Daily Netrokona-দৈনিক নেত্রকোণা

Daily Netrokona-দৈনিক নেত্রকোণা Daily Netrokona-দৈনিক নেত্রকোণা Daily Netrokona, দৈনিক নেত্রকোণা, Netrokona, নেত্রকোণা

05/01/2024

সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন✅Election 2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ০৪ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

#দ্বাদশ_জাতীয়_নির্বাচন

নেত্রকোণায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঅবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যেশান্তি-শৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বর্ডা...
05/01/2024

নেত্রকোণায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে
শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
মোতায়েন করা হয়েছে।

#জাতীয়_সংসদ_নির্বাচন

আপনার মতে সঠিক কোনটা?
05/01/2024

আপনার মতে সঠিক কোনটা?

04/01/2024

নির্বাচন পর্যবেক্ষণ করবেন ১১ দেশের ৮০ পর্যবেক্ষক✅Election Update

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১১টি দেশের প্রায় ৮০ জন পর্যবেক্ষকের বাংলাদেশে আসার বিষয় চূড়ান্ত হয়েছে।

আগামী কয়েকদিনে এ সংখ্যা বাড়তে পারে। আর ৭ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের খবর সংগ্রহের জন্য বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীর আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য এবার বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছিলেন।

04/01/2024

04/01/2024

নির্বাচনে অংশ না নেয়ার বোকামিতে দলের ভেতর অনাস্থায় তারেক রহমান✅BNP Update News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে চরম বোকামি করেছে #বিএনপি।

এমনটাই এখন মনে করছেন স্বয়ং #বিএনপির কেন্দ্রীয় নেতারা। বোঝাই যাচ্ছে, আগামী পাঁচ বছরে আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারছে না তারা। এমতাবস্থায় দীর্ঘদিন ধরে #বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন শোনা গেলেও নির্বাচনে অংশ না নেয়ার কারণে তা আরও ঘনীভূত হয়েছে।

04/01/2024

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ✅Election Update

আগামী রোববার (৭ জানুয়ারি) সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের জাতীয় নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে দলীয় প্রতীক ও স্বতন্ত্র থেকে মহিলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

#জাতীয়_সংসদ_নির্বাচন
#জাতীয়_নির্বাচন #নির্বাচন

03/01/2024

আধুনিক কৃষিযন্ত্র উৎপাদন যুগে বাংলাদেশ✅Agricultural machinery

বছর তিনেক আগে #কভিড-১৯ #মহামারির কারণে হাওরসহ সারাদেশে ধানকাটা শ্রমিকের ব্যাপক #সংকট দেখা দেয়। তখন সরকার সর্বোচ্চ ৭০ শতাংশ ভর্তুকিতে বিদেশ থেকে আনা কম্বাইন হারভেস্টার কৃষকদের মধ্যে বিতরণ করে।

ফলে হাওরে পানি আসার আগেই দ্রুত ধান কাটা সম্ভব হয়। যন্ত্রের সুফল পেয়ে সারাদেশে বেড়ে যায় এর চাহিদা।

03/01/2024

ঘরে বসেই জানা যাবে কে কোন এলাকার ভোটার✅Election 2024

‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’ চূড়ান্ত করে নির্বাচন কমিশন।

এর মাধ্যমে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্রের সব তথ্য। কোনো ভোটার তার হাতে থাকা মোবাইলে নির্বাচনী অ্যাপ লিখলেই এটা চলে আসবে।

03/01/2024

ভোটের ফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ✅Election Update

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়, উপকূল, হাওড় ও নদীবেষ্টিত দুর্গম এলাকার ভোটের ফলাফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১ জানুয়ারি ইসির উপসচিব বিষয়টি বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।

03/01/2024

সরকারি বিভিন্ন প্রকল্পে পাল্টে গেছে শেরপুর জেলার উন্নয়ন চিত্র ✅Development in Sherpur

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে জেলায় সওজ, এলজিইডি, জেলা পরিষদ ও চারটি পৌরসভার অধীনেই খরচ হয়েছে কয়েক হাজার কোটি টাকা।

02/01/2024

বিগত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ময়মনসিংহ জেলায়✅Development in Mymensingh

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের বিগত বছরগুলোয় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই বিভাগের।

আর বিভাগ ঘোষণা হওয়ার পর থেকে শুরু হয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নের আরো বেশি প্রতিযোগিতা। যা এখনো চলছে।

02/01/2024

ভোটের মাঠে থাকবেন আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট✅Election 2024

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নতুন করে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি ৮৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়।

02/01/2024

ঢাকার চারপাশে নির্মাণ করা হবে বৃত্তাকার অত্যাধুনিক রেলপথ

রাজধানীবাসীর যানজটের সমস্যা সমাধানে নানামুখী প্রচেষ্টার শেষ নেই। তার সঙ্গে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
ঢাকাকে ঘিরে বৃত্তাকার অত্যাধুনিক রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এর আওতায় নির্মাণ করা হবে ৭০ কিলোমিটার উড়াল ও ১০ কিলোমিটার পাতাল রেললাইন, এর মাধ্যমে পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।

01/01/2024

আইনশৃঙ্খলা বাহিনীর ১০ লাখ সদস্য নির্বাচনের মাঠে ✅Election 2024

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে র্যাব ও বিজিবি। গত শুক্রবার থেকে রাজধানীসহ সারা দেশে মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র্যাব ও বিজিবি ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবে।

01/01/2024

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে : রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে ✅

বর্তমান সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ । ঢাকার যানজট নিরসনে এটিই হচ্ছে সরকার গৃহীত সবচেয়ে বড় প্রকল্প।

31/12/2023

৭ জানুয়ারি-‘আমার ভোট আমি দেব, দেখে-শুনে-বুঝে দেব’✅Election 2024

তরুণ হিসেবে এবারই প্রথম ভোট দেবেন?
জেনে রাখুন-
•ভোট আপনার সাংবিধানিক অধিকার
•ভোট দেওয়া দেশের প্রতি আপনার কর্তব্য
•ভোট প্রদানের মাধ্যমে আপনি অংশ নিচ্ছেন সরকার গঠনে

30/12/2023

এক মাসে রিজার্ভ বাড়ল ২ বিলিয়ন ডলার✅

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পাশাপাশি বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা মাসের শুরুতে ছিল ১৯ বিলিয়ন।

ফলে এক মাসের ব্যবধানে দুই বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ বেড়েছে।

30/12/2023

শেরপুরে বড় ভূমিকা রাখবে নতুন ভোটার✅Election 2024

ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সীমান্তবর্তী জেলা ময়মনসিংহের শেরপুর। জেলায় সংসদীয় আসন কম হওয়ায় প্রার্থীও কম।

৩টি আসনে এখানে প্রার্থী ১৫ জন। নৌকা-লাঙ্গল-স্বতন্ত্রের পাশাপাশি প্রতিটা আসনেই প্রার্থী দিয়েছে ছোট ছোট দলগুলো। প্রার্থী-সমর্থকদের পদচারণা ও নির্বাচনী প্রচারণায় এই জনপদ এখন মুখরিত। জনপ্রিয় বিভিন্ন গানের সুরে কথা বসিয়ে প্রার্থীর জন্য ভোট চেয়ে চলছে মাইকিং।

30/12/2023

দেশের ১৬ জেলায় হবে নতুন ২২ লাখ কর্মসংস্থান✅New Employment

পদ্মা সেতু বদলে দিয়েছে বেসরকারি বিনিয়োগের গতিপথ। ঢাকা ও চট্টগ্রামের বাইরে উদ্যোক্তাদের নজর এখন দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে।

আগামী এক দশকে দক্ষিণাঞ্চলের ১৬ জেলায় ২২ লাখ কর্মসংস্থান হবে। বেসরকারি বিনিয়োগ বাড়াতে তৈরি করা হচ্ছে পাঁচটি অর্থনৈতিক অঞ্চল।

29/12/2023

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জিরো টলারেন্সে প্রশাসন ✅Elections2024

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জিরো টলারেন্স নীতি নিয়েছে প্রশাসন।

এ জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোনো ধরনের পক্ষপাতিত্ব না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এসিল্যান্ড, ইউএনও বা ডিসিসহ যে কোনো পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

29/12/2023

নির্বাচনে অংশ না নেওয়ায় আত্মগোপনে বিএনপির বহু নেতা✅

দলের বেশিরভাগ নেতা নির্বাচনে অংশ নিতে চাইলেও শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি #বিএনপি।

তারেক রহমানের নির্দেশেই #বিএনপির এ সিদ্ধান্ত। তবে দলের এ সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি অধিকাংশ কেন্দ্রীয় নেতাসহ তৃণমূল নেতাকর্মীরা। #বিএনপির চলমান #আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নেই তাদের।

28/12/2023

বিদেশে ১৩ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থান✅Employment

বিদেশে জনশক্তি রফতানির পালে হাওয়া লেগেছে। বর্হিবিশ্বের কর্মসংস্থানে সুদিন ফেরায় এখাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হচ্ছে। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রফতানিতে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে।

অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে গত জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৩ লক্ষাধিক নারী পুরুষ কর্মী ইউরোপসহ বিভিন্ন দেশে চাকরি লাভ করেছে। এর মধ্যে শুধু সউদীতেই গেছে প্রায় সাড়ে ৪ লাখ।

#কর্মসংস্থান #ইউরোপ

27/12/2023

২০৩০ সালের মধ্যে বৃক্ষাচ্ছাদিত ভূমি হবে ২৫ শতাংশ ✅

আগামী ২০৩০ সালের মধ্যে দেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ ২৫ শতাংশ এবং বনাচ্ছাদনের পরিমাণ ১৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

২০১৫ সালের ভূ-উপগ্রহ চিত্র বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২.৩৭ শতাংশ এবং বনাচ্ছাদনের পরিমাণ দেশের ভূমির আয়তনের ১৪.১ শতাংশ।

27/12/2023

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যত সুবিধা ✅ Third Terminal ✅ Shahjalal Airport

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরর তৃতীয় টার্মিনালের একাংশের উদ্বোধন করা হয়েছে গত ৭ অক্টোবর ২০২৩।

বিমানবন্দরে তিন তলাবিশিষ্ট তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য থাকছে আধুনিক সুযোগ-সুবিধা। এর নকশা করেছেন স্থপতি রোহানি বাহারিন।


27/12/2023

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে দ্বাদশ সংসদ নির্বাচন ✅ Stand For Fair Election In BD

বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনী আবহ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের উৎসাহের অন্ত নেই।

আগামী ৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে এবার নির্বাচনে অংশ নিচ্ছে ৩০টি দল।

27/12/2023

আপনার ভোট আপনার আমানত

ভোটাধিকার প্রয়োগ
একজন নাগরিকের নৈতিক দায়িত্ব


27/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন
১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার নতুন ভোটার

জীবনের প্রথম ভোট আপনার পছন্দেই হোক


26/12/2023

✅ পাঁচ মাসে ১৫ হাজার ২৮০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ || Agricultural credit

সরকার খাদ্য উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশের কৃষি খাতে ঋণ বাড়িয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক।চলতি অর্থবছরে খাতটিতে ৩৫ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যাংক, যা এর আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।

এ বছরের নভেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ৪৩ দশমিক ৬৬ শতাংশ বা ১৫ হাজার ২৮০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।

#কৃষি #ব্যাংক

25/12/2023

✅ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর

বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চায়। শান্তিপূর্ণ পরিবেশে রাজনীতি করার অধিকার সবার আছে।

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে সরকারের পক্ষ থেকেও। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা।

নেত্রকোণার দুর্গাপুরেবড়দিন পালিত
25/12/2023

নেত্রকোণার দুর্গাপুরে
বড়দিন পালিত

Address

Sadar
Netrakona
2400

Alerts

Be the first to know and let us send you an email when Daily Netrokona-দৈনিক নেত্রকোণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Netrokona-দৈনিক নেত্রকোণা:

Videos

Share

Nearby media companies