26/10/2022
বাংলাদেশের সুনাম ধন্য সঙ্গীত শিল্পী মাকসুদা আক্তার পায়েল এর সাথে একান্ত আলাপচারিতায়
বর্তমান বাংলাদেশের সুনাম ধন্য সঙ্গীত শিল্পী মাকসুদা আক্তার পায়েল। তিনি দীর্ঘ ১৪ বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গান গেয়ে প্রচুর সুনাম অর্জন করেছেন।তিনি বর্তমানে গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেট এলাকায় বসবাস করে আসছেন।তাঁর দেশের বাড়ি চাঁদপুর জেলায়।
শিল্পী মাকসুদা আক্তার পায়েল এর সাথে একান্ত সাক্ষাতে তিনি জানান আমার প্রথম গানের হাতেখড়ি উস্তাদ চন্দ্র শেখর মন্ডলের কাছে। এর পরে অন্যান্য গুরু থেকে কিছু কিছু শিখা আর বর্তমান গুরুজি বাউল ফারুক এর নিকট গান চর্চার অনুশীলন করি। আমি বাংলাদেশ বাউল শিল্পী সংস্থা ঢাকা শিল্পকলা একাডেমী সেগুন বাগিচার নিয়মিত শিল্পী,
হৃদ মাঝারে বাউল সংস্থা ঢাকা ভারত বাংলাদেশ এর নিয়মিত শিল্পী।এ ছাড়াও আমি বাংলাদেশ টেলিভিশন( বিটিভির) নিয়মিত শিল্পী এবং বাংলাদেশ বেতারের তালিকা ভুক্ত শিল্পী হিসাবে গান পরিবেশন করে যাচ্ছি। আমি বাংলাদেশের সকল দর্শক শ্রোতাদের দোয়া ও ভালবাসা চাই,আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন দর্শকদের মন জয় করে হৃদয়ে স্হান করে নিতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন - ইনশাআল্লাহ্।