NazipurDarpon24.com

NazipurDarpon24.com this is a online based news portal

নওগাঁ -২ আসনে নির্বাচন উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার পত্নীতলা - ধামরইহাট উপজেলা সাধারণ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন
05/02/2024

নওগাঁ -২ আসনে নির্বাচন উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার পত্নীতলা - ধামরইহাট উপজেলা সাধারণ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন

জরুরি রক্তের প্রয়োজন 🔴রক্তের গ্রুপ: বি নেগেটিভ  💉রক্তের পরিমাণ:  ২ব্যাগ রোগীর সমস্যা:  রক্তশূন্যতা ও শারিরীক দূর্বলতা 🏥র...
09/09/2021

জরুরি রক্তের প্রয়োজন
🔴রক্তের গ্রুপ: বি নেগেটিভ
💉রক্তের পরিমাণ: ২ব্যাগ
রোগীর সমস্যা: রক্তশূন্যতা ও শারিরীক দূর্বলতা
🏥রক্তদানের স্থান: নজিপুর, ন‌ওগাঁ।
☎যোগাযোগ;ঃ01713762866 / ০১৭১৩৯৩৬৯৬১

this is a online based news portal

https://seradesh.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9...
12/07/2021

https://seradesh.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a7%e0%a6%ae-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c/

নওগাঁর পত্নীতলায় দীর্ঘদিন বন্ধের পরে (কোভিড -১৯) ১ম ডোজের টিকাদান কর্মসূচী চালু হয়েছে।   সোমবার ( ১২ জুলাই) সকালে উপ....

https://www.padmatimes24.com/ancholik/365016/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0...
10/07/2021

https://www.padmatimes24.com/ancholik/365016/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA/

মাসুদ রানা,পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২প্রকল্পের অধীনে ১মও২য় পর্যায় র্নিমিত/র্নিমানা...

https://www.padmatimes24.com/ancholik/363656/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0...
04/07/2021

https://www.padmatimes24.com/ancholik/363656/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7/

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় অতিমারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে প্রশাসন, পুলিশ, সেনা বাহিনী, বি...

পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নওগাঁয় সাংবাদিকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি।সম্প্রতি নওগাঁর মান্দা থানা পুলিশের বির...
01/07/2021

পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নওগাঁয় সাংবাদিকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি।

সম্প্রতি নওগাঁর মান্দা থানা পুলিশের বিরুদ্ধে থানার গ্যারেজে ফেন্সিডিল ও চুরির প্রবণতা বেড়ে যাওয়া নিয়ে সংবাদ প্রকাশ করে সাংবাদিক আব্বাস আলী। তিনি একটি জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কাজ কর্মরত। তিনি নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি। পুলিশ প্রশাসন ক্ষিপ্ত হয়ে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে হয়রানির অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে শঙ্কায় রয়েছেন। এমন পরিস্থিেিত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক আব্বাস আলী ও তার পরিবার।

জানা গেছে, গত ২৬/১০/২০ ইং তারিখে মান্দা থানায় অফিসার ইনচার্জ ( ওসি ) হিসেবে থানায় যোগদান করেন শাহিনুর রহমান। যোগদানের পর গত আট মাসে প্রায় ২০টি গরু চুরি, দোকান ঘর ও ফসলের মাঠ থেকে শ্যালোমেশিন চুরির প্রতবণতা বেড়ে যায়।

এছাড়া থানা চত্বরের ভেতরে পশ্চিম পাশে ওসির বাসভবনের গা ঘেঁষে পূর্ব পার্শ্বে মোটরসাইকেল গ্যারেজে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলের স্তুপ পড়ে ছিল। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থানার ভিতরে ফেন্সিডিলের বোতলগুলো স্তুপ হয়ে পড়ে জমে ছিল। গত ১৪জুন জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে দুইটি সংবাদ প্রকাশ হয়। এরপর থেকে সাংবাদিক আব্বাস আলীকে সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। থানার কর্তা ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসানোর অপচেষ্টা করা হচ্ছে।

গত ৬/১/২১ তারিখে সাংবাদিকের চতুর্থ ভাই উপজেলার ভারশোঁ গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী লাবনী আক্তার (২৫) ঘুমন্ত অবস্থায় মারা যায়। অস্বাভাবিক ভাবে মৃত্য হয়েছে বলে পুলিশ ময়নাতদন্ত করে। গত একমাস আগে ময়নাতদন্তের প্রতিবেদন থানায় আসে। অথচ গত ২৯জুন এসআই আমিনুল ইসলাম ফোন করে ওই সাংবাদিকের ভাই আফাজ উদ্দিনসহ পরিবারের সকল সদস্যকে ১ ঘন্টার মধ্যে থানায় হাজির হওয়ার জন্য বলে। বিকেলে তার ভাই ইয়ানুছ আলী, আশরাফুল ইসলাম ও আফাজ উদ্দিন সহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে থানায় হাজির হয়। প্রতিবেদনে স্বাভাবিক মৃত্য বলে জানানো হলেও ১ লাখ টাকা দাবী করা হয়। অন্যথায় বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করা হবে বলে হুমকি দেয় এসআই আমিনুল ইসলাম।

এ ব্যাপারে আব্বাস আলীর ভাই আশরাফুল ইসলাম বলেন, এসআই আমিনুল ইসলাম ফোন দিয়ে আমাদের পরিবারের সবাইকে ১ ঘন্টার মধ্যে থানায় হাজির হতে বলেন। এর পর থানায় গেলে ময়নাতদন্তের প্রতিবেদন স্বাভাবিক বলে জানানো হয়। এছাড়া ১ লাখ টাকা না দিলে ওসি স্যার চুড়ান্ত প্রতিবেদন দিবে না বলে জানানো হয়। টাকা না দিলে প্রতিবেদনটি ভিন্ন করে ফাঁসানোর হুমকি দেয়া হয়। এরপর আমরা থানা থেকে চলে আসি। হুমকির ভয়ে বড় ভাই ইয়ানুছ আলী ফোনে পুলিশকে কিছু টাকা দিতে চেয়েছিল। তারপরও আমরা ২৫ হাজার টাকা দিতে চেয়েছি। কিন্তু এসআই জোরাজুরি করে এবং প্রতিবেদন যা হয় পাঠাবে বলে জানায়। ভয়ে আমার ছোট ভাই আফাজ উদ্দিন বাড়ি থেকে পালিয়ে আছে। ছোট ভাই আব্বাস আলী সাংবাদিক হওয়ায় বিষয়টি নিয়ে আমাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে সাংবাদিক আব্বাস আলী বলেন, ওসি যোগদানের পর থানায় চুরির প্রবণতা বেড়েছে। থানার মতো একটা নিরাপত্তা জায়গায় মোটরসাইকেলের গ্যারেজে ফেন্সিডিলের স্তুপ। এমন সংবাদ প্রকাশ করা হলে ওসি আমার ওপর ক্ষিপ্ত হয়ে যান। আমি ও আমার পরিবারের বিষয়ে তিনি খোঁজ খবর ও তথ্য সংগ্রহ করেন। যদিও আমার বিষয়ে কোন ধরনের মামলা বা অপ্রীতিকর কোন তথ্য তিনি পাননি। কিন্তু তারপরও ওসি আমাকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে ফাঁসানোর অপচেষ্টা করছেন। এখান থেকে আমি পরিত্রান পেতে চাই।

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ বলেন, জেলা পুলিশের একজন কর্তা ব্যক্তি যদি সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোর পরিকল্পনা করে তাহলে আমরা যাবো কোথায়। এর চেয়ে ঘৃনিত কাজ আর কি হতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যেন কোন সাংবাদিককে অকারনে হয়রানীর স্বীকার হতে না হয়।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, প্রতিবেদনে কোন ধরনের মন্তব্য পরিস্কার ভাবে না থাকায় নিহতের বাবা-মা সহ উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। তবে কোন ধরনের টাকা দাবী করার ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সম্পুর্ন মিথ্যা কথা এবং বানোয়াট। তাদের সাথে আমার কোন কথা হয়নি। তার ভাইয়ের ব্যাপারে আমি কাউকে ডাকিনি। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল। ওই বিষয়টা নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে সে যদি বলে থাকে হুমকি দিয়েছে সেটা সম্পূর্ন মিথ্যা কথা।

নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল বলেন, পুলিশ দূর্নীতির উর্ধ্বে নয়। যদি আব্বাস কোন ভুল সংবাদ করে থাকে তাহলে পুলিশের সুযোগ আছে পাল্টা প্রতিবাদ করার। কিন্তু মত প্রকাশের অধিকার দমানোর জন্য তাদের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা দিবে এটা নীতিগত ভাবে অন্যায়। এমন কর্মকান্ড যদি চলতে থাকে তাহলে পুলিশের বিরুদ্ধে আন্দোলন চলবে। #

19/11/2020
পত্নীতলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে প্রচার অভিযান ও পথসভা নওগাঁর পত্নীতলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে প্র...
10/10/2020

পত্নীতলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে প্রচার অভিযান ও পথসভা

নওগাঁর পত্নীতলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে প্রচার অভিযান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ অক্টোবর সকাল ১০টা নজিপুর বাসষ্ট্যান্ডে পত্নীতলা উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতা, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি পত্নীতলা এর আয়োজনে এ প্রচার অভিযানের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কোমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। পথ সভায় বক্তব্য রাখেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী, পৌর আওয়ামিলীগ সভাপতি ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর ইমার খান, অদম্য নজিপুর সংগঠনের রায়হান রেজা চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রবিউল ইসলাম, থানার এস আই নজরুল ইসলাম, অত্র সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
এসময় উপস্থিত সকলেই নিজে পাখি শিকার করবো না অন্যকে শিকার করতে দিবো না এই মর্মে শপথ বাক্য পাঠ করেন। বক্তরা পাখি এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

https://m.facebook.com/story.php?story_fbid=940177996468159&id=100014279018097
03/10/2020

https://m.facebook.com/story.php?story_fbid=940177996468159&id=100014279018097

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলায় চাল ও সবজির বাজার লাগামহীন ঘোড়ার মত বেড়েই চলছে। যার কারনে অব্যাহত দ...

24/09/2020

প্রাণ বাঁচাতে প্লাজমা দিলেন পত্নীতলার ওসি পরিমল

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য"এই স্লোগানকে বুকে ধারন করে নওগাঁ জেলা পুলিশের সুযোগ্য কর্ণধার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, পুলিশ সুপার নওগাঁ এর সার্বিক প্রচেষ্টায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তারের তত্ত্বাবধানে নওগাঁ জেলার করোনা যোদ্ধাগণ উক্ত সেলে প্লাজমা ডোনেট করার জন্য বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের বাসযোগে তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর উদ্দেশ্যে রওনা করেন।

নওগাঁ জেলার পুলিশের করোনা যোদ্ধাগণ এবার অন্যের জীবন বাঁচানোর জন্য তাঁরা নিজেদের শরীর থেকে প্লাজমা দিলেন। এদের মধ্যে পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তীও ছিলেন। উল্লেখ্য এ উপজেলার প্রথম করোনা আক্রান্ত হন ওসি পরিমল চক্রবর্তী ও পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান। পরে তারা সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

জানা যায় নওগাঁ জেলা পুলিশের ৪০ জন করোনা যোদ্ধা প্লাজমা দিতে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্লাজমা সেলে সকালে পৌঁছায় এবং প্লাজমা পরীক্ষা করেন । এদের মধ্যে ৮ জনের প্লাজমা অ্যান্টিবডি পাওয়া যায় সেই আটজনই প্লাজমা ডোনেট করেন ।

করোনাভাইরাস থেকে বাঁচার বিভিন্ন উপায় খোঁজ করে চলেছে সারা বিশ্বের মানুষ। এখনো পর্যন্ত এর ভ্যাকসিন ব্যবহার উপযোগী হয়নি, ট্রায়াল পর্যায়ে আছে। এই পরিস্থিতিতে ডাক্তারদের সবচেয়ে বিশ্বস্ত চিকিৎসা সহায়ক হল "প্লাজমা"। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার ১৪ দিন পরে সাধারনত আক্রান্ত ব্যক্তির শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হয়। এই আন্টিবডিই হতে পারে অন্য এক জন করোনা আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচানোর মহৌষধ।

ওসি পরিমল চক্রবর্তী জানান, প্লাজমা ডোনেট করার পর তার শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি তিনি সুস্থ আছেন এবং তিনি নিজ কর্মস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন।

মাসুদ রানা
পত্নীতলা প্রতিনিধিঃ
মোবাইল নং ০১৭১৩৯৩৬৯৬১
তাং ২৪.০৯.২০

https://www.jamunaprotidin.com/?p=77827
03/09/2020

https://www.jamunaprotidin.com/?p=77827

নওগাঁয় প্র‍স্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়টি পত্নীতলা উপজেলার নজিপুরে প্র‍তিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়....

পত্নীতলায় ইউএনও  সহ নতুন ৯জন মোট ৬৮ জন করোনায়  আক্রান্ত মাসুদ রানা, পত্নীতলা প্রতিনিধিঃনওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অ...
24/07/2020

পত্নীতলায় ইউএনও সহ নতুন ৯জন মোট ৬৮ জন করোনায় আক্রান্ত

মাসুদ রানা, পত্নীতলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার এবং ৪ স্বাস্থ্যকর্মী সহ ৯ জনের শরিরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা ৬৮ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন, মৃত্যু হয়েছে ১ জনের, রিপোর্ট আসতে বাকী ১৩ জনের।



নতুন আক্রান্তরা হলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার (৩৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রুহুল কুদ্দুস( ২৭), স্বাস্থ্য কর্মী এমদাদুল হক(৫২) , সাজেদুল (৪১) , মঞ্জরুল ইসলাম (৩৪)( ড্রাইভার) ।
হরিরামপুরের আবু বক্করের ছেলে রুহুল আমিন( ৪৫),আমাইর কামাড়পাড়ার ময়েনের ছেলে রাসেল মাহমুদ(২৫),হরিরামপুরের সাজেদুলের স্ত্রী রোমানা সাফিন( ৩২) হরিরামপুরের আব্দুস সাত্তারের মেয়ে লতা(২৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত ২১ জুলাই তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় তাদের রিপোর্ট আসে করোনা পজেটিভ।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রায় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার বলেন তার হালকা গলা ব্যথা ছিল এজন্য তিনি নমুনা দেন রেজাল্ট পজেটিভ আসে ।তিনি বর্তমানে সুস্থ আছেন তাঁর ও পরিবারের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন । সকলকে সাবধানে, নিরাপদে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন ।

১০দিনেও সন্ধান মেলেনি রাজমিস্ত্রী সরদার আসির উদ্দীনের মাসুদ রানা, পত্নীতলা  প্রতিনিধিঃনওগাাঁর  পত্নীতলা উপজেলা র মল্লিকপ...
23/07/2020

১০দিনেও সন্ধান মেলেনি রাজমিস্ত্রী সরদার আসির উদ্দীনের

মাসুদ রানা, পত্নীতলা প্রতিনিধিঃ

নওগাাঁর পত্নীতলা উপজেলা র মল্লিকপুর গ্রামের ছায়েফ উদ্দীন সরদারের ছেলে রাজ মিস্ত্রী সরদার আসির উদ্দীন সরদার (৪৫) গত ১৩ জুলাই থেকে তাকে খুজে পাওয়া যাচেছ না ।
থানা ও পরিবার সূত্রে জানা জায় গত ১৩ জুলাই বিকেল অনুমান ৫ টার সময় তার নিজ বাড়ী হতে মটর সাইকেল যোগে মাতাজীহাট এক জনের সঙ্গে দেখা করবে বলে বেড়িয়ে যান বাড়ীতে ফিরে না আসায় ঐ তারিখে রাত অনুমান ৮.৩০ টার সময় তার স্ত্রী তার ব্যবহিত মোবাইল নং ০১৭৫০-৭৩৩৮৪৩ এ কল করলে তিনি বলেন নজিপুরে আছি এখনি রওনা হবো , রাত ৯ টা বাজে বাড়ীতে আসে না এর পর অনুমান ৯.৩০ টায় আবার ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এর পর থেকে এখনো ফোন বন্ধ । পরের দিন ১৪ জুলাই সকাল অনুমান ৭.৩০ টায় পত্নীতলা থানাধীন নজিপুর – ধামউরহাট সড়কের মরাপুকুর কালাআবোর ব্রীজের মাঝামঝি তার ব্যবহিত মটর সাইকেল টি রাস্তার নিচে পাওয়া যায় । নিকট আত্বীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করে না পাওয়ায় থানায় একটি সাধারন ডায়েরী করেন তার ছেলে মো. আব্দুল কাদের জিডি নং ৪৯২ ।

তার ছেলে আব্দুল কাদের জানান তার বাবার সাথে কারো কোন শত্রুতা ছিল এমনটা তারা জানে না এবং পরিবারের কারো সাথে কোন ঝগড়া বিবাদ ও হয়নি এবং তিনি সুস্থ ছিলেন । বর্ননায় বলেন গায়ের রং- ফর্সা , মুখ মন্ডল - গোলাকার, উচ্চতা - অনুমান ০৫ ফুট , পরনে – খয়েরি রংয়ের পান্জাবী ও পায়জামা পড়া ছিল । তবে স্থানীয়রা বলছে এটি রহস্যজনক মটর সাইকেল আছে চালক নেই ।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) পরিমল চক্রবর্তী বলেন আমাদের অনুসন্ধান অব্যাহত আছে ,প্রযুক্তি ব্যবহার সহ আমরা সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার হলে পরিবার কে জানানো হবে ।

মাসুদ রানা,
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
তারিখ ২৩.০৭ ২০২০ইং
মোবাইল নং-০১৭১৩৯৩৬৯৬১

আত্রাই নদীতে আবরো পানি বৃদ্ধি
21/07/2020

আত্রাই নদীতে আবরো পানি বৃদ্ধি

18/07/2020

#আপডেটঃ ১৮/০৭/২০২০খ্রি.

সম্মানিত পত্নীতলাবাসী
#গুজবে কান দেবেন না।
আপনাদের দোয়া/আশীর্বাদে আমাদের সবার প্রিয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পত্নীতলা, নওগাঁর সুযোগ্য UH&FPO ডা. মো. খালিদ সাইফুল্লাহ স্যার বর্তমানে পূর্বের চেয়ে ভাল আছেন। ওনার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আপনারা স্যারের জন্য দোয়া করবেন, ওনি যেন দ্রূত সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।

#স্বাস্থ্য বিধি মেনে চলুন।
#বাড়ির বাহিরে মাস্ক ব্যবহার করুন।
#হাঁছি-কাঁশির শিষ্টাচার মেনে চলুন
#ঘন ঘন সাবানপানি/ স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন।
#জনসমাবেশ এড়িয়ে চলুন, সামাজিক দূরত্ব (৬ফিট) বজায় রাখুন।

ডা. দেবাশীষ রায়
আবাসিক মেডিকেল অফিসার ( ভারপ্রাপ্ত)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পত্নীতলা, নওগাঁ

পত্নীতলা থানার চৌকস অফিসার এস আই মিজান
17/07/2020

পত্নীতলা থানার চৌকস অফিসার এস আই মিজান

১১ সিটের গাড়ি
19/06/2020

১১ সিটের গাড়ি

01/05/2020

নওগাঁ- ২ ( পত্নীতলা ধামইরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য
শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

https://samakal.com/bangladesh/article/200521383/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%...
01/05/2020

https://samakal.com/bangladesh/article/200521383/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4

নওগাঁ-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মানবতার ফেরিওয়ালা ইউএনও লিটন সরকারপত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মানব সেবাই পরম ধর্ম। পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা...
08/04/2020

মানবতার ফেরিওয়ালা ইউএনও লিটন সরকার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মানব সেবাই পরম ধর্ম। পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া যায়। চাইলে অনেকভাবেই মানুষের সেবা করা যায়। যার মধ্যে অন্যতম হচ্ছে প্রশাসন। সেই মানবতার ফেরিওয়ালা লিটন সরকার , তার কাছে মানবতা আর মমতাই জীবনের এক নিদর্শন । ব্যক্তি জীবনে তিনি উপজেলা র্নিবাহী অফিসার ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট চাকুরির শুরু থেকেই নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করে অন্যের সুখ-দুঃখের অংশীদারিত্ব গড়ে তুলেন।বর্তমানে কর্তব্যরত রয়েছেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ।

দেশেরে এ ক্রান্তি কালে ‘করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণসচেতনতা সৃষ্টি ও বিদেশ ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন থাকা যাচাইকল্পে জেলা প্রশাসক এর নির্দেশনায় মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । উপজেলার প্রতিটি ইউনিয়নে আনাচে কানাচে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ মেনে চলার জন্য কঠোর ভাবে নির্দেশনা প্রদান করে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।

দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা । রাতের আধাঁরে সবাই যখন ঘুমিয়ে তখন তিনি প্রতিবন্ধী , বিধবা , দিনমুজর , ভ্যানওয়ালা , ঠেলাওয়ালা অসহায় মানুষের বাড়ী বাড়ী ফেরি করে খাবার পৌঁছে দিয়ে অসহায় মানুষের কাছে এখন তিনি মানবতার ফেরিওয়ালা । নিম্ন বিত্তদের জন্য হটলাইন সেবা চালু করেছেন , তার এ মহতী কর্মকান্ড ইতি মধ্যে সর্বমহলে প্রশংশিত ও সমাদৃত ।

লিটন সরকার এ উপজেলায় যোগদানের পর র্দূনীতি , মাদক সেবন , মাদক কারবারী , বাল্যবিবাহ , বেসরকারী ক্লিনিক , আবাসিক হোটেল , সহ অনেক অপরাধের বিরুদ্ধে মোবাইল র্কোট পরিচালনা করেন , এ উপজেলা একসময় মাদকের ঘাটি ছিল বর্তমানে অনেক ভাল , উপজেলায় শান্তি ফিরিয়ে দিয়ে সাধারন মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন অল্প সময়ে ।

06/04/2020

পত্নীতলায় যে ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল তারা নেগেটিভ।
আজ আরও ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে
সূত্র - uhfpo

05/04/2020

কর্মহীন ৫০০ পরিবারকে ব্র্যাকের সহায়তা

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় কর্মহীন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে আর্থিক সহয়তা প্রদান করেছে ব্র্যাক।
রবিবার (৫ ই এপ্রিল) সকালে থেকে দিনভর সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় ব্র্যাক পত্নীতলা এলাকা অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে ৪১৭ কর্মহীন অতি দরিদ্র পরিবারের মাঝে ও গতকাল শনিবার নজিপুর ইউনিয়নের নাদৌড় ও ফহিমপুর গ্রামের ৮৩টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী (আদিবাসী) কর্মহীন পরিবারের মাঝে প্রত্যেক কে ১ হাজার ৫ শত টাকা, মোট ৫০০ জন কে ৭ লাখ ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণরোধে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। সব চেয়ে বেশী বেকায়দায় পরেছে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নিম্ন আয়ের মানুষ গুলো, এ ধরনের মানুষের সাহায্যার্থে ব্র্যাকের এই উদ্যোগ ।

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন আইডিপি কর্মসূচির জেলা ব্যবস্থাপক রবার্ট মারটি, এলাকা ব্যবস্থাপক দাবি মো রেজাউল করিম,এলাকা ব্যবস্হাপক প্রগতি মো: মোবারক হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক বাসুদেব বর্মন,শাখা হিসাব কর্ম কর্তা জগদীশ চন্দ্র মো সোহেল রানা
মেহেদি হাসান দক্ষতা উন্নয়ন কর্মসূচি
শাখা ব্যবস্হাপক দাবি মো: শাহাদত হোসেন ওয়াস কর্ম সূচির উপজেলা ব্যবস্হাপক সেলিম রেজা আর ব্র্যাকের অন্যান্য সকল কর্মী বৃন্দ।
এ সময়, কর্মকর্তারা সকলকে ঘরে থাকতে, সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে এবং সামাজিক দূরত্বে থাকার জন্য পরামর্শ দেন।

http://www.dailyekattorjournal.com/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0...
04/04/2020

http://www.dailyekattorjournal.com/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%83%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B7%E0%A7%8D/

নওগাঁর পত্নীতলায় কর্মহীন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে আর্থিক সহয়তা প্রদান করেছে ব্র্যাক। শনিবার (৪ই এপ্রিল) সকালে সমন....

https://www.jagonews24.com/m/country/news/570815
04/04/2020

https://www.jagonews24.com/m/country/news/570815

রাস্তাঘাটে মানুষজন নেই। চারদিক নীরব-নিস্তব্ধ দু’একটি ট্রাক মাঝেমধ্যে ছুটে চলছে। করোনা দুর্যোগে এলাকার মানুষ

Address

Nazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when NazipurDarpon24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category