Natore Times - নাটোর টাইমস

Natore Times - নাটোর টাইমস আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ

13/12/2023

🔴🔴LIVE🔴🔴 মুফতী আমির হামজার ৯২৫দিনের হিসাবের জিম্মাদার কে হবে? | M***i Amir Hamza Notun waz Borishal full waj

12/12/2023

🔴🔴LIVE🔴🔴 মুফতি আমির হামজা ওয়াজ m***i amir Hamza waz

12/12/2023

🔴🔴LIVE🔴🔴 ৬ বউ নিয়ে এক ঘরেই থাকেন রাজশাহীর জুয়েল ! হালাল নাকি হারাম? যা বললেন গোলাম রব্বানী Golam Rabbani Waz

12/12/2023

🔴🔴LIVE🔴🔴আমির হামজারে এই ওয়াজটি নারীরা পাগলের মতো খুঁজে | m***i amir hamza new waz

11/12/2023

🔴🔴 LIVE 🔴🔴 জাহান্নামে আল্লাহ কাকে কেমন শাস্তি দিবেন। Mizanur Rahman Azhari। মিজানুর রহমান আজহারি ওয়াজ।

08/12/2023

🔴🔴 LIVE 🔴🔴 রহমান আজাহীর লাইভ

03/08/2023

জাল হাদিস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ।। ।মাওলানা মূফতি রেজাউল করিম ঢাকা Maulana M***i Rezaul Karim Dhaka Waz 2023

01/08/2023

আল্লাহ কে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ।মাওলানা মূফতি রেজাউল করিম ঢাকা Maulana M***i Rezaul Karim Dhaka Waz 2023

30/07/2023

আল্লাহর নবী এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন এই কথা কেউ ও শিকার করে ✅বিশেষ বয়ান ✅।।মাওলানা মূফতি রেজাউল করিম ঢাকা Maulana M***i Rezaul Karim Dhaka Waz 2023

29/07/2023

ঈমান কাকে বলে।।মাওলানা মূফতি রেজাউল করিম ঢাকা Maulana M***i Rezaul Karim Dhaka Waz 2023

28/07/2023

ইসলাম নিয়ে যারা জিহাদ করে মারা গেলে তারা কি হয়।।মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী নীলফামারী।।Maulana Alamgir Hossain Biplobi Nilphamari Waz 2023

09/07/2023

চলো সবাই নাটোর রাজবাড়ী ঘুড়ে আসি #সিংড়ায় #বাশঁবাড়িয়া #মাননীয় #জামতলী #ব্রহ্মপুর #বারৈহাটি #লালপুরে #ইউনিয়নের #ইটালী

04/07/2023

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নাটোরের নলডাঙ্গা থেকে মিলন হোসেন (৪০) নামে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মিলন নাটোর সদরের মল্লিকহাটি মহল্লার মুসা মিয়ার ছেলে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো মিলন। বিভিন্ন সময়ে ভিকটিমকে কুপ্রস্তাবও দিতো সে। রাজি না হলে গত ৫ জুন মিলন তার দুইজন সহযোগীর সহায়তায় কেউ না থাকার সুযোগে স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে। এ সময় মারধরসহ ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে মিলন। পরে ভিকটিমের স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে চলে যায় সে। ঘটনার পরদিন ভুক্তভোগী সদর থানায় মিলন ও তার সহযোগীদের আসামি করে ধর্ষণ ও চুরির মামলা দায়ের করে। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করছিল মিলনসহ তার সহযোগীরা। তথ্য প্রযুক্তির সহায়তায় মিলনকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়। অপর আসামিদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

04/07/2023

নাটোরে ১৭২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী ১জন গ্রেফতার- র‌্যাব-৫-সিপিসি -২’র নাটোর ক্যাম্পের একটি অপারেশন দলের অভিযানে নাটোর জেলার বাগাতিপাড়া থানার জামনগর এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৭২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

১জুলাই (শনিবার ) দুপুর ১.৫০ মিনিটের দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-৫সিপিসি-২'র কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নাটোর জেলার বাগাতিপাড়া থানার জামনগর এলাকায় অভিযান চালিয়ে একজন মাদকব্যাবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১.মোঃ আলামিন মন্ডল (১৯) , পিতা- মোঃ ইসতেহার মন্ডল আলতাফ সাং জামনগর নতুন পশ্চিম পাড়া দোবীলা মোড়, তার কাছ থেকে ১৭২(একশত বাহাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল, ২ টি সিমকার্ড, ধারালো কাচি ১ টা ও নগদ ৩২০০ (তিন হাজার দুই শত) টাকা সহ তাকেগ্রেফতার করা হয়।

র‌্যাব জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সামনে স্বীকার করে।
গ্রেফতার কৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী।

সে দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

র‌্যাব-৫সিপিসি-২'র এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবারে এসব তথ্য নিশ্চিত করেন।আরও বলেন এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-৫-সিপিসি-২ বদ্ধপরিকর।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। #লালপুরে #জামতলী #ইটালী #ব্রহ্মপুর #সিংড়ায় #বাশঁবাড়িয়া #বারৈহাটি #জয়

20/06/2023

নাটোরে দৈনিক যুগান্তরের সাংবাদিক শহিদুল ইসলামকে নাটোর ছাড়ার হুমকি দিলেন সাবেক কাউন্সিলর মোস্তারুল আলম। #দাশুড়িয়ায় #ভিডিও #সিংড়ায় #ব্রহ্মপুর #ইটালী #অচিন্তলা #বাশঁবাড়িয়া #জামতলী #বামিহাল #লালপুরে

17/06/2023

মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন...... #দাশুড়িয়ায়

16/06/2023

নাদিম হত্যার ঘটনায় ছেলেমেয়েদের আহাজারি, দৃষ্টান্তমূলক বিচার চান তারা। #সিংড়ায় #ভিডিও #দাশুড়িয়ায়

16/06/2023

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জামালাপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবীতে আজ নাটোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হলো। সাংবাদিকরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড় দাবী জানান।

16/06/2023

নাটোরের সিংড়ায় দূর্গাপুর বাজারে রেজিষ্ট্রেশন বিহীন বিভিন্ন সমিতির নামে চলছে রমরমা সুদের ব্যবসা।

এলাকাবাসী জানায়,হাজার হাজার জনগণ নিংস্ব হয়ে জাচ্ছে এ ধরনের সমিতির জন্য । এধরণের সমিতি ২০/২৫ টি আছে তাহার মধ্যে এখনো ১২ টি সমিতি চলমান আছে।সময়মত সুদের টাকা পরিশোধ করতে না পারায় অপমান লাঞ্চিত হতে হচ্ছে শতশত গরীব অসহায় পরিবারের ।
নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক লোকজন বলেন সাবেক মেম্বার ফয়জুল এর নেতৃত্বে এধরণের সমিতি চলছে।তবে দূর্গাপুর ( কচুয়া) গ্রামের আজাদ (৩৮)পিতা মৃত আব্বাস সে এমন অভিযোগ কে অস্বীকার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর নিকট বিশেষ অনুরোধ তদন্ত সাপেক্ষে দ্রুত এ সকল রেজিষ্ট্রেশন বিহীন সমিতি বন্ধ করে দিয়ে তাদের আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু বিচারের দাবি জানায় এলাকাবাসী।

14/06/2023

সোনাপাতিল-নলডাঙ্গা মহিলা কলেজের হিসাব রক্ষক কামরুল ইসলাম এর উপর হামলাকারী প্রভাষক আঃ সালামের বিচার দাবী ও গভর্নিং বডির সভাপতির অপসারণ এবং অবৈধ নিয়োগ বানিজ্যের প্রতিবাদে

10/06/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২৩

উদ্বোধনী অনুষ্ঠান

প্রধান অতিথি ঃ জনাৰ আৰু নাছের ভূঁঞা জেলা প্রশাসক, নাগেরা

স্থানঃ মাধনগর ডিগ্রী কলেজ মাঠ (কালোকাশিয়া মাঠ), তারিখঃ ১০-১১ জুন, ২০২৩ ইং

আয়োজনেঃ

উপজেলা প্রশাসন, নলডাঙ্গা, নাটোর

09/06/2023

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি।

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ট এক কন্যা শিশু চুরি হয়ে গেছে। ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মো. মাহফুজুর রহমান ও মোছা. হাসনা হেনা (২৫) দম্পতির সন্তান।

শিশুটির চাচা মো. মিজানুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুটিকে দেখভাল করেন। পরে শুক্রবার সকালে শিশুটির দাদি ও তার মাকে হাসপাতালে রেখে বাকিরা সবাই বাড়িতে যান।

বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির দাদি ও মা হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। এ সময় হঠ্যৎ একজন মাস্ক পরিহিত নারী এসে শিশুটিকে কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুটির মাকে বিছানা থেকে বসতে বলেন। মুহূর্তেই শিশুটিকে নিয়ে চলে যান।

ওই নারী। এ সময় শিশুটির দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরে হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়- মূল গেট থেকে শিশুটি নিয়ে ওই নারী একটি অটোরিকশা যোগে দ্রুত চলে যান।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিষয়টি জানার পরই নবজাতক শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

09/06/2023

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে নার্সের ছদ্মবেশে নবজাতক # শিশু চুরির # সিসিটিভি ভিডিও ফুটেজ #

নাটোরের নলডাঙ্গায়  #গৃহবধুর ধর্ষণ চেষ্টা মামলায়   #ব্রহ্মপুর পূর্ব পাড়া গ্রামের # মোঃ নিশান (২৩) পিতা মোঃ রহিদুল প্রামাণ...
05/06/2023

নাটোরের নলডাঙ্গায় #গৃহবধুর ধর্ষণ চেষ্টা মামলায় #ব্রহ্মপুর পূর্ব পাড়া গ্রামের # মোঃ নিশান (২৩) পিতা মোঃ রহিদুল প্রামাণিক গ্রেফতার।

03/06/2023

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা



নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক কে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায় হামলার চেষ্টা চালায়। এসময় সাংবাদিকদের মৃত্যুর জন্য প্রস্তুত ঘোষণা ও কঠিন ভূমিকা এবং পুলিশের বাধার কারণে মানববন্ধনে হামলার চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (২ জুন) বিকাল ৪ টার লোহাগড়া উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নওয়াপাড়া, ফুলতলা ও নড়াইল থেকে আগত এবং লোহাগড়াসহ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের লোকজন একত্রিত হয়ে ২ শতাধিক লোকের উপস্থিতিতে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে যশোর-কালনা মহাসড়কে নিন্দা ও প্রতিবাদে ফেটে পড়ে।

দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আজিজুর বিশ্বাসকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও সন্ত্রাসী উপজেলার আলোচিত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানানো হয়।

এ মানববন্ধন চলাকালে পুলিশের সামনেই হামলার চেষ্টা করে মহড়া দেয় দিঘলিয়ার সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সহ তার বাহিনী।

সাংবাদিকদের সাহসী পদক্ষেপ আর মৃত্যুর জন্য প্রস্তুত ঘোষণা দেওয়া এবং পুলিশের বাধার কারণে সফল হতে পারেনি বোরহান ও তার সন্ত্রাসী বাহিনী।

পরে মানববন্ধনের উপর হামলার পরিকল্পনা ও সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা গ্রহনে পদক্ষেপ নেওয়ার দাবীতে লোহাগড়া থানায় সাময়িক অবস্থান কর্মসূচী, বিএমএসএস’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সাথে ওসির সন্তোষজনক আশ্বাসের প্রেক্ষিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ থানা প্রাঙ্গন ত্যাগ করেন।

এ সময় হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, খন্দকার আছিফুর রহমান (বিএমএসএস চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার, মহাসচিব সুমন সরদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক- মোঃ ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ, উপ-আইসিটি সম্পাদক রবিউল ইসলাম, সহ-সম্পাদক রহিমা খানম সুমী, রানা আহমেদ সহ প্রমূখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরো বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, কৃষি ও সমবায় সম্পাদক নূর নবী সামদানী, উপ-দপ্তর সম্পাদক রাসেল হুসাইন, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কামাল হোসেন, হান্নান, শেখ, তামিম হোসেন, ওয়াজেদ আলী, জাফর শিকদার, বিডি খবরের বার্তা সম্পাদক আবুল কাশেম, মিলু,মনির খান, লোহাগড়া মোঃ নয়ন শেখ জনি,সাব্বির জমাদ্দার,খন্দকার ছদরুজ্জামান সহ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়ে প্রতিবাদে ফেটে পড়ে।

সাংবাদিক হত্যাচেষ্টার মামলা গ্রহণ ও তাদের গ্রেফতার না হলে সারাদেশে মানববন্ধন এবং কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দেয়া হয়।

01/06/2023

লোহাগড়ায় দিনে দুপুরে ইউপি চেয়ারম্যান সাংবাদিককে হত্যার চেষ্টা।।

নড়াইলের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহানউদ্দিনসহ তার সন্ত্রাসি বাহিনী দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং খুলনার আঞ্চলিক দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুর বিশ্বাস কে পরিকল্পিত হত্যার চেষ্টার অভিযোগ।

বৃহস্পতিবার ১জুন লোহাগাড়া উপজেলার সামনে দুপুরে পূর্বে সংবাদ প্রকাশের জেরে পূর্ব সত্রুতায় ৮ নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বোরহান নিজে ও তার সন্ত্রাসি বাহিনীর হকিস্টিক লোহার রড দিয়ে সাংবাদিক আজিজুরকে বেধড়ক মারধর করে হত্যা চেষ্টা চালায় বলে আজিজুর বিশ্বাস জানায়।

এসময় তার নির্দেশে লোহার রড দিয়ে ১৫ থেকে ২০ জন মিলে হকিস্টিক ও লোহার রড দিয়ে সাংবাদিক আজিজুর বিশ্বাসকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।

সাংবাদিক আজিজুর বিশ্বাস
মারাত্বক জখম অবস্থায়
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে লোহাগড়া সাংবাদিক সমাজ বলেন, আইনের উর্ধ্বে কেউই না,একজন জনপ্রতিনিধি এরকম একটি ঘটনা ঘটালো হত্যার উদ্দেশ্যে আর এটি পরিকল্পিত ছিল এর সঠিক তদন্ত করে অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।

31/05/2023

আর কোন ফসলি জমি পুকুর খনন হবে না,,মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশ।
তারপরও পুরাতন পুকুর ও নতুন ফসলী জমি খননের জন্য ভেকু ব্যবহারের সরকারের কোন আদেশ নেই। কারন ভেকুর কোন রেজিষ্টেশন নাই।

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলায় চলছে ফসলী জমিতে পুকুর খনন।

31/05/2023

নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নে # ৩দিন ব্যাপি গ্রামীণ মেলায় #গ্রাম বাংলার ঐতিহ্যবাহী #লাঠি খেলা অনুষ্ঠিত।

29/05/2023

নওগাঁয় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

ইন্টারনেটে আসক্তির ক্ষতি” প্রতিপাদ্য নিয়ে জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,নওগাঁ চত্বরে সোমবার (২৯ মে) শুরু হয়েছে দুই দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩। সকাল এগারো টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,নওগাঁ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন। মেলায় পঁচিশটি স্টল স্থান পেয়েছে। মেলায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহিম, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম বিপিএম,নির্বাহী প্রকৌশলী নেসজে লিঃ তানজিমুল হক,সহকারী কমিশনার( নির্বাহী ম্যাজিষ্টেট) ইকবাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান,নওগাঁ সরকারী কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নিজাম উদ্দিন জলিল জন বলেন, বিভ্ন্নি স্কুল ও কলেজ পর্যায় এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এখানে অংশ গ্রহন করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল বা কলেজে যে সব থিউরি শিখছে সেটার আলোকে অথবা নিজেদের উদ্বাবনীমূলক যেসব চিন্তা চেতনা আছে সেটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে নিয়ে এসছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরো বিজ্ঞান ভিত্তিক বিষয় বস্ত উদ্বাবন করতে সহযোগিতা করবে।বক্তব্য শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগন স্টলগুলো পরির্দশন করেন।

27/05/2023

সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নের ধুলাউড়ি,শৈলমারী এলাকায় হাজিপুর গ্রামে ১৪৮ শতাংশ ফসলি জমিতে চলছে পুকুর খনন।

23/05/2023

বাগাতিপাড়ার সুইডেনপাড়া দেখে মুগ্ধ সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা

নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন স্থান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে সোমবার উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুক্ত খামার কতৃপক্ষের আমন্ত্রণে তিনি আসেন।
বেলা সোয়া ১১টায় তিনি স্থানীয় জৈব কৃষি পরিদর্শন করে গরু পালন ,সবজী ও আম চাষ পদ্ধতি দেখেন এবং ব্যাটারী চালিত ভ্যান গাড়ী দেখে মুগ্ধ হয়ে তিনি নিজেই তা চালান। এর আগে মুক্ত খামার পরিচালিত কাউ ফাউন্ডার ইনিশিয়েটিভ (সিএফআই) প্রকল্পসহ খামারের সব কার্যক্রম পরিদর্শন ও সদস্যদের মাঝে লালন পালনের জন্য গরু বিতরণ করেন। সকাল সাড়ে ১০টায় সুইডেনের রাষ্ট্রদূত সে দেশের পতাকাবাহী গাড়িতে বাগাতিপাড়ায় পৌঁছান। শুরুতেই তিনি পৌর ভূমি অফিসের পেছনে মুক্ত খামার কার্যালয়ে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার ফুলেল শুভেচ্ছায় সুইডেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
পরে তিনি উপজেলার নওশেরা গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নির্মিত নীলকরের স্মৃতিচিহ্ন কলকুঠির বাগতিপাড়া পৌর এলাকার দক্ষিন মুরাদপুরে সুইডেন পাড়া পরিদর্শন করে, তিনি প্রানবন্ত সময় কাটান। পরে মুক্ত খামারের সদস্য,জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবিদে সাথে মতবিনিময় করেন। মুক্ত খামারের এম.ডি ইমরুল আহম্মেদ তুলিন’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টসন, হেড অব অ্যাডমিন জ্যাকব ইটাট, ইন্টার্ন লিন ডাভরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা ও ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী ,এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আজম খাঁন,উপজেলা প্রেসক্লাব’র সভাপতি(ভার:)রিয়াজুল ইসলাম রিয়াজ

নাটোরের নলডাঙ্গায় নব- যোগদানকৃত উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) অফিসার জনাব মোঃ রাকিবুল হাসান সাহেবকে🔴 নলডাঙ্গা টিভির 🔴na...
22/05/2023

নাটোরের নলডাঙ্গায় নব- যোগদানকৃত উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) অফিসার জনাব মোঃ রাকিবুল হাসান সাহেবকে🔴 নলডাঙ্গা টিভির 🔴naldanga tv 🔴এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

22/05/2023

নওগাঁর চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে অগ্নি সংযোগ ও রক্ষা কালী প্রতিমা ভাংচুর দেখার কেউ নেই

নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ন চৌমাশিয়া সরকার পাড়ারর চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে অগ্নি সংযোগ ও রক্ষা কালী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ১৭/৫/২৩ বুধবার রাত্রি সারে১০ টার সময় আগুন জ্বালি দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উৎসব সরকার সহ তার বন্ধুরা চৌমাশিয়া বাজর ধেকে বাড়ি ফেরর পথে মন্দিরে আগুন জ্বালানো দেখে তারা তারি মন্দিরে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে মন্দিরের সভাপতিঃ উজ্জ্বল কুমার সরকার কে খবর দেয়।

সঙ্গে সঙ্গ তিনি ঘটনার স্থানে যান। পরে দিন ১৮/৫/২৩ বৃহস্পতিবার সকাল ৮এটার সময় চেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র রকক্ষাকালী মন্দিরে পরিদর্শন করেন এবং সুষ্ঠু বিচার হবে বলে তিনি জানান ইউনিয়ন আওয়ামী লীগের ইসমাইল হোসেন পুলিশ ফাঁড়িরর ওসি, এবং মোজাম্মেল হোসেন মহাদেবপুর ওসি মোজাফফর হোসেন পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

উপজেলা পুজাউর্যাপন পরিষদের সভাপতিঃ শ্রীঅজিত চন্দ্র মন্ডল মানবাধিকার সংগঠনের সভাপতিঃ রনজিত লাহিড়ী জাতীয় হিন্দু মহাযোটের সাধারণ সম্পাদকঃ সুবীর দাস দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক তারেক হোসেন সাংবাদিক জিএম মিঠুন সহ আওয়ামী লীগের ওর্যাডের নেতাকর্মী ও নৃগোষ্ঠী আদিবাসী সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when Natore Times - নাটোর টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natore Times - নাটোর টাইমস:

Videos

Share

Nearby media companies