07/08/2021
নট ফর সেল ক্লাব নামের একটা ক্লাব আছে।
বেশ কয়েকবার এই ক্লাবের নাম শুনেছি।
কত নামই ত শুনি। পাত্তা দেই নাই। আমার একটা পর্যবেক্ষন হচ্ছে যারাই বলে ব্যবসা আমাদের উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য আরো ভয়ংকর কিছু।
আমার আরেকটা পর্যবেক্ষণ হচ্ছে, যারাই ফ্রি তে কিছু দেয় তারা ব্যবসায়ীদের চেয়ে ভয়ংকর।
এই যে ফেসবুক ইউটিউব আমাদের ফ্রি তে ব্যবহার করতে দেয়। ফ্রি তে ব্যবহার করতে দিয়ে আমাদের কোটি কোটি মানুষের সময়ের পু** মেরে দিচ্ছে।
নট ফর সেল ক্লাব কেও ফ্রি বই টাইপ কিছুই ভাবছিলাম প্রথমে।
ফ্রি বই দিবে ভেবে বিরক্ত লাগছে, আর জানার আগ্রহ হয় নাই।
আমাদের কয়েকজন মিশোপাতা নট ফর সেল ক্লাবের সদস্য। তাদের কাছে ভাসা ভাসা তথ্য পেলাম। বুঝলাম সবাই মিলে মিশে ভালো মানের বই প্রকাশ করে।
স্যাপিয়েন্স প্রকাশ করছে, গ্রাফিক নভেল বের করবে। যেহেতু আমি নিজেই বইয়ের ব্যবসা করি, ঘর ভরা বই তাই ক্লাবের সদস্য হওয়ার ব্যাপারে আগ্রহ পাই নাই।
গতকাল আমাদের এক মিশোপাতা বাসায় এসে বই নিচ্ছিল। সে নট ফর সেল ক্লাবেরও সদস্য।
সে কথা প্রসঙ্গে বলল, নট ফর সেল ক্লাব যদি চায় তাহলে সে দশ/বিশ হাজার টাকা এখনই দিতে রাজি আছে।
তার এই কথা আমার চোখ খুলে দিল।
তার মানে প্রচুর ধান্দা আছে। ধান্দা শব্দটা খারাপ ভাবে নিয়েন না। আমার ১০০ একরের ক্যাম্পাসের স্বপ্নটাও ধান্দা। 😬
আমি আমার বইয়ের ব্যাবসার ১০০০ শেয়ারের মাঝে ১০০ টা শেয়ার বেচে দিতে চাই, প্রতি শেয়ারের দাম মাত্র দশ হাজার টাকা, এইডা পাবলিক কিনে না, আর নট ফর সেল ক্লাব চাইলেই নাকি দশ বিশ হাজার টাকা অনায়াসে দিয়ে দিবে।
ব্যাপক আগ্রহ নিয়ে পুরো এক ঘন্টা সদস্য হওয়ার প্রক্রিয়া শুনলাম।
সদস্য হওয়ার জন্য না। ধান্দাটা বোঝার জন্য।
চমৎকার আইডিয়া।
নিষিক্ত যে সে বলে ভালো, সুন্দর করে গুছিয়ে বলতে পারে।
বড় স্বপ্ন আছে।
এই মুহূর্তে সদস্য না হলে বড় কিছু মিস হয়ে যাচ্ছে শ্রোতার মনে এই ভাব তৈরির ক্ষমতা আছে।
এবং আছে রহস্য। তারা আসলে কী করতে চায় এটা স্পষ্ট ভাবে বলছে না। মানুষ রহস্য পছন্দ করে।
আমি মূলত তাদের মার্কেটিং টা দেখতেছিলাম।
অসাধারণ।
আর তারা যে বই গুলো প্রকাশ করেছে সেগুলোর মান অসাধারণ মনে হয়েছে। হাতে নিয়ে দেখিনি, তবে ছবি/ভিডিও দেখে মনে হয়েছে।
খুবই ভালো কাজ করছে। সদস্যদের কাছে বেশ ভালো পরিমাণ টাকা নিচ্ছে সেই টাকা থেকে সদস্য, লেখক, অনুবাদক, পাঠক সবাই উপকৃত হচ্ছে।
খালি আমাদের বই বিক্রেতাদের উপকৃত হওয়ার বিধান নাই... 😬😎
আগামী ১০ বছরের মাঝে তারা দেশের ৫০ লাখ পাঠককে সংযুক্ত করবে তারা।
এই ব্যাপারটা ভালো।
এই ৫০ লাখ পাঠকের মাঝে আমাদের মিশোপার ১০০ একরের ক্যাম্পাস করার জন্য মিশোবৃক্ষে ৪০০-৫০০ জন সবুজ পাতা পেয়ে যাবো আশা করি।
নট ফর সেল ক্লাব তাদের কাজ ভালোভাবে চালাক।
তাদের জন্য হাত্তালি। 😊😊😊
আর একটা ব্যাপার বিশেষভাবে খেয়াল করুন প্রিয় গ্রবি শিক্ষার্থী। এখন অনেকেই নট ফর সেল ক্লাবে সদস্য হতে চাচ্ছেন, কিন্তু যারা শুরুত দিকে সদস্য হয়েছেন তাদের মর্যাদা এবং সুযোগ সুবিধা এখন যারা হচ্ছেন তাদের চেয়ে বেশি।।
আমাদের মিশোবৃক্ষের দীর্ঘ ৩০ বছর মেয়াদী যাত্রায় আপনিও শুরুর দিকের এক হাজার জনের একজন হতে পারেন।
প্রথম ১০০০ জনের মর্যাদা এবং সুযোগ সুবিধা বেশি।
ভর্তি ফি ১০০০ টাকা, প্রতি মাসের বেতন ২০০ টাকা।
আর ১০০০ জনের পর থেকে ভর্তি ফি ৫০০০ টাকা, প্রতি মাসের বেতন ৫০০ টাকা।
তবে আমরাও এখন নট ফর সেল ক্লাবের সরাসরি সদস্য নেই না।
প্রথমে ২০০ টাকা দিয়ে একমাস ক্লাস করতে হয়।
এক মাসে ১০০ ক্লাস পড়ে কমেন্ট করলে তবেই ভর্তি ফি পাঠানোর সুযোগ দেয়া হয়।
মিশোবৃক্ষ একসময় অনেক বড় প্রতিষ্ঠান হবে এটা আশা করি বুঝতে পারছেন।
বড় একটা প্রতিষ্ঠানের প্রথম ১০০০ জন সদস্যেরে একজন হওয়ার সুযোগ আপনার এখন আছে।
তবে এই সুযোগ বেশিদিন থাকবে না।
মিশোবৃক্ষ পেজ এ গিয়ে ফ্রি ক্লাস পড়ুন, ভালো লাগলে ২০০ টাকা দিয়ে একমাস ক্লাস পড়ুন।
=========
NFSC মন্তব্য…
সত্যি আমাদের ভয়ংকর কিছু বাস্তবসম্মত পরিকল্পনা আছে, এতটাই ভয়ংকর, যা বোঝা খুব কঠিন... খুব……!!! তবে একবার বুঝলে টের পাবেন, পরিকল্পনাটি কৃষ্ণগহ্বরের মত সর্বগ্রাসী!
মিশোবৃক্ষ-এর জন্য শুভকামনা!