Daily Netrokona-দৈনিক নেত্রকোণা

Daily Netrokona-দৈনিক নেত্রকোণা Daily Netrokona-দৈনিক নেত্রকোণা Daily Netrokona, দৈনিক নেত্রকোণা, Netrokona, নেত্রকোণা

29/07/2024

বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল✅

কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বাহিনীর।
ছাত্ররা কোটা সংস্কারের নামে যে আন্দোলন করেছে সে আন্দোলনের কখনও বিরোধ করেনি সরকার। ছাত্ররা যা করেছে ঠিক করেছে এবং প্রধানমন্ত্রী ছাত্রদের কথা রেখেছেন।

15/07/2024

মংলা বন্দরে ১ বছরে রাজস্ব বেড়েছে সাড়ে ৫ শতাংশ✅

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় বন্দরে বেশিসংখ্যক জাহাজ আগমনের পাশাপাশি বিদেশী রিকন্ডিশন গাড়ি আমদানি, কনটেইনার হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং এবং রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। এক বছরে রাজস্ব বৃদ্ধির হার ৫.৬ শতাংশ।

15/07/2024

কোটা ইস্যুতে দুই ক্যাম্পেইন চালু করেছে ছাত্রলীগ✅

সরকারি চাকরিতে ‘কোটা’ ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ, বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ, উন্মুক্ত আলাপন, যৌক্তিক উপায় গ্রহণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য ‘পলিসি এ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইন চালু করেছে ছাত্রলীগ।

14/07/2024

কোটা আন্দোলন গর্ত থেকে বের হচ্ছে ছাত্রদল-শিবির ক্যাডাররা✅

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ফের বিক্ষোভ করেছেন রাজধানীর শাহবাগে। ১১ জুলাই বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘টেক ব্যাক’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশের সাঁজোয়া যানে উঠে পড়েন তারা। জনগণের নিরাপত্তায় মোতায়েনকৃত পুলিশের ব্যারিকেড ভেঙে বিএনপির দলীয় ‘টেক ব্যাক’ স্লোগান দিতে দিতে এগিয়ে যায় আন্দোলনকারীরা।

14/07/2024

বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে চীন✅

বাংলাদেশকে ১০০ কোটি ডলার অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের মধ্যে সব ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

13/07/2024

আসছে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ✅

চলতি জুলাইয়ের শেষে ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির চুক্তি সই হবে। এরই মধ্যে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) নেপাল ইলেকট্রিসিটি অথরিটিকে (এনইএ) চিঠি দিয়েছে। এ চুক্তি চূড়ান্ত হলে বাংলাদেশ নেপাল থেকে প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর পর ছয় মাস (১৫ জুন থেকে ১৫ ডিসেম্বর) ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবে। চুক্তির আওতায় নেপাল আগামী পাঁচ বছর বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে। আর এ ক্ষেত্রে নেপালের প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হবে ৬ দশমিক ৪০ সেন্টে।

13/07/2024

বাংলাদেশ-ইইউর ৩ মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর✅

ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে তিন মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইতালি-জার্মানিসহ ইউরোপের আরও কয়েকটি দেশে বাংলাদেশের দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের লক্ষ্যে এ ঋণ সহায়তা দিয়েছে ইইউ।

12/07/2024

রায় স্থগিতের পরও কেন আন্দোলনের নামে ভোগান্তি✅

২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। ওইবছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক কোটাবিরোধী আন্দোলনের ফলে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোটা সুবিধা পুরোপুরি বাতিল করে দেয় হাইকোর্ট।

12/07/2024

তৃণমূল থেকে কেন্দ্র নতুন কমিটি নিয়ে তারেকের ওপর #ক্ষিপ্ত সবাই✅

অতীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলে যতটা কর্মচাঞ্চল্য ছিল বর্তমানে তেমনটি দেখা যাচ্ছে না। এখন দলের নিয়ন্ত্রণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে থাকায় অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছে দলটি। তার নানা সিদ্ধান্ত নিয়ে দলে রয়েছে আলোচনা- #সমালোচনা।

12/07/2024

দক্ষকর্মী গড়তে বাংলাদেশকে ১০০ কোটি টাকার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার✅

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশের দক্ষ কর্মী গড়তে ১০০ কোটি টাকার আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে ।

12/07/2024

রাজনীতিতে আগ্রহী সিঁথি, উদ্বিগ্ন তারেক✅

প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি এবং তার দুই সন্তান লন্ডনে থাকেন। বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন।

12/07/2024

ভারত-নেপাল-ভুটানের সঙ্গে কানেক্টিভিটিতে লাভবান হবে বাংলাদেশ✅

ভারত নেপাল ও ভুটানের সঙ্গে কানেক্টিভিটিতে বাংলাদেশ লাভবান হবে। প্রধানমন্ত্রী ভারতে গিয়ে চুক্তি করেছেন রাজশাহীর ভেতর দিয়ে অনেক কানেক্টিভিটি হবে। শুধু বাংলাদেশ নয়, ভারত-নেপাল-ভুটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে। কানেক্টিভিটি মানেই ডেভলপমেন্ট, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। এই কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলের মানুষেরা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করবে।

12/07/2024

বিশ্বের ৫২টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের মাছ ✅

দেশের আপামর জনসাধারণের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, রফতানি আয় বৃদ্ধিসহ দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

06/07/2024

৬০৯ কোটি টাকার এলএনজি কিনবে সরকার✅

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ এর আওতায় স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব পাশ হয়েছে৷ যার মূল্য ধরা হয়েছে ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা৷ ২০২৪ সালের ২১তম এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাব এটি৷ ৩ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন৷

06/07/2024

জিডিপিতে পর্যটন শিল্পের অবদান ৪ শতাংশ✅

বাংলাদেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় ১.৭৮ শতাংশ। এ হার ক্রমাগত বাড়ছে।

06/07/2024

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট সচল✅

টানা কয়েক দিন বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

04/07/2024

অর্থবছরের প্রথম একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন✅

চলতি অর্থবছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা।এরমধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ২১৪ কোটি ৩৪ লাখ টাকা , বৈদেশিক ঋণ সহায়তায় থেকে ১৪০ কোটি ৪৪ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ১০৫ কোটি টাকা ব্যয় করা হবে।

04/07/2024

আবার শুরু হয়েছে পায়রা ও আদানির বিদ্যুৎ উৎপাদন✅

দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে পুরো সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। অন্যদিকে কারিগরি ত্রুটিতে বন্ধ হওয়া ভারতের আদানি গ্রুপের একটি ইউনিটের মেরামতের পর সেটি থেকেও শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন।

Address

Sadar
Netrakona
2400

Telephone

+8801614591644

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Netrokona-দৈনিক নেত্রকোণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Netrokona-দৈনিক নেত্রকোণা:

Share