22/11/2024
সার্কুলার আপডেট(গ্রামীণ ব্যাংক)
✅পদের নামঃ
১) শিক্ষানবিশ অফিসার।
২) শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক।
উল্লেখ্য, ১ নং পদে ৪ বছরের অনার্স লাগবে।যদি অনার্স না থাকে থাকলে ডিগ্রী পাশের সাথে মাস্টার্স লাগবে। তবে ২ নং পদে HSC পাশ থাকলেই আবেদন করা যাবে!
✅আবেদনের অন্যান্য শর্তসমূহ...
১) বয়সসীশাঃ সব্বোর্চ ৩২ বছর।
২) যোগ্যতাঃ SSC & HSC নূন্যতম 3 GPA. অনার্স/ডিগ্রী ও মাস্টার্সে নূন্যতম CGPA (২.২৫) থাকতে হবে।
✅প্রয়োজনীয় ডকুমেন্ট'স (আবেদনে প্রয়োজ্য)
১) সকল সার্টিফিকেটের স্ক্যান।
২) এন আইডির ছবি।
৩) নিজের পাসপোর্ট ছবি।
৪) ই-মেইল ।
৫) ফোন নম্বর।
৬) ঠিকানা: গ্রাম, উপজেরা, ওয়ার্ড নং
৭) ব্যাক্তিগত তথ্য(উচ্চতা,ওজন,রক্তের গ্রুপ)
৮) রেফারেন্স(পারিবারিক-২)
৯) পরিশেষে, আবেদন সাবমিটের পূর্বে রকেটের মাধ্যমে ২০০ টাকা পেমেন্ট করতে হবে। ট্রানজেকশন নাম্বার দিয়ে আবেদন সাবমিট দিতে হবে।।।