NFSC - Natore Gurudaspur BookZone

NFSC - Natore Gurudaspur BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি?

02/07/2023
24/12/2022
“নট ফর সেল ক্লাব”একতার বিপ্লব!
30/06/2022

“নট ফর সেল ক্লাব”
একতার বিপ্লব!

তৈরি হচ্ছে হিমালয়:জয়ের, একতার,বিপ্লবের, আস্থার,প্রতিবাদের, পরিবর্তনের!Not For Sale Clubক্রয় নয়, অর্জন করুন!
16/06/2022

তৈরি হচ্ছে হিমালয়:
জয়ের, একতার,
বিপ্লবের, আস্থার,
প্রতিবাদের, পরিবর্তনের!

Not For Sale Club
ক্রয় নয়, অর্জন করুন!

NFSC (1 + Publications Ltd.)সেই থেকে আজ…চোখের সামনে তরতরিয়ে বেড়ে উঠছে সন্তান, আজ আমি জলে চোখ ভেজাবো প্রতি ফর্মার প্রতি ...
25/05/2022

NFSC (1 + Publications Ltd.)

সেই থেকে আজ…
চোখের সামনে তরতরিয়ে বেড়ে উঠছে সন্তান, আজ আমি জলে চোখ ভেজাবো প্রতি ফর্মার প্রতি পৃষ্ঠায়! তবে আজও আমার পৃষ্ঠ প্রদর্শন করবো না, দেখাবো না ডেস্ট্রাক্টিভ সমালোচনার তীরে বিদ্ধ, দগ্ধ অন্তর; শান্তভাবে কেবল বলেছি অপেক্ষা করুন, নির্মাণ বেদনা দাবি করে, নির্মাণ যন্ত্রণা দাবি করে;

যে সয়ে যায়,
সে রয়ে যায়।

কাগজ কেনার টাকা তুললাম। অন্যদের সাথে আমাদের তফাৎ এটুকুই- সবাইকে নিয়ে এই ছোট ছোট খুশি আর আয়োজনে আমরা আমাদের জীবনকে একটু রঙ দিতে চাই। বেশি কিছু চাওয়ার নাই, খুব কিছু হয়তো পাওয়ারও নেই।

এই যজ্ঞে অংশ নিতে পারেন,
যখন ইচ্ছে,
যেভাবে ইচ্ছে;
শর্ত কেবল একটাই.....
“হৃদয়ে ডাক পেলেই আসবেন!”

19/05/2022
19/05/2022
চারটি বইয়ের কাজ চলমান……***ঘন্টার পর ঘন্টা যায় জন্ম দিতে;১ মিনিট লাগে সমালোচনায়……তবু সেই সমালোচনা ভালো,যা আমাদের পরিশুদ্ধ...
21/04/2022

চারটি বইয়ের কাজ চলমান……
***

ঘন্টার পর ঘন্টা যায় জন্ম দিতে;
১ মিনিট লাগে সমালোচনায়……
তবু সেই সমালোচনা ভালো,
যা আমাদের পরিশুদ্ধ করে!

ক্লাবকে ডিসেম্বর পর্যন্ত সময় দিন
ক্লাব আপনাদের দেবে
আমৃত্যু গর্ব করতে পারার সম্মান!

একতায় স্বাগতম…

বুকজোন!*অপেক্ষার ফল ক্রমশ প্রকাশ্য…
17/01/2022

বুকজোন!

*
অপেক্ষার ফল ক্রমশ প্রকাশ্য…

04/12/2021

প্রশ্ন:
“নট ফর সেল ক্লাব” কেনো লেখক এবং পাঠকের একতাবদ্ধতার কথা বলে?

উত্তর:
সংযুক্ত ছবিতে!

NFSC PUBLICATIONS LTD.(Limited মানে সীমাবদ্ধ!)**ক. বই নির্মাণে প্রেস, অফিস, ষ্টোরেজ এবং কুরিয়ার পরিচালনা!খ. বাৎসরিক অডিট...
27/11/2021

NFSC PUBLICATIONS LTD.
(Limited মানে সীমাবদ্ধ!)

*
*

ক. বই নির্মাণে প্রেস, অফিস, ষ্টোরেজ এবং কুরিয়ার পরিচালনা!

খ. বাৎসরিক অডিট, ভ্যাট, ট্যাক্স, ওয়েবসাইট ও এ্যাপ নিয়ন্ত্রণ!

গ. "নট ফর সেল ক্লাব"-এর বই বন্টন ও বিকাশের জন্য ক্রেডিট সাপোর্ট!

ঘ. ক্লাব বুকজোন পরিচালনা সহযোগীতা!

ঙ. ২০২২ সাল থেকে "নট ফর সেল ক্লাব পদক" পরিচালনা!

23/11/2021

হ্যাঁলো..!!

*

অতিথি সদস্যবৃন্দের সাথে “নট ফর সেল ক্লাব”-এর যে প্রতিনিধিগণ বার্তালাপ করবেন তাঁদের মুঠোফোন নম্বরের শেষ চার ডিজিটঃ

1) *******7189
2) *******6621
3) *******3417
4) *******4336
5) *******1511

এই পাঁচটি নাম্বার থেকে কল করে সকল অতিথি সদস্যকে ক্লাবে সংযুক্ত করার বিষয়ে স্বাগত বার্তা দেয়া হবে আগামীকাল ২৩ নভেম্বর ২০২১ থেকে……

সহযাত্রায় স্বাগতম!

03/11/2021

“নট ফর সেল ক্লাব”©
“ক্রয় নয়, অজর্ন করুন”©
“WIPO invitation”
“NFSC LTD.”

এবার অপেক্ষা…
০১ জানুয়ারী, ২০২২ ইংরেজী পর্যন্ত; এমন কিছুর, যা পুরো বিশ্ব প্রথমবার শুনবে; Believe it or Not...!!!

নিস্তব্ধতার নভেম্বর/ডিসেম্বর!*বিল্পবের জন্য হৃদয় আবেগ জরুরী, তবে তার সাথে জরুরী গভীর নিস্তব্ধ পরিকল্পনা! ক্লাব আগামী দুই...
27/10/2021

নিস্তব্ধতার নভেম্বর/ডিসেম্বর!

*

বিল্পবের জন্য হৃদয় আবেগ জরুরী, তবে তার সাথে জরুরী গভীর নিস্তব্ধ পরিকল্পনা! ক্লাব আগামী দুই মাসে তার সকল অবকাঠামোর সঠিক রূপায়নের জন্য সাবমেরিনের মত ডুব দিয়ে চলতে চায়; ক্লাব চায় ২০২২ সাল হোক সম্মিলিত শক্তিতে পৃথিবী জয় করার বছর!

আপনাকেও এই যাত্রায় স্বাগতম…

“Not For Sale Club”
সবার জন্য পাবলিক গ্রুপঃ

https://www.facebook.com/groups/notforsaleclub

“Not For Sale Club”
শুধুমাত্র সদস্যদের জন্য প্রাইভেট গ্রুপঃ

https://www.facebook.com/groups/m.notforsaleclub

বিঃ দ্রঃ
শুধুমাত্র সদস্যদের জন্য সংরক্ষিত প্রাইভেট গ্রুপটির ক্ষেত্রে তথ্য পর্যালোচনা করতে সময় লাগবে, তাই ফর্মটি পূরণ করে এবং সংযুক্ত হবার রিকোয়েস্ট পাঠিয়ে অপেক্ষা করতে হবে।

সদস্যদের জন্য ফর্ম লিংকঃ https://forms.gle/5DrNa8gFZV7cc5Q89

অনুবাদ করবেন?
22/10/2021

অনুবাদ করবেন?

03/10/2021

অতিথি সদস্যপদ: নেই ও যাবে বার্তা!

*

* সদস্যদের জন্য কোনো সাপ্তাহিক-মাসিক, বাৎসরিক-আমৃত্যু সদস্য ফি নেই!

* প্রতিটি বই নির্মাণে অংশগ্রহণের দায় নেই!

* ক্লাবের জন্য করনীয় কোনো কার্যাদির দাবী নেই!

* মাত্র একটি "কালেক্টর'স এডিশন" সংগ্রহের মাধ্যমে অতিথি কার্ডধারী হওয়া যাবে!

* যেকোনো "কালেক্ট'স এডিশন" নির্মাণের সময় প্রাপ্তির দাবী করা যাবে!

* ৬ মাস অতিথি থাকার পর কোর সদস্য হবার দাবী করা যাবে!

* আমৃত্যু অতিথি সদস্য হিসাবেও বহমান থাকা যাবে!

বিঃদ্রঃ
অতিথি সদস্যপদের গুগোল ফর্ম পাবেন ৫ অক্টোবর, রাত ৯.৩১ মিনিট থেকে!

01/10/2021
“নট ফর সেল ক্লাব” ৪র্থ কালেক্টর’স এডিশন!মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ)*প্রুফ রিডিং, এডিটিং, ভাষা...
25/09/2021

“নট ফর সেল ক্লাব”
৪র্থ কালেক্টর’স এডিশন!

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ)

*
প্রুফ রিডিং, এডিটিং, ভাষা সম্পাদন চলছে; এরসাথে চলছে বাংলাদেশের বড় কয়েকটি প্রতিষ্ঠান কতৃক তথ্য যাচাই করার প্রক্রিয়া!

সবকিছু স্বাভাবিক চললে,
এই প্রকাশনাটির ম্যাপ সংস্করণ ঐতিহাসিক হবে!

17/09/2021
04/09/2021
মক্কায় মুহাম্মদ(সঃ): কালেক্টর’স এডিশন!মূল: ডব্লিউ. এম. ওয়াটভাষান্তর: প্রান্ত হাসান
26/08/2021

মক্কায় মুহাম্মদ(সঃ): কালেক্টর’স এডিশন!
মূল: ডব্লিউ. এম. ওয়াট
ভাষান্তর: প্রান্ত হাসান

14/08/2021

৯০ কার্যদিবস……!!

*

NFSC-এর কাছে আগামী ৯০ কার্যদিবস অনেকটাই পৃথিবী থেকে মঙ্গলে যাবার মত অনুভূতির; যদি ক্রমাগত ৯০ কার্যদিবসে পরিকল্পনার ৫০ ভাগও সফল হয়, তবে আপনাদের জন্য অপেক্ষা করছে .....
[থাক বললাম না……]

১১ আগষ্ট, ২০২১ (প্রথম কার্যদিবস)
দুটি বিষয়ের স্বীকৃতি লাভ!

১২ আগষ্ট, ২০২১ (দ্বিতীয় কার্যদিবস)
আইনজীবি নিয়োগ ও বুক রিসোর্ট ভিজিট!

১৬ আগষ্ট, ২০২১ (তৃতীয় কার্যদিবস)
একটি সরকারী অফিসে [ডাটা] জমা দিতে হবে!

!
!
!
!

বিঃদ্রঃ
শুক্র-শনিবার ও সরকারী ছুটির দিনগুলো কার্যদিবস নয়। লকডাউনকেও কার্যদিবস হিসাবে বিবেচনা করা যাবে না!

নট ফর সেল ক্লাব নামের একটা ক্লাব আছে।বেশ কয়েকবার এই ক্লাবের নাম শুনেছি।কত নামই ত শুনি। পাত্তা দেই নাই। আমার একটা পর্যবেক...
07/08/2021

নট ফর সেল ক্লাব নামের একটা ক্লাব আছে।
বেশ কয়েকবার এই ক্লাবের নাম শুনেছি।

কত নামই ত শুনি। পাত্তা দেই নাই। আমার একটা পর্যবেক্ষন হচ্ছে যারাই বলে ব্যবসা আমাদের উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য আরো ভয়ংকর কিছু।

আমার আরেকটা পর্যবেক্ষণ হচ্ছে, যারাই ফ্রি তে কিছু দেয় তারা ব্যবসায়ীদের চেয়ে ভয়ংকর।

এই যে ফেসবুক ইউটিউব আমাদের ফ্রি তে ব্যবহার করতে দেয়। ফ্রি তে ব্যবহার করতে দিয়ে আমাদের কোটি কোটি মানুষের সময়ের পু** মেরে দিচ্ছে।

নট ফর সেল ক্লাব কেও ফ্রি বই টাইপ কিছুই ভাবছিলাম প্রথমে।

ফ্রি বই দিবে ভেবে বিরক্ত লাগছে, আর জানার আগ্রহ হয় নাই।

আমাদের কয়েকজন মিশোপাতা নট ফর সেল ক্লাবের সদস্য। তাদের কাছে ভাসা ভাসা তথ্য পেলাম। বুঝলাম সবাই মিলে মিশে ভালো মানের বই প্রকাশ করে।

স্যাপিয়েন্স প্রকাশ করছে, গ্রাফিক নভেল বের করবে। যেহেতু আমি নিজেই বইয়ের ব্যবসা করি, ঘর ভরা বই তাই ক্লাবের সদস্য হওয়ার ব্যাপারে আগ্রহ পাই নাই।

গতকাল আমাদের এক মিশোপাতা বাসায় এসে বই নিচ্ছিল। সে নট ফর সেল ক্লাবেরও সদস্য।

সে কথা প্রসঙ্গে বলল, নট ফর সেল ক্লাব যদি চায় তাহলে সে দশ/বিশ হাজার টাকা এখনই দিতে রাজি আছে।

তার এই কথা আমার চোখ খুলে দিল।

তার মানে প্রচুর ধান্দা আছে। ধান্দা শব্দটা খারাপ ভাবে নিয়েন না। আমার ১০০ একরের ক্যাম্পাসের স্বপ্নটাও ধান্দা। 😬

আমি আমার বইয়ের ব্যাবসার ১০০০ শেয়ারের মাঝে ১০০ টা শেয়ার বেচে দিতে চাই, প্রতি শেয়ারের দাম মাত্র দশ হাজার টাকা, এইডা পাবলিক কিনে না, আর নট ফর সেল ক্লাব চাইলেই নাকি দশ বিশ হাজার টাকা অনায়াসে দিয়ে দিবে।

ব্যাপক আগ্রহ নিয়ে পুরো এক ঘন্টা সদস্য হওয়ার প্রক্রিয়া শুনলাম।

সদস্য হওয়ার জন্য না। ধান্দাটা বোঝার জন্য।

চমৎকার আইডিয়া।

নিষিক্ত যে সে বলে ভালো, সুন্দর করে গুছিয়ে বলতে পারে।

বড় স্বপ্ন আছে।

এই মুহূর্তে সদস্য না হলে বড় কিছু মিস হয়ে যাচ্ছে শ্রোতার মনে এই ভাব তৈরির ক্ষমতা আছে।

এবং আছে রহস্য। তারা আসলে কী করতে চায় এটা স্পষ্ট ভাবে বলছে না। মানুষ রহস্য পছন্দ করে।

আমি মূলত তাদের মার্কেটিং টা দেখতেছিলাম।

অসাধারণ।

আর তারা যে বই গুলো প্রকাশ করেছে সেগুলোর মান অসাধারণ মনে হয়েছে। হাতে নিয়ে দেখিনি, তবে ছবি/ভিডিও দেখে মনে হয়েছে।

খুবই ভালো কাজ করছে। সদস্যদের কাছে বেশ ভালো পরিমাণ টাকা নিচ্ছে সেই টাকা থেকে সদস্য, লেখক, অনুবাদক, পাঠক সবাই উপকৃত হচ্ছে।

খালি আমাদের বই বিক্রেতাদের উপকৃত হওয়ার বিধান নাই... 😬😎


আগামী ১০ বছরের মাঝে তারা দেশের ৫০ লাখ পাঠককে সংযুক্ত করবে তারা।

এই ব্যাপারটা ভালো।

এই ৫০ লাখ পাঠকের মাঝে আমাদের মিশোপার ১০০ একরের ক্যাম্পাস করার জন্য মিশোবৃক্ষে ৪০০-৫০০ জন সবুজ পাতা পেয়ে যাবো আশা করি।

নট ফর সেল ক্লাব তাদের কাজ ভালোভাবে চালাক।

তাদের জন্য হাত্তালি। 😊😊😊

আর একটা ব্যাপার বিশেষভাবে খেয়াল করুন প্রিয় গ্রবি শিক্ষার্থী। এখন অনেকেই নট ফর সেল ক্লাবে সদস্য হতে চাচ্ছেন, কিন্তু যারা শুরুত দিকে সদস্য হয়েছেন তাদের মর্যাদা এবং সুযোগ সুবিধা এখন যারা হচ্ছেন তাদের চেয়ে বেশি।।

আমাদের মিশোবৃক্ষের দীর্ঘ ৩০ বছর মেয়াদী যাত্রায় আপনিও শুরুর দিকের এক হাজার জনের একজন হতে পারেন।

প্রথম ১০০০ জনের মর্যাদা এবং সুযোগ সুবিধা বেশি।

ভর্তি ফি ১০০০ টাকা, প্রতি মাসের বেতন ২০০ টাকা।

আর ১০০০ জনের পর থেকে ভর্তি ফি ৫০০০ টাকা, প্রতি মাসের বেতন ৫০০ টাকা।

তবে আমরাও এখন নট ফর সেল ক্লাবের সরাসরি সদস্য নেই না।

প্রথমে ২০০ টাকা দিয়ে একমাস ক্লাস করতে হয়।

এক মাসে ১০০ ক্লাস পড়ে কমেন্ট করলে তবেই ভর্তি ফি পাঠানোর সুযোগ দেয়া হয়।

মিশোবৃক্ষ একসময় অনেক বড় প্রতিষ্ঠান হবে এটা আশা করি বুঝতে পারছেন।

বড় একটা প্রতিষ্ঠানের প্রথম ১০০০ জন সদস্যেরে একজন হওয়ার সুযোগ আপনার এখন আছে।

তবে এই সুযোগ বেশিদিন থাকবে না।

মিশোবৃক্ষ পেজ এ গিয়ে ফ্রি ক্লাস পড়ুন, ভালো লাগলে ২০০ টাকা দিয়ে একমাস ক্লাস পড়ুন।

=========

NFSC মন্তব্য…

সত্যি আমাদের ভয়ংকর কিছু বাস্তবসম্মত পরিকল্পনা আছে, এতটাই ভয়ংকর, যা বোঝা খুব কঠিন... খুব……!!! তবে একবার বুঝলে টের পাবেন, পরিকল্পনাটি কৃষ্ণগহ্বরের মত সর্বগ্রাসী!

মিশোবৃক্ষ-এর জন্য শুভকামনা!

এখনো কেউ চাইলে আমাদের সেপিয়েন্সের গ্রাফিক নভেল আর বুদ্ধের গ্রাফিক গাইডটি সংগ্রহ করতে পারেন।সব কিছু ঠিকঠাক থাকলে গ্রাফিক ...
03/08/2021

এখনো কেউ চাইলে আমাদের সেপিয়েন্সের গ্রাফিক নভেল আর বুদ্ধের গ্রাফিক গাইডটি সংগ্রহ করতে পারেন।
সব কিছু ঠিকঠাক থাকলে গ্রাফিক গাইডটি বের হচ্ছে আগস্টের শেষে, আর সেপিয়েন্সের গ্রাফিক নভেলটি আপনারা হাতে পাবেন বুদ্ধের আগে, তার মানে নতুন যারা আমাদের সদস্য হবেন তাদের কাছে বই ডেলিভারি হয়ে দুইবারে।
তবে নেবার আগে নীচের কমেন্টে অবশ্যই পেজটি ফলো করবেন এবং অন্তত শেষের লাইভটি শুনবেন।
বুদ্ধের গ্রাফিক গাইড এবং গ্রাফিক নভেলের নির্মাণ মূল্য ধরা হয়েছে ৩০০০টাকা-নিচের প্যাকেজ ছবিটি ভালো করে লক্ষ করুন।
দুই: নতুন সদস্যদের অংশীদারি মূল্য এর তথ্যের জন্য পেজের ইনবক্স এ নক দিন। যারা নতুন মেম্বার হয়ে আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করতে চান তারা চাইলে এই পোষ্টের কমেন্টেও মন্তব্য করে রাখতে পারেন। আমি যোগাযোগ করবো।

* গ্রাফিক গাইড: এটি হচ্ছে গ্রাফিকের মাধ্যমে আপাত সত্য বলে প্রচলিত কোন ঘটনা বা হোক কোন ব্যক্তিবিশেষ, বা বিজ্ঞানের কোন শাখাকে সহজবোধ্য করে তুলে ধরা-যেটা সব শ্রেণীর মানুষের জন্য পাঠযোগ্য।
*গ্রাফিক নভেল: কোন গল্পকে দৃশ্যমান করে তোলার জন্য কিছু চরিত্র বা দৃশ্যের চিত্রায়ন করা।

হ্যাঁ জয়যুক্ত হয়েছে!*“বুদ্ধ: গ্রাফিক গাইড” প্রকাশিত হবার পরের ১২টি গ্রাফিক গাইড; ১২টি গ্রাফিক নভেল; ১২টি স্বাভাবিক অনুবা...
26/07/2021

হ্যাঁ জয়যুক্ত হয়েছে!

*

“বুদ্ধ: গ্রাফিক গাইড” প্রকাশিত হবার পরের ১২টি গ্রাফিক গাইড; ১২টি গ্রাফিক নভেল; ১২টি স্বাভাবিক অনুবাদ গ্রন্থ এবং ১২টি কোল্যাব গ্রন্থের তালিকা করে রাখা হয়েছে!

NFSC-কে সার্পোট দেবার কোম্পানী দাঁড়িয়ে গেলেই প্রতিমাসে ৪টি করে কালেক্টর’স এডিশন প্রকাশিত হবে:

১টি প্রথাগত অনুবাদ!
১টি গ্রাফিক নভেল!
১টি গ্রাফিক গাইড!
এবং
বাংলাদেশের যেকেনো প্রকাশকের সাথে সংযুক্ত হয়ে ১টি কোল্যাব কালেক্টর’স এডিশন!

গতকালের ভোটে, “জেনেসিস:গ্রাফিক গাইড” জয়যুক্ত হয়েছে!

"বুদ্ধ" আসছেন...!*বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের...
06/07/2021

"বুদ্ধ" আসছেন...!

*

বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের বই সিরিজের সূচনা করতে যাচ্ছে, যা বাংলাদেশে প্রথম!

নট ফর সেল ক্লাব সম্পাদিত (দৃশ্যমান জীবনী ধারাবাহিক)প্রথম খণ্ড (৫০+১): "বুদ্ধ"---এই সিরিজে গৌতম বুদ্ধের সময়কাল থেকে বর্তম...
15/06/2021

নট ফর সেল ক্লাব সম্পাদিত
(দৃশ্যমান জীবনী ধারাবাহিক)
প্রথম খণ্ড (৫০+১):
"বুদ্ধ"

---

এই সিরিজে গৌতম বুদ্ধের সময়কাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত ৫০ জন/বিষয় নিয়ে দৃশ্যমান ধারাবাহিক "কালেক্টর'স এডিশন" প্রকাশিত হতে থাকবে! প্রতিটি পেপারব্যাকের জন্মদায় মূল্য দাঁড়াবে মাত্র ১৫০ টাকা। "কালেক্টর'স এডিশন" প্রকাশিত হবে: ১,০০১ কপি; ধারাবাহিকভাবে পেপারব্যাক প্রকাশিত হবে: ১০০,০০১ কপি। জুলাই ০১ থেকে ক্লাব সদস্যদের অংশীদারিত্ব গ্রহণ শুরু হবে।

বিঃদ্রঃ
প্রচ্ছদটি কেবলমাত্র প্রচারের জন্য; এখন থেকে ক্লাব প্রকাশিত কোনো বইয়ের প্রচ্ছদ হাতে পাবার আগে দৃশ্যমান হবে না! নতুন সদস্য হবার যাচাই-বাছাই-অত্যাচার শুরু হবে ২১ জুন থেকে!

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Natore Gurudaspur BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Natore Gurudaspur BookZone:

Share


Other Book & Magazine Distributors in Natore

Show All

You may also like