Freelancing54

Freelancing54 Thanks for stay with

11/07/2024
ফ্রিল্যান্সিং হল তোমার জীবনের একটি বেস্ট ক্যারিয়ার। যদি তুমি সঠিক গাইড লাইনের মাধ্যমে সফল হতে পারো।
05/06/2023

ফ্রিল্যান্সিং হল তোমার জীবনের একটি বেস্ট ক্যারিয়ার। যদি তুমি সঠিক গাইড লাইনের মাধ্যমে সফল হতে পারো।

ফ্রিল্যান্সিং শুরু করার আগে জানতে হবে ফ্রিল্যান্সিং কি?......ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা বা রিমোট জব। কোন একটি প্রতিষ্ঠ...
31/05/2023

ফ্রিল্যান্সিং শুরু করার আগে জানতে হবে ফ্রিল্যান্সিং কি?......
ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা বা রিমোট জব। কোন একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা-কে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ফিল্যান্সিং পেশার মাধ্যমে যে কোন প্রচলিত চাকরির চাইতে অনেক বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।

25/05/2023

শুরুটা হয়েছিল শূন্য হাতে, কিন্তু আজকে কোটি টাকা বেতন দেয় শুধুমাত্র তার কর্মচারীদের।

আজকে ফ্রিল্যান্সিং এই শব্দ টা বেকারত্ব নামক ভয়ংকর জীবন পরিবর্তন করে দিয়েছে।

যারা একটা সময় জব খুজতো তারা এখন মানুষকে জব করার সুযোগ করে দেয় দেয়।

     তার বয়স সর্বাধিক 23 বা 24। তাকে ব্র্যান্ডেড শার্ট, জিন্সে ভাল দেখায়। একটি বিখ্যাত ব্র্যান্ডের ম্যাকবুক ও ল্যাপটপ ...
23/05/2023



তার বয়স সর্বাধিক 23 বা 24। তাকে ব্র্যান্ডেড শার্ট, জিন্সে ভাল দেখায়। একটি বিখ্যাত ব্র্যান্ডের ম্যাকবুক ও ল্যাপটপ বহন করে। আর এসবই তিনি নিজের উপার্জন দিয়ে কিনেছে ।

যে বয়সে তার লেখাপড়া শেষ করার কথা বা চাকরি খোঁজার কথা, এ বয়সে সে কীভাবে এমন স্বাধীন জীবন যাপন করছে? কারন সে একজন ফ্রিল্যান্সার। এখন তার মতো অনেক যুবক দেশের ভেতরে বেকার ঘুরতেছে ,কারণ তারা চাকরি পাচ্ছে না।এদিকে আবার তার মত অনেক যুবক দেশের ভেতরে থেকে অনেক ডলার আয় করছে । কারণ তারা একেক জন, এক একটা ফ্রিল্যান্সার ।

অনেকেরই মাসিক আয় এক হাজার ডলার বা তারও বেশি।

একজন ফ্রিল্যান্সার হলেন এমন একজন যিনি একজন ফ্রি এজেন্ট। তারা 5/10টি কাজের মধ্যে
সীমাবদ্ধ নয়। তারা যেকোন জায়গা থেকে কাজ করতে পারে সেটা তাদের বাড়ি হোক বা অন্য কোথাও। এটির জন্য শুধু আপনার নিজস্ব কিছু দক্ষতা ও ল্যাপটপ বা কম্পিউটার এছাড়াও মোবাইলের মাধ্যমেও কাজ করতে পারবেন এর জন্য শুধু উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

(আপনিও পারেন কার মত একজন সফল ফ্রিল্যান্সার হতে।)

🔸ফিল্যান্সিং এর মধ্যে যে সেক্টরগুলো আছে প্রায় সবগুলোর সেক্টর থেকেই ইনকাম করা যায় কিন্তু ইনকামটা করার জন্য প্রতিটা বিষয় শ...
11/05/2023

🔸ফিল্যান্সিং এর মধ্যে যে সেক্টরগুলো আছে প্রায় সবগুলোর সেক্টর থেকেই ইনকাম করা যায় কিন্তু ইনকামটা করার জন্য প্রতিটা বিষয় শিখতে হবে ধৈর্য্যসহকারে। আজকে আমি যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হলো গ্রাফিক্স ডিজাইন,ডিজিটাল মার্কেটিং,ওয়েব ডেভেল ইত্যাদি।

🔸 গ্রাফিক্স ডিজাইন কাজ শিখে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা সম্ভব। এখানের মধ্যে সব কাজই হচ্ছে ডিজাইনের কাজ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সত্যিকার অর্থে অনেক ভালো ডিজাইন করতে পারে তারা কিন্তু কাজটা শিখে সামনের দিকে এগিয়ে যেতে পারে।

🔸 মার্কেটপ্লেসের মধ্যে গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড রয়েছে। এইখানে সব বড় পোজেক্টের কাজ হয়ে থাকে ছোট কাজ গুলো খুবই কম। Logo design, Banner design, social media post design, Facebook Cover photo design, Instagram design, Photoshop, Animation, Calender design etc. আমরা চোখের সামনে যে ডিজাইনগুলো দেখি সবই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে হয়ে থাকে।

🔸গ্রাফিক্স ডিজাইন কোর্সটি প্রফেশনালভাবে শিখানো হবে। এই কোর্সটি যারা করবে তাদের মধ্যে যারা মেধাবী থাকবে তাদের জন্য রয়েছে job এর সুযোগ। এই
কোর্সটি করতে অবশ্যই লেপটপ/ডেক্সটপ থাকতে হবে। যারা আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
#(f.c)

Address

Netrakona
Netrakona
2400

Telephone

+8801611077133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing54 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing54:

Videos

Share