Nawabganj,Dhaka - নবাবগঞ্জ,ঢাকা

Nawabganj,Dhaka - নবাবগঞ্জ,ঢাকা নবাবগঞ্জ উপজেলা
সংসদীয় আসনঃ সংসদীয় এলাকা ১৭৪ ঢাকা-০১
পোস্ট কোড:১৩২০
(1)

(১) নবাবগঞ্জ সদর (কলাকোপা, বক্সনগর, বাহ্রা,ও যন্ত্রাইল ইউনিয়ন
(২) চুড়াইন( চুড়াইন,গালিমপুর ও আগলা ইউনিয়ন)
(৩) নয়নশ্রী( নয়নশ্রী, ও বান্দুরা ইউনিয়ন)
(৪) পাড়াগ্রাম( কৈলাইলও শোল্লা ইউনিয়ন)
(৫) জয়কৃষ্ণপুর( জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারীপাড়া ইউনিয়ন।

(গ) মৌজার সংখ্যা : এস, এ১৭৮টি আর এস ১৭৪টি।
(ঘ) গ্রামের সংখ্যা : ৩০৫ টি।
(ঙ) হোল্ডিং সংখ্যা

: ১,২৩,৪৫০টি।
(চ) খতিয়ান সংখ্যা : ৫৬,৬৮১টি।
(ছ) মোট জমির পরিমান : ৫৮,২৮৪.০২ একর।
(জ) মোট কৃষি জমির পরিমা : ৫৪,০৫৫.৯৫ একর।
(ঝ) বাণিজ্যিক জমির পরিমান : ২৬.০২ একর।
(ঞ) আবাসিক জমির পরিমান : ১,১৯৪.২০ একর।
(ট) ভূমি উন্নয়ণ কর আদায়যোগ্য জমির পরিমান: ৫৫,৩৩০.০৪ একর।

নবাবগঞ্জ উপজেলা, বান্দুরা লঞ্চঘাট সময়কালঃ ১৭ ফেব্রুয়ারী ১৯৬৯ সাল
14/11/2024

নবাবগঞ্জ উপজেলা, বান্দুরা লঞ্চঘাট
সময়কালঃ ১৭ ফেব্রুয়ারী ১৯৬৯ সাল

ঢাকা ০১ দোহার নবাবগঞ্জ আসনে আগামীর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী  #ব্যারিষ্টার_নজরুল_ইসলাম।▪️আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢা...
14/11/2024

ঢাকা ০১ দোহার নবাবগঞ্জ আসনে আগামীর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী #ব্যারিষ্টার_নজরুল_ইসলাম।

▪️আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দোহার নবাবগঞ্জ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন ব্যারিষ্টার নজরুল ইসলাম। এমনটাই দলটির বিভিন্ন সুত্র মারফত শুনা যাচ্ছে।দীর্ঘ প্রায় ১৬ বছর তিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কারণে লন্ডনে ছিলেন।সেখানে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন।
▪️ইতিমধ্যে তিনি লন্ডন থেকে দেশে চলে এসেছেন এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে যোগদান করছেন।
গতকাল তিনি তার নিজের প্রতিষ্ঠিত নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।
▪গত ছাত্র আন্দোলনের কারণে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশ সেবার জন্য দীর্ঘ ১৬ টি বছর পর লন্ডন থেকে দেশে চলে এসেছেন বলে জানা গেছে।দোহার নবাবগঞ্জে তিনি নির্বাচিত হলে বিগত ৫০ বছরের মধ্যে তিনি হবেন সকলের কাছে গ্রহণযোগ্য পার্লামেন্ট মেম্বার এমনটাই মনে করছেন স্থানীয়রা।
▪️উল্লেখ্য ব্যারিষ্টার নজরুল ইসলাম নবাবগঞ্জের পানালিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন।এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী(র) সাহেবের মেয়ের জামাতা।

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছ...
12/11/2024

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছর যাবত তাদের দাম্পত্য জীবনে ঝা:মে:লা চলছিল। বহু চেষ্টা করেও সংসার জোড়া লাগানো যাচ্ছে না। প্রায় ছয় মাস আগে চুড়ান্ত সিদ্ধান্ত হয় তারা সংসার বিচ্ছেদ করবে। আমি নানা ভাবে তাদের সংসার জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোন ভাবেই কিচ্ছু হচ্ছে না। পরিশেষে গতকাল তাদের ডিভোর্স করার তারিখ ঠিক করা হয়। দুঃখের বিষয় তাদের ডিভোর্স দেয়ার মতো যৌক্তিক কোন কারণ ছিলো না। স্ত্রীর ধর্মীয়,রাষ্ট্রিয় সামাজিক সব পাওনা বুঝিয়ে দেয়া হলো।এখন ডিভোর্স পেপারে স্বাক্ষর দেয়ার সময়। স্ত্রী অনেক কান্নাকাটি করছে। কোন ভাবেই স্বাক্ষর দিতে চাচ্ছেন না।অনেক চাপাচাপির পর স্ত্রী যখন স্বাক্ষর দিতে যাবেন তখনই আল্লাহর রহমত নেমে আসে। স্বামী স্ত্রী কে বাধা দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে। এই সময় উপস্থিত সকলের চোখে আনন্দ অশ্রু প্লাবিত হয়। পরিশেষে তাদের মিলিত করতে পেরে খুবই মনে শান্তি পাচ্ছি। সবাই ওদের নতুন পথ চলায় দোয়া করবেন। ( জাস্টিন টুডোর এ যুগে এরাই ব্যতিক্রম এরাই আলাদা এরাই নিরেট ভালবাসায় শতভাগ পারফেক্ট !!! ঘটনাটি শিল্পাঞ্চল খ্যাত টঙ্গি থেকে তুলে আনা মনির হুসেন সাগর নামক এক বন্ধুর ওয়াল থেকে নেওয়া )❤️

পারলে উত্তর লিখুন।
11/11/2024

পারলে উত্তর লিখুন।

07/11/2024

দোহার নবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

👉শিকারীপাড়ায় সাবেক শিবির জেলা সভাপতি চেয়ারম্যান প্রার্থী  হওয়ার প্রতিক্ষায়।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ...
06/11/2024

👉শিকারীপাড়ায় সাবেক শিবির জেলা সভাপতি চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রতিক্ষায়।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য আগাম প্রস্তুতি হিসেবে যথেষ্ট জোরালো ভাবেই মাঠে নেমেছে জামায়াত নেতারা।
এরই প্রেক্ষিতে সারা দেশের ন্যায় নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রকাশ্যে প্রচার করছেন। ঢাকা জেলার শিকারীপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাটি তা প্রায় সবাই জানে।
জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ পশ্চিম থানা শাখা সেক্রেটারি ও সাবেক ঢাকা জেলা জেলা দক্ষিণ শিবির সভাপতি #মোস্তাক_আহমেদ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে প্রচার প্রচারণা শুরু করেছেন।অত্র ইউনিয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত সময় দিয়ে জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে।

গত ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে ৬ মাস কারাগারে আটক রাখে। কারা নির্যাতিত এই নেতা ছাত্র জীবন থেকে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে সামাজিক কাজ করে দোহার-নবাবগঞ্জ উপজেলায় জনপ্রিয় ব্যক্তিতে পরিনত হয়েছেন ইতোমধ্যে।
তিনি দেশের একজন অন্যতম সমাজ ও পরিবেশ কর্মী। সুষ্ঠু নির্বাচন হলে তিনিই #চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অত্র ইউনিয়নের লোকজন। ইতোমধ্যে তার নামে ফেইসবুকে "মোস্তাক আহমেদ সমর্থক গোষ্ঠী" নামে একটি পেইজ খোলা হয়েছে যেখানে তার সমর্থকরা তার ব্যাপারে প্রচারণা চালাচ্ছে।

👉জামায়াত নেতা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অপেক্ষমাণ। 🍀এই প্রথম নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান ...
29/10/2024

👉জামায়াত নেতা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অপেক্ষমাণ। 🍀
এই প্রথম নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রকাশ্যে প্রচার করছেন।গত ১৬ বছর অত্যাচার নির্যাতনে দলটি দমে যায়নি।
নবাবগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী আগামী চেয়ারম্যান নির্বাচনে ১০ নং বাহ্রা ইউনিয়নের প্রার্থী হতে প্রচার প্রচারণা শুরু করেছেন।সেই সাথে খবর নিয়ে দেখা গেছে অল্প সময়ে বাহ্রা ইউনিয়নে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।সুষ্ঠু নির্বাচন হলে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন অনেকে।ইতিমধ্যে তার নামে ফেইসবুকে মাওলানা মোহাম্মদ আলী সমর্থক গোষ্ঠী নামে একটি গ্রুপ খোলা হয়েছে যেখানে তার সামাজিক বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হচ্ছে।

সকলে মিলে আন্দোলন করে হলেও মরিচা তুলশী সেতুর চাদাবাজি বন্ধ করা হবে।ইনশাআল্লাহ
18/08/2024

সকলে মিলে আন্দোলন করে হলেও মরিচা তুলশী সেতুর চাদাবাজি বন্ধ করা হবে।ইনশাআল্লাহ

মরিচা-তুলশীখালি সেতু পারা পারে কোন ধরনের টোল আদায় করা হতে দেয়া হবেনা।প্রয়োজনে আমরা মাঠে নামবো।
18/08/2024

মরিচা-তুলশীখালি সেতু পারা পারে কোন ধরনের টোল আদায় করা হতে দেয়া হবেনা।
প্রয়োজনে আমরা মাঠে নামবো।

'কোটা সংস্কার' একটি যৌক্তিক আন্দোলন। আবারও বলছি এটি কোটা 'সংস্কার', 'বিলোপ' নয়। এই আন্দোলনকে ঠিক কী কারণে, কোন যুক্তিতে ...
16/07/2024

'কোটা সংস্কার' একটি যৌক্তিক আন্দোলন। আবারও বলছি এটি কোটা 'সংস্কার', 'বিলোপ' নয়। এই আন্দোলনকে ঠিক কী কারণে, কোন যুক্তিতে এই পর্যন্ত নিয়ে আসতে হলো তা আমার 'স্বল্প' যুক্তিবুদ্ধিতে ধরে না। এই আন্দোলনের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করছেন তাদের যুক্তিটা কী এবং সেই যুক্তি প্রকৃত অর্থেই কতটা বাস্তবসম্মত তা তারা নিজেরাও কি কখনো ভেবে দেখেছেন? একটি দেশের তরুণ শিক্ষার্থীদের বৃহত্তর অংশ যখন কোনো যৌক্তিক দাবি করে, সেই দাবি সুচিন্তিত ও ইতিবাচকভাবে ভেবে দেখতে কী সমস্যা সেটি কিছুতেই বুঝতে পারছি না। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কি কোনোভাবেই কারো জন্যই স্বস্তিদায়ক? এভাবে শক্তি প্রয়োগ করে আসলে কী "মহার্ঘ্য' প্রাপ্তি ঘটছে? এবং সেটি ঠিক কী কারণে এতোটা দরকারি হয়ে উঠল? এই শক্তিপ্রয়োগে আন্দোলনকে হয়তো বাধাগ্রস্ত করা যাবে, কিন্তু তাতে তরুণদের এই বৃহত্তর অংশের মধ্যে যে দীর্ঘমেয়াদী ক্ষোভ, যে অনাস্থা তৈরি হচ্ছে, কিংবা আরও হবে, তা কীভাবে প্রশমিত করবেন? কীভাবে তাদের পরিবার পরিজনের কাছে দায়মুক্তি পাবেন? এই অতি সাধারণ সংবেদনশীল ব্যাপারটি কেন অনুধাবন করছেন না? কেন গুরুত্ব দিতে চাইছেন না?

30/01/2024
ঐতিহ্যবাহী সোনাহাজরা মুফিজিয়া ফাজিল মাদ্রাসার ৮৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল।আপনি স্ববান্ধবে আমন্ত্রিত।।
20/01/2024

ঐতিহ্যবাহী সোনাহাজরা মুফিজিয়া ফাজিল মাদ্রাসার ৮৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল।
আপনি স্ববান্ধবে আমন্ত্রিত।।

08/01/2024

Dohar, Nawabganj এখন Trending এ 🙂

08/05/2023

আস- সুন্নাহ ফাউন্ডেশনের আপনাদের কেমন লাগে?

দৈনন্দিন খাদ্যতালিকায় কলা রাখুন। এটি স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনক সুবিধা দেয়। এটি ত্বকে বিস্ময়কর প্রভাব দেখায়। চলুন জ...
27/04/2023

দৈনন্দিন খাদ্যতালিকায় কলা রাখুন। এটি স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনক সুবিধা দেয়। এটি ত্বকে বিস্ময়কর প্রভাব দেখায়। চলুন জেনে নিই গরমে কলা খাওয়ার উপকারিতা।

শক্তির একটি পাওয়ার হাউস। এটি কার্বোহাইড্রেটের একটি চমৎকার উৎস। কলা খেলে শরীর তাৎক্ষণিক শক্তি পায়। এটি খেলে আপনি সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন।

প্রতিদিন কলা খেলে ৫টি শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন- মানসিক চাপ থেকে মুক্তি, হার্টের সমস্যা থেকে মুক্তি, ত্বক সংক্রান্ত সমস্যা, হজমজনিত সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি দেয়।
মানসিক চাপে কলা খুবই উপকারী। এতে ট্রিপটোফ্যান নামের একটি উপাদান পাওয়া যায়। এটি শরীরে সেরোটোনিন তৈরি করতে কাজ করে। সেরোটোনিন মানসিক চাপ কমাতে খুবই উপকারী।
হার্টের সমস্যা এড়াতে চাইলে প্রতিদিন কলা খান। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। এটি হার্টকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়াও কলা ভিটামিন বিসিক্স সমৃদ্ধ।
আপনি যদি ত্বক সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাহলে কলা খুবই উপকারী। এটি আপনার ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। কলা খেলে মুখ উজ্জ্বল হয় এবং ত্বক উজ্জ্বল হয়
কলা খেলে হজমের সমস্যা দূর করা যায়। আপনি যদি কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সমস্যার সঙ্গে লড়াই করে থাকেন তবে কলা খাওয়া উপকারী হতে পারে। সূত্র: এশিয়ানেট নিউজ

(বি:দ্র: ছবিটি বাংলাভিশনের রুচির দুর্ভিক্ষ)

শত বর্ষ পূর্তি অনুষ্ঠান রেজিষ্ট্রেশনের শুভ উদ্ধোধন।নবাবগঞ্জ থানা তথা ঢাকা জেলার অন্যতম পুরনো ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠা...
04/05/2022

শত বর্ষ পূর্তি অনুষ্ঠান রেজিষ্ট্রেশনের শুভ উদ্ধোধন।

নবাবগঞ্জ থানা তথা ঢাকা জেলার অন্যতম পুরনো ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শত বর্ষ পুর্তি পালনের নিমিত্তে অদ্য ০৪ ই মে ২০২২ আনুষ্ঠানিক ভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে।এতে ফিতা কেটে শুভ সুচনা করেন শতবর্ষ পালন কমিটির সম্মানিত আহবায়ক, অত্র মাদ্রাসার এরাবিক প্রফেসর ও সাবেক ছাত্র শায়েখ মাওলানা মুস্তাফিজুর রহমান (হাফিজাহুল্লাহ) এ সময় উপস্থিত ছিলেন জনাব মামুনুর রহমান,অ্যাডভোকেট ইব্রাহিম খলিল,মাওলানা মুহাম্মদ আলী,ভিপি মাসুদ,সাইফুল ইসলাম, আঃ জলিল প্রমুখ সহ মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দ।

উল্লেখ্য প্রতিষ্ঠানটি ১৯২২ সালে ওলীকুল শিরোমনী শাহ ক্বারী ঈসমাইল রঃ প্রতিষ্ঠা করেন।যাহা ২০২২ সালে এসে ১০০ বছরের গৌরব নিয়ে দাড়িয়ে আছে।

#শতবর্ষ_পুর্তি_সফলহোক

ছবিঃ Shahadat Hossain

রিপোর্টঃ Shafiqul Islam Mashud

নবাবগঞ্জে এমন ঘটনা মেনে নেয়া হবেনা।ইছামতী ডিগ্রী কলেজের বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থী সহ সচেতন মহলের অবগতির জন্য জানানো...
21/03/2022

নবাবগঞ্জে এমন ঘটনা মেনে নেয়া হবেনা।

ইছামতী ডিগ্রী কলেজের বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থী সহ সচেতন মহলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ সোমবার ২১/৩/২০২২ গালিমপুরস্থ ইছামতী কলেজের ক্লাস চলাকালীন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ৩য় পিরিয়ডের সময় ব্যাবসায়ী বিভাগের ব্যাবসায় সংগঠন ও ব্যাবস্থাপত্র ক্লাস নেওয়ার সময় ওই ক্লাসে দায়িত্বরত শিক্ষক, হিজাব পরিধান করে ক্লাসে আসায় দুই শিক্ষার্থী বোনের সাথে অকথ্য ও কুরুচিপূর্ন ভাষায় কথা বলেন এবং ক্লাসে সকলের সম্মুখে হিজাব পরে আসার কারনে তাদের দুই জন কে অপমান করেন।
উল্লেখ্য এহেন নেক্কার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সেই সাথে দ্রুত তদন্ত করে ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মাননীয় পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়ের দিকনির্দেশনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর ...
04/03/2022

মাননীয় পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়ের দিকনির্দেশনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে ০৩/০৩/২০২২ খ্রিঃ তারিখ নবাবগঞ্জ থানার এসআই (নিঃ)/মোঃ আব্দুল জলিল ও সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ০৩ মাসের কারাদন্ড প্রাপ্ত সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভূক্ত ০১ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Address

Nawabganj Road
Nawabganj
1320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nawabganj,Dhaka - নবাবগঞ্জ,ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share