ইতিহাসের পাতা- Page of history

ইতিহাসের পাতা- Page of history বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও দেখার জন?

Beautiful 💝💝💝
17/05/2022

Beautiful 💝💝💝



14/05/2022

Childhood memory 😃😃😃

14/05/2022

মৃত্যুর যন্ত্রনা কতটা ভয়ানক 😭

♥♥সিরিয়ান শিশুদের তিনটি উক্তি♥♥যাহা যুগ যুগ ধরে মুসলিম জাতিকে কাঁদাবে...১. একটি শিশু তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহুর্ত...
12/05/2022

♥♥সিরিয়ান শিশুদের তিনটি উক্তি♥♥
যাহা যুগ যুগ ধরে মুসলিম জাতিকে কাঁদাবে...
১. একটি শিশু তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহুর্তে বলেছিলো
"আমি আল্লাহকে সবকিছু বলে দিবো!"
২. বিমান হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তুপের নিচ থেকে একজন তরুণী বলেছিলো, "প্লিজ আংকেল! আল্লাহর দোহাই, আমার ছবি তুলবেন না; আমি এই মুহুর্তে হিজাব পরিহিতা নই!"
৩. একটি শিশু ক্রন্দনরত অবস্থায় বলেছিলো, "ও আল্লাহ, আমি মরতে চাই! আমাদের কোন রুটি নেই কেন? আমাকে জান্নাতে নিয়ে যাও যাতে আমরা রুটি খেতে পারি!

11/05/2022



11/05/2022


Good morning ☀️🌞🌞
10/05/2022

Good morning ☀️🌞🌞

09/05/2022




قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ....الخ(হে আমার হাবিব!) মু’মিনদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রা...
08/05/2022

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ....الخ

(হে আমার হাবিব!) মু’মিনদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে__🥀
[সূরা আন-নূরঃ ৩০]



06/05/2022
**  যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান:▬▬▬▬💠🌀💠▬▬▬▬ফিতরা নিয়ে এত কারসাজি কেন?  রাসুল সাঃ ফিতরা ১ সা পরিমান খাদ্যদ্র...
30/04/2022

** যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান:
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
ফিতরা নিয়ে এত কারসাজি কেন? রাসুল সাঃ ফিতরা ১ সা পরিমান খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা ফরজ করেছেন!!! ১ সা = ২.৫ kg. সবার নিজ নিজ খাদ্য, গম, আটা,যব, কিসমিস, খেজুর, পনির, ইত্যাদি। রসুল সঃ কি মূদ্রা দিয়ে আদায় করতে পারতেন না? রসুল সঃ এর যুগে কি মুদ্রার প্রচলন ছিল না? সউদি আরব সহ আরব বিশ্বে এখনো ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হয়। বাংলাদেশে যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেন এই শরিয়ত তাদেরকে কে নাযিল করলো? এটার জন্য কাল বিচারের মাঠে কী জবাব দিবেন? আল্লাহি ইয়াহদিক।

** যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান:
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
* যাকাতুল ফিতর/ফিতরা দেয়ার হুকুম কি?
ফরয।
* কার জন্য ফিতরা দেয়া ফরয?
বাড়ির প্রতিটি সদস্য পুরুষ-নারী, বড়-ছোট সবার জন্য।
* ফিতরা দেয়ার দায়িত্ব কার?
গৃহকর্তা নিজের ফিতরা দিবে এবং তার অধিনস্থ ব্যক্তিদের ফিতরা দিবে যাদের ভোরণ-পোষণ দেয়া তার জন্য ফরয।
* কোন জিনিস দ্বারা ফিতরা প্রদান করা উচিৎ?
প্রত্যেক দেশের প্রধান খাদ্যদ্রব্য।
যেমন, আমাদের দেশে চাল।
* পরিমাণ কত?
এক ’সা তথা প্রায় ২.৫ কেজি থেকে ৩ কেজি (চাল/গম)। তবে ৩ কেজি দেয়া অধিক উত্তম ও নিরাপদ।
[সৌদি লজনাহ দায়েমাহ]
হাদিসে যেহেতু খাদ্যদ্রব্য দেয়ার কথা বলা হয়েছে, তাই সুন্নত অনুসরণ করতে চাইলে খাদ্যদ্রব্য দিতে হবে। একান্ত অপরিহার্য পরিস্থিতি না হলে ফিতরার মূল্য বা টাকা দ্বারা ফিতরা দেয়া সুন্নত পরিপন্থী।
* সময়:
ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। তবে দু/তিন দিন আগেও দেয়া জায়েজ।
* উদ্দেশ্য:
ঈদের দিন গরিব-অসহায় মানুষের খাবারের ব্যবস্থা এবং রোজাদারকে অর্থহীন কাজ, অশ্লীলতা এবং ত্রুটি-বিচ্যুতি থেকে পবিত্র করা।
* বণ্টনের খাত:
গরীব-অসহায় মানুষ।
** মাসায়েল:
* প্রয়োজনে এক দেশে থেকে অন্য দেশে ফিতরা প্রেরণ করা জায়েজ।
* একজনের ফিতরা একাধিক ব্যক্তিকে যেমন দেয়া জায়েয। তদ্রূপ একাধিক ব্যক্তির ফিতরা প্রয়োজনে একজনকেও দেয়া জায়েয।
* ঈদের দিনের নিজ পরিবারে খাওয়ার মত অর্থ-সম্পদ এবং ফিতরা দেয়ার সামর্থ থাকলে ফিতরা প্রদান করা আবশ্যক।
* গর্ভস্থ সন্তানের ফিতরা দেয়া আবশ্যক নয়, তবে দেয়া উত্তম।
আল্লাহু আলাম।
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
( গ্রন্থনায়:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব।)

মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং!ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদ...
30/04/2022

মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং!

ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?

দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।


29/04/2022

اَوَ لَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ کَانُوۡا مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَانُوۡا ہُمۡ اَشَدَّ مِنۡہُمۡ قُوَّۃً وَّ اٰثَارًا فِی الۡاَرۡضِ فَاَخَذَہُمُ اللّٰہُ بِذُنُوۡبِہِمۡ ؕ وَ مَا کَانَ لَہُمۡ مِّنَ اللّٰہِ مِنۡ وَّاقٍ ﴿۲۱﴾

আওয়ালাম ইয়াছীরূফিল আরদিফাইয়ানজুরূকাইফা কা-না ‘আ-কিবাতুল্লাযীনা কা-নূমিন কাবলিহিম কা-নূহুম আশাদ্দা মিনহুম কুওওয়াতাঁওয়া আ-ছা-রান ফিল আরদি ফাআখাযাহুমুল্লা-হু বিযুনূবিহিম ওয়ামা-কা-না লাহুম মিনাল্লা-হি মিওঁ ওয়া-ক।

তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনা? তাহলে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাদেরকে রক্ষা করার কেহ ছিলনা।

Have they not travelled in the land and seen what was the end of those who were before them? They were superior to them in strength, and in the traces (which they left) in the land. But Allah seized them with punishment for their sins. And none had they to protect them from Allah.

♥️♥️♥️♥️♥️
29/04/2022

♥️♥️♥️♥️♥️





আজকের সেরা ফটো
26/04/2022

আজকের সেরা ফটো



যখন কেউ নিজের ভুল স্বীকার না করে তর্ক করেন, তখন কী করা উচিত?একটা গল্প বলি তাহলে 😊একদিন গাধা বাঘকে বলল — ঘাসের রং নীল। বা...
20/04/2022

যখন কেউ নিজের ভুল স্বীকার না করে তর্ক করেন, তখন কী করা উচিত?

একটা গল্প বলি তাহলে 😊
একদিন গাধা বাঘকে বলল — ঘাসের রং নীল।

বাঘ উত্তর দিল — না, ঘাসের রং সবুজ।

কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল —মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?

সিংহ উত্তর দিল -- হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।

সিংহ তখন ঘোষণা করল -- বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — ঘাসের রং নীল, ঘাসের রং নীল।

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল — মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।

সিংহ বলল — ঠিক, ঘাসের রং সবুজ।

বাঘ জিজ্ঞাসা করল —তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?

সিংহ উত্তর দিল — তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।

উপদেশ: মূর্খের সাথে তর্ক করে সময় ও শক্তির অপচয় করা উচিত না।

Collected

রমজান মাস সম্পর্কে নতুন ওয়াজ I M Hasibur rahman bangla new waz
14/04/2022

রমজান মাস সম্পর্কে নতুন ওয়াজ I M Hasibur rahman bangla new waz

রমজান মাস সম্পর্কে নতুন ওয়াজ I M Hasibur rahman new bangla waz আমরা আমাদের চ্যালেনে বিভিন্ন স্কলারশিপ বক্তাদের আলোচনা তাফসীর আপলোড দ...

12/04/2022

মুখ খুললেন প্রধানমন্ত্রী ইমরান খান কি কারণে তাকে পদত্যাগ করতে হলো

Address

Rajshahi, Dhaka
Nawabganj
6310

Telephone

+9647500563759

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইতিহাসের পাতা- Page of history posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইতিহাসের পাতা- Page of history:

Videos

Share

Category



You may also like