MD Faridul Islam

MD Faridul Islam I'm Faridul Islam. I am a digital Marketer.

☹💔🥀            আপন মানুষ কোনোদিন পর হয় না..                                         যদি কখনো পর হয়,                     ...
03/11/2024

☹💔🥀
আপন মানুষ কোনোদিন পর হয় না..
যদি কখনো পর হয়,
তবে বুঝে নিও সে কোনোদিন তোমার আপন ছিল না।
সে শুধুমাত্র ক্ষনিকের জন্য এসেছিল।
☹💔🥀

আলহামদুলিল্লাহ🤲ছোট একটা প্রজেক্ট থেকে ইনকাম💴📒ভালো গাইড লাইন না থাকলে আপনি যেখানেই থাকেন না কেন, সফল হওয়া অনেক কঠিন👎🏃‍♂️ক...
04/10/2024

আলহামদুলিল্লাহ🤲

ছোট একটা প্রজেক্ট থেকে ইনকাম💴

📒ভালো গাইড লাইন না থাকলে আপনি যেখানেই থাকেন না কেন,
সফল হওয়া অনেক কঠিন👎
🏃‍♂️কেননা দৌড় কিন্তু আপনার একাই দিতে হবে।
❤️অনেক ধন্যবাদ Shakil Khan ভাইয়া।

"কর্ম যেমন অর্থের জন্ম দেয় "                 "ঠিক""ধৈর্য ও তেমন সফলতার জন্ম দেয়" 🥀🥀🤩🥰
20/09/2024

"কর্ম যেমন অর্থের জন্ম দেয় "
"ঠিক"
"ধৈর্য ও তেমন সফলতার জন্ম দেয়" 🥀🥀🤩🥰

😔😔😔
31/07/2024

😔😔😔

ঈদ মোবারক বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩
17/06/2024

ঈদ মোবারক বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...😭বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক৷আল্লাহ উনাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব কর...
20/05/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...😭
বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক৷
আল্লাহ উনাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন.

*** স্বপ্ন তাকে নিয়ে দেখো ❤️‍🩹❤️‍🩹💔💔 যে তোমাকে নিয়ে ভাবে :⁠-⁠[:⁠-⁠[
25/04/2024

*** স্বপ্ন তাকে নিয়ে দেখো ❤️‍🩹❤️‍🩹
💔💔 যে তোমাকে নিয়ে ভাবে :⁠-⁠[:⁠-⁠[

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে এসেছে ভেরিফিকেশন ব্যাজ। ভেরিফিকেশন সম্পন্ন হলে একটি নীল চেকমার্ক ব্যাজ পাওয়া যায়। যে অ্যাকাউন্টে ...
05/02/2024

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে এসেছে ভেরিফিকেশন ব্যাজ। ভেরিফিকেশন সম্পন্ন হলে একটি নীল চেকমার্ক ব্যাজ পাওয়া যায়। যে অ্যাকাউন্টে এই ভেরিফিকেশন ব্লু চেকমার্ক থাকে, অন্য ব্যবহারকারীদের কাছে সেই অ্যাকাউন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করে। এমন ব্লু চেকমার্ক এখন অনেক জায়গাতেই দেখা যায়। টুইটার, ফেসবুক টিন্ডারের মতো প্ল্যাটফর্মে দেখা যায়। বোঝা যায়, এই প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে ওই অ্যাকাউন্টটি বিশ্বস্ত। যেকোনো ব্যক্তি ইনস্টাগ্রামে এই যাচাইকৃত ব্যাজ পাওয়ার অনুরোধ করতে পারেন। তবে ইনস্টাগ্রাম এই বিষয়ে খুবই কড়া। বেশ কিছু মানদণ্ড পেরিয়ে তবে পাওয়া যেতে পারে এই ব্যাজ।
কীভাবে আবেদন করা যাবে—প্রথমেই ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে। তারপর ওপরের ডানদিকে কোনায় হ্যামবার্গার আইকনে ট্যাপ করতে হবে। এরপর সেটিংসে গিয়ে ট্যাপ করতে হবে অ্যাকাউন্ট-এ। এরপর ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’-এ ট্যাপ করতে হবে।
এখানেই আসবে একটি আবেদন ফর্ম, সেটি যথাযথভাবে পূরণ করে ফেলতে হবে।
সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিশিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে। এরপর সেটি জমা দিয়ে দিতে হবে। তারপর যা করার ইনস্টাগ্রামই করবে।
ইনস্টাগ্রামের দাবি, তাদের একটি প্রতিনিধি দল এই আবেদন পর্যালোচনা করে দেখবে। তারপর, ওই অ্যাকাউন্টের নোটিফিকেশন ট্যাবে একটি প্রতিক্রিয়া পাওয়া যাবে। ইনস্টাগ্রাম খুব স্পষ্টই বলেছে যে, তারা কোনোভাবেই কোনো ই-মেইল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্যভাবে যোগাযোগ করবে না। কয়েক দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন।

প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আয় করা সম্ভব। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ভালো কাজ ডেলিভারি দিতে পারলে বিদে...
05/01/2024

প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আয় করা সম্ভব। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ভালো কাজ ডেলিভারি দিতে পারলে বিদেশিদের মতই উচ্চ আয় করা সম্ভব হয়। সঠিক ট্রেনিং ও দিকনির্দেশনা পেলে গৃহিনীরাও তাদের অধরা স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করে সম্মানের সাথে বাঁচতে পারেন। পিক্সেল আইটি আপনার জন্য নিয়ে এসেছে ৯০% স্কলারশিপের সুযোগ।

♻ আমাদের থেকে যা যা পাবেন !
👉 সার্টিফিকেট প্রদান ।
👉 ২৪/৭ ঘন্টা টেকনিক্যাল সাপোর্ট সুবিধা ।
👉 প্রতিটি ক্লাস শেষে ক্লাস এর ভিডিও প্রদান করা ।
👉 লাইফটাইম এক্সেস এবং ফ্রি সফটওয়্যার প্রদান ।
👉 বিশ্বের যে কোন প্রান্ত থেকে ক্লাস করার সুযোগ ।
👉 সরাসরি শিক্ষকের সাথে যোগাযোগ করার সুযোগ ।
👉 মোবাইলের এবং কম্পিউটারের মাধ্যমে ক্লাস করার সুযোগ ।
👉 দেশের যে কোন প্রান্ত থেকে সার্টিফিকেট সংগ্রহ করার সুবিধা ।
👉 ইনকাম না করা পর্যন্ত এক্সপার্ট ফ্রিল্যান্সিং টিমের ফুল সাপোর্ট ।

স্কলারশিপের জন্য আবেদনের মাধ্যমে প্রতিটি কোর্সের প্রথম ১৫ জন পাচ্ছেন এই সুযোগটি এবং এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে।
তাই দেরি না করে আজই আপনার সিটটি বুক করুন।

আসসালামু আলাইকুম।আজ নতুন বছরের প্রথম দিন।আজ থেকেই শুরু হোক আমাদের জীবনের নতুন পথচলা।সময় কারো জন্য অপেক্ষা করেনা। শিক্ষিত...
01/01/2024

আসসালামু আলাইকুম।
আজ নতুন বছরের প্রথম দিন।আজ থেকেই শুরু হোক আমাদের জীবনের নতুন পথচলা।সময় কারো জন্য অপেক্ষা করেনা। শিক্ষিত বেকার না হয়ে, দক্ষ ফ্রিল্যান্সার হোন Maxwell It Institute এর সাথে।
ডিজিটাল মার্কেটিং কোর্স টি করে আপনার সময়কে কাজে লাগান এবং অর্থ উপার্জন করুন।
১. Social media marketing
২. SEO
৩. Facebook and Instagram Ads run
৪. Google ads run
৫. AI generated art work
৬. Logo Design
৭. App development
৮. Web developer
৯. Animation video making
১০.canva Design

সাথে মার্কেট প্লেইস

১. Upwork
২. Fiverr
৩. Linkedin
৪. Freelancer.com
৫. People per hour
৬. Facebook
৭. Instagram
৮. Twitter
#ফ্রিলান্সিং

রিয়েল ডলার দিয়ে বুস্ট করুন পেজকে সুরক্ষিত রাখুন। প্রতি ডলার ১৪৭ টাকা🗣️ফেসবুক পেইজ প্রমোট, পোস্ট বুস্ট করুন এবং পণ্যের ...
27/12/2023

রিয়েল ডলার দিয়ে বুস্ট করুন পেজকে সুরক্ষিত রাখুন।
প্রতি ডলার ১৪৭ টাকা

🗣️ফেসবুক পেইজ প্রমোট, পোস্ট বুস্ট করুন এবং পণ্যের সেল বাড়ান।

✅ আপনার পন্যের ধরণ অনুযায়ী প্রথমে ডাটা এনালাইসিস ও স্ট্রেটেজি প্ল্যান তৈরী করি।

✅ আপনার স্পেসিফিক লোকেশনের কোন কোন ব্যাক্তির আপনার প্রোডাক্ট লাগবে সে অনুযায়ী টার্গেট করে থাকি।

✅ আপনার পেইজের ফলোয়ারদের সাথে মিল রেখে হুবহু অডিয়েন্স চয়েস করে বুস্ট দিয়ে থাকি।

✅ সঠিক জায়গা ও সঠিক মানুষ খোজে বের করি সেজন্যে অল্প খরচে অধিক লোকের কাছে রিচ হবে।

✅ বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দিয়ে থাকি।

✅ অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌছে দেওয়ার নিশ্চয়তা।

✅ বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপনের সম্পূর্ন রিপোর্ট দেখার সুবিধা

👉আমাদের সার্ভিস সমূহ:-👇

➡️পেইজ সেটআপ
➡️পেইজ প্রমোট
➡️পোস্ট বুস্ট
➡️ভিডিও বুস্ট
➡️ফেসবুক এডস
➡️ফেসবুক পিক্সেল

📌আপনার ফেইসবুক অনলাইন বিজনেসের দ্রুত আগ্রগতির জন্য আমরা আছি আপনার পাশে।💝

 #ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের কমন কিছু প্রশ্ন ? ১:- ভাই ফ্রিল্যান্সিং করে কত টাকা কামাইছেন..?২:- প্রতিদিন কি হাজার টাকা উ...
24/12/2023

#ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের কমন কিছু প্রশ্ন ?

১:- ভাই ফ্রিল্যান্সিং করে কত টাকা কামাইছেন..?
২:- প্রতিদিন কি হাজার টাকা উপরে পান..?
৩:- ভাই আমি মাসে কত টাকা ইনকাম করতে পারব?
৪:- ভাই টাকা কি প্রতিদিন দিবে.?
৫:- ভাই আমাকে ফ্রি শিখাবেন?
৬:- আমি আগে কাজ করবো তারপর আপনার কোর্স ফি দিবো..?
৭:- ভাই আমার কাছে কোর্সের টাকা নেই কিন্তু আপনি আমাকে শিখান আপনাকে আমি টাকা দিবো
৮:- অনেকে আছে কোর্স না করেই ফ্রিল্যান্সিং করতে চায়।

যারা এই প্রশ্ন গুলো করেন তাদের কে বলি 🙂

ফ্রিল্যান্সিং টাকে আপনার হাতের মোয়া ভাবেন ?

বুঝিনা ভাই আপনারা আগে কাজ সম্পর্কে জানেন না বুঝেন না আগেই আসেন ইনকামের প্রশ্ন করতে🙂 একটা প্রতিষ্ঠান হাজার হাজার টাকা দিয়ে টিচার রাখে কোর্স করানোর জন্য আর তারা আপনাকে ফ্রি শিখাবে .?
বাঙালিরা সব কিছু ফ্রিতে পেতে চায় যার জন্য দেশের এই অবস্থা 😐💔

ফ্রিল্যান্সিং করতে চান বেশ ভালো কথা আপনাকে আগে টার্গেট রাখতে হবে যেকোনো একটা আইটি প্রতিষ্ঠান থেকে ৩-৪ মাসের কোর্স সেটা আপনাকে করতে হবে কোর্স করেই যে বড় মাপের ফ্রিল্যান্সার হয়ে যাবেন সেটাও না।
কোর্স শেষে যারা মনোযোগ সহকারে ক্লাশ গুলো করেছিল যাদের ইচ্ছে শক্তি ভালো, কাজের আগ্ৰহ আছে তারাই কেবল আগাতে পারে,,,,,

প্রথমে আপনি ছোট ছোট কিছু কাজ পাবেন সে গুলো থেকে খুবই অল্প কিছু ইনকাম হবে এর পর আস্তে আস্তে আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে দক্ষতা বাড়বে।
তার পর আপনি ভালো ভালো কাজ পেতে শুরু করবেন আপনার ইনকাম টা শুরু হবে,
এতো ইজি না ভাই যে আসলেই আপনার জন্য টাকা নিয়ে মানুষ বসে থাকবে।
বাসায় বসে যেহেতু ইনকাম করতে চান সেহেতু খুবই মনোযোগ ধৈর্য্য সহকারে
কোর্স করুন।
কাজ গুলো ভালো ভাবে শিখুন তার পর ইনকামের কথা ভাবেন।

ধন্যবাদ সবাইকে☺️




 # Digital Marketing কি?বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও হাই স্প্রিড ইন্টারনেটের যুগ। বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ...
23/12/2023

# Digital Marketing কি?
বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও হাই স্প্রিড ইন্টারনেটের যুগ। বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারণাকে বোঝায়। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যেমন- গুগল, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুকসহ নানা রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম ৷
# ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
খুব স্বল্প সময়ে সঠিকভাবে আপনি আপনার পণ্যকে কাস্টমারের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারেন। আপনার পণ্যটি যেসকল কাস্টমারের কাছে ব্যাপক চাহিদা রয়েছে তাদের সহজে চিহ্নিত করতে পারেন। আপনার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে নির্ণয় করতে পারবেন। এক কথায় ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সাহায্য করে।
# কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?
প্রথমে আপনার পণ্যটি কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে চাহিদা সম্পূর্ণ তা বিবেচনা করে সে অনুযায়ী সঠিক তথ্য ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরতে হবে। পণ্যের ধরন ও চাহিদানুযায়ী আপনাকে কনটেন্ট সাজাতে হবে। আপনি কোন ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে মার্কেটিং শুরু করবেন তা ঠিক করতে হবে এবং সেই ডিজিটাল মাধ্যমটি সম্পর্কে
আপনাকে ভাল জ্ঞান রাখতে হবে।
# ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি?
ডিজিটাল মার্কেটিং সাধারণত অনেক প্রকারের হয়ে থাকে তবে ছয়টি প্রকার অন্যতম।
১) কনটেন্ট মার্কেটিং
২)সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৩) সার্চ ইঞ্জিন মার্কেটিং
৪) সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৫) ইমেইল মার্কেটিং
৬) ওয়েব এনালাইটিক্স

কোর্স টি করতে যোগাযোগ করুন:
Mobile: +8801719366059
Mobile: +8801750604498
Email: [email protected]
What's app: 01719366059

➡️আর নয় বেকারত্ব!➡️ ফ্রিল্যান্সিং শিখুন সাবলম্বী হোন! ক্যারিয়ার গড়ুন!➡️ শিক্ষিত বেকার না হয়ে, নিজেকে তৈরি করুন একজন স...
21/12/2023

➡️আর নয় বেকারত্ব!

➡️ ফ্রিল্যান্সিং শিখুন সাবলম্বী হোন! ক্যারিয়ার গড়ুন!

➡️ শিক্ষিত বেকার না হয়ে, নিজেকে তৈরি করুন একজন সফল ফ্রিলান্সার!

➡️ ২৫ নভেম্বর এর মধ্যে ভর্তি হলে পাচ্ছেন ৯০% স্কলারশিপ।

➡️ ৯০% স্কলারশিপ পেতে দ্রুত যোগাযোগ করুন।
মোবাইল নাম্বার: 01719366059

✅ ম্যাক্সওয়েল আইটি ইনস্টিটিউট এর সাথে যুক্ত থেকে নিজেকে তৈরি করুন একজন ফ্রিল্যান্সার হিসেবে।

আমাদের কোর্স যা যা থাকছে:
--------------------------------------

✅ ১০০% কাজের নিশ্চিয়তা।
✅ কাজ না পাওয়া পর্যন্ত লাইফটাইম সাপোর্ট।
✅ মেন্টর সাপোর্ট।
✅ লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাস এর রেকর্ডেড ভিডিও।
✅ অনলাইন লাইভ ক্লাস এবং অনলাইন/অফলাইন সাপোর্টিং ক্লাস।

➡️ ফ্রিল্যান্সিং বিষয়ক বিস্তারিত জানতে আমরা আয়োজন করেছি ২২ ডিসেম্বর ২০২৩ইং তারিখ একটি ফ্রি মাস্টার ক্লাস।

➡️ ফ্রি মাস্টার ক্লাস করতে সরাসরি যোগাযোগ করুন:
📱 01719366059
📱 01750604498

ফ্রী লাইভ সেমিনার "How to Develop Your Career"মহান বিজয় মাসে সকল শহীদদের  প্রতি ম্যাক্সওয়েল আইটি ইনস্টিটিউট এর পক্ষ থে...
13/12/2023

ফ্রী লাইভ সেমিনার "How to Develop Your Career"

মহান বিজয় মাসে সকল শহীদদের প্রতি ম্যাক্সওয়েল আইটি ইনস্টিটিউট এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

আমরা দিয়েছি মহান বিজয় মাস উপলক্ষে ৯০% স্কলারশিপে মাত্র ১০০ জন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স করার সুবর্ণ সুযোগ। এই সুযোগ শুধু মাত্র বিজয় মাসের জন্য। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন।

➡️ ম্যাক্সওয়েল আইটি ইনস্টিটিউট এর সাথে যুক্ত থেকে নিজেকে তৈরি করুন একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে।

আমাদের কোর্স যা যা থাকছে:
----------------------------------------
✅ক্লাস চলাকালিন ইনকাম করার নিশ্চয়তা।
✅ ১০০% কাজের নিশ্চিয়তা।
✅ কাজ না পাওয়া পর্যন্ত লাইফটাইম সাপোর্ট।
✅ মেন্টর সাপোর্ট।
✅ লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাস এর রেকর্ডেড ভিডিও।
✅ অনলাইন লাইভ ক্লাস এবং অনলাইন/অফলাইন সাপোর্টিং ক্লাস।

বিস্তারিত আলোচনার ও জানার জন্য আমরা আয়োজন করেছি একটি ফ্রি মাস্টার ক্লাসের- ফ্রি মাস্টার ক্লাস করতে চাইলে আপনার নাম ও মোবাইল নাম্বার দিয়ে এখনি ইনবক্স করুন।

➡️ ফ্রিল্যান্সিং বিষয়ক ১৫ ডিসেম্বর ২০২৩ইং তারিখের ফ্রী মাস্টার ক্লাসটি করতে নিচের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন।

হটলাইন নাম্বার:
01719366059
01750604498

আমাদের ঠিকানা:
ম্যাক্সওয়েল আইটি ইনস্টিটিউট
৪৫৪, নয়াপাড়া (৬ষষ্ঠ তলা), শনিরআখড়া বাস স্ট্যান্ড, যাত্রাবাড়ী, ঢাকা - ১২৩৬।
ইমেইল: [email protected]

এখন  বুঝি খেলার সময় বড় ভাইরা এসে কেন বলতো, একটা বল খেলেই চলে যাবো।🥺
11/12/2023

এখন বুঝি খেলার সময় বড় ভাইরা এসে কেন বলতো, একটা বল খেলেই চলে যাবো।🥺


❝দক্ষতা থাকলে কাজের অভাব হয় না এবং কাজ থাকলে টাকার অভাব হয় না।❞তাই,আমাদের দক্ষতাকে প্রিমিয়াম পর্যায়ে নিয়ে যেতে হবে এবং...
09/12/2023

❝দক্ষতা থাকলে কাজের অভাব হয় না এবং কাজ থাকলে টাকার অভাব হয় না।❞

তাই,
আমাদের দক্ষতাকে প্রিমিয়াম পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বেশি বেশি চর্চার মধ্যে থাকতে হবে✅

🎯🎯 এডভান্সড ডিজিটাল মার্কেটিং কোর্স বিজয়ের মাস উপলক্ষে ৯০% স্কলারশিপে ১০৩ ব্যাচে ভর্তি চলছে 🛑

📌📌 আজই যোগাযোগ করুন -আসসালামু আলাইকুম,

ম্যাক্সওয়েল আইটি ইনস্টিটিউট https://www.facebook.com/groups/6046982542071228
মোবাইল: +88 01719366059

(বি দ্রঃ: ৯০% স্কলারশিপে ১০৩ তম ব্যাচের ভর্তি চলিতেছে। এই সুযোগ ১০ ডিসেম্বর ২০২৩ইং তারিখ পর্যন্ত।)

Address

Lalpur
Natore

Alerts

Be the first to know and let us send you an email when MD Faridul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Faridul Islam:

Videos

Share