Msr Mohammad Selim Reja

Msr Mohammad Selim Reja "জুলুমের কালে তুমি যদি নিরপেক্ষ থাকো, তাহলে তুমি জালিমের পক্ষই নিয়েছ "
https://youtube.com/

16/11/2024
22/11/2023

Msr Mohammad Selim Reja
Please Follow me 📢🇧🇩
১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লা🤲🤲✅

গাণিতিক কিছু সূত্র, সংগ্রহ করে রেখে দিলে সারাজীবন কাজে আসবে। ♥Msr Mohammad Selim Reja
21/11/2023

গাণিতিক কিছু সূত্র, সংগ্রহ করে রেখে দিলে সারাজীবন কাজে আসবে। ♥
Msr Mohammad Selim Reja

পেজ টিকে  ফলো দিয়ে পাশে থাকবেন ✅
01/11/2023

পেজ টিকে ফলো দিয়ে পাশে থাকবেন ✅

29/10/2023

23/10/2023

সফলতা VS সমাজ..!
Freelancer Msr Selim

⚫সফলতাঃ-
আমি SSC তে GPA 5.00 পেয়েছি।
🔴সমাজঃ-
ভালো, তবে এ আর এমন কিছু-না। আমার অমুক ভাইয়ের ছেলে, আমার অমুকের
মেয়েও তো পাইছে। ভালো একটা কলেজে চান্স পেয়ে দেখাও।

⚫সফলতাঃ-
আমি নটরডেম কলেজে
চান্স পেয়েছি।
🔴সমাজঃ-
কত জনকে-ই তো দেখলাম ঢাকায় গিয়ে নষ্ট হয়ে গেছে।

⚫সফলতাঃ-
আমি HSC তে GPA 5.00 পেয়েছি।
🔴সমাজঃ-
তাতে এমন কি ? এবার মেডিকেল, বুয়েট, ঢাবি-তে চান্স পাও কি-না দেখ। কত দেখলাম GPA 5.00 পাওয়া ছাত্র কোথাও চান্স পায়-না।

⚫সফলতাঃ-
আমি ঢাবিতে চান্স পেয়েছি, পদার্থবিজ্ঞানে।
🔴সমাজঃ-
মেডিকেলে, বুয়েটে তো আর পাইলা না। আমার অমুকের ছেলে অমুক মেডিকেলে পড়ে, তমুকের মেয়ে বুয়েটে পড়ে। পদার্থবিজ্ঞান আবার এমন কি সাবজেক্ট? কত ছেলে চান্স পেয়ে পাশ করতে পারে-না। আগে পাস কর তারপর কথা বল।

⚫সফলতাঃ-
আমি প্রথম শ্রেণীতে সম্মানের সাথে পাশ
করেছি।
🔴সমাজঃ-
CGPA কত ? ফার্স্ট তো আর হও নি। আমার
অমুকের ছেলে অমুক কলেজ থেকে পড়ে CGPA 3.70
পেয়েছে, আর ঢাবি থেকে পড়ে তোমার এই অবস্থা।
পাশ করে কি করেছ, চাকরি তো আর পাও নি। কত দেখলাম ঢাবি থেকে পড়ে বেকার ঘুরছে।

⚫সফলতাঃ-
আমি চাকরি পেয়েছি।
🔴সমাজঃ-
BCS ক্যাডার তো আর হওনি। যে বেতনের চাকরি, তার থেকে গার্মেন্ট্সে কাজ করা ভালো ।

⚫সফলতাঃ-
আমি BCS ক্যাডার হয়েছি।
🔴সমাজঃ-
তাতে কি হয়েছে ? পুলিশ/প্রশাসন তো আর পাও নাই, মাস্টার হইছো।

⚫সফলতাঃ-
আমি প্রশাসন ক্যাডার পেয়েছি।
🔴সমাজঃ-
পলিটিক্যাল লিডারের কাছে তো তুমি কিছুই না, তো লাভ নাই! সো লিডার হও।

অবশেষে একদিন আমি মারা গেলেও সমাজ
বলবেঃ "মরেছে তো কি হয়েছে ? প্রতিদিনই তো কতো মানুষ মারা যাচ্ছে....!"

হুম, এটাই আমাদের সমাজ। প্রতিযোগীতামূলক সমাজ। তাই সমাজের মানুষের কথায় কান না দিয়ে নিজেকে সফলতার শীর্ষে তুলুন।❤️

👉 Please follow my page ✅👉কম্পিউটার শেখার প্রাথমিক ধাপ। কিভাবে প্রথমে টাইপিং করতে হবে তা এখান থেকে দেখে নিতে পারবেন। প্র...
13/09/2023

👉 Please follow my page ✅
👉কম্পিউটার শেখার প্রাথমিক ধাপ। কিভাবে প্রথমে টাইপিং করতে হবে তা এখান থেকে দেখে নিতে পারবেন। প্রয়োজনে সংগ্রহ করে রাখুন।

একটা কথা ভুলে গেলে চলবে না,"শিক্ষার্থীরা'ই দেশের সম্পদ।"এটা ভুলে গেলে চলবে না ইন্টারের সময়কাল দুই বছর মানে ২৪ মাস।কিন্ত...
08/08/2023

একটা কথা ভুলে গেলে চলবে না,
"শিক্ষার্থীরা'ই দেশের সম্পদ।"

এটা ভুলে গেলে চলবে না ইন্টারের সময়কাল দুই বছর মানে ২৪ মাস।
কিন্তু বর্তমান সময়ে পরীক্ষা নিচ্ছে ১৫ মাসের মধ্যেই।

এবং ২০২২ সালের পরীক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী।
তারা সময় পেয়েছে দুই বছরেরও বেশি এবং পরীক্ষা দিয়েছে ৫০ মার্কের,

এখানে প্রশ্নটা তাদের সিলেবাস অনুযায়ী, আমাদেরও পরীক্ষা
আমাদের সময় দিয়েছে ১৫ মাস, এবং পরীক্ষা নিবে ১০০ মার্কের।
তারা কিভাবে এটা করছে তারাই জানে। না পরীক্ষাটা নিয়ে নিলেই ওদের কাজ শেষ হয়ে গেল এটা ওরাই জানে।

আর একটা কথা না বললে নাই
☞ আন্দোলন ⁠ಠ
পুলিশ ভাইদেরকে বলতে চাই, আন্দোলন তো আরো ঘরে বসে হয় না, ঘরে বসে হলে সবাই ঘরে বসে আন্দোলন করতো।
Msr Mohammad Selim Reja

06/08/2023

"জুলুমের কালে তুমি যদি নিরপেক্ষ থাকো, তাহলে তুমি জালিমের পক্ষই নিয়েছ "

27/07/2023

#আবেগ
#বিবেক
তোমাকে ছাড়া এক মূহুর্তও বেঁচে থাকা ধায়!...এটা হলো আবেগ।

একজন নারী কিংবা নরের জন্যে তোমার জন্ম হয়নি....এটা হলো বাস্তববতা।

বিবেক দিয়ে আবেগকে নিয়ন্ত্রণ করে জীবন পার করার নামই রিয়্যেলিটি।

তোমাকে ছাড়া আট বছর দিব্যি বেঁচে আছি,
আলহামদুলিল্লাহ ভালোই আছি....এটাই স্বার্থকতা!

12/07/2023
আজ যদি তুমি বিছানা ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাও --কাল "কবর" তোমার জন্যফুলের বিছানা হয়ে যাবে!!!🙂
10/07/2023

আজ যদি তুমি বিছানা ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাও --
কাল "কবর" তোমার জন্য
ফুলের বিছানা হয়ে যাবে
!!!🙂

03/07/2023

👉জীবনটাকে.... এতো সোজা বানায়েন_ না, মানুষ জঙ্গলে গেলে সোজা--- গাছটাই আগে কাটে ?🌟

03/07/2023

যতো বেশি প্রত্যাশা' ততই বেশি হতাশা..! 🖤
-চাহিদা যত কম জীবন তত সুন্দর.! 🌺

আলহামদুলিল্লাহ 🤲🥰
23/06/2023

আলহামদুলিল্লাহ 🤲🥰

Address

Nawabganj

Telephone

+8801790457542

Website

Alerts

Be the first to know and let us send you an email when Msr Mohammad Selim Reja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Msr Mohammad Selim Reja:

Videos

Share