হঠাৎ করেই খাদে পড়ে যায়।

এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের উপ-সহকা‌রী প‌রিচালক মো. আলাউ‌দ্দিন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে একজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বাস‌টি সড়‌কের বাক ঘুর‌তেই নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়। এদিকে, দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পা‌লি‌য়ে গে‌ছে।

বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের সময় সূচি।
17/09/2021

বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের সময় সূচি।

বিশ্বকাপে তামিমকে ফিরাতে হবে ক্রিকেট প্রেমীদের দাবি।
16/09/2021

বিশ্বকাপে তামিমকে ফিরাতে হবে ক্রিকেট প্রেমীদের দাবি।

Address

Noakhali, Maijdee Court
Noakhali Sadar Upazila
3800

Telephone

+8801843901660

Website

Alerts

Be the first to know and let us send you an email when এখানে শেষ না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এখানে শেষ না:

Videos

Share