14/01/2025
#জিয়ারা #মক্কা #মদিনা #ওমরা #ওমরাহ #উমরাহ #হজ্ব #সৌদি #আরব #মসজিদ
জিয়ারা কি?
জিয়ারা শব্দটা প্রথম শুনি গত ২০২৩ সালে যখন ওমরাহ করার জন্যে মোয়াল্লেম এর নিকট থেকে একটি সিডিউল পাই।সেখানে ছিলো জিয়ারা শব্দটা। জিয়ারা মানে হচ্ছে ঐতিহাসিক জায়গা গুলি ঘুরে দেখানো।বিশেষ করে হুজুরে নবি পাক রাসুল সাল্লাল্লাহিসালাম হযরত মুহাম্মদ সা: এর স্মৃতি বিজড়িত স্থানগুলো তে ঘুরে দেখানো।যারা ওমরাহ হজ্বে যান তাদের কে সাধারণত জাবালে নুর,জাবালে সুর,আরাফাতের ময়দান,মিনাহ,হজ্বের জাওয়গা,আয়েশা মস্ক,তাইফ শহর,হযরত ইব্রাহিম /ইসহাক আ: এর সেও যায়গা যেখানে কোরবানীর ব্যাপারটি ঘটেছিলো ,বিদায় হজ্বের ভাষনের জায়গা টি ইত্যাদি।
আর মদিনাতেও দেখানো হয় জান্নাতুল বাকী ,মসজিফে ক্বেবলাতাইন ,বদর প্রান্তর আর ও অনেক জায়গা।