Islam priyo

Islam priyo ''লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) ''
(1)

07/11/2023

ব্রেকিং নিউজ📢
জাতিসংঘের ১৩৮টি দেশ 🇵🇸ফিলিস্তিনকে🇵🇸 স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে।
🤲আলহামদুলিল্লাহ🤲

05/10/2023

আপনি যখন নিজে থেকেই অনুধাবন করতে পারছেন যে আপনি খারাপ পথে আছেন এবং আপনার সমস্ত কাজ কর্মের পরিবর্তন প্রয়োজন,তখন বুঝে নিবেন হেদায়েতের নূর আপনার নিকট আসা শুরু হয়েছে ।
(আলহামদুলিল্লাহ)

20/09/2023

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে ৫.৫ থেকে ৬.৮ রিখটার স্কেলের ভূমিকম্প হওয়ার সমূহ আশংকা রয়েছে।

আল্লাহ আমাদের সহায় হোক।

জালিমের জুলুম যতই বেশি হোক    ইসলামের দাওয়াতের কাজ অবিরাম চলবে,,,   -ইনশা-আল্লাহ্ 🤲🥰
21/08/2023

জালিমের জুলুম যতই বেশি হোক
ইসলামের দাওয়াতের কাজ অবিরাম চলবে,,, -ইনশা-আল্লাহ্ 🤲🥰




14/08/2023

প্রিয় শায়েখ ওপারে ভালো থেকো,,,😭😭

হে আল্লাহ প্রিয়কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন (আমিন)

08/08/2023

ওদেরকে জানতে দিন, কে ছিলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি আমাদের কতখানি,,আবেগ অনুভূতি,🥰 আপনার জন্য আমাদের জান কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি আপনাকে হে প্রিয় নবীজী ❤️🥰





সম্প্রতি দেশের আসাদ নূর নামে( Asad Noor's Vlog ) এক কুলাঙ্গারের বাচ্চা 😡😡 , আল্লাহ্ ও মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে...
08/08/2023

সম্প্রতি দেশের আসাদ নূর নামে( Asad Noor's Vlog ) এক কুলাঙ্গারের বাচ্চা 😡😡 , আল্লাহ্ ও মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে কুরুচিপূর্ণ কথা বার্তা ও ব‍্যঙ্গ করায় সোশাল মিডিয়া জুড়ে চলছে প্রতিবাদের ঝড়। উক্ত না*স্তি*ক খ্যাত আসাদ নূরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
আসুন প্রতিবাদ করি একসাথে....
- সবাই নিজ, নিজ আইডি থেকে এই নাস্তিকের বিরুদ্ধে পোস্ট করেন।

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজীর দুসমন।



ঈদের নামাজ পড়ার নিয়ম,,,,
28/06/2023

ঈদের নামাজ পড়ার নিয়ম,,,,

24/06/2023

~আমার আর বাড়ি ফেরা হবে না..!
ফেরা হবে না চেনা সেই গোয়ালে..!

09/06/2023

"পানি পান করানোর চাইতে বেশী নেকি আর কোন সদকাতে নেই"

[বায়হাকী: ৩১০৫]

23/05/2023

"যে ব্যাক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তা'য়ালা তার পূর্বের গুনাহ্ গুলোকে নেকী দ্বার পূর্ণ করে দেন।"

[সূরা:ফুরকান-৭০]

-সুবহানাল্লাহ.!!

22/05/2023

হে মু’মিনগণ! "ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।"🌸🖤

(সূরা বাক্বারাহ, আয়াত: ১৫৩)

21/05/2023

কেমন_হবে_বিচার_দিবস-?


১। "সেদিন সকলে একত্রিত হবে।"
__[সূরা আনআম-২২]

২। "দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।"
_____[মিশকাত-৫২৯৮]

৩। "মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।"
____[বুখারি, মুসলিম]

৪। "কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।"
___[মিশকাত-৫৩০২]

৫। "প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।"
___[বুখারি-৪৭৪১]

৬।"ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে।"
__________[বুখারি]

৭। "সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আ'মল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।"
____[বুখারি, মুসলিম]

৮। "দুনিয়াতে যারা আল্লাহ্'র জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহ্-কে সিজদাহ্ দিতে পারবে না।"
___[সূরা ক্বলম-৪২, ৪৩]

৯। "মু'মিনদের হিসাব হবে মুখো-মুখি।"
___[মিশকাত]

১০। "যার হিসাব পুংখানুপুংখ যাচাই করা হবে, সে ধ্বংস হবে।"
________[মিশকাত-৫৩১৫]

১১। "ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।"
_______[সূরা ইয়াসিন-৬৫]

১২। "হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।"
________[সূরা নুর-২৪]

১৩। "সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।"
___[মুসলিম মিশকাত~১৭৭৩]

১৪। "তবে ঐ দিন মু'মিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।"
___[বায়হাকী মিশকাত~৫৫৬৩]

আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তাওফিক
দান করুন।
------- আমীন -------

18/05/2023

এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।
সূরা নিসা: ১০৬

জেনে রাখুন কাজে আসবে 👇👇👇
13/05/2023

জেনে রাখুন কাজে আসবে 👇👇👇

12/05/2023
"তোমরা সেই দিনেকে ভয় কর, যে দিন কেউ কারো কোন কাজে আসবে না এবং কারো কোন সুপারিশ গ্রহণ করা হবে না।" [সূরা: আল-বাকারাহ : ৪৮...
09/05/2023

"তোমরা সেই দিনেকে ভয় কর, যে দিন কেউ কারো কোন কাজে আসবে না এবং কারো কোন সুপারিশ গ্রহণ করা হবে না।"

[সূরা: আল-বাকারাহ : ৪৮]

আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন 1200 - 1400 গ্রাম।এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন? এর কার...
07/05/2023

আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন 1200 - 1400 গ্রাম।

এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন? এর কারণ হলো,
এটা মাথার ভিতরে সেরেব্রোস্পাইনাল নামের এক প্রকার তরলে ভাসে। সুবহানাল্লাহ!

সাধারণত আমরা জানি, কোনো জিনিস পানিতে ডুবে থাকলে তার ওজন কমে যায় এবং তা তখন খুবই কম অনুভূত হয়,সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে ব্রেইন ভাসতে থাকে ফলে ব্রেইনের ওজন ১২০০ গ্রামের জায়গায় ৫০ গ্রাম অনুভূত হয়।

সবচেয়ে মজার ব্যাপার হলো সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি, এর কারণ আমরা যখন হাটু গেড়ে সামনে ঝুকে যাই তখন আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মাথার সামনে চলে আসে। ব্রেইনের উপর মাসাজ প্রদান করে এবং ব্রেইনে তখন রক্ত চলাচল খুব ভালো হয় বলে স্বস্তি অনুভূত হয়।

আল্লাহ তাআলা কুরআনে বলেন:

ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍ
"যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে।"(সুরা সিজদাহ ,আয়াত ৭)

06/05/2023

আজ পবিত্র কুরআন শরীফ এর
১৪৪৪ বছর পূর্ণ হলো..!
Alhamdulillah 🖤

02/05/2023

🥰🥰

প্রিয় ভাই ও বোনেরা!আমরা সবাই  নিয়াত করি। সামাজিকতার দোহাই বাদ দিয়ে তাক্বওয়া অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত।আল্লাহ তায়ালা আম...
30/04/2023

প্রিয় ভাই ও বোনেরা!
আমরা সবাই নিয়াত করি।

সামাজিকতার দোহাই বাদ দিয়ে তাক্বওয়া অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত।
আল্লাহ তায়ালা আমাদেরকে দ্বীনের পথে চলার তাওফিক দান করুক।
আমিন
©️

শাওয়াল মাসের ছ’দিন সিয়াম পালনের ফযীলত......আবূ আইয়ূব আনসারী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...
28/04/2023

শাওয়াল মাসের ছ’দিন সিয়াম পালনের ফযীলত......
আবূ আইয়ূব আনসারী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি রমযানের সিয়াম পালনের পর শাওয়াল মাসের ছয়দিন সিয়াম রাখল, সে যেন সারা বছর সিয়াম রাখল।’’ (মুসলিম ২৮১৫, আবু দাঊদ ২৪৩৫, তিরমিযী ৭৫৯, নাসাঈর কুবরা ২৮৬২, ইবনে মাজাহ ১৭১৬)

26/04/2023

মৃত্যুর পর যাদের মাথা পাথর দিয়ে
ভেঙে চুরমার করা হবে তারা হল ঐ হতভাগা
যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে।”

–(সহীহ বুখারী: ৭০৪৭)

24/04/2023

ফলো দিলে সাথে সাথে ব্যাক পাবেন

ইনশাআল্লাহ

আপনি নফসের কাছে হেরে গেছেন...!আল্লাহুম্মাগফিরলী...।
24/04/2023

আপনি নফসের কাছে হেরে গেছেন...!

আল্লাহুম্মাগফিরলী...।

22/04/2023

ঈদ মোবারক,,,

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা , ঈদ ভয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি,,,,

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদুন মোবারক আলাইনা ওয়া আলাইকুম🌙❤️
োবারক

21/04/2023

আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে,,,,,,, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর🥰🥰
ঈদ মুবারক🌙

তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

আলহামদুলিল্লাহ, সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে।আগামীকাল সৌদি আরব ঈদ,,,, বাংলাদেশ শনিবার ঈদুল ফিতর উদযাপন...
20/04/2023

আলহামদুলিল্লাহ,
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে।

আগামীকাল সৌদি আরব ঈদ,,,, বাংলাদেশ শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে,,,

20/04/2023

যখন তুমি কোন কাজের সিদ্ধান্ত কর তখন আল্লাহর উপর ভরসা কর
(সূরা ইমরান --১৫৯)

20/04/2023

╭──────────────────╮
🌸 𝐄𝐯𝐞𝐫𝐲 𝐌𝐮𝐬𝐥𝐢𝐦𝐬 𝐈𝐝𝐞𝐧𝐭𝐢𝐭𝐲 🌸
╰──────────────────╯

𝙽𝚊𝚖𝚎 : 𝐌𝐮𝐬𝐥𝐢𝐦.
𝙵𝚊𝚝𝚑𝚎𝚛'𝚜 𝙽𝚊𝚖𝚎 : 𝐀𝐝𝐨𝐦 (আ:)
𝙲𝚛𝚎𝚊𝚝𝚘𝚛 : 𝐀𝐥𝐥𝐚𝐡
𝙸𝚍𝚎𝚊𝚕 : 𝐌𝐮𝐡𝐚𝐦𝐦𝐚𝐝 (সা.)
𝙷𝚘𝚕𝚢 𝙱𝚘𝚘𝚔 : 𝐐𝐮𝐫𝐚𝐧
𝚁𝚎𝚕𝚒𝚐𝚒𝚘𝚗 : 𝐈𝐬𝐥𝐚𝐦
𝙸𝚍𝚎𝚗𝚝𝚒𝚝𝚢 : لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله‎
𝙷𝚘𝚋𝚋𝚒𝚎𝚜 : 𝐍𝐚𝐦𝐚𝐳 𝟓 𝐭𝐢𝐦𝐞𝐬 𝐚 𝐝𝐚𝐲
𝙿𝚛𝚎𝚜𝚎𝚗𝚝 𝙰𝚍𝚍𝚛𝚎𝚜𝚜 : 𝐃𝐮𝐧𝐢𝐲𝐚
𝙿𝚎𝚛𝚖𝚊𝚗𝚎𝚗𝚝 𝙰𝚍𝚍𝚛𝚎𝚜𝚜 : 𝐉𝐚𝐧𝐧𝐚𝐭 (𝐈𝐧 𝐬𝐡𝐚 𝐚𝐥𝐥𝐚𝐡)

আর বর্তমান অবস্থা 😭😭
19/04/2023

আর বর্তমান অবস্থা 😭😭

18/04/2023

শবে কদরের রাতে যেসব আমল করবেন-

১. নফল নামাজ পড়া।
২. মসজিদে ঢুকেই ২ রাকাত (দুখুলিল মাসজিদ) নামাজ পড়া।
৩. দুই দুই রাকাত করে (মাগরিবের পর ৬ রাকাত) আউওয়াবিনের নামাজ পড়া।
৪. রাতে তারাবির নামাজ পড়া।
৫. শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া।
৬. সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া।
৬. সম্ভব হলে তাওবার নামাজ পড়া।
৭. সম্ভব হলে সালাতুল হাজাত পড়া।
৮. সম্ভব হলে সালাতুশ শোকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া।
৯. কুরআন তেলাওয়াত করা। সুরা কদর, সুরা দুখান, সুরা মুজাম্মিল, সুরা মুদ্দাসির, সুরা ইয়াসিন, সুরা ত্বহা, সুরা আর-রাহমান, সুরা ওয়াকিয়া, সুরা মুলক, সুরা কুরাইশ এবং ৪ কুলহু সুরা পড়া।
১০. জিকির-আজকার করা। নবীজি (সা.) আয়েশা (রা.)-কে কদরের রাতে পড়ার জন্য একটি দোয়া শিখিয়েছেন। তা হলো- ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।’ (তিরমিজি, হাদিস : ৩৫১৩

একজন মুসলিম হিসেবে আমাদের সবার অবশ্যই জানা উচিত,,,,,❤🥰
18/04/2023

একজন মুসলিম হিসেবে আমাদের সবার অবশ্যই জানা উচিত,,,,,❤🥰

Address

Noakandi

Telephone

+8801710430404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam priyo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islam priyo:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Noakandi

Show All

You may also like