শাকিল

শাকিল ❝সমালোচনায় আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে❞ আস্সালামু আলাইকুম 🌺🌺
- রূপের অহংকার করো না। 🙂❤️
➤চকচকে সূর্যটাও দিনশেষে অন্ধকারে পরিণত হয়!🖤🥀
(10)

11/12/2024

নেট ডাউন 😥
পলকের গন্ধ পাচ্ছি 😅😅

তোমার School Friend কে Mention করো।
11/11/2024

তোমার School Friend কে Mention করো।

09/11/2024
Follow - শাকিল
03/11/2024

Follow - শাকিল

কখনো কখনো নিশ্চিত পরাজয় জেনেও স্বপ বুনে যেতে হয়!🖤
13/03/2023

কখনো কখনো নিশ্চিত পরাজয় জেনেও স্বপ বুনে যেতে হয়!🖤

মুরগি ফার্ম কাকুদের বলছি,, আরও দাম বাড়ান পাশে আছি😅এইবার উচিৎ হইছে😆😆ভাই, ১০দিন ফার্মের মুরগী কেনা বন্ধ করেন।১০ দিন মুরগী ...
12/03/2023

মুরগি ফার্ম কাকুদের বলছি,, আরও দাম বাড়ান পাশে আছি😅

এইবার উচিৎ হইছে😆😆
ভাই, ১০দিন ফার্মের মুরগী কেনা বন্ধ করেন।
১০ দিন মুরগী না খেলে আপনি ম*রে যাবেন না। এরপর দেখবেন মুরগীর কেজি ২৬০ টাকা থেকে ১৪০ টাকাতে নেমে এসেছে।

ভুলে গেলে চলবে না 😌
09/03/2023

ভুলে গেলে চলবে না 😌

-ভোর ৫ টায় মৃত্যু। -সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।- ৮ টায় শেষ গোসল করানো হবে।- ৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে।- যো...
06/03/2023

-ভোর ৫ টায় মৃত্যু।
-সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।
- ৮ টায় শেষ গোসল করানো হবে।
- ৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে।
- যোহর নামাজ পরে তোমার আলিশান বাড়ি
থেকে বের করে নেওয়া হবে।
- ২টায় তোমার আজান ছাড়া নামাজ পড়ানো হবে।
- ২:৩০ তোমাকে মাটিতে দাফন করে দেওয়া হবে।
- মাটি দেওয়া শেষে কেউ তোমার জন‍্য দোয়া করবে।
- আর কেউ চলে আসবে।
- এইতো তোমার জিবনের শেষ আয়োজন!
তো কিসের এতো অহংকার?

ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন।ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই সারে ৩ হাত মাটি তোমার শেষ সম্বল।ツ

02/03/2023

আস্সালামু আলাইকুম
😌

25/02/2023

এক লোক তার স্ত্রীর গায়ে হাত তুললো।

#তাতে রাগ করে স্ত্রী বললো: আমি অভিযোগ করতে যাচ্ছি।

স্বামী: তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি কে দিবে?

স্ত্রী: তুমি কি মনে কর যে, তুমি আমাকে বাধা দিতে পারবে?

স্বামী: তুমি যা ইচ্ছা তাই কর। দেখি তোমার দৌড় কতটুকু?

স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়লো।
তাই লোকটি চিন্তা করলো: হয়তো সে বাথরুমের জানালা দিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করছে। তাই লোকটি বাসার বাহিরে গিয়ে ভালো ভাবে দেখলো।
না..... তেমন কিছু বুঝা যাচ্ছেনা।

একটু পর ঘরে এসে দেখলো যে, স্ত্রী ওযু করে বাথরুম থেকে বাহির হয়েছে। লোকটিকে উদ্দেশ্য করে বললো:
আমি তার কাছেই অভিযোগ জানাবো যিনি আমাকে তোমার অধিনস্ত বানিয়েছেন। সেখানে তোমার কোন দেয়াল নেই, নেই কোন দরজা যা দিয়ে তুমি আমাকে বাধা দিবে।
তার দরজা তো বন্ধ করা যায়না।

লোকটি আর কিছু বললোনা। টেনশনে পড়ে গেলো।

স্ত্রী; নামাযে দাড়িয়ে পড়লো। নামাযের মধ্যে সিজদা অনেক লম্বা করে দিলো।
সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু সিজদা তো শেষ হয়না। অনেক ক্ষন পর নামায শেষ হলো।

নামায যখন শেষ করে স্ত্রী যখন দু’হাত উঠালো তখন লোকটি তার হাত ধরে ফেলে বললো: সিজদায় আমার জন্য যে পরিমাণ বদ দোয়া করেছো তাতে কি যতেষ্ট হয়নি?
আল্লাহুর শপথ করে বলছি: এই একটু রাগারাগি আমি ইচ্ছা করে করিনি।
তুমি আর বদ দোয়া করোনা। প্লীজ!!

তখন স্ত্রী বললো: এই জন্যই আমি তোমার জন্য বদ দোয়া করিনি। আমি বদ দোআ করেছি শ/য়/তা/নে/র জন্য। আমি কি এতই ব,ল,দ যে, আমার স্বামীর জন্য বদ দোয়া করবো।
যাকে আমি অনেক ভালোবাসি।

কথাটি শুনে লোকটির চোখে অশ্রু চলে আসে। স্ত্রীর হাতে চুমু খেয়ে বললো: আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি: আর কখনো তোমাকে কষ্ট দিবোনা। ইনশাআল্লাহ

সংগৃহীত

22/02/2023

. .. .... ...
ইসলামে বিবাহ করা একটি ফরজ কাজ..... .... .. .

21/02/2023

জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু,আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু।

21/02/2023

ব্রয়লার মুরগী আর ডিম ছিল গরীবের আমিষের চাহিদা পূরনের অন্যতম খাবার,সেটাও দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে!

আজ ৫৩ বছর বয়সের আমার এক কলিগের সাথে পরিচিত হলাম। জীবনের সব অর্জন দিয়ে একটা আড়াই কাঠার প্লট কিনেছেন ঢাকায়। নিজের টাকা না ...
19/02/2023

আজ ৫৩ বছর বয়সের আমার এক কলিগের সাথে পরিচিত হলাম। জীবনের সব অর্জন দিয়ে একটা আড়াই কাঠার প্লট কিনেছেন ঢাকায়। নিজের টাকা না থাকায় ডেভেলপার কম্পানিকে দিয়েছেন বাড়ী বানাতে৷ তাকে ৩ টি ফ্ল্যাট দিয়েছে কম্পানি যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
কথায় কথায় বললাম আমি একটা বড় বাসা খুঁজতেছি। তিনি জানতে চাইলেন কি দরকার বড় বাসার। বললাম বাবা মায়ের থাকতে কষ্ট হয়৷ বড় বাসাটা আসলে তাদের জন্যই দরকার৷ শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন৷
নীরবতা ভেঙ্গে বলতে শুরু করলেন, " আমারও একসময় থাকতে কষ্ট হতো৷ বাবা মা ছোটবোন নিয়ে থাকতাম,বড় বাসা নিতে পারিনি। এখন আমার নিজের নামে ৩ টা ফ্ল্যাট। বাবা মা মারা গিয়েছে জমি কেনার পরপরই৷ ফ্ল্যাটে তাদের থাকার ভাগ্য হয়নি৷ আজ অনেক বড় বাসা কিন্তু শূন্য মনে হয় সব৷ "
সব শেষে তিনি যা বললেন আমি নিজেই বেশ আবেগপ্রবণ হয়ে গেলাম৷ আমাকে বললেন " এই মুহূর্তে কেউ যদি আমাকে বলতো আমার সম্পত্তি এই ৩ কোটি টাকার ফ্ল্যাট এর বিনিময়ে হলেও একবার শুধু বাবা মা কে দেখতে পারবো আমি সব দিয়ে দিতাম, সব৷ " তিনি আর কথা বলতে পারেন নি৷ আমিও আর কিছু জানতে চাইনি। তবে শেষে যাওয়ার আগে বারবার বলছিলেন " বাবা মা থাকতে থাকতে যত্ন করেন, এমন জান্নাত আর পাবেন না। "
বেচে থাকতে বাবা মা কে ছয় মাসে অন্তত একবার একজন ডাক্তারের পরামর্শ নিয়ে শারীরিক চেকআপ করান। বসা থেকে উঠতে গেলে হাটুতে ব্যাথা লাগে কিনা, ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা, ঠিকমতো খাবারগুলো খেতে পারছে কিনা, রাতে ঘুম হয় কিনা, মনটা ভালো আছে কিনা - আপনার শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিন৷এরপর জীবনে হয়তো অনেক সময় পাবেন কিন্তু যত্ন করার মানুষগুলো একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না।

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মায়েরা।

-সংগৃহীত।

নিজের বাড়ি ছোট হলেও অনেক আনন্দের। 😍😍
17/02/2023

নিজের বাড়ি ছোট হলেও অনেক আনন্দের। 😍😍

Address

Chapainawabganj Rajshahi
Nawabganj

Alerts

Be the first to know and let us send you an email when শাকিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাকিল:

Videos

Share