Sharif Ahmod Megh

Sharif Ahmod Megh এক চোখে ক্যারিয়ার..🙂

অন্য চোখে পরিবার........😔

তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখবার..🥲

হুট করে যাদের দাম বেড়ে যায় তারা আসলে মানুষ না, তারা পেঁয়াজ!
19/12/2023

হুট করে যাদের দাম বেড়ে যায় তারা আসলে মানুষ না, তারা পেঁয়াজ!

খাই দাই  দিবসের শুভেচ্ছা.. 😋👌😍
16/12/2023

খাই দাই দিবসের শুভেচ্ছা.. 😋👌😍

16/12/2023

মজুরি নেই,
ওভার টাইম নেই,
ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই । নিঃস্বার্থভাবে সারা জীবন শ্রম দেওয়া মানুষ টা কে ?🙂

15/12/2023

দাদির মোবাইল সাইলেন্ট হয়ে গেছে! 🔇

এখন রিংটোন কেনার জন্য দাদির কাছ থেকে ৫০ টাকা নিলাম, এমবি কিনতে যাচ্ছি!'😻

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি :-২০২৩
14/12/2023

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি :-২০২৩

11/12/2023

গতকাল কয়েক কেজি পেঁয়াজ কিনে রাখলে আজকে আমি কোটিপতি হতে পারতাম 🤟😎

আসসালামু আলাইকুম_👇ছোট বাচ্চার জন্য গলার মধ্যে অপারেশন হচ্ছে অনেক টাকার প্রয়োজন সবাই বাঁচাতে এগিয়ে আসুন.🙏🙏 দীর্ঘ ৮/৯ মা...
10/12/2023

আসসালামু আলাইকুম_👇

ছোট বাচ্চার জন্য গলার মধ্যে অপারেশন হচ্ছে অনেক টাকার প্রয়োজন সবাই বাঁচাতে এগিয়ে আসুন.🙏🙏
দীর্ঘ ৮/৯ মাস ধরে ছোট বাচ্চাটি গালের অপারেশনের জন্য কষ্ট পাচ্ছে ।তার মা-বাবা যেটুকু সম্ভল ছিল সব টাকা খরচ হয়ে গেছে। এখন তারা প্রায় নিঃস্ব। টাকার অভাবে বহুদিন ধরে চিকিৎসা বন্ধ হয়ে আছে।
এক মা বাবার এক ছেলে। তাঁকে নিয়ে সব স্বপ্ন। সবই আল্লাহ্‌র ইচ্ছা।
আমাদের ভাই এবং ছেলে হিসেবে আমরা এগিয়ে আসলে ইনশা-আল্লাহ ভাই টির চিকিৎসা হয়ে যাবে।বাকিটা আল্লাহ্‌র ইচ্ছা।
কেউ ভাই টিকে সহযোগিতা করতে চাইলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে সরাসরি সহযোগিতা করার জন্য অনুরোধ রইলো।
ঠিকানা: ঠিকানা পেকুয়া গোয়াখালী ওয়ার্ড, বিমান বন্দর পাড়া, চকরিয়া কক্সবাজার।
বিশেষ প্রয়োজন এ যোগাযোগ এবং সহযোগিতা পাঠানোর মাধ্যম:
01610105196(বিকাশ ও নগদ )
01610105196 ( বিকাশ ও নগদ )
সবাই যার যার সাধ্য মত ৩০/৫০/১০০০ টাকা করে এগিয়ে আসি।
বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে শিশু বিভাগে আছেন।
***মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানে বলিয়ান হয়ে সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইলো।
সবাই ভাই টির জন্য দোয়া করবেন।সবার সুস্থতা কামনা করছি।

যে_যত_টুকু_টাকা_দিয়ে_সহযোগিতা_করুন।

09/12/2023

বাবার দিকে তাকিয়ে ভাবি একটা মানুষ কিভাবে এতো কিছু Sacrifice করতে পারে..🙂🥲

08/12/2023

বাংলার নতুন ঋতু শীর্ষা।
এই ঋতুতে এখন সবাই খিচুড়ি দিয়ে ভাপা পিঠা খাবেন। okk..👍

07/12/2023

Ex কে নিয়ে একটা অভিযোেগ..😎

06/12/2023

মানুষ ডিসেম্বর নিয়ে এতো পরিমান লাফাইতেছে,মনে হয় জীবনে প্রথম ডিসেম্বর মাস দেখছে.. 🤒

মানিয়ে নিতে নিতেই জীবন শে'ষ..!🙂💔
03/12/2023

মানিয়ে নিতে নিতেই জীবন শে'ষ..!🙂💔

30/11/2023

কিসের অভাব..?💁‍♂️

30/11/2023

। 🔖বানান: (১০-৪৫ তম বিসিএস)🔖

০১। শুদ্ধ বানান কোনটি - মুমূর্ষু। [১০ম, ২১তম]
০২। কোনটি শুদ্ধ - সৌজন্য। [১১তম]
০৩। কোন বানানটি শুদ্ধ - পাষাণ। [১২তম]
০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ -হাতি/ হাতী। [১৩তম]
০৫। কোন বানানটি শুদ্ধ - বিভীষিকা। [১৪তম]
০৬। শুদ্ধ বানান নির্দেশ কর - মুহুর্মুহু। [১৫তম]
০৭। কোন বানানটি শুদ্ধ - সমীচীন। [১৮তম]
০৮। কোন বানানটি শুদ্ধ - শুশ্রুষা। [২০তম]
০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান - আষাঢ়। [২০তম, ২৪তম]
১০। কোন বানানটি শুদ্ধ - শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন - স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।[২৩তম]
১২। কোনটি শুদ্ধ বানান - দ্বন্দ্ব। [২৫তম]
১৩। কোন বানানটি শুদ্ধ - নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
১৪। কোন বানানটি শুদ্ধ - আকাঙ্ক্ষা। [৩১তম]
১৫। কোন বানানটি শুদ্ধ নয় - উর্ধ্ব (শুদ্ধ - ঊর্ধ্ব)। [৩৩তম]

বাংলাদেশ আওয়ামী লীগ।
26/11/2023

বাংলাদেশ আওয়ামী লীগ।

25/11/2023

পরীক্ষা আমি একা দিছি রেজাল্ট ও আমি একাই দেখবো..🤫

24/11/2023

ভাগ্যিস কলেজের রেজাল্ট টা টিভিতে দেখায় না..!🧐🙃

23/11/2023

বেতন যত বেশি বউ তত ফর্সা..!👌😁

21/11/2023

—একসময় জনপ্রিয় ছিলো কটকটি!
আর এখন টিকটক..🧐

–সময় পাল্টাইছে আর বানানও উল্টাইছে..😉

20/11/2023

𝖣𝗋𝖾𝖺𝗆 𝖢𝗈𝗎𝗇𝗍𝗋𝗒..!💖

19/11/2023

-নিঃসন্দেহে আমরা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মূহুর্তগুলো "প্রাইমারি"" স্কুলে কাটিয়েছি..!💖🌹

18/11/2023

–২০২৩ সালে কী হারিয়েছেন..?🙂

17/11/2023

-Moye Moye এর দিন শেষ...🫵

-just looking like a wow এর বাংলাদেশ...👊😉

16/11/2023

-রাসুল ﷺ বলেন,

যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে, ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক (জরুরি) হয়ে যায়।

(বায়হাকি, ৭৬৪৩)

15/11/2023

বেকিং নিউজঃ-🕦

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নিবার্চনের তারিখ :৭ জানুয়ারি ২০২৪ (রোববার)

ভোট গ্রহণের সময় :সকাল ৮টা থেকে বিকাল ৪টা

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় :৩০ নভেম্বর ২০২৩

মনোনয়নপত্র বাছাই হবে :১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় :১৭ ডিসেম্বর ২০২৩

প্রতীক বরাদ্দ :১৮ ডিসেম্বর ২০২৩

ভোট হবে ব্যালটে।

15/11/2023

🔖যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দিবেন তাদের জন্য সাজেশন 🔖
✍️ ২৫ -৪৫তম বিসিএস পর্যন্ত বার বার রিভিশন দিন ব্যাখ্যা সহ।
✍️ বিগত বছরের প্রাইমারি প্রশ্ন (২০১৮-২২) রিভিশন দিন।
✍️নিবন্ধন এর ১৪,১৫,১৬,১৭ বার বার রিভিশন দেন।
✍️ ২৩ সালে আসা বিগত প্রশ্ন জব সলিউশন থেকে পড়ে ফেলুন।
✍️ মুক্তিযুদ্ধ এ টু জেড পড়ুন।২-৩ মার্ক থাকেই।
✍️ বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক (রবীন্দ্রনাথ, নজরুল,মীর মোশাররফ হোসেন, বঙ্কিম, মধুসূদন,সৈয়দ শামসুল হক,ওয়ালীউল্লাহ,বেগম রোকেয়া,পঙক্তি, গুরুত্বপূর্ণ জন্মসাল) পড়ুন
✍️ ইংরেজি substitution, vocabulary বিগত বছরের ভালো করে পড়ুন।
✍️ বাংলা ব্যাকরণ এ বানান, শুদ্ধিকরণ, বিভিন্ন প্রকার বিদেশী শব্দ, সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, শব্দ, ধ্বনি, অনুসর্গ, অনুবাদ ভালো করে দেখবেন।
✍️আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ ঘটনা দেখবেন।
✍️সাম্প্রতিকের জন্য বেশি প্যারা নাই,পরিক্ষার আগে ২-৩ দিন পড়বেন গুরুত্বপূর্ণ গুলা।

14/11/2023

-আপনার জীবনের বিশেষ একটা তারিখ..??🤔

12/11/2023

#সাধারণ_জ্ঞান ১ মার্ক কমন

১. প্রশ্ন : ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?
উত্তর : ম্যাস র‍্যাপিড ট্রানজিট।

২. প্রশ্ন : মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী ?
উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।

৩. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২৬ জুন ২০১৬।

৪. প্রশ্ন : প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?
উত্তর : ২০ দশমিক ১০ কিলোমিটার।

৫. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

৬. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : দিল্লি মেট্রোরেল করপোরেশন।

৭. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?
উত্তর : ২১ দশমিক ২৬ কিলোমিটার।

৮. প্রশ্ন : মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?
উত্তর : ১৬।

৯. প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশনসংখ্যা হবে কত?
উত্তর : ১৭।

১০. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?
উত্তর : ১৯ জুলাই ২০২২।

১১. প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে—
উত্তর : উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।

১২. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্প প্রথমে ছিল—
উত্তর : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।

১৩. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?
উত্তর : ১ দশমিক ১৬ কিলোমিটার।

১৪. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।

১৫. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?
উত্তর : ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।

১৬. প্রশ্ন : সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?
উত্তর : ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।

১৭. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?
উত্তর : ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা।

১৯. প্রশ্ন : এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?
উত্তর : ১৮ ডিসেম্বর ২০১২।

২০. প্রশ্ন : প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?
উত্তর : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

২১. প্রশ্ন : মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?
উত্তর : ২৯ নভেম্বর ২০২১!

12/11/2023

বতর্মানে ১ জিবি এমবি কিনা আর আগেরকার দিনের ৫ শতাংশ জমি কিনা সমান! 🫡

11/11/2023

কত রান ভাই? আম্মু স্টার জলসা দেখতেছে!🙂

09/11/2023

🕟আজ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু; আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

🚀আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে -

১। সকল সার্টিফিকেট/মার্কশিটের ফটোকপি।
২। পাসপোর্ট সাইজের ছবি।
৩। জাতীয় পরিচয়পত্রের কপি (উভয় পাশের)।
৪। বর্তমান & স্থায়ী ঠিকানা
৫। স্বাক্ষর।
৬। একটি সচল মোবাইল নাম্বার।
৭। E-mail ID
৮। কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে- মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ট্রেনিং ইত্যাদি থাকলে উল্লেখ করতে হবে।
৯। পদের নাম। ( যে পদে আবেদন করতে চান)
১০। পরীক্ষা কেন্দ্রের নাম (যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান)।

08/11/2023

পরিক্ষার খাতায় চিত্র অঙ্কন করতে না পেরে লিখে দিয়ে এসেছি, “Use data to see photos” !'🙂

06/11/2023

- নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে চাই।🫡

-কোন গাছের নিচে বসতে হবে পরামর্শ দিন.! 🫣😊

04/11/2023

💥বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________
✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon)
__________________________

📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃঃ
________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে।

📌তবে স্কুল পর্যায়-২ এর জন্য আলিম/এইচএসসি পাশে আবেদন করা যাবে।

📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________

NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২টি পর্যায়ে হয়ে থাকে। একটি স্কুল পর্যায়ে অন্যটি কলেজ পর্যায়ে।

এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃঃ
____________________________

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয়বস্তু নম্বর বন্টনঃঃ
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান ২৫
___________________
মোট - ১০০

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।

📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________

💥বাংলা – ২৫
_____________

১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২)বাগধারা ও বাগবিধি

৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪)যথার্থ অনুবাদ

৫)সন্ধি বিচ্ছেদ

৬)কারক বিভক্তি

৭)সমাস ও প্রত্যয়

৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯)বাক্য সংকোচন

১০)লিঙ্গ পরিবর্তন

💥ইংরেজি – ২৫
______________

1) Sentences

2)Translation from Bengali to English

3)Change of Parts of Speech

4)Right forms of verb

5)Fill in the blanks with appropriate word

6)Transformation of sentences

7)Synonyms & Antonyms

8)Idioms & Phrases

📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

💥সাধারণ গণিত – ২৫
___________________

১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

💥সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

📌📌সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

📌📌শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।❤️❤️

✍️সৌজন্যেঃ মোঃশরিফ আহম্মেদ(মেঘ)।
______________________________

*** ১৮তম শিক্ষক নিবন্ধন ২০২৩ এর সার্কুলার হয়েই গেল!

মনে রাখবেন,
** ৩ ধাপে হবে এবারের ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা! (প্রিলি,রিটেন ও ভাইভা)

** আবেদন শুরু: ৯ নভেম্বর এবং
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ।

04/11/2023

-ছোট ভাইকে দুইটা থাপ্প'ড় দিয়ে জিজ্ঞেস করলাম তুই আজ স্কুলে যাসনি কেন..?😠

সে আমাকে জুতা দিয়ে চারটা বাড়ি দিয়ে বললো 'আজ শনিবার স্কুল বন্ধ'। 🥲😁

02/11/2023

রাত জাগা মানুষগুলই যানে সে রাতের অনুভূতি কেমন...!🙂

01/11/2023

কবুল,কবুল, কবুল 🙈🙈🙈🙈

ভয় নেই বিয়ে হয় নি 🤭

উপরে একটা বানান ভুল হয়েছে...🤔
😜🤣
6 বার কবুল বলে ফেলেছো 😁😁 এত শখ বিয়ে করার😂😂
যাও আমি বিয়ে করব না কারন আমি এখনো পিঁচ্চিঁ 🙂🥀

30/10/2023

MB - Wifi - Free
😭 - ❤️ - 😁

28/10/2023

-প্রথম প্রেম কত দিন ছিল..!😉

22/10/2023

Miss-মাঝেমধ্যে নিজের NID কার্ডের ছবিটা মনযোগ দিয়ে দেখো..

রূপের অহংকার দমিয়ে রাখো।🙂

Address

Takipur Bamoil Patnitala
Nazipur
6540

Alerts

Be the first to know and let us send you an email when Sharif Ahmod Megh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share