অবহেলা

অবহেলা হয়নি বলা হৃদয়ের জমানো কথা খুব আলোতে জোনাকির ডানায় লাগে ভয়। খুব ভালোবাসায় অনন্তকাল বিষ হয়ে যায়।
(2)

09/04/2024

–কেউ একজন সঙ্গ ত্যাগ করলেই আমরা নিজেকে বলে ফেলি 'নিঃসঙ্গ'। অথচ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, "তুমি কখনোই একা নও, আমি আছি তারচেয়েও কাছাকাছি; যতটা কাছে তোমার সবচেয়ে নিকটবর্তী অঙ্গ

'ওয়া ইযা ছা'আ'লাকা ইবা'দি আন্নি ফা'ইন্নি ক্কারীব'

©

09/04/2024

✌🏻✌🏻✌🏻

27/06/2023

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ❤️

27/06/2023

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান (সরাসরি)

23/06/2023

Kuwait salmiya

03/05/2023

দীর্ঘ ১২ বছর পর বিদেশ থেকে দেশে এসেছি বিয়ে করার জন্য।

বাস্তবে আমার পছন্দের কেউ না থাকায় ফ্যমিলি একটা কচি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে আগে থেকেই। তাতে আমার কোনো আপত্তি ছিলো না।

সোনা দানা সহ এক প্রকার বিয়ের সব প্রস্তুতি নিয়েই গতো দেশে আসছি।

দেশে আসার পরদিন থেকেই দুই ফ্যামিলিই বিয়ের আয়োজন করতে তাড়াহুড়ো শুরু করে দিছে।
এরমধ্যে আবার শশুরবাড়ি থেকে আমাকে দাওয়াত দিছে বিয়ের আগে তাদের মেয়েকে একবার দেখে আসার জন্য।

আব্বা, আম্মা আর আমি, আমরা তিনজন গেলাম হবু বৌ দেখতে। তাদের বাড়িতে গেলাম! প্রথমে পরিচয় করিয়ে দেয়া হলো হবু শশুরের সাথে, তারপর শালার সাথে, তারপরেও বৌয়ের সাথে(বৌ মাশাআল্লাহ পরীর মতো, অল্পবয়সী সব মেয়েই সুন্দরী!

অতঃপর, পরিচয় করিয়ে দেয়া হলো হবু শাশুড়ির সাথে!

এইখানেই ঘটলো বিপত্তি।

শাশুড়ির দিকে তাকাতেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিছে কিছুক্ষণের জন্য।

এই সেই মেয়ে, যে একসময় আমার ক্লাস_ফাইভের_প্রেমিকা ছিলো! এসএসসির পরেই যার বিয়ে হয়ে যায়, এবং সে এখন আমার শাশুড়ি হতে যাচ্ছে....

- এখন আমার কি উচিত বিয়েটা ভেঙ্গে দেয়া? নাকি অতীত ভুলে গিয়ে প্রাক্তন প্রেমিকার মেয়েরে নিয়ে নতুন স্বপ্ন শুরু করবো?

তাছাড়া এই বিয়েটা কি আমার হালাল হবে?

কে কে খাইছেন
09/04/2023

কে কে খাইছেন

30/03/2023

সৌদিতে প্রায় প্রতিদিন দুআর মধ্যে একটা কথা বলে, "আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

আরেক জায়গায় দুআ শুনেছিলাম, "আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮

সুবাহান আল্লাহ 🥰©

28/03/2023

ইফতারের পর নামাজ পড়ে স্ত্রীকে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখুন
দেখবেন সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে 🤭

09/03/2023

আচ্ছা যারা পরিবারের অজুহাত দিয়ে
চলে যায়.
তারা সত্যিই কী ভালোবাসে???
💔💔💔

08/03/2023

স্বার্থপর এই দুনিয়ায় নয় কেউ কারো আপন,🙂
__কথাটা বুঝবে তখন, যখন গায়ে জড়াবে কাফন???

07/03/2023

পাহাড়ের কাছে কোনো নির্জন বাস টার্মিনালে-
পৃথিবীর সমস্ত হতাশ মানুষের মতো তুমিও একদিন এসো,
যেভাবে প্রেমিকার কাছে যায় কোনো বোকা প্রেমিকের আত্মহত্যার চিঠি-
যেভাবে বাবার কবরের কাছে গিয়ে পৌছায় হাজার কিলোমিটার দূর থেকে ভেসে আসা সন্তানের বোবা কান্না;
যেভাবে রাতের পুলিশের কাছে আসে দু ঘন্টা শান্তির ঘুম।

একদিন এসো,ঠিক আছে?
পাহাড়ের কাছে,নির্জন বাস টার্মিনালে-
আমি ওখানেই থাকি,কাছাকাছি- দশ টাকা রিকশাভাড়া -

ঠিকানা?
একটা মরচেধরা অপরিচিত মর্গের হিমায়িত অন্ধকারে।

পাহাড়ের বেওয়ারিশ আমন্ত্রন
~স্বপ্নীল©

06/03/2023

সোশ্যাল মি*ডি*য়া ঘুম কেড়েছে, বন্দী করেছে ঘরের কোনে কোরআনের গায়ে ধুলো জমেছে, আবেগটা শুধু স্মার্ট ফোনে।😒

আল্লাহুম্মাগফিরলি।💔

21/10/2022

মনে কি পড়েনা
আমাকে তোমার কি মনে পড়েনা।

17/10/2022
আহা! বাবা। বটবৃক্ষের ছায়া তুমি...ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু'রি  দিয়ে একটানা ১৩টি স্টেপ মা...
02/10/2022

আহা! বাবা। বটবৃক্ষের ছায়া তুমি...

ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু'রি দিয়ে একটানা ১৩টি স্টেপ মা'র'লো শরীরের বিভিন্ন অংশে, তার বাবা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

এমতাবস্থায় তার বাবা পুলিশকে অনুরোধ করলো, "স্যার আমার মেয়েরে থানায় নিয়েন না দয়া করে, অন্ধকার ঘরে সে ভয় পাবে, বাচ্চা মানুষ ভুল করেছে। তার সামনে ভাসির্টির এডমিশন পরীক্ষা। তার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে, চাকরি পাবেনা আর। আমার মেয়ে টারে ছেড়ে দিয়েন, আর তাকে বইলেন, যদি আমি বেঁচে থাকি, তবে এই মাসের বেতনটা পেলেই আমি তারে নতুন ল্যাপটপ কিনে দিবো। আর যদি মা'রা যাই, আমার আলমারিতে আমার জমানো ৪০ হাজার টাকা আছে, সেটা তার হাতে দিয়ে বইলেন, তার পছন্দের ল্যাপটপ কিনে নিতে।"

এটাই হলো বাবা...🖤

© কালেক্টেড।

Address

Noakhali, Chittagong Division
Noakhal

Telephone

+8801726386493

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবহেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অবহেলা:

Videos

Share

Category