06/03/2024
এ শহরে সাদা কালোয় ছেয়ে গেছে কারো জীবন, কেউ বা নতুনত্ব নিয়ে দেখছে স্বপন।
দূর থেকে যেন সব কিছু ধূসর,
কাছে গেলেই ধোঁয়াসা হয়ে যায় রঙিন জীবন!!
এ শহরে ভালোবাসার নামে বিক্রি হয় দুঃখ,
সৌন্দর্যের কংক্রিটের ধুলো ছুয়ে যায় রূপ-লাবণ্য
ভালোবাসার নামে দেহ বিক্রি হয়, মোহ কেঁটে বিষাদ তৈরি হয়!!
পুরনো ভুলে নতুনত্ব খুঁজে মানুষ, প্রেমোদকের নামে সবই মরীচিকা,
এই শতকের প্রেম চাইনা আমি, আমার জন্য সেই নব্বই দশকের ভালোবাসা গুলোই সুন্দর,স্নিগ্ধ 🌺
৭০ দিনের ভালোবাসার প্রয়োজন নেই আমার,৭০ বছর পাশে থাকবে এমন ভালোবাসা আসুক। নতুনত্ব দরকার নেই আমার আমি না হয় পুরনোতে আসক্ত, মগ্ন হয়ে রইলাম! 😊❤️
° 𝙁𝙇𝙔𝙉𝙉 𝙇𝙊𝙔𝘼𝙇 °