Md Maksudur Rahman

Md Maksudur Rahman I am a engineering and freelancer.

01/01/2024

অতি গুরুত্বপূর্ণ কোরআনের ২ টি আয়াত এবং ১টি হাদিস
************************************
*আল কুরআন*
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ١ۚ وَ اُولٰٓئِكَ هُمُ الضَّآلُّوْنَ
"কিন্তু যারা ঈমান আনার পর আবার কুফরী অবলম্বন করে, নিজেদের কুফরীকে এগিয়ে নিয়ে যেতে থাকে, তাদের তাওবা কবুল হবে না, এ ধরণের লোকেরা তো চরম পথভ্রষ্ট।

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَ مَاتُوْا وَ هُمْ كُفَّارٌ فَلَنْ یُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّ لَوِ افْتَدٰى بِهٖ١ؕ اُولٰٓئِكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ وَّ مَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ۠
"নিশ্চিতভাবে জেনে রাখো, যারা কুফরী অবলম্বন করেছে এবং কুফরীর অবস্থায় জীবন দিয়েছে, তাদের মধ্য থেকে কেউ যদি নিজেকে শাস্তি থেকে বাঁচাবার জন্য সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিপূর্ণ করে বিনিময় স্বরূপ পেশ করে তাহলেও তা গ্রহণ করা হবে না, এ ধরণের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তারা কোন সাহায্যকারীও পাবে না"

*সূরা আলে ইমরান ৯০-৯১*

অর্থাৎ ঐ সকল লোক যারা কেবল কুফরী বা অস্বীকার করেই ক্ষান্ত হয়নি বরং কার্যত তার বিরোধিতা ও তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। লোকদের আল্লাহর পথে চলা থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। সন্দেহ ও সংশয় সৃষ্টি করেছে এবং বিভ্রান্তি ছড়িয়ে বেড়িয়েছে। মনের মধ্যে দ্বিধার সৃষ্টি করেছে ও কুমন্ত্রণা দিয়েছে এবং নবীর মিশন যাতে কোনক্রমে সফলতার সীমান্তে পৌঁছাতে না পারে সেজন্য সবরকমের চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, তাদের পরিণতি অত্যন্ত বেদনাদায়ক।

*আল হাদিস*
ইব্‌নু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের বেশির ভাগই নারী জাতি, (কারণ) তারা কুফরী করে। জিজ্ঞেস করা হল, ‘তারা কি আল্লাহর সঙ্গে কুফরী করে?’ তিনি বললেনঃ ‘তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়।’ তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাক, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, ‘আমি কক্ষণো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি।’

(বুখারী ২/২৯, ৪৩১,৭৪৮,১০৫২,৩২০২,৫১৯৭; মুসলিম ৮/১ হাঃ ৮৮৪, আহমাদ ৩০৬৪)

27/11/2023

************************************
ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَآ أَنفَقُوا۟ مَنًّۭا وَلَآ أَذًۭى ۙ لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

"যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহ‌র পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না আর কাউকে কষ্টও দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোন দুঃখ, মর্মবেদনা ও (প্রতিদান নস্ট হওয়ার আশংকা) ভয় নেই"

Those who spend their wealth in the cause of Allah and do not follow their charity with reminders of their generosity or hurtful words—they will get their reward from their Lord, and there will be no fear for them, nor will they grieve.
*************************************
*সূরা আল বাকারা ২৬২*

11/08/2023

নারি বা পুরুষ কিসে আঁটকায়, সেটা বড় কথা না। বরং ব্যাপারটা হলো, কে কাকে কখন আঁটকায় দেয়, সেটাই হচ্ছে আসল কথা।

Exclusive Best quality Men’s T-Shirts Collection 2022 . #/ পন্যের যেকোনো ত্রুটি/অভিযোগের জন্য প্রোডাক্ট রিটার্ন অথবা মান...
10/12/2022

Exclusive Best quality Men’s T-Shirts Collection 2022 .
#/ পন্যের যেকোনো ত্রুটি/অভিযোগের জন্য প্রোডাক্ট রিটার্ন অথবা মানিব্যাক করা হয় ।
#/ পন্য হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন। পছন্দ না হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ পরিশোধ করে রিটার্ন করতেও পারবেন।
দেরী না করে এখনি অর্ডার করুন l
#/ আর ক্রেতাদের সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য । বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনার অপেক্ষায় রয়েছি আমরা l
#/ ইনবক্সে অর্ডার কনফার্ম করুন ইনশাআল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, ডেলিভারি চার্জ ঢাকায় 80 টাকা এবং ঢাকার বাইরে 150 টাকা।
TO ORDER
Inbox us
me
1) YOUR NAME
2) ADDRESS
3) MOBILE NUMBER
4) PRODUCT SIZE
or Call us :

Address

N. S Nibash, Jail Road, Near New Bus Stand, Maijdee, Noakhali Sadar, Noakhali
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Md Maksudur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Maksudur Rahman:

Share