°মানুষের উপর জোর খাঁটাতে নেই।
না বন্ধুত্বে, না ভালোবাসায়, না অন্য কোনো সম্পর্কে। আপনাকে না বলেই বাকি বন্ধুরা কোথাও গেলে- 'কিরে আমাকে বললি না কেন?' জিজ্ঞাসা করতে নেই। কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে, 'কী ব্যাপার? রিপ্লাই দেন না কেন? বলে আবারও মেসেজ দিতে নেই।কেউ ছেড়ে যেতে চাইলে, হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই। জো'র করে কারো কাছের মানুষ হওয়া যায় না।
আর কাছের মানুষদের কাছে কখনো জোর করাও লাগে'না..!
-সংগৃহীত
#এসটি
21/12/2024
তুমি নেই..
তুমি একদিন আমাকে বলেছিলে; জানো, মানুষ মরে গেলে আকাশের তারা হয়ে যায়।
আমি অবাক হওয়ার চেষ্টা করে তোমাকে জিজ্ঞেস করেছিলাম; কেনো?
তুমি বলেছিলে; তার প্রিয় মানুষটি তাকে দেখতে চাইলেই যেনো দেখতে পারে!
একদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আমাকে বলে গেলে না, কেউ কাউকে ছেড়ে চলে গেলে, সে কি হয়? তাকে দেখতে ইচ্ছে করলে কোথায় খুঁজব? বৃষ্টির মধ্যে? ঝর্ণার মধ্যে? নাকি গভীর অন্ধকারে?
আচ্ছা,
এখন তোমাকে দেখতে ইচ্ছে করলে,
আমি তোমাকে কোথায় খুঁজব? কোথায়...?
#পিচ্চি
#সংগৃহীত
21/12/2024
তোমার এতো লোক
তুমি কীভাবে বুঝবে
আমি হারানোর শোক।
পাখি মণি।
#এসটি
21/12/2024
আর কথা হবে না!
কিন্তু "তোমার আমাকে খুব মনে পড়বে, প্রতি মুহূর্তে মনে পড়বে;
মনে পড়তেই হবে!"
হ্যাঁ,
এটাই তোমাকে দেয়া আমার অভিশাপ...
#পিচ্চি
21/12/2024
আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম,
আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;
তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম!'
বাস্তব বলে, এই দুজন মানুষ নাকি একজনই, কিন্তু আমি মানি না! কারণ প্রথম জনকে আমি আজও ভালোবাসি,
আর দ্বিতীয়জনকে আমি আজও চিনি না...!
#পিচ্চি
21/12/2024
মাঝে মাঝে কাউকে বলার সুযোগ দিতে নাই,
সবাইকে বারবার সুযোগ দিলে
তারা কেবল সুযোগটাকেই চায়,
মানুষটাকে নয়।
লেখাঃ তাসনিম এমি
#তাসনিম_এমি
21/12/2024
একটা সময়ে গিয়ে আপনি বুঝতে পারবেন আপনি মানুষের কাছ থেকে যত দূরে থাকবেন আপনি আসলে তত ভালো থাকবেন। মানুষের কাছাকাছি গেলে প্রথম দিকে মানুষ খুব আগ্রহ দেখায়, গুরুত্ব দেয়। কিন্তু আস্তে আস্তে আগ্রহ কমে, গুরুত্ব কমে। অবহেলা বেড়ে যায়।
মানুষ আসলে এমনই যেটাকে সে হারিয়ে ফেলে, বা যেটা তার হাতের নাগালের বাহিরে সবসময় সে সেটাকেই মূল্যবান মনে করে। আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না। তাই মানুষের কাছ থেকে রেসপেক্টেবল দূরুত্বে থাকা ভালো । এতো গুরুত্ব থাকে, সম্মান থাকে। বহুদিন পর হঠাৎ দেখা হলে আদর যত্ন পাওয়া যায়। খাতির করে।
সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না। আবার অতিরিক্ত ব্যক্তিত্বসম্পন্নও হতে যাবেন না। সবার সাথে মিশবেন, কিন্তু সবাইকে আপন ভাবতে যাবেন না।
আর যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন।
#পিচ্চি
21/12/2024
যাকে বিশ্বাস করে যার কাছে নিজের ভালো থাকা ভালো লাগা সবটুকু জমা রাখতেছেন।
আপনি নিশ্চিত থাকুন ঐ মানুষটাই একদিন আপনার জীবনের কালশাপ হয়ে দ্বারাবে।
আপনাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে চলে যাবে।
মানুষ পরিবর্তনশীল মেনে নিতে শিখুন।
মানুষের মন উরনচন্ডি আকাশের মতো কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো তিব্র খরা।
তাই কাউকে নিজের সবটুকু দেওয়ার আগে ভেবে নিন আপনি জেনে শুনেই নিজের জীবনকে প্রেম নামক জুয়ায় বাজি ধরতেছেন।
আপনি যে কোনো সময় এই জুয়ায় জিতেও যেতে পারেন আবার হেরেও যেতে পারেন।
তাই এই খেলায় হেরে গিয়ে দেউলিয়া হওয়ার আগে একটু ভেবে নিন আপনি নিজের কতটুকু ভালো থাকা বাজি ধরবেন !
সবটা বাজি রাখলে মানুষ টা চলে যাওয়ার পর নিজের মৃত্যু কামনা করা আর বুক চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।
সো আপনি কেমন থাকবেন এটা আপনার উপর নির্ভর করতেছে।
#পিচ্চি
21/12/2024
তুমি ফিরলে না
দেখলে না বুকের রক্তক্ষরণ
তোমায় হারিয়ে ভীষণ কাঁদছি
এখন চোখের সমুদ্রেরে আমি
ডুবে ডুবে মরছি,,
পাখি মণি,,
#এসটি
21/12/2024
তুমি শীতের কুয়াশার মতোই ধূসর
যাকে অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায়না।
~আদনান সাইয়ুম
21/12/2024
পরিবর্তন দেখতে চেয়েছিলে না প্রিয়? দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না, কোন কিছুতে আমার খারাপ লাগলেও তোমায় বলি না, এক লাইনের মেসেজ বা তোমার একটা কলের জন্য ও আমি এখন আর অপেক্ষা করি না।
আগে যখন তুমি আমার অনুপস্থিতিতে অন্য কিছুতে সময় কাটাতে তখন আমার মনের ভিতরটা দুমড়ে মুচড়ে যেতো। আগে যেমন তোমার উপর অধিকার দেখাতাম, রাগ দেখাতাম, খারাপ লাগলে বলে দিতাম, এখন আর তা করি না?
এখন আমার মনের ভিতরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেও চুপ থাকি। কোন কিছুতে খারাপ বা ভালো লাগলে ও বলি না তোমাকে, বুঝতে ও একটু দেই না, এটাই যে হয়তো আমার বর্তমান সময়ের পরিবর্তন।
#স্নিগ্ধা
21/12/2024
একটা সম্পর্ক হল এমন একজনকে খুঁজে পাওয়া যে আপনাকে ভালোবাসে, সম্মান করে,
আপনার যত্ন নেয়,
আপনাকে বোঝে,
আপনাকে পেয়ে গর্বিত বোধ করে,
আপনার প্রতি বিশ্বস্ত এবং আপনার দুঃখের সময় আপনাকে সান্তনা দেয়।
#পিচ্চি
21/12/2024
মানুষ হিসেবে আমি প্রচন্ড অভিমানি!
সেই অভিমানের খেসারত দিতে হয়েছে পদে পদে, একটা সময় খেয়াল করলাম পরিচিত গন্ডি হতে আমি অনেক দূরে সরে চলে এসেছি, কাছের মানুষগুলোকে আর চিনতে পারছি না, সবাইকে আবছা লাগে!
এই পৃথিবীতে কেউই অভিমানের দাম দিবে না, এটাই চরম সত্য,
তবুও আমি অভিমান করে বসে রয়েছি, কেউ আমার অভিমানটুকু ভাঙ্গাও!
#পিচ্চি
21/12/2024
আমি তোমাকে ভালোবাসার পর আমি আস্তে আস্তে বুঝতে শিখলাম, যে একটা মানুষ অন্য একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে।
তোমাকে দেখার পর তোমার প্রতি যে মুগ্ধতা তৈরি হয়েছে , সেই মুগ্ধতা আমি কখনো কাটাতে পারিনি, তোমাকে ভালোবাসার পর অন্য কাউকে আর ভালো লাগেনা তোমাকে কাছে পাওয়ার পর অন্য কোথাও হাত বাড়ানোর সাহস আমি পাইনি।
তোমাকে ছাড়া অন্য কোন কিছুতে নিজের ভালোলাগা অনুভব করতে পারি না সুখে দুঃখের মাঝে তোমাকে খুঁজে পাই।
তোমাকে ছাড়া এখন আমার কোন কিছুই ভালো লাগেনা ।
এই ভাঙাচোরা অসুস্থ শরীর ভালো রাখার একমাত্র ঔষধ হলো তুমি,।
#পিচ্চি
21/12/2024
ভালবাসলে মস্তিষ্কের গোটা শহরটা তোমাকেই লিখে দিবো,
অন্ধের চোখে আলো যেমন দরকার, তুমি আমার অন্ধ চোখে আলো পৃথিবী হবে।
ভালবেসে যদি দেওয়ার মতো কিছু দিতে চাও?
তবে বিশ্বাস দিও।
যদি কখনো গড়তে চাও?
তবে বুকটা লিখে দিও।
বুকের নিজ্বস জমিন দলিল করে দিও।
আমি গড়ে দিবো কুড়ে ঘরেও অট্টালিকার সুখ।
যদি আমাকেই চাও?
তবে সমস্ত ইগো মাটিচাপা দিয়ে ডাক দিও।
যদি কখনো ভাঙতে চাও?
তবে অভিমানের সন্ধ্যায় শুষ্ক চুমুতে আমার নীরবতা ভেঙে দিও।
আমাকে ভেঙো না।
যদি ভালবাসো তবে অজুহাতে কাছে ভিড়ো না।
সব শেষে শুধু একটাই আবদার,
কখনো ভালবাসা বাসি এসবের ভীড়ে ছেড়ে যেও না। ভালবাসা ছাড়াও মানুষ বাঁচে দিব্বি বাচে,
তবে ভালবাসা পেয়ে হারানো পর,
মনের মরণ টের পায় মানুষ,
আর মন মরলে মানুষ কেবল দেহেই বাঁচে!
#পিচ্চি
20/12/2024
বাস্তবতা কঠিন জেনেও মেনে নিতে হয়,
নইলে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই যে বড্ড দায়!
#মাহমুদা_হাবিব
20/12/2024
আমার জীবনে ২০২৪ সালের সেরা শিক্ষা!
কখনো কাউকে নিয়ে over confidence দেখানো উচিত না! সেটা যেকোনো সম্পর্কই হতে পারে! কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না। মানুষ পরিবর্তনশীল!'
-সংগৃহীত
#এসটি
20/12/2024
যদি তুমি সঠিক হও,
তবে তুমি চুপ থাকো।
কারণ মি'থ্যে সে তো সবসময়ই
নিজেকে জাহির করার জন্য বলতেই থাকে,
কেবল আমি নিজেই সত্য।
Be the first to know and let us send you an email when সোমার ডায়েরী- Somar Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to সোমার ডায়েরী- Somar Diary:
Videos
তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি,,,!!
তাইতো তোমাকে তোমার মত থাকতে দিয়েছি...।
আমি আমার অভিমান গুলো প্রকাশ করা কমিয়ে দিয়েছি,,।
তোমাকে ভালোবাসি,,তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি..!!
তাই তো আমি তোমাকে তোমার মত থাকতে দিয়েছি,,।
তোমার দেয়া কষ্ট গুলো লুকিয়ে রাখতে শিখে গেছি,,।
তোমাকে ভালোবাসি,, তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি,,,!!
তাইতো তোমাকে তোমার মত থাকতে দিয়েছি,,,
আর তাইতো তোমাকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি,,,।
তোমাকে ভালোবাসি,, তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি,,,!!
তাইতো তোমাকে তোমার মত থাকতে দিয়েছি,,
আর তাইতো আজ আমি তোমার জীবন থেকে দূরে চলে গেছি,,,।
তবুও তুমি রয়ে গেছ বুকের বা পাশে ছোট্ট আঙ্গিনাটায়,,!!
ভালোবাসি প্রিয়,,,
লেখা: #Subaita_liza
কিছু কিছু সময় দীর্ঘস্বা'স নেওয়ার সাথে মনে ইশ এটাই যদি শেষ নিশ্বাস হতো।
বিশ্বাস'ঘাতক মানুষ গুলোর সাথে আর দেখা না হতো,তাদের কথা মনে না পরতো,তাদের ভু'লে থাকা যেত, তাদের জন্য একবুক ক'ষ্ট জমা না হতো।
আর এই সব না হওয়ার জন্য নিশ্বা'সটা ব'ন্ধ হওয়া প্রয়োজন।
মাঝে মাঝে যখন বিশ্বাস'ঘাতক মানুষ গুলোর কথা মনে পরে দীর্ঘ'স্বাস বের হয়।
তখন মনে হয় এই নিশ্বাস'টাই যেন সে নিশ্বাস হয়।বিশ্বাস'ঘাতক মানুষ গুলোর থেকে মুক্তি হয়।
সুবাইতা লিজা
#Subaita_liza
বলতে না পারা কথা
সোমাকে লেখা আফরাজের চিঠি।
বইঃ সোমার ডায়েরী
লেখকঃ তৌফিকুল ইসলাম
আজ সারারাত তোকে ভেবে কাটিয়েছি। একটুও ঘুমাতে পারিনি। ঘুমাতে গেলেই তোর প্রতারণার কথাগুলি মনে পড়ে যাচ্ছে। খুব অদ্ভুত, তাই না। একসময়ের খুব কাছের তুই আজ আমার থেকে কত দূরে। একসময় প্রতিদিন তোর সাথে দীর্ঘসময় কথা হতো। একদিন কথা না হলে তুই আমার সাখে অনেক রাগারাগি করতি। মনে আছে তোর? এখনতো অবশ্য সপ্তাহ, মাস, বহুদিন পেরিয়ে যায় একমিনিট কথা হয়না। আচ্ছা, এখনকি একটুও রাগ হয়না আমার উপর?
তোর অবহেলা আর প্রতারণার কাছে হেরে গেছে আমার ভালোবাসা। চাইলেও তোকে কাছে টেনে নিতে পারিনা। আমি তো তোকে বাস্তবতায় খুঁজি কিন্তু তুইতো কোন কল্পনাতে মগ্ন। আমি জানি আমার না বলা হাজারটা কথা আর আবেগ মাখানো চিঠির এই ভাষা কোনদিনই তোর কাছে পৌঁছাবেনা।অবশ্য না পৌঁছালেই বা কি? আমার এই সুখ যে আমি ভালবাসি, তোকে ভালবাসতে হবে না। আচ্ছা, প্রতারকরা কি কখনও ভালবাসতে পারে? আমার বিশ্বাস হয়না।
জানিস, ইদানিং চুপ করে থাকতেই ভালো লাগে। শুধু মাঝে মাঝে গভীর রাতে খুব চিৎকার করতে ইচ্ছে হয়। আমার অবস্থা এমন যে, এখন যদি কেউ আমাকে হত্যা করতে চায় তাকে আমি আমি এক বিন্দুও বাধা দিবোনা। আমার যদি অনেক টাকা থাকতো আমি চারটি বরফের পাহাড় ঘেরা একটি নিঃশব্দ বাড়ি কিনতাম। শুনেছি বরফ শব্দ শুষে নেয়, আমি সেখানে নিয়মিত চিৎকার করতাম। চিৎকার করে কাঁদতাম তোর কথা মনে হলেই সকাল, বিকাল, সন্ধ্যা। সভ্য সমাজে যা আমি পারিনা সেখানে আমি তাই করতাম। আমি গলা ছেড়ে কাঁদতাম। একটা সময় আমি জানতাম না মন খারাপ কি? অবশ্য আজ আমি জানি, মন খারাপ আসলে একটা নীরব চিৎকার, যা আমাদের বুকের বাইরে কখনও বেরোতে পারে না।
আমি এখনও তোর জায়গায় আর কাউকে বসাতে পারিনিরে। কারণ মন থেকে আর কারো প্রতি ভালবাসতে ইচ্ছে করেনা। কোথায় যেন শুনেছিলাম, মোটামুটি ধরণের ভালোবাসা নিয়ে চল্লিশ বছর পাশাপাশি বাস করার চেয়ে তীব্র ভালোবাসা নিয়ে চার বছর জীবনযাপন করা অনেক ভালো। জানিস সোমা, যখন দেখি দিনশেষে দ্বিধাহীনভাবে 'আমার ভীষণ মন খারাপ' কথাটা বলতে পারার মতো একটা জায়গা আমার নাই, কখন সত্যিই নিজেকে খুব একা মনে হয়।
তুই হয়ত বলতে পারিস, এগুলি আমার ব্যক্তিগত আবেগ। আর আবেগ দিয়ে দুনিয়া চলেনা। তবে শোন, একদম আবেগহীন হওয়া ও উচিৎ নয়। ইদানিং খুব বেশি আবেগহীন হয়ে গেছি,খুব বেশি। সমস্যা সেখানেও না,সমস্যা তখন হয় যখন আমি নিজেও বুঝি এখন খুব বেশি নিষ্ঠুরতা হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছুতেই আমার মনকে বোঝাতে পারিনা।
দোস্ত তুই কি জানিস ঠিক কতটা দহনে দীপ্ত হলে চোখের জল বেঈমানী করে? ঠিক কতটা অভিশপ্ত হলে ,রাতের সন্ধ্যাতারা গুলো লুকোচুরি খেলে? ঠিক কতটা অসহায় হলে, একজনকে পাশে খুব করে চাওয়ার আকাঙ্খা জাগে শূন্য হৃদয়ে? ঠিক কতটা নিরুপায় হলে, ঢুকরে কেঁদে উঠতে ইচ্ছা জাগে হঠাৎই ? ঠিক কতটা বহ্নি শিখায় জ্বললে,নিজের চোয়ালে আঘাত করে কেউ ? ঠিক কতটা অসহনীয় যন্ত্রনার আভাসে, বুক চাপরে দিতে ইচ্ছা হয় ? ঠিক কতটা নিশ্চুপে, নিঃশ্বাস মনপিন্জরে আটকে যায়? ঠিক কতটা বিশ্বাসঘাতকতার স্বীকার হলে, বিশ্বাস শব্দের প্রতি ঘৃনা জাগে? ঠিক কতটা ধৈর্যের বাধ ভাঙার পর,ধৈর্য্যহীন হওয়া যায়? ঠিক কতটা বেদনায়,নিজেকে নিজের কাছেই বিরক্তিকর,অসহ্য,অসহনীয় মনে হয়? ঠিক আর কতটা?আমি জানি উত্তর দেয়া তোর পক্ষে সম্ভব না। কারণ তোকে তো কিছুই হারাতে হয়নি। আর অদ্ভুত হলেও সত্যি তোর মত প্রতারক-বিশ্বাসঘাতকরা জীবনে খুব সুখী থাকে। কারণ কষ্ট ফিল করার জন্য যে মন দরকার হয় তা তোর মত প্রতারকদের কাছে থাকে না।
জানিস তোর প্রতারণার কথা কাউকে বলতেও কষ্ট হয়। অনুভূতি যার সে বোঝে, অন্যরা তো গল্প খোজে।
খুব খুব খুব খুব বেশি মিস করি এখনও তোকে। কিন্তু শোন, আমি কখনই তোকে ক্ষমা করতে পারব না। হা হা হা।