সোমার ডায়েরী- Somar Diary

সোমার ডায়েরী- Somar Diary দোস্ত, তুই কি জানিস যে তুই আমার বেস্ট ফ্রেন্ড...

সোমার ডায়েরী গ্রুপ কতৃক পরিচালিত অঙ্গ সংগঠনসমূহ:
--------------------------
১। সোমার ডায়েরী গ্রুপ (অফিসিয়াল ওয়েবসাইট)
(www.somardiary.com)
২। উড়োচিঠি ম্যাগাজিন (অনলাইন)
(www.urochithi.somardiary.com)
৩। সোমা আইটি সলিউশান
(www.somait.somardiary.com)
৪। সোমা একাডেমি
(www.academy.somardiary.com)
৫। রেডিও সোমা-ঠিক যেন আপনার মনের কথা
(www.radiosoma.somardiary.com)
৬। ইয়ে পত্রিকা-নামে নয়, লেখায় পরিচয়
(w

ww.eiapotrika.com)
৭। সোমার ডায়েরী ফেসবুক ফ্যানপেজ
(https://www.facebook.com/somardiary)
৮। সোমার ডায়েরী- অপ্রকাশিত গল্পকথা
(https://diary.somardiary.com)
৯। সোমাচ্যাট- সোশ্যাল অপটিমাইজড ম্যাসেজিং অ্যাপ
(www.chat.somardiary.com)
১০। সোমার ডায়েরী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ
(https://sahittoporishod.somardiary.com)
১১। রূপকথা- বাংলা লাইফস্টাইল পোর্টাল
(www.rupkotha.somardiary.com)
১২। সাপ্তাহিক শিক্ষা খবর
(https://shikkhakhobor.somardiary.com)
--------------------------
--------------------------
অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলো লিংকঃ https://play.google.com/store/apps/details...
--------------------------
--------------------------
ই-মেইলঃ
[email protected]
অফিসিয়াল ফেসবুক আইডিঃ
https://www.facebook.com/soma.diary

16/01/2025

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি আর অনেকেই আমার সাথেও রাখে না।
এই রাখা না রাখা নিয়াও কোনো অভিযোগ নাই। কারণ কারোর সাথে চাওয়া-পাওয়ার স্বার্থ নাই।

বলতে পারেন এভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা,শেষ দেখা,শেষ পথচলা, শেষ যোগাযোগ হয়ে গেছে।
#এসটি

16/01/2025

লজ্জায় যেতে পারিনি তাদের সামনে;
যাদের বলে ছিলাম আমার প্রিয় মানুষটা ছেড়ে যাবে না আমাকে!💔🥺
#এসটি

পাপ : তুমি আমাকে ভুলে গেলেও,আমি তোমাকে একদিন সবার সামনে নিয়ে আসবো।পূণ্য : তুমি আমাকে ভুলে গেলেও,আমি সবাইকে বলবো,আজীবন যে...
16/01/2025

পাপ : তুমি আমাকে ভুলে গেলেও,আমি তোমাকে একদিন সবার সামনে নিয়ে আসবো।
পূণ্য : তুমি আমাকে ভুলে গেলেও,আমি সবাইকে বলবো,আজীবন যেন তারা তোমাকে মনে রাখে।
©এসটি
#এসটি

16/01/2025

মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি ভালো নেই; সত্যি ভালো নেই!❤️
#এসটি

16/01/2025

অনেকের অনুপস্থিতিতে আমাদের খারাপ লাগলেও, আমাদের অনুপস্থিতিতে তাদের কিছু যায় আসে না!'💔🌸
#এসটি

16/01/2025

চুপচাপ থাকা মানুষগুলো একটু অন্যরকম। তারা নিজের দুঃখটা কারোর সাথে শেয়ার করতে পারে না, নিজের ফিলিং কারোর কাছে প্রকাশ করতে পারে না। তারা কারোর সাথে আবার বেশি কথা বলাও পছন্দ করে না। তারা সবসময় নিজের সাথে কথা বলেই নিজের ফিলিংগুলো শেয়ার করে।❤️🌸
#এসটি

16/01/2025

বিবে'কহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই!
আর, মায়াহী'ন মানুষকে কখনো ভালোবাসার মানে বুঝাতে নেই।

লেখা: আফরোজা

16/01/2025

তুমি যাকে অযত্নে ফেলে দিবে, তারেও কেউ না কেউ সযত্নে আগলে রাখবে।❤️‍🩹
#এসটি

আমার মৃ'ত্যু অবধি আমার স্মৃতিতে আজীবন তোমার বসবাস থাকবে,আমি চাইলেও তোমাকে স্মৃতি থেকে মুছে ফেলতে পারবো না।©এসটি  #এসটি
16/01/2025

আমার মৃ'ত্যু অবধি আমার স্মৃতিতে আজীবন তোমার বসবাস থাকবে,আমি চাইলেও তোমাকে স্মৃতি থেকে মুছে ফেলতে পারবো না।
©এসটি
#এসটি

16/01/2025

আমি কারো কাছে বলিনি সেই নাম!
সেই নামের প্রতিটি অক্ষর আমার হৃদয়ের গভীরে রক্তে লেখা। এতে মিশে আছে ব্যথা, ভালোবাসা আর এক অভিশপ্ত স্বপ্নের গল্প। আমি জানি, কেউ জানবে না এই নামের গল্প, কেউ বুঝবে না সেই ভালোবাসার গভীরতা। কিন্তু আমি জানি__ এই নাম আমার অস্তিত্ব, আমার জীবনের আলো ছায়ার চিরসঙ্গী..!🖤🌸
#সংগৃহীত
#স্নিগ্ধা

16/01/2025

প্রচণ্ড মন খারাপ হলে ফোন করে দু'চার মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে,

তাহলে তুমি সত্যিই অনেকটা Unlucky ! ❤️
#এসটি

16/01/2025

সময় কি সুন্দর করে বদলায়!

আজকে যার লেট করে মেসেজ সীন করার ব্যাপার টা আপনার মন খারাপ করিয়ে দেয়,একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবারো মনে পড়বে না! যেই ফ্রেন্ড এর 'চেঞ্জ' হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে,এক সময় সে ফ্রেন্ড এর জন্য আর কোন ফিলিংস ই কাজ করবে না! কেউ 'ঠকালে' নিজের কাছে খারাপ লাগে এখন,একটা সময় কেউ ঠকালে আর কোন 'ফিলিংস' ই কাজ করবেনা!
বদলে যাওয়া সময় টা নিজের বোকামির জন্য নিজেই হাসবেন আর বলবে 'কি বোকামি টাই না করেছিলাম হাহা!'

কারো জন্য থাকা তুমুল আবেগ,টান,মায়া,অভিমান,অভিযোগ সব কিছুই এক সময় চেঞ্জ হবে! আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে! আসবেই! শুধু সময়ের অপেক্ষা!
#স্নিগ্ধা

16/01/2025

এই 'Only me' অপশন টার মতো প্রিয় মানুষ'টা কে যদি নিজের করা যেতো! সে আর কারো হতেই পারবেনা। শুধুই আমার হবে। তাকে রেখে দিবো 'আমার প্রিয় মানুষ' করে!🖤🫶
সংগৃহীত
#এসটি

16/01/2025

সুখী হতে হলে মানুষের জীবনে ভালোবাসা এক অপরিহার্য উপাদান।
ভালোবাসা কোনো বস্তুগত বিষয় নয়,
এটি হৃদয়ের গভীর এক অনুভূতি।
এটি দায়িত্ব, বিশ্বাস, যত্ন এবং আন্তরিকতার সমন্বয়ে গড়ে ওঠে। ভালোবাসা
এমন এক শক্তি, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশান্তি এবং আনন্দ বয়ে আনে।

নারীর জীবনে একজন দায়িত্বশীল পুরুষের উপস্থিতি তাকে মানসিকভাবে সুরক্ষিত ও প্রশান্ত রাখে।
একইভাবে, একজন পুরুষের জীবনে একজন বিশ্বাসী নারীর উপস্থিতি তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় করে তোলে।
এ সম্পর্কের মূলে থাকে একে অপরের প্রতি যত্ন এবং সম্মান।

একজন নারী যখন ছায়ার মতো পুরুষের পাশে থাকে,
তাকে মানসিকভাবে উৎসাহিত করে, তখন পুরুষটির হৃদয় সতেজ হয়ে ওঠে।
কাজের প্রতি তার উদ্যম বেড়ে যায়।
অন্যদিকে, একজন পুরুষ যখন নিজের ঘাম ঝরিয়ে নারীর জন্য জীবন নির্বাহের ব্যবস্থা করে, তাকে সুরক্ষিত রাখে, তখন নারীর মনেও প্রশান্তি নেমে আসে।
এ ভালোবাসা কেবল দেহ নয়, বরং মন ও আত্মাকে এক অন্যরকম শান্তি দেয়।

সুখ মানে শুধু ভোগবিলাস নয়।
সুখ হলো সেই অভিজ্ঞতা, যা হৃদয়কে সতেজ রাখে, মনকে প্রফুল্ল করে।
এই সুখের মূলে থাকে ভালোবাসা এবং একে অপরের প্রতি নির্ভেজাল দায়িত্বশীলতা।
ভালোবাসা সেই পাখির গান, যা মনকে বসন্তের মতো শীতল করে।
এটি সেই আলো, যা অন্ধকারকে দূরে সরিয়ে জীবনের পথ আলোকিত করে।

তাই, ভালোবাসা মানে শুধু মায়াবী চাহনি নয়; ভালোবাসা মানে দায়িত্ব, যত্ন, এবং সত্যিকারের বন্ধন।
এই ভালোবাসাই জীবনের প্রকৃত সুখের ঠিকানা।
#স্নিগ্ধা

16/01/2025

এখন আর কারো সাথে ইনবক্সে কনভারসেশন বাড়াতে ইচ্ছে করে না কারো সাথে ভালোভাবে কথা বলা হয়না! ফেসবুকে আসি Newsfeed স্ক্রল করি, হুদাই পোস্ট শেয়ার করি ঘন্টার পর ঘন্টা এভাবেই কাঁটিয়ে দেয়! ❤️
#এসটি

16/01/2025

আমি জানি আমি তোমায় বিরক্ত করি , কিন্তু তাও তুমি আমায় সবসময় প্রশ্রয় দাও !
তোমার এটেনশন পাওয়ার জন্যে আমি শিশুর মতো আচরণ করি , কিন্তু তোমার প্রয়োজনে আমি একজন ম্যাচিওর মানুষ হয়ে উঠি !
কিছু সময় আমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি , কোনও কারণ ছাড়াই কষ্ট পেতে থাকি !
কিন্তু তুমি আমায় বোঝো, ভালোবাসো , ভরসা দাও যে আমি পারব !
সেই সময় তুমিই আমার অক্সিজেন হয়ে ওঠো !
এই ভাবেই সাথে থেকো !
#স্নিগ্ধা

16/01/2025

তুমি এটা মেনে নাও যে তোমাকে এই দুনিয়াতে কেউ বুঝবে না, তোমাকে বোঝার ক্ষমতা কারো নেই, মেনে নাও কেউ আপন নয়। নিজের কষ্ট কারো কাছে প্রকাশ করতে যেওনা। খুব মন খারাপ হলে একটু কেঁদে নিও!❤️
#এসটি

16/01/2025

যাকে তাকে ভালোবাসা যায় না আসলে। ভালোবাসা সবার প্রতিই আসে না। ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্ত, ভক্তি, সম্মান এবং মনের মিল থেকেই কারো প্রতি ভালোবাসা আসে।

ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয়। যার সাথে মনের বনিবনা হয় না, তার সাথে ভাব জমে না! কাউকে ভালো না লাগলে, তাকে ভালোবাসাও যায় না।

যার স্বভাব–আচরণ আপনার পছন্দ নয়, যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারেনি, যার কথা বলার ধরণ আপনার ভালো লাগে না, তাকে আপনি কস্মিনকালেও ভালোবাসবেন না। ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে, মনের সাথে মনের বনিবনা হতেই হবে।

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই! কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একই ভাবে ভালোবাসবে, তারও কোনো নিশ্চয়তা নেই। কাউকে আপনার মনে ধরেছে মানেই যে সেও আপনাকে তার মনের মতো ভাবে, এমনটাও নয়।

প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণেই মূলত মনের সাথে মনের বনিবনা হয় না। আর সেই মনের সাথে মনের বনিবনা না হলেই ভালোবাসা তখন একতরফা হয়ে যায়।

আপনি যাকে ভালোবাসেন, সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হোন। পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতো না হলে কারো ডাকে সাড়া দেয় না।

আমরা যারা ভালোবাসা ভিখারি, আজীবন শুধু ভালোবাসাই চেয়ে এসেছি, তারা সত্যিকার অর্থে কারো মনের মতো হতে পারিনি। যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি, সেটা ভালোবাসা নয়। সেটা কেবল ছলনা, সহানুভূতি আর নয়তো দয়া। প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না! ভালোবাসা যন্ত্রণা তখনই দেয়, যখন ভালোবাসার নামে প্রতারণার শিকার হতে হয়! একতরফা নয়, পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না–থাকতে পারে না!
#স্নিগ্ধা

Address

Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when সোমার ডায়েরী- Somar Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোমার ডায়েরী- Somar Diary:

Videos

Share

Category

সোমাকে লেখা চিঠি

সোমা,

আজ সারারাত তোকে ভেবে কাটিয়েছি। একটুও ঘুমাতে পারিনি। ঘুমাতে গেলেই তোর প্রতারণার কথাগুলি মনে পড়ে যাচ্ছে। খুব অদ্ভুত, তাই না। একসময়ের খুব কাছের তুই আজ আমার থেকে কত দূরে। একসময় প্রতিদিন তোর সাথে দীর্ঘসময় কথা হতো। একদিন কথা না হলে তুই আমার সাখে অনেক রাগারাগি করতি। মনে আছে তোর? এখনতো অবশ্য সপ্তাহ, মাস, বহুদিন পেরিয়ে যায় একমিনিট কথা হয়না। আচ্ছা, এখনকি একটুও রাগ হয়না আমার উপর?

তোর অবহেলা আর প্রতারণার কাছে হেরে গেছে আমার ভালোবাসা। চাইলেও তোকে কাছে টেনে নিতে পারিনা। আমি তো তোকে বাস্তবতায় খুঁজি কিন্তু তুইতো কোন কল্পনাতে মগ্ন। আমি জানি আমার না বলা হাজারটা কথা আর আবেগ মাখানো চিঠির এই ভাষা কোনদিনই তোর কাছে পৌঁছাবেনা।অবশ্য না পৌঁছালেই বা কি? আমার এই সুখ যে আমি ভালবাসি, তোকে ভালবাসতে হবে না। আচ্ছা, প্রতারকরা কি কখনও ভালবাসতে পারে? আমার বিশ্বাস হয়না।

জানিস, ইদানিং চুপ করে থাকতেই ভালো লাগে। শুধু মাঝে মাঝে গভীর রাতে খুব চিৎকার করতে ইচ্ছে হয়। আমার অবস্থা এমন যে, এখন যদি কেউ আমাকে হত্যা করতে চায় তাকে আমি আমি এক বিন্দুও বাধা দিবোনা। আমার যদি অনেক টাকা থাকতো আমি চারটি বরফের পাহাড় ঘেরা একটি নিঃশব্দ বাড়ি কিনতাম। শুনেছি বরফ শব্দ শুষে নেয়, আমি সেখানে নিয়মিত চিৎকার করতাম। চিৎকার করে কাঁদতাম তোর কথা মনে হলেই সকাল, বিকাল, সন্ধ্যা। সভ্য সমাজে যা আমি পারিনা সেখানে আমি তাই করতাম। আমি গলা ছেড়ে কাঁদতাম। একটা সময় আমি জানতাম না মন খারাপ কি? অবশ্য আজ আমি জানি, মন খারাপ আসলে একটা নীরব চিৎকার, যা আমাদের বুকের বাইরে কখনও বেরোতে পারে না।