Mohin Uddin Qawwal

Mohin Uddin Qawwal মোঃ মহিন উদ্দিন কাওয়াল
01712957512

ফার্স্ট তুলনাটা এসেছিলো কাকার সাথে। সেই কাকা ফুটবলকে বিদায় বলেছেন আরো ৭ বছর আগে। আর তিনি এই ৭ বছর পরেও দলকে আরো একটা ফা...
15/07/2024

ফার্স্ট তুলনাটা এসেছিলো কাকার সাথে।

সেই কাকা ফুটবলকে বিদায় বলেছেন আরো ৭ বছর আগে।

আর তিনি এই ৭ বছর পরেও দলকে আরো একটা ফাইনালে তুলে বসে আছেন।

এরপর তুলনা করা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে।

সেই রোনালদো বিশ্বকাপের নক আউটে কোন গোল করতে না পেরে সতীর্থর সাথে মারামারি করলো।

আর তিনি নকআউটে গোল, ফাইনালে জোড়া গোল করে, আরো একটা গোল্ডেন বল সাথে বিশ্বকাপ জিতে বুঝাইয়া দিলেন, উনি পেলে বা ম্যারাডোনার পাশে থাকতে এসেছেন।

আরো একটা ইউরো রোনালদো যখন শেষ করলেন কোচ আর সতীর্থদের বিরক্তির কারণ হয়ে, তখন লাউতারো এখনও গোল দিয়ে আগে খুঁজে বের করে মেসিকে। মেসি ছাড়া আর্জেন্টিনার সেলিব্রেশন এখনও হয় না।

নেইমারের সাথে মেসির তুলনা কম হয়েছে। বন্ধুত্ব হয়েছে বেশি।বার্সার শেষের দিকে এসে মেসি পেনাল্টি আর ফ্রি কিকের সুযোগ নেইমারকে দিচ্ছিলেন বেশি। বোঝাই যাচ্ছিলো, নিজের ব্যাটনটা মেসি নেইমারের হাতেই তুলে দিতে চান।

সেইটাও হলো না।

নেইমারের কিছু ভুল সিদ্ধান্ত, বার্সার হঠকারিতা আর ইনজুরির দুর্ভাগ্য নেইমারকে ছিটকে ফেললো রেস থেকে।

ছিটকে পড়েননি মেসি। বরং এখনও ঐ ব্যাটনটা নিজের হাতে নিয়েই আরো একটা কাপ জেতার সামনে দাঁড়াইয়া আছেন।

এরপর সামনে আনা হলো এমবাপ্পে, কখনও আনা হলো মদ্রিচ বা টনি ক্রুস।

তুলনা করা হলো, বলা হলো, মেসির সময় শেষ।

অথচ আজ পেছনে তাকিয়ে দেখি, এমবাপ্পে নাই, মদ্রিচ নাই, ক্রুসও অবসরে। মেসি? এখনও আছে।

মেসি কোপায় প্রথম গোলটা করেন ২০০৭ এ জুলাইতে।

এই ২০০৭ এর জুলাইতে জন্ম নেওয়া ইয়ামালের গোলেই কাল স্পেন ফাইনালে উঠলো।

আর আজ মেসির গোলে ফাইনালে উঠলো আর্জেন্টিনা।

লিটারালি ছেলের বয়সী জেনারেশনের সাথে খেলে এই মানুষটা এখনও টপ পারফর্মার।

পৃথিবীতে বহু ভালো ফুটবলার এসেছে, ভবিষ্যতে আরো আসবে।

বাট সেই কাকা থেকে শুরু করে এমবাপ্পে, তিন প্রজন্মের সাথে লড়াই করে শ্রেষ্ঠত্ব ধরে রাখা এমন অসাধারণ ফুটবলার আগে কখনও আসে নাই। ভবিষ্যতে আর কোনদিন আসবেও না।
Leo Messi ❤️🇦🇷

তোমাতেই আলো তোমাকেই ঢাকি তোমাতেই জ্বলে যাই তোমাকেই তবু চাই ।
02/07/2024

তোমাতেই আলো
তোমাকেই ঢাকি
তোমাতেই জ্বলে যাই
তোমাকেই তবু চাই ।

আর্জেন্টিনার পরের ম্যাচ কার সাথে হবে⁉️Who will Argentina's next match against?
30/06/2024

আর্জেন্টিনার পরের ম্যাচ কার সাথে হবে⁉️

Who will Argentina's next match against?

দেশের জন্য কথা বললেই নিরাপদ হিনতায় থাকতে হয়। আল্লাহ ভরসা।
30/06/2024

দেশের জন্য কথা বললেই নিরাপদ হিনতায় থাকতে হয়।
আল্লাহ ভরসা।

29/06/2024

লালনের মাজারে একদিন

সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ।
29/06/2024

সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ।

অভিনন্দন আর্জেন্টিনা ❤️❤️
21/06/2024

অভিনন্দন আর্জেন্টিনা ❤️❤️

প্রতিটি মানুষের মধ্যে দুটি সত্তা আছে ( আল্লাহর রঙে রঙিন ব্যক্তিগণ ব্যতিত )। একটি প্রেমিক সত্তা, আরেকটি পশু সত্তা।ফুলের র...
21/09/2023

প্রতিটি মানুষের মধ্যে দুটি সত্তা আছে ( আল্লাহর রঙে রঙিন ব্যক্তিগণ ব্যতিত )। একটি প্রেমিক সত্তা, আরেকটি পশু সত্তা।

ফুলের রস যখন মৌমাছি গ্রহণ করে, তখন তা মধু হয়ে যায়। একই রস যখন ভ্রমরা গ্রহণ করে, তখন তা বিষ হয়ে যায়।

একটি মানুষ যখন প্রেমময় পরিবেশ পায়, তখন তার মধ্যে সুপ্ত হয়ে থাকা প্রেমিক সত্তাটি ধীরে ধীরে বিকশিত হতে থাকে। লক্ষ্য করবেন, একজন অতি বদমেজাজী মানুষকেও যদি আপনি সালাম দেন, সে কিন্তু কিছুটা হলেও কোমল হয়ে যায়। কেননা, সালাম মানে শান্তি। আপনি তার জন্য শান্তি কামনা করেছেন, ফলে তার ভেতরে থাকা প্রেমিক সত্তাটি যেন অক্সিজেন পায়, সে মাথা চাড়া দিয়ে জেগে উঠতে চায়।

এ জন্য দেখবেন, ভদ্র, সভ্য পরিবারের সন্তানগণ অধিকাংশ ক্ষেত্রে ভদ্র ও সভ্য হয়ে থাকেন। যদিও পরবর্তীকালে মন্দ লোকের সঙ্গ নিয়ে সভ্য পরিবারের সভ্য সন্তানটি অসভ্যও হতে পারে।

আবার কোন ব্যক্তি যদি পাপের পরিবেশে থাকে, তার মধ্যে লুকিয়ে থাকা পশু সত্তাটি ধীরে ধীরে প্রকট হতে থাকে।

এ জন্যই সুফিগণ পবিত্র পরিবেশের প্রতি জোর দিয়েছেন। তাপ যেভাবে ডিমকে নিষিক্ত হতে এবং বাচ্চা ফোটাতে সাহায্য করে, তেমনি আল্লাহর রহমত আছে এমন পবিত্র পরিবেশ, মানুষের হৃদয়ে ঘুমন্ত প্রেমিক সত্তাকে জাগাতে সাহায্য করে। তাই মাওলানা রুমী রহঃ বলেন, একটি মুহুর্ত আল্লাহর ওলীগণের স্পর্শে থাকা, হাজার বছর খাঁটি নফল ইবাদতের চেয়েও উত্তম।

লক্ষ্য করবেন, নীরব সময়ে ওলীগণের মাজার শরীফে অল্প একটূ সময় বসে থাকলেই যেন দেহমন শীতল হয়ে আসে। চোখে ঘুমঘুম ভাব চলে আসে। এই যে দেহমন শীতল হয়ে আসে, এটাই রহমত বা শান্তি।
এভাবে আপনার জীবনের অধিকাংশ সময় যদি পবিত্র মানুষের সংস্পর্শে ( শারীরিক বা মানসিক যে কোন ভাবে) থাকেন, তখন পবিত্র মানুষের পবিত্র শক্তি বা পজিটিভ এনার্জি বা ফায়েজ আপনার মধ্যে আসতে থাকবে। আর আপনার ভেতরে থাকা প্রেমিক সত্তাটি পরিপূর্ণ ভাবে জেগে উঠবে।

পবিত্র মানুষের সংস্পর্শে বহুভাবে থাকা যায়। যেমন তাদের দরবারে উপস্থিত হওয়া, কিংবা আপনার ঘরে বসেই তাদের কথা স্মরণ করা, অথবা তাদের সম্পর্কে লেখা পড়তে পারেন,। অর্থাৎ যা করলে দেহমনে পবিত্র ভাব এবং শীতলতা আসে, তাই করুন। এতে আপনি নিজে ধীরে ধীরে পবিত্র হয়ে যাবেন।

কপি পোষ্ট........

20/09/2023

শাহাপুর বাজার নিয়ে ঝড়......

জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনওদিন সাগর পাড়ি দিতে পারবে না”-রবীন্দ্রনাথ ঠাকুর
16/09/2023

জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনওদিন সাগর পাড়ি দিতে পারবে না”

-রবীন্দ্রনাথ ঠাকুর

24/07/2023

Address

Noakhali Sadar Upazila
3881

Telephone

+8801712957512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohin Uddin Qawwal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share