Asadullah Momin Osama

Asadullah Momin Osama .

▪️মুফতি আসাদুল্লাহ মমিন উসামা
▪️ইমাম ও খতিব :
মুন্সীনগর কেন্দ্রীয় মসজিদ ঢাকা।
▪️প্রয়োজনে : 01604505419

10/12/2024

🔸সর্বপ্রথম কাফনের কাপড় যাকে পড়ানো হয়েছিল

🔹ইসলামী ঐতিহ্য অনুযায়ী, সর্বপ্রথম কাফনের কাপড় পরিধান করা হয়েছিল হযরত আদম (আ.)-কে।

প্রেক্ষাপট:

হযরত আদম (আ.) পৃথিবীতে প্রথম মানব এবং প্রথম নবী। ইসলামী বর্ণনা অনুযায়ী, তাঁর মৃত্যুর পর ফেরেশতারা তাঁকে গোসল করান, কাফনের কাপড় পরান এবং জানাজার নামাজ শেখান। এটি ইসলামে মৃত ব্যক্তির জন্য কাফন, গোসল এবং জানাজার নামাজের প্রক্রিয়ার সূচনা।

হাদিসে বর্ণিত:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

> "আল্লাহ আদমের সন্তানদের (মানুষের) জন্য কাফন এবং জানাজার নিয়ম নির্ধারণ করেছেন যেমনটি আদম (আ.)-এর জন্য করেছিলেন।"
(ইবনে মাজাহ)

এভাবেই ইসলামী রীতি অনুযায়ী কাফন পরানো এবং জানাজার নামাজের প্রথা চালু হয়।

07/12/2024

অনুমতি ব্যাতিত সরকারি লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা জায়েজ নেই।
(আদ্দুররুল মুখতার : ৬/২০০)

05/12/2024

তারা তো জানেনা, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।

তারা চেষ্টা করল আমাদের বিভেদ সৃষ্টি করতে, কিন্তু হয়ে গেল ঐতিহাসিক ঐক্য।

03/12/2024

জি হা দ শুধু মুসলিমদের জন্য নয়, কাফে@রদের জন্যও রহমত। কারণ জি হা দের মাধ্যমে কুফ@রের দম্ভ চূর্ণ হয়ে যায় এবং সত্য গ্রহণের পথে বাঁধাগুলো দূর হয়ে যায়। ফলে তাদের জন্য ইসলামে দাখিল হওয়া সহজ হয়।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ১৩ বছর দাওয়াতি কাজ করেন। সেসময় কুফ@ফার নেতৃবৃন্দের অব্যাহত জুলুম নির্যাতন এবং কু@ফর বিজয়ী থাকার কারণে অধিকাংশ মানুষ সত্য বুঝতে পারেনি। অনেকে বুঝলেও জুলুমের ভয়ে ঈমান আনয়ন করেনি। কিন্তু ৮ম হিজরীতে যখন তিনি তর #বারি নিয়ে প্রবেশ করেন তখন তর #বারি চালানো ছাড়াই মানুষ সত্য বুঝতে পারে এবং দলে দলে ইসলামে প্রবেশ করে।
একারণে বলা হয়:
السيف يعين علي فهم الحق
অর্থাৎ তর@বারি সত্য বুঝতে সহায়তা করে।
আল্লাহ তাআলা সুরা আন নাসরে বিজয়ের পরের দৃশ্য এভাবে চিত্রায়িত করেছেনঃ
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَ الۡفَتۡحُ ۙ﴿۱﴾ وَ رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰهِ اَفۡوَاجًا ۙ﴿۲﴾
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবেন। সুরা নাসর ১-২

02/12/2024

ইস*কন এর বিরুদ্ধে বক্তব্য।

29/11/2024

ইস:কন নিষিদ্ধের দাবীতে
মামু"নুল হকের আজকের বক্তব্য।

28/11/2024

ইসকনের উ'গ্র"তা ও তাদের নি'ষিদ্ধের দাবিতে এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হ-ত্যার সর্বোচ্চ বিচারের দাবি তে প্রতিবাদী মিছিল।

না'রা'য়ে তাকবীর। আল্লাহু আকবার।
28/11/2024

না'রা'য়ে তাকবীর।
আল্লাহু আকবার।

গুরুত্বপূর্ণ কিছু স্লোগান। 💥নারায়ে তাকবীর - আল্লাহু আকবার।💥দুনিয়ার মুসলিম - একহও এক হও। 💥বদরের হা'তি'য়ার – গ'র্জে উঠুক আ...
28/11/2024

গুরুত্বপূর্ণ কিছু স্লোগান।
💥নারায়ে তাকবীর - আল্লাহু আকবার।
💥দুনিয়ার মুসলিম - একহও এক হও।
💥বদরের হা'তি'য়ার – গ'র্জে উঠুক আরেকবার
💥 বিচার চাই বিচার চাই - আলিফ হ''ত্যা'র বিচার চাই।
💥আমার ভাই শ'হী'দ কেন- ইস'কন তুই জবাব দে।

💥একশন একশন - ডাইরেক একশন।
💥ইসকনের ঠিকানা - এই বাংলায় হবে না। 💥ইস'কনের আস্তানা - ভে''ঙ্গে দাও গু''ড়িয়ে দাও।
💥ইস'কনের দালালেরা - হুঁশিয়ার সাবধান।
💥দি'ল্লির তাবেদার - হুঁশিয়ার সাবধান।
💥ইসকন জ_ঙ্গি - ফ্যাসি'বাদের সঙ্গি।
💥ইসকনের তাবেদার - এই মুহূর্তে বাংলা ছাড়।

💥দিয়েছি তো র_ক্ত - আরো দেবো র_ক্ত।
💥র_ক্তের বন্যায় - ভেসে যাবে অন্যায়।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে কাজে লাগে।

#ইসকন #আলিফহত্যা

27/11/2024

আমাদের বক্তব্য স্পষ্ট

25/11/2024

প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

25/11/2024

ভার'তীয় কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও।

25/11/2024

যাদেরকে "জ.ঙ্গী" ট্যাগ দিয়ে প্রথম আলো গত ১৬ বছর ধরে জীবন ধ্বংস করে দিল তারা যদি আসলেই উ'গ্র হতো তবে প্রথম আলো অফিস কি অক্ষত থাকতো?

21/11/2024

যেমন হবে আজরাইল আঃ এর ভয়ংকর চেহারা।
আলোচক : মুফতি আসাদুল্লাহ মমিন উসামা।

20/11/2024

আলোচকঃ ইলিয়াসুর রহমান জিহাদী।

গত দুই দিনে এই ছবিটি অসংখ্যবার নজরে এসেছে। প্রতিবারই মনে হয়েছে, এমন একটি রাষ্ট্রের চিত্র দেখার জন্য আমরা গণঅভ্যুত্থানের ...
20/11/2024

গত দুই দিনে এই ছবিটি অসংখ্যবার নজরে এসেছে। প্রতিবারই মনে হয়েছে, এমন একটি রাষ্ট্রের চিত্র দেখার জন্য আমরা গণঅভ্যুত্থানের সহযোদ্ধা হইনি। হাজারো শহীদের রক্তে ভেজা স্বাধীনতার মাটিতে এমন বৈষম্য ও অবিচার যে চলমান, তা আমাদের সংগ্রামের মর্মকে অপমান করে।

দেশে এখনও ন্যায়বিচারের বদলে পক্ষপাত ও বৈষম্যমূলক বিচারব্যবস্থার ছায়া স্পষ্ট। এই অবস্থায় ঘরে ফিরে শান্তিতে বসবাস করার উপায় কী? আমাদের প্রতিজ্ঞা ছিল এমন এক রাষ্ট্র নির্মাণের, যেখানে ন্যায়, সমতা এবং মানবিক মর্যাদা অটুট থাকবে।

আমরা এখনও সেই চেতনা বাস্তবায়নের জন্য সংগ্রামে আছি। এই বৈষম্যের শিকড় উৎপাটন না করা পর্যন্ত আমাদের লড়াই থামবে না। শহীদদের প্রতি আমাদের একমাত্র সত্যিকারের সম্মান হবে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে বিচার ও মর্যাদা সবার জন্য সমানভাবে প্রাপ্য।

I've just reached 2.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. ...
18/11/2024

I've just reached 2.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Address

Nawabganj

Alerts

Be the first to know and let us send you an email when Asadullah Momin Osama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asadullah Momin Osama:

Videos

Share

Category


Other Video Creators in Nawabganj

Show All