Food Engineering NB

Food Engineering NB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Food Engineering NB, Digital creator, Nawabganj.

Food science is the basic science and applied science of food; its scope starts at overlap with agricultural science and nutrition and leads through the scientific aspects of food safety and food proc

★তেতুল দেখলে জিভে জল আসার বৈজ্ঞানিক ব্যাখ্যা!কিছু খাবার আছে যে গুলার কথা চিন্তা করলে বা চোখের সামনে আসলেনিউরোট্রান্সমিটা...
11/09/2024

★তেতুল দেখলে জিভে জল আসার বৈজ্ঞানিক ব্যাখ্যা!

কিছু খাবার আছে যে গুলার কথা চিন্তা করলে বা চোখের সামনে আসলে
নিউরোট্রান্সমিটার (The brain releases neurotransmitters like acetylcholine and norepinephrine)
মস্তিষ্কে সংকেত পাঠাতে শুরু করে। তখন মস্তিষ্ক স্নায়ুর মাধ্যমে লালা নিঃসরণকারী গ্রন্থিকে উত্তেজিত হতে বলে
এর কারণে আমাদের মুখের মধ্যে লালা নিঃসরণ ঘটে।

লালাতে থাকে এনজাইম এবং লুব্রিকান্টস, যা দ্রুত খাদ্য হজমের প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে।তেঁতুল দেখলে এই প্রক্রিয়া অনেক বেশি পরিমাণে ও দ্রুত ঘটে। কারণ তেঁতুলে থাকে প্রচুর টারটারিক এসিড। যেকোনো এসিডকে হজমযোগ্য করতে হলে ক্ষার বা পানির মাধ্যমে বিক্রিয়া করে নিউট্রিলাইজ হতে হয়।

তেঁতুলকে ডায়লুট ও নিউট্রিলাইজ করার জন্য দরকার পড়ে অনেক বেশি স্যালাইভা। লালাগ্রন্থি থেকে উৎপাদিত হওয়া স্যালাইভায় থাকে ৯৮ শতাংশ পানি। বেশি পরিমাণে স্যালাইভার এই চাহিদাটা মানুষের মস্তিষ্কের স্মৃতিধারণ অংশে রক্ষিত থাকে। ফলে যখন কেউ তেঁতুল দেখে, তখন তার স্মৃতিকোষ চালু হয়ে যায়।
সঙ্গে সঙ্গে মস্তিষ্ক লালাগ্রন্থিকে আদেশ দেয় স্যালাইভা উৎপাদনের। ঠিক তখনই আমাদের মুখে লালা চলে আসে। মজার ব্যাপার হলো, কেউ যদি জীবনে কখনো তেঁতুল না খেয়ে থাকে, তাহলে তার স্মৃতিকোষ চালু হবে না। ফলে তেঁতুল দেখলেও তার মুখে লালা জমবে না।

©Md. Bokul Hossain

03/09/2024
13/08/2024

কোরবানির সময় গরুর গোশত সকলেই মেপেছেন। জানেন কালকে ফিলিস্তিনে মানুষের গোশত মাপা হয়েছে?

কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্লীদের উপরে দ খ ল দার ই/জ*রা য়েলির বোম্বিংয়ে ১০০ উপরে নামাজরত মুসল্লী মারা যায়। তাদের অবস্থা এমন হয়েছিল যে লাশ শনাক্ত করা যাচ্ছিলো না।
প্রতি ৭০ কেজি মাংস মেপে একজন মৃত মানুষ হিসাবে দাফন করা হয়েছে!

-ইনশাআল্লাহ তারা তো সফলকাম হয়েই গেছে! 🖤

©

গোপালগঞ্জের রু/হের মাগ/ফিরাত কামনা করছি 🤭🤲🏻
10/08/2024

গোপালগঞ্জের রু/হের মাগ/ফিরাত কামনা করছি 🤭🤲🏻

10/08/2024

আমরা যারা খাদ্য প্রকৌশলী আছি,
ভেজাল নিয়ন্ত্রণে মাঠে নামা দরকার, দেশটা আমার আপনার সংস্কার বড় প্রয়োজন!! দরকার হলে প্রতিটি জেলায় নিজের উদ্যোগে নিজস্ব অর্থায়নে ভ্রাম্যমান ল্যাব চালু করব!
সবার মতামত আশা করছি?

05/08/2024

আফার বেড রুম 😊

16/07/2024

বগুড়া শাহ সুলতান কলেজ!

08/07/2024

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি.......
একটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানের জন্য ২ জন কিউ এ অফিসার/প্রোডাকশন শিফট ইন চার্জ প্রয়োজন।
প্রতিষ্ঠানের নাম : কে কে ফাউন্ডেশন ( ট্যালেন্ট শেফ ) ।

পদবী: কিউ.এ অফিসার/ প্রোডাকশন শিফট ইনচার্জ।

শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন ফুড টেকনোলজি/ বি.এস.সি ইন ফুড এ্যান্ড নিউট্রিশন।

কাজের অভিজ্ঞতা : বেকারী আইটেম, ফ্রোজেন, কেক পেস্ট্রি, ড্রাই সুইটস, সেভরি, হট আইটেম এ ০১-২ বছরের অভিজ্ঞতা।

ডিউটি টাইম: ৮ ঘন্টা।

ডেইলি শিফট এ কাজের ধরন:
১. প্রতি শিফটে মার্কেট ডিমান্ড অনুযায়ী প্রোডাকশন এনশিউর করা।
2. উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা।
3. ফুড সেফটি ও হাইজিন মেইন্টেইন করে উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা ।
4. ফ্যাক্টরির SOP অনুযায়ী প্রতি শিফটের কার্যক্রম সম্পন্ন করা।
5. প্রতি শিফটে কোয়ালিটি এবং প্রোডাকশন ডাটা তৈরী করে রিপোর্ট করা।
6. সাপ্তাহিক ৬ দিন শিফট ডে/নাইট ডিউটি করার মানসিকতা থাকা।

জব লোকেশন: ঢাকা খিলগাঁও ( ফ্যাক্টরী )।

মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে। ( অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে )

সিভি পাঠানোর ঠিকানা: [email protected]

শুধুমাত্র যারা জব করতে আগ্রহী তারাই আপডেট সিভি মেইল অথবা হোয়াটসঅ্যাপ করবেন। অযথা কল ও মেসেজ দিবেন না🙏।

সিভি পাঠানোর শেষ তারিখ: ১৫-০৭-২০২৪ ( শুধুমাত্র বাছাইকৃত সিভি থেকে প্রার্থীদেরকে লিখিত ও ইন্টারভিউ এর জন্য ডাকা হবে)।

★Mathematical Example of Laminar and Turbulent Flow in Deodorization of Edible Oilsগাণিতিক উদাহরণ হিসেবে ব্যাখ্যা করতে প...
01/07/2024

★Mathematical Example of Laminar and Turbulent Flow in Deodorization of
Edible Oils

গাণিতিক উদাহরণ হিসেবে ব্যাখ্যা করতে পারি laminar and turbulent flow
deodorization of edible oils প্রসঙ্গে ,
এক্ষেত্রে আমরা Reynolds number (Re) ব্যবহার করতে পারি determining factor এর জন্য
The Reynolds number প্রবাহ ব্যবস্থার পূর্বাভাস দিতে সাহায্য করে : laminar or turbulent.
Reynolds Number Calculation
Reynolds number সূত্র দ্বারা করা হয়:
Re = ρuD / μ
where:
- ρ = density of the fluid (kg/m³)
- u = velocity of the fluid (m/s)
- D = characteristic length (e.g., diameter of the pipe) (m)
- μ = dynamic viscosity of the fluid (Pa·s)
Example
Assumptions:
- Density of the edible oil (ρ) = 900 kg/m³
- Dynamic viscosity of the edible oil (μ) = 0.1 Pa·s
- Diameter of the pipe (D) = 0.05 m
Scenario 1: Laminar Flow
- Velocity of the oil (u) = 0.1 m/s
Scenario 2: Turbulent Flow
- Velocity of the oil (u) = 1 m/s
Scenario 1: Laminar Flow
Re = (900 × 0.1 × 0.05) / 0.1 = 4.5 / 0.1 = 45
Scenario 2: Turbulent Flow
Re = (900 × 1 × 0.05) / 0.1 = 45 / 0.1 = 450

Practical Implications
Laminar Flow:
- In heat exchangers or thin-film evaporators, laminar বজায় রাখার জন্য প্রবাহের হার কম রাখা হয় , .যেখানে তেলর ভিতরে একটি অভিন্ন তাপমাত্রা বন্টন নিশ্চিত করা হয়
Turbulent Flow:
- stripping section or vacuum deodorization টাওয়ার, প্রবাহ হার বৃদ্ধি করা হয়
turbulent flow, বাষ্প এবং তেলের মধ্যে যোগাযোগ বাড়ায় এবং উন্নত করে ও উদ্বায়ী যৌগ অপসারণ এর কাজ করে

©Introvert Mimusops

27/05/2024

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন চলুন আজকে আপনাদের আম নিয়ে নতুন কিছু তথ্য দেই

নোট: শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ পাস হয়। এর দুই বছর পর ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়।
২০১৬ সালে জামদানি শাড়ী-কে বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর স্বীকৃতি পায় আরো ২০টি পণ্য। এর মধ্যে
চাঁপাই নবাবগঞ্জের খিরসাপাত, ল্যাংড়া, আশ্বিনা আম স্বীকৃতি পায়!

আপনার যদি মনে হয় আপনার এই মৌসুমী ফল খাওয়া উচিত !!
okay fine
আমি আছি আপনাদের সাথে,
কেমিক্যাল মুক্ত প্রিমিয়াম কোয়ালিটির আম নিতে
inbox করুন

মো: বকুল হোসেন ( introvert Mimusops)

Food Technology opportunity In *United.Arab.Emirates*
19/02/2024

Food Technology
opportunity In
*United.Arab.Emirates*

Quality Control Specialist Location: Jeddah
17/02/2024

Quality Control Specialist
Location: Jeddah

17/01/2024

Wonder Bakery Intl

job in Kuwait
09/01/2024

job in Kuwait

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Food Engineering NB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Food Engineering NB:

Share