Sharif Ahmod Megh

Sharif Ahmod Megh -উত্তম কিছু পেতে হলে অবশ্যই সালাত, দোয়া, ধৈর্যের পাশাপাশি হালাল ভাবে চেষ্টা করতে হবে..!🤲🙂🤲

Bainance
01/02/2025

Bainance

Claim your red packet! Invite more friends and get more red packets together with your friends!

চাচা 🙂পাতিল এতো সাজানো কেন? আর হেনা কোথায়? 😔
01/02/2025

চাচা 🙂
পাতিল এতো সাজানো কেন?
আর হেনা কোথায়? 😔

30/01/2025

আগে আত্মসম্মান তারপর আবেগ.!!😢

27/01/2025

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।😀

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।🙂

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই!'🥲

25/01/2025

🪷সুখী থাকার মূলমন্ত্র🪷

১. মনের মিল নেই যার সাথে, তাকে দূরে রাখো।

২. যেখানে কদর নেই, সেখানে যেও না।

৩. না বোঝা মানুষকে বোঝাতে যেও না।

৪. যা হজম হয় না, তা খেও না।

৫. সত্য বললে যে রেগে যায়, তাকে এড়িয়ে চলো।

৬. নিচে নেমে যাওয়া মানুষকে উঠাতে যেও না।

৭. সমস্যায় ভেঙে পড়ো না।

৮. অন্যের কষ্টে আনন্দ পেও না।

৯. বদলাতে থাকা মানুষকে সঙ্গ দিও না।

-বেশি পেয়ে আল্লাহ'কে ভুলে যাওয়ার চেয়ে, কম পেয়ে আল্লাহকে স্মরণ রাখা অতি উত্তম!🙂_–আলহামদুলিল্লাহ 🤲
15/01/2025

-বেশি পেয়ে আল্লাহ'কে ভুলে যাওয়ার চেয়ে, কম পেয়ে আল্লাহকে স্মরণ রাখা অতি উত্তম!🙂

_–আলহামদুলিল্লাহ 🤲

13/01/2025

☞আসন সংখ্যা সীমিত!
উপজেলা কমিউনিটি ই- সেন্টার এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার ৩/৬ মাস মেয়াদে জানুয়ারি টু জুন/2025 সেশনে ৫০টি আসনে ভর্তি চলছে!! ১২/০২/২০২৫ তারিখ থেকে ভর্তি নেওয়া হবে। ভতি চলোমান থাকবে ।

আমাদের ট্রেনিং সেন্টারের বৈশিষ্ট্য:
কোর্স সমূহঃ-
👉 Computer office Application (3/6 Month)
*MS Word *MS Excel *MS PowerPoint *MS Access database program *MS publish
👉 Database Programming
👉 & Development
👉 Hardware & Networking
সেন্টারের বিশেষ সেবা,
👉 (Land survey )
💗 ভোটার আইডি সংশোধন
💗 স্থানান্তর করা পর আইডি পাওয়ার আবেদন
💓 আইডি কার্ড হারিয়ে গেলে তার আবেদন
💓সকল আবেদন সমূহ-
➤প্রশিক্ষণ শেষে পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের উপজেলা থেকে সরকারি সনদ প্রদান ও বাংলাদেশ কারি গরি শিক্ষাবোর্ড কর্তৃক সাটিফিকেট/সনদ প্রদান।
➤ইন্টারনেট প্রশিক্ষণ এবং ফ্রি ওয়াই-ফাই সুবিধা।
➤ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ প্রদানসহ অতিরিক্ত প্রোগ্রাম বিষয়ে প্রশিক্ষণ।
➤ ফটোসপ, হার্ডওয়্যার ও সফটওয়্যারসহ অন্যান্য বিষয় প্রশিক্ষণ।
➤ট্রেনিং সেন্টারটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ।
➤মেয়েদের জন্য রয়েছে আলাদা ব্যাচের সুবিধা।
➤প্রতি কম্পিউটারে একজন প্রশিক্ষণার্থী।
➤ গরীব মেধাবী পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
➤দেড় থেকে দুই ঘন্টা প্রশিক্ষণ।
➤এছাড়াও রয়েছে অন্যান্য সুবিধা।

বি: দ্র:
➤ভর্তির যোগ্যতা সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস,,,,।


✆বিস্তারিত জানতে যোগাযোগ করুন: উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার (বর্তমান নির্বাচন অফিস সংলগ্ন), পুরাতন উপজেলা প্রশাসনিক ভবন ৩য় তলা পত্নীতলা, নওগাঁ । মোবাইল: ০১৩১৭৪৪৪৫৪১
/01580494740

চোখ আর কপালের সম্পর্ক - বড্ড অদ্ভুত; চোখে যেটা ভালো লাগে - কপালে সেটা থাকে নাহ.."!😔💔__🥲☞2020☜🥲
11/01/2025

চোখ আর কপালের সম্পর্ক - বড্ড অদ্ভুত; চোখে যেটা ভালো লাগে - কপালে সেটা থাকে নাহ.."!😔💔
__🥲☞2020☜🥲

31/12/2024

-তোমাকে ভালোবাসার এটাই আমার শেষ ডিসেম্বর!
-২০২৫ এ তোমার দিকে ফিরেও তাকাবো না..!🤝🫵🥲

23/12/2024

-চোখ আর কপালের সম্পর্ক - বড্ড অদ্ভুত; চোখে যেটা ভালো লাগে - কপালে সেটা থাকে নাহ"!♥️🥲

20/12/2024

আয়না দেখার বাহানায়

আমি প্রতিনিয়ত দেখে আসি নিজের

হতাশা ভরা মুখটা!🙂

17/12/2024
07/12/2024

৭৫০ টাকা'তেও সংসার চলে....🙂
তুমি আমায় বেকারত্বের অজুহাত দেখাও...😆

24/11/2024

মানুষকে দোষ দিয়ে কি করবো; কথায় আছে না অভাগা যেদিকে'ই যায় সাগর'ও নাকি শুকিয়ে যায়!🙂

জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছু না। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর...
15/11/2024

জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছু না। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসা রটালে ধৈর্য, কেউ চরিত্রের উপর আঙুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটা জরুরী। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোন উপায় নেই। যে যত বেশী ধৈর্যশীল জীবন তার জন্যে তত বেশী সহজ.!!

11/11/2024

অভিনন্দন - BOSS-💐💐
- ৯৮ বলে ৯৮ -রান 🏏
( মাহমুদউল্লাহ রিয়াদ)

অল্প ভুলেই মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরে ও মহান আল্লাহ ক্ষমা করে দেন..!♥️--(সুবহানআল্লাহ)🤲
08/11/2024

অল্প ভুলেই মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরে ও মহান আল্লাহ ক্ষমা করে দেন..!♥️
--(সুবহানআল্লাহ)🤲

ইয়া আল্লাহ. অতিরিক্ত কোন কিছুই চাই না, যতটুকু হলে, জীবনটা সুন্দর হয়, আমাকে ততটুকু দান করুন..!🤲
01/11/2024

ইয়া আল্লাহ. অতিরিক্ত কোন কিছুই চাই না, যতটুকু হলে, জীবনটা সুন্দর হয়, আমাকে ততটুকু দান করুন..!🤲

Address

Takipur Bamoil Patnitala
Nazipur
6540

Alerts

Be the first to know and let us send you an email when Sharif Ahmod Megh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share