Ziaurr Rahman

Ziaurr Rahman --Follow me--

02/01/2025

আসসালামু আলাইকুম সবাইকে,
সফল হতে হলে আগে বিনয়ী হতে হবে।

02/01/2025

নতুন করে নিজের পরিচয় বৃদ্ধি করতে নতুন বছরের অপেক্ষায় ছিলাম

নতুন বছরে বেশ কিছু বিষয়ে পরিবর্তন নিয়ে সাজিয়েছি জীবন,সকলের কাছে দোয়া প্রার্থী, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। হে ...
01/01/2025

নতুন বছরে বেশ কিছু বিষয়ে পরিবর্তন নিয়ে সাজিয়েছি জীবন,
সকলের কাছে দোয়া প্রার্থী, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও,

Ziaurr Rahmaan Sarkaar

Happy New Year
01/01/2025

Happy New Year

11/12/2024

শুনলাম কে যেন কট খেতে যাচ্ছে ?

11/12/2024

জয় বাংলা ছিলো স্বাধীনতার শ্রেষ্ঠ স্লোগান তুমি মানো আর না মানো আমি কিন্তু মানি !
জয় বাংলা...

12/10/2024

চলিতেছে সার্কাস

ডিরেক্ট সেল বাড়ানোর জন্য ইনডাইরেক্ট কি কি কাজ করবেন?১। কাস্টমারের মনে জায়গা দখল করতে প্রোডাক্টের ইউনিক কোন নাম বা শব্দ ব...
29/09/2024

ডিরেক্ট সেল বাড়ানোর জন্য ইনডাইরেক্ট কি কি কাজ করবেন?

১। কাস্টমারের মনে জায়গা দখল করতে প্রোডাক্টের ইউনিক কোন নাম বা শব্দ বা শ্লোগান ব্যাপক ভূমিকা রাখে – যা বিক্রি বাড়ায়। যেমন হালাল সাবান, অরগানিক ফুড, কাছে আসার গল্প ইত্যাদি
২। চরম প্রত্যাখ্যান হলেও তার কাছেই সেল করার জন্য বার বার চেষ্টা করুন ভিন্ন ভিন্ন ভাবে, তিনি আপনার কাস্টমার হবেনই – এটাই গ্রেট সেলসম্যানশিপ।
৩। কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার আপনার পণ্যের বিক্রয় বাড়াবে।
৪। আপনার পণ্যের বিক্রি বাড়াতে চাইলে আপনি নিজেই সবার আগে ও বেশী বেশী ঐ পণ্য ব্যবহার বা উপভোগ করুন – তবেই কাস্টমারের ঐ পণ্যের প্রতি বিশ্বাস তৈরি হবে।
৫। প্রোডাক্টের মান ও কোয়ালিটি এর ব্যাপারে সব সময় জিরো টলারেন্স থাকবেন। পণ্যের মান ভালো হলে বিক্রি হবেই, ক্রেতা সন্তুষ্ট হবে, ক্রেতা আবার আসবে রিপিট কাস্টমার হয়ে। ক্রেতা অন্য কাস্টমার পাঠাবে রেফারেন্স কাস্টমার হয়ে। বিক্রি বাড়বে...
৬। সেলস প্রফেশানাল হতে হলে ৪ টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ঃ ড্রেস কোড, আপনার ব্যবহৃত জিনিসপত্র, আপনার গ্রুমিং এবং মার্কেটিং ম্যাটেরিয়ালস।

- ইকবাল বাহার

#স্বপ্নদেখুন_সাহসকরুন_শুরুকরুন_লেগেথাকুন
#উদ্যোক্তা

#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

বিনয়ী হতে হবে।
29/09/2024

বিনয়ী হতে হবে।

28/09/2024

দেশের যে অবস্থা তখন যে বাংলাদেশের রাজধানী ইসলামাবাদ হয়ে যাবে সাধারণ জনগণ বুঝতে পারছে না।

মানুষ কতটা সুবিধা বাদি এটা থেকে প্রমাণ হয়একজন ৭০০ মানুষের হ*ত্যা*র দায়ে দেশ ছাড়াআরেক জনের ৭০ লক্ষ জ্নেওছবি তুলতে ব্যস্...
27/09/2024

মানুষ কতটা সুবিধা বাদি
এটা থেকে প্রমাণ হয়
একজন ৭০০ মানুষের হ*ত্যা*র দায়ে দেশ ছাড়া
আরেক জনের ৭০ লক্ষ জ্নেও
ছবি তুলতে ব্যস্ত আমরা।

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/09/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

27/09/2024

বিদ্যুৎ বিল
গত মাসের চেয়ে এই মাসে ৫০% বেশি কেন ।

04/08/2024

সূর্য দায়ে তুমি সূর্য অস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি 🇧🇩

 #বুয়েট পাস এমন একজনকে চিনি। যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফল...
03/07/2024

#বুয়েট পাস এমন একজনকে চিনি। যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।

আমাদের জীবন সুখের হবে, তবে আমাদের সত হতে হবে
অল্পতেই হেপি থাকতে হবে ।

#শেয়ারকরুন

ঈদ মোবারক
11/04/2024

ঈদ মোবারক

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ziaurr Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ziaurr Rahman:

Share