Sanoar Islam official

  • Home
  • Sanoar Islam official

Sanoar Islam official Hi, I am a professional digital marketer. welcome to my page
(7)

ফ্রিল্যান্সিং সম্পর্কে যে কোন প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার।
11/11/2024

ফ্রিল্যান্সিং সম্পর্কে যে কোন প্রশ্ন করতে পারেন,
ইনশাআল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার।

সেলস বাড়ানোর জন্য কিছু কার্যকরী কৌশল নিচে উল্লেখ করা হলো:১. টার্গেট অডিয়েন্স চিহ্নিত করা২. প্রোডাক্ট মার্কেটিং উন্নত কর...
09/11/2024

সেলস বাড়ানোর জন্য কিছু কার্যকরী কৌশল নিচে উল্লেখ করা হলো:
১. টার্গেট অডিয়েন্স চিহ্নিত করা
২. প্রোডাক্ট মার্কেটিং উন্নত করা
৩. কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করা
৪. সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং কার্যক্রম বাড়ানো
৫. সেলস টিমের স্কিল ডেভেলপমেন্ট
৬. ডাটা অ্যানালাইসিস করা
৭. প্রমোশনাল অফার ও ডিসকাউন্ট চালানো
এছাড়া গ্রাহকের সন্তুষ্টি এবং ফিডব্যাক নিয়েও কাজ করা উচিত। এই কৌশলগুলো প্রয়োগ করলে সেলস বাড়াতে সহায়ক হবে।

সফল মানুষেরা ব্যর্থতাকে দেখেন শিক্ষার সুযোগ হিসাবে, আর ব্যর্থ মানুষেরা দেখেন পথের শেষ হিসাবে।
25/10/2024

সফল মানুষেরা ব্যর্থতাকে দেখেন শিক্ষার সুযোগ হিসাবে, আর ব্যর্থ মানুষেরা দেখেন পথের শেষ হিসাবে।

⏺Why should you learn digital marketing- কেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন?                     "বর্তমান সময়ে কোনো ব্যব...
20/10/2024

⏺Why should you learn digital marketing- কেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন?

"বর্তমান সময়ে কোনো ব্যবসার প্রসার যদি ভালোভাবে করতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নেই। অনলাইনে ডিজিটাল চ্যানেলগুলোতে ডিজিটাল এক্টিভিটিস এর মাধ্যমে নিজের ব্যবসার উন্নতি ঘটাতে পারবেন। তাই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব এক কথায় বলে শেষ করা যাবে না।"

"ডিজিটাল বিপ্লব বিশ্বের বাস্তবতা খুব দ্রুত বদলে দিয়েছে।বর্তমানে আমরা এমন এক সময়ে এসে দাড়িয়ে আছি যে বিশ্ব ইতিহাসের অন্য যেকোনো সময়ের চাইতে অনেক বেশি গতিশীল। একবিংশ শতাব্দীতে ডিজিটাল টেকনিক না জানলে, আপনি কোনো ক্ষেত্রেই কাজ করতে পারবেন না। ডিজিটাল যুগের মাষ্ট নিড হচ্ছে ডিজিটাল মার্কেটিং অর্জন।"

"সময় এগোবে ডিজিটাল টেকনিকের গুরুত্বও ততো বেশি বাড়বে। বিশ্বে করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পরার পর এই বাস্তবতা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। করোনা লকডাউনের সময় মানুষের ডিজিটাল ডিপেন্ডেন্সি অনেক বেশি বেড়েছে। এই সময় ফিজিক্যাল (Offline ) বিজনেসগুলো বিশাল বড় রকমের ধাক্কা খেলেও, এর উলটোচিত্র দেখা গেছে অনলাইন ব‍্যবসার ক্ষেত্রে। ই-কমার্স গুলো এই সময়ে বিশাল লাভ করেছে। শুধুমাত্র ব‍্যবসা প্রতিষ্ঠান বাদে অন্য সরকারি এবং বেসরকারি অফিস পরিচালিত হয়েছে অনলাইনের মাধ্যমে।"

"সুতরাং :- বুঝতেই পারতেছেন ডিজিটাল টুলস এবং ডিজিটাল মার্কেটিং স্কিল আমাদের জীবনের অবিচ্ছেদ‍্য অংশে পরিণত হয়েছে। তাহলে আপনি কেন আপনার সময়কে তুচ্ছ জায়গায় নষ্ট করছেন। নিজেকে প্রশ্ন করুন বতর্মানে আপনার জীবন নিয়ে কোথায় আছেন এবং ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান। আর সেইভাবেই নিজের সময়কে এবং সুযোগ কে কাজে লাগান। কারণ আপনি না চাইলে কেউ আপনার জন্য ভাববে না কেউ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিবে না।'

"স্কিল কখনো নষ্ট হয় না বা বিফলে যায় না। কারণ স্কিল হচ্ছে জ্ঞান,প্রতিভা,স্কিল যেকোনো সময় যেকোনো জায়গায় কাজে আসে। আর জেনে রাখুন,স্কিল থাকলে কাজের অভাব হয় না এবং কাজ থাকলে ইনকামেরও অভাব হয় না। দক্ষ মানুষের কদর সব জায়গাতেই একটু বেশি। তাই নিজের কদর বাড়াতে চাইলে বেশি বেশি নিজের দক্ষতা উন্নয়নের উপর ফোকাস করুন।'





12/10/2024

আহা যুবক ফিরে আসো দিনের পথে,শির্ক করিও না,
কেয়ামতের দিন সবাইকে ক্ষমা করে দিলেও আল্লাহর সাথে শির্ক করা ব্যক্তি কে ক্ষমা করবে না।

"কিছু মানুষ আছে, যারা স্বর্গে যেতে চায় কিন্তু মরতে চায় না।"হাস‍্যকর🙃! স্বর্গে যেতে হলে, আগে মরতে হবে  আর স্বর্গ পাওয়ার জ...
10/10/2024

"কিছু মানুষ আছে, যারা স্বর্গে যেতে চায় কিন্তু মরতে চায় না।
"হাস‍্যকর🙃! স্বর্গে যেতে হলে, আগে মরতে হবে আর স্বর্গ পাওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে হবে✅।"

"ঠিক তেমনই আরো কিছু মানুষ আছে, যারা মূলত সাফল্য চায়,সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ চায়, প্রচুর টাকা কামাতে চায় কিন্তু কোনো রকম ইনভেস্ট করতে চায় না,,কারণ তারা সব কিছু ফ্রিতে পেতে চায়।"

"জীবনে ভালো কিছু পেতে হলে বা দামি জিনিসটা নিতে চাইলে,, আপনাকেও তার জন্য কিছু দিতে হবে। কারণ ফ্রিতে ভালো কিছু কখনোই পাওয়া যায় না,, শুধুমাত্র নিজের মূল্যবান সময় টা নষ্ট করা ছাড়া।

ব্রি.দ্র.স্বর্গে যাওয়ার জন্য যেমন, বেচে থাকাকালীন সমস্ত রাস্তা তৈরি করতে হবে, যেমন:- নামাজ কালাম, ঈমান, আমল, আখলাক, আল্লাহর ইবাদত বন্দেগী ইত্যাদি। ঠিক সেভাবেই সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যও আপনাকে কিছু হলেও ইনভেস্ট করতেই হবে, যেমন: - টাকা, সময়, পরিশ্রম, ধৈর্য্য, লেগে থাকার ইচ্ছাশক্তি,, বিশ্বাস এবং ঝুঁকি নেয়ার ক্ষমতা,,তাহলেই আপনি ভালো কিছুর আশা রাখতে পারেন☺।"






09/10/2024

অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপওয়ার্ক (upwork) প্রতিষ্ঠাকালে নাম ছিল ওডেস্ক (odesk) - ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার ক্যাম্পবেলে তৎকালীন ওডেস্ক প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই এই কোম্পানির উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা মুক্ত পেশাজীবীদের দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করিয়ে নেওয়া। ২০১৫ সালে চূড়ান্তভাবে ওডেস্ক নাম পরিবর্তন করে আপওয়ার্ক করা হয়।

ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে ২০২২ সালে আপওয়ার্ক টাইমস ম্যাগাজিনের সেরা ১০০ কোম্পানির তালিকাভুক্ত হয়। বর্তমানে এখানে বিশ্বের প্রায় ১৮০ টি দেশের ২ মিলিয়ন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার রয়েছে। এখানে ফ্রিল্যান্সিং করা যায় এমন সব ক্যাটাগরি সহ প্রায় ৪ লাখের অধিক প্রোজেক্ট আছে।

আপওয়ার্ক তাদের প্রফেশনাল নিয়ম এবং গোছানো ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত। যতগুলো ফ্রিল্যান্স মার্কেটপ্লেস আছে তাদের মধ্যে র‍্যাঙ্কিং এ সবার প্রথমে আছে এই কোম্পানি। এখানে ফিক্সড এবং আওয়ারলি দুই ধরনের প্রোজেক্ট পাওয়া যায়।

শুভ সকাল FOLLOW TO FOLLOW
03/10/2024

শুভ সকাল

FOLLOW TO FOLLOW

Good morning🌞 friends
02/10/2024

Good morning🌞 friends

21/09/2024

আহা গরম🥹

15/09/2024

আগে জানলে ২৬ তারিখের প্রস্তুতি আরো আগে থেকেই নিতাম।
বড়লো`ক্স হওয়ার লাস্ট সুযোগটাও হারাই ফেললাম।🥲
নিজের উপর ২৬ বার ধি`ক্কার 🤦

14/09/2024

Fb news feed জুরে শুধু ২৬ তারিখ দেখা হবে😁

13/09/2024

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ 🥰🏵️

13/09/2024

🤲আলহামদুলিল্লাহ
সর্বস্তরের মানুষ আজ ফ্রিল্যান্সিং এ সফল হচ্ছে।
Onirban IT Family


12/09/2024

এমন একটা বউ আমিও ডিজার্ভ করি 😁

Address

Nilphamari

5350

Telephone

+8801841411691

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanoar Islam official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanoar Islam official:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share