Poly Datta

Poly Datta I'm a professional Digital Marketer.
(1)

এক কোম্পানীতে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।সে ...
21/09/2023

এক কোম্পানীতে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।

সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত।

ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে।

কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত।

তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত।

কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। … সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে।

সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে ‘প্রেজেন্টেশন’ আকারে পেশ করে বাহবা পাচ্ছে।

কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি।

আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়।

নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল, আর সে বিরক্ত হতে লাগল।

সিংহ সিদ্ধান্ত নিল, পিঁপড়া যে বিভাগে কাজ করে, সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।

সিংহ ঝিঁঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। ঝিঁঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল।

কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝিপোকা নিয়োগ দিল তার পুরোনো অফিসের একজনকে।

পিঁপড়া যেখানে কাজ করে, সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না। সবাই খুব মনমরা হয়ে কাজ করে।

ঝিঁঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝাল, ‘অফিসে কাজের পরিবেশ’ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে।

পর্যালোচনা করে সিংহ দেখতে পেল, পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।

কাজেই সিংহ কয়েক দিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল।

পেঁচা তিন মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল। তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো, এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি। কর্মী ছাঁটাই করা হোক।

পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো, কে সর্বপ্রথম চাকরি হারাল?

ওই হতভাগ্য পিঁপড়া। কারণ, পেঁচার রিপোর্টে লেখা ছিল, ‘এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে🥹
সংগৃহীত

"আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।”– নেলসন ম্যান্ডেল...
13/09/2023

"আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।”– নেলসন ম্যান্ডেলা

If there is a will, there is a way
04/09/2023

If there is a will, there is a way

চাকরির বা পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করা খুবই দরকার।
04/09/2023

চাকরির বা পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করা খুবই দরকার।

Sir, আমার বেতন বাড়ান!😒Boss : সম্ভব না!😢- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒Boss : কেন?- আমি সন্ধ্য...
28/08/2023

Sir, আমার বেতন বাড়ান!😒
Boss : সম্ভব না!😢
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒
Boss : কেন?

- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।
কারণ, বর্তমান দ্রব্য'মূ'ল্যের ঊ'র্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই ক'ষ্টকর।😰
তাই আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে, এনি হাউ!😲

Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষু'ধার্ত হয়ে যাও,😞
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিণ পাশে আইসো!

- কেন?

Boss : প্রতিদিন মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂
©

24/08/2023

22/08/2023

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

(সংগৃহীত)

আমাকে দিয়ে কি হবে?  আমি কি পারব?  সকল প্রশ্নের উত্তর এক একটি সফলতার গল্প। ফ্রিল্যান্সিং পেশায় রয়েছে স্বাধীনতা। আপনার ফ্র...
22/08/2023

আমাকে দিয়ে কি হবে? আমি কি পারব? সকল প্রশ্নের উত্তর এক একটি সফলতার গল্প। ফ্রিল্যান্সিং পেশায় রয়েছে স্বাধীনতা। আপনার ফ্রী সময় টা কাজে লাগিয়ে নিজের Skill বৃদ্ধির মাধ্যমে তৈরি করুন নিজেকে। এভাবে হতে পারে আপনার একটি সফলতার গল্প।

Pinterest জুলাই ২০১০ তে বেটা আউট হয়ে আসে। এটি একটি ছবি শেয়ারিং ও সংরক্ষণ ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা ইন্টারেস্টিং ...
20/08/2023

Pinterest জুলাই ২০১০ তে বেটা আউট হয়ে আসে। এটি একটি ছবি শেয়ারিং ও সংরক্ষণ ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা ইন্টারেস্টিং ছবি আপলোড করতে পারে এবং তাদের আবেগগুলি টেমপ্লেট ভিত্তিতে বিভিন্ন বোর্ডে সংরক্ষণ করতে পারেন।

Pinterest একটি ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা আপনাদের ইন্টারেস্টে ভিত্তিক বোর্ড তৈরি করতে পারেন এবং তাদের ইনস্পিরেশন সংগ্রহ করতে পারেন। ছবি, ছবির লিংক বা ভিডিও লিঙ্ক পিন করে ব্যবহারকারীরা তাদের আগ্রহের বিষয়গুলি নিয়ে বোর্ড তৈরি করতে পারেন, যা অন্যদের সাথে সাঝা করতে পারেন।

12/08/2023

আপনার প্রোফাইলে অসামাজিক খারাপ পোষ্ট দেখতে না চাইলে এই সেটিংস টি করতে পারেন।

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই⚠️ সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-✅ফ্রীতে শিখতে চাওয়...
05/08/2023

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই⚠️ সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-
✅ফ্রীতে শিখতে চাওয়া।
✅ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
✅৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
✅১০০০ টাকায় আজীবন সাপোর্ট।
✅ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
✅শুরু করলেই ইনকাম করা যায়।. ✅সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।
✅৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

📵এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না।👨‍💻
🤔আপনি একটা কথা চিন্তা করেন তো একজন ডাক্তার হতে হলে তাকে কতটা পরিশ্রম এবং টাকা পয়সা খরচ করতে হয়।তারপরে গিয়ে তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে।👩‍👩‍👧‍👦
ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন একটু ভাবুনতো 🤔🤔🤔

ডক্টর হতে ইঞ্জিনিয়ার হতে কত বছর লাগে তাকি ভেবে দেখেছেন?
আর আপনি ভাবছেন ১ সপ্তাহে আপনি ফ্রিল্যান্সার হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন।একটা ভালোমানের কোর্স করতে নাহলেও ৪-৬ মাস লাগে। তাহলেই আপনি প্রকৃত পক্ষে কিছু শিখতে পারবেন। আর যদি হয় লম্বা কোর্স তাহলে তো কোনো কথাই নাই।

💞তাই সঠিক জায়গায় ইনভেস্ট করে,সঠিকটা শিখুন।
নিজের জন্য ইনভেস্ট করুন। নিজের প্রতি ইনভেস্ট করুন।
জীবনের সবথেকে মূল্যবান ইনভেস্ট হলো নিজের উপর ইনভেস্ট করা।

তাই আজই নিজেকে গড়ে তুলুন।👨‍💻👨‍🎓



Power Point কি?এর ব্যবহার গুলো কি কি?পাওয়ার পয়েন্ট বা Power Point হল মাইক্রোসফট করপোরেশন দ্বারা তৈরি একটি প্রেজেন্টেশন...
04/08/2023

Power Point কি?এর ব্যবহার গুলো কি কি?
পাওয়ার পয়েন্ট বা Power Point হল মাইক্রোসফট করপোরেশন দ্বারা তৈরি একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। এটি সাধারণভাবে প্রেজেন্টেশন বা স্লাইড শো তৈরি করার জন্য ব্যবহার করা হয়, যেখানে আপনি পাঠকগণকে ভিডিও, ছবি, আলোচনা বা অন্যান্য ধরণের তথ্যের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি।

PowerPoint ব্যবহার করার ধাপগুলি এই মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:

✅স্লাইড তৈরি: প্রথমে, আপনি নতুন স্লাইড তৈরি করতে পারেন এবং প্রতিটি স্লাইডে বিভিন্ন ধরণের তথ্য যোগ করতে পারেন।

✅লেআউট কাস্টমাইজ করুন: আপনি প্রতিটি স্লাইডের লেআউট কাস্টমাইজ করতে পারেন যাতে এটি আপনার প্রেজেন্টেশনের সাথে সঙ্গতি থাকে।

✅ছবি, ভিডিও এবং অ্যানিমেশন সংযোজন: আপনি পাওয়ার পয়েন্টে ছবি, ভিডিও অথবা অ্যানিমেশন যুক্ত করতে পারেন যাতে আপনার প্রেজেন্টেশন আরো আকর্ষণীয় ও সার্থক হয়।

✅স্লাইড ট্রান্সিশন: আপনি প্রতিটি স্লাইডে একটি ট্রান্সিশন সেট করতে পারেন যা প্রেজেন্টেশন সময়ে প্রদর্শিত হবে।

✅প্রদর্শন করুন: সব তৈরি হয়ে গেলে, আপনি প্রদর্শন শুরু করতে পারেন যেখানে আপনি আপনার প্রেজেন্টেশন প্রদর্শন করতে পারেন ও দর্শকদের সাথে তথ্য ভাগ করতে পারেন।

Power Point সহজেই ব্যবহার করা যায় এবং ভিডিও, প্রস্তুতি, টিউটোরিয়াল এবং অন্যান্য প্রস্তুতি পাওয়া যায় ইন্টারনেটে।

⛔. যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছব...
02/08/2023

⛔. যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা দল কে জানান, তারা কেইস করে দিলে তাৎক্ষণিক ব্যবস্হা নিতে পারবে।

নারীদের সাইবার স্পেসে সুরক্ষার জন্য Police Cyber Support for Women - PCSW কাজ করছে।

ধন্যবাদ.


©

👉যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়ন...
30/07/2023

👉যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !!!
👉যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !!!!
👉এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ????
না,তাই আমাদের সকলের উচিত চাকরির পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করা।কারন আজকে যদি আপনার চাকরিটা চলে যায়....???🤔

👉 চাকরি হচ্ছে লং টার্ম সমস্যার শর্ট টার্ম সল্যুশন। আজকে চাকরি নাই তো আজকে থেকে বেতন নাই। কিন্তু আজকে চাকরি থাকুক বা না থাকুক, আজকের খাওয়া দাওয়া, বাসা ভাড়া, সংসারের খরচ, পকেট খরচ, কেউ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের খরচ ঠিকই আছে। এইসব খরচ সারা জীবনের প্রতিটা মাসের খরচ, প্রতিটা দিনের খরচ। চাকরি থাকুক বা না থাকুক এইসব খরচ থাকবেই।🙂

👉 তাই শুধুমাত্র চাকরির উপর নির্ভর না থেকে, অল্টারনেটিভ ইনকাম বাড়ান। কষ্ট হলেও অল্টারনেটিভ কিছু করেন, সেভিংস বাড়ান, সম্পদ বাড়ান। আপনি চাইলে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে অল্টারনেটিভ ইনকাম করতে পারেন।

👉👉যে প্রশ্নগুলো করলে লোকে আপনাকে অভদ্র বা অবিবেচক ভাবতে পারে👇👇✅কখন বিয়ে করবেন, আদৌ করবেন কি না, এসব প্রশ্নের মাধ্যমে আপন...
26/07/2023

👉👉যে প্রশ্নগুলো করলে লোকে আপনাকে অভদ্র বা অবিবেচক ভাবতে পারে👇👇

✅কখন বিয়ে করবেন, আদৌ করবেন কি না, এসব প্রশ্নের মাধ্যমে আপনি কিন্তু নিজেকেই বিবেচনাবোধহীন মানুষ হিসেবে উপস্থাপন করছেন।

কত মানুষের সঙ্গেই তো রোজ কথা বলি আমরা। সুখ-দুঃখের অভিজ্ঞতা ভাগ করে নিই। কথা প্রসঙ্গে কিংবা বিনা প্রসঙ্গেই অনেক সময় অন্যকে নানা প্রশ্ন করি। তবে সব প্রশ্ন সবাইকে করতে নেই, সব কথা সবাইকে বলতে নেই। আলাপে এই সীমা মেনে চলাটা খুব জরুরি। অনেক প্রশ্ন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। অনেক কথা অন্যের মনে আঘাত দেয়। বিবেকসম্পন্ন মানুষ হিসেবে এসব প্রসঙ্গ এড়িয়ে চলা উচিত, এমনকি আপনি যদি আত্মীয়ও হন।

✅বিয়ে করছেন কবে?

একটা নির্দিষ্ট বয়সে বিয়ে করাটা সমাজের প্রচলিত রীতি। তবে সবাইকেই যে একই ধাঁচে চলতে হবে, তা কিন্তু নয়। পরিচিত কেউ বিয়ে করলে আপনি তা সময়মতো জানতেই পারবেন। এ নিয়ে বাড়তি উৎসাহ দেখানোটা অভদ্রতা। কে কখন বিয়ে করবেন, আদৌ করবেন কি না, এসব প্রশ্নের মাধ্যমে আপনি কিন্তু নিজেকেই বিবেচনাবোধহীন মানুষ হিসেবে উপস্থাপন করছেন। অবিবাহিত নারীকেই অধিকাংশ ক্ষেত্রে এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি উচ্চশিক্ষিত হলে তাঁর শিক্ষার প্রতি নেতিবাচক ইঙ্গিতও করেন কেউ কেউ। অবিবাহিত নারীর মা-বাবাও রেহাই পান না। এসব প্রশ্ন এবং বাক্য কোনোটাই সুরুচির পরিচায়ক নয়।

বিয়ের পর কোন দম্পতি কখন সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। আবার পরিকল্পনা করলেও তাঁরা কখন মা-বাবা হবেন, তা কিন্তু নির্দিষ্টভাবে কেউ জানেন না। শারীরিক অসুবিধার কারণে অনেক দম্পতি চিকিৎসাধীন থাকেন। এসব উটকো প্রশ্ন মাত্রই তাঁদের জন্য মানসিক আঘাত।

✅সংসার করতে পারলে না?

বিবাহবিচ্ছেদ হলে কাউকে এমন প্রশ্ন করতে নেই, যা তাঁকে কষ্ট দিতে পারে। পুনরায় বিয়ে করার জন্য চাপ দেওয়াও ঠিক না। এগুলো সবই ব্যক্তিগত বিষয়।

✅বেতন কত কিংবা চাকরি ছাড়লে কেন?

নানা কারণে মানুষ চাকরি ছাড়েন। এ নিয়ে প্রশ্ন করার কিছু নেই। নতুন চাকরিতে তিনি বাড়তি সুবিধা পাচ্ছেন কি না, এ নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখানো অনুচিত। তবে নিজের বা আপনজনের ওই ধরনের চাকরির ইচ্ছা থাকলে বিস্তারিত জিজ্ঞেস করাটা দোষের কিছু না। সে ক্ষেত্রে আপনি এত প্রশ্ন কেন করছেন, তা আগেই জানিয়ে রাখুন। তাহলে যাঁকে প্রশ্ন করছেন, তিনি আর বিব্রত হবেন না। অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্স বা ভিন্নধারার পেশায় যাচ্ছেন অনেকে। ‘এত দিন ধরে তাহলে এত পড়াশোনা করে লাভ কী হলো’–জাতীয় তাচ্ছিল্যমাখা প্রশ্ন কখনোই কাউকে করবেন না। কেউ শখের জিনিস কিনতে ভালোবাসেন, কেউ মানুষকে কিংবা কোনো প্রাণীকে খাওয়াতে ভালোবাসেন। এসবের পয়সা কোথা থেকে আসছে, তা জানতে চাওয়া কিন্তু রীতিমতো অভদ্রতা। অনেকে বয়োজ্যেষ্ঠ পিতামাতাকেও সন্তানের পেশা বা শখ নিয়ে কটু কথা শোনাতে ছাড়েন না। এ ধরনের কথা বলা থেকে বিরত থাকুন।

✅ও কেন ওখানে থাকে?

সন্তানের বিয়ের পর তিনি মা-বাবার সঙ্গে না থাকলেই যে তাঁদের অবহেলা করছেন, এমন ভাবাটা ভুল। মা-বাবা বা শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকা না–থাকাটা তাঁদের পারিবারিক বিষয়। অনেক ক্ষেত্রে শহুরে জীবনযাপনে অনভ্যস্ত মা-বাবা সন্তানের থেকে দূরে, নিজের গ্রামে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার সন্তান দেশের বাইরে চলে গেলেই যে মা-বাবাকে ‘ফেলে’ চলে গেলেন, সেই ভাবনাও ঠিক নয়। ‘তোমরা তো আরামে আছ আর বুড়ো মানুষ কষ্ট করে মরছেন’–জাতীয় কথা বলবেন না। ওই মা-বাবাকেও বলবেন না, ‘ও আপনাদের সঙ্গে থাকল না?’

‘আমার এটা হয়ে গেছে’, ‘অমুকের ওটা প্রায় হয়ে গেছে’, ‘আপনার কদ্দুর?’ ‘মোটা হয়ে যাচ্ছেন কেন?’ কিংবা সহায়-সম্পত্তি, সন্তানের পড়াশোনা বা সাফল্য প্রভৃতি বিষয়ে নেতিবাচকভাবে প্রশ্ন করেন অনেকেই। এসব ঠিক নয়।
Source:Prothom Alo

প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ড্রিল মেশিন সদৃশ্য যন্ত্র দিয়ে কলেরার টিকা দিচ্ছেন। সময়কাল - ১৯৬৪সংগৃহীত ছবিঃ অজানা চিত্রগ্রাহ...
26/07/2023

প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ড্রিল মেশিন সদৃশ্য যন্ত্র দিয়ে কলেরার টিকা দিচ্ছেন।
সময়কাল - ১৯৬৪
সংগৃহীত ছবিঃ অজানা চিত্রগ্রাহকের প্রতি কৃতজ্ঞতা।

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!💥কখন জেনেছেন যে! হুমায়ূন আহমেদ,জাফর ইকবাল আর আহসান হাবীব ৩ জন ভাই?❣️
26/07/2023

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!💥
কখন জেনেছেন যে! হুমায়ূন আহমেদ,জাফর ইকবাল আর আহসান হাবীব ৩ জন ভাই?❣️

📢📢 বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পেশা হলো ফ্রিল্যান্সিং।👉 আমরা চাইলেই আমাদের পড়ালেখার পাশাপাশি প্রতিদিন কিছুটা সময় ব্...
26/07/2023

📢📢 বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পেশা হলো ফ্রিল্যান্সিং।

👉 আমরা চাইলেই আমাদের পড়ালেখার পাশাপাশি প্রতিদিন কিছুটা সময় ব্যয় করে, নিজের স্কিল ডেভেলপ করে,ফ্রিল্যান্সিং করে আয় করতে পারি।

👉 তাই যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাচ্ছেন এবং ফ্রিল্যান্সিং 💻 শুরু করতে চাচ্ছেন তাদের কথা চিন্তা করেন আমরা একটি মেগা সেমিনার এর আয়োজন করেছি।

👍 সেমিনারটিতে অংশগ্রহণের জন্য এখনই রেজিষ্ট্রেশন করুন।

✅ যারা মন থেকে রাইট প্লাটফর্ম এবং রাইট মেন্টর এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ সফল হতে চান, তারাই শুধুমাত্র রেজিষ্ট্রেশন করার জন্য আমাকে ইনবক্স করতে পারেন।

🍒 ধন্যবাদ 🍒

এই ছবি টা দেখে কি মনে হচ্ছে আপনাদের?😊😊😊😊😄
26/07/2023

এই ছবি টা দেখে কি মনে হচ্ছে আপনাদের?😊😊😊😊😄

একদিন এক কৃষকের গাধা কুঁয়োয় পড়ে গেল। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য  প্রাণীটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে কাঁদছিল। কৃষক তখ...
25/07/2023

একদিন এক কৃষকের গাধা কুঁয়োয় পড়ে গেল। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে কাঁদছিল। কৃষক তখন তাকে গাধাটাকে উদ্ধার করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু কোনভাবেই তাকে উদ্ধার করতে পারল না।

অবশেষে, কৃষক সিদ্ধান্ত নিল, যেহেতু গাধাটি বুড়ো এবং একে দিয়ে আর কোন কাজ করা যায় না আর কুঁয়োটিও ও শুকনো হয়ে গেছে।এখান থেকে কোন জল তোলা যায় না, সেই হেতু কুঁয়া থেকে গাধাটিকে তোলার যে খরচ, করে বিশেষ কোনো সুবিধা হবে না।সুতরাং, যেভাবেই হোক কুঁয়োর মুখটি ঢেকে রাখা দরকার; গাধাটিকে কূপ থেকে টেনে বের করে আনার আর কোন প্রয়োজনই নেই।

শুকনো কুঁয়োটি ঢেকে দেবার জন্য তিনি তার সমস্ত প্রতিবেশীকে তাকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানান। তারা প্রত্যেকে একটি করে বেলচা ধরে কূপে ময়লা ফেলতে লাগল।

গাধা কি ঘটছে বুঝতে পেরে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল। তারপর, সবাইকে অবাক করে দিয়ে,সে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে শান্ত হয়ে গেল।

কৃষক অবশেষে কূপের দিকে তাকালেন এবং যা দেখলেন তা দেখে তার চোখ ছানাবড়া ... প্রতিটি ময়লা গা থেকে ঝেড়ে ফেলার সাথে সাথে গাধাটি অবিশ্বাস্য কিছু করছে: এক একটি ময়লা ঝেড়ে ফেলছে এবং ময়লার উপরে পা রাখছে।

খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখল যে, গাধাটা কিভাবে কূপের মুখে পৌছে গেল, ধার দিয়ে গেল এবং বেরিয়ে গেল...

জীবনে আপনার দিকে অনেকেই ময়লা ফেলবে, সব ধরনের ময়লা... গর্ত থেকে বেরিয়ে আসার কৌশল হল এটিকে ঝেড়ে ফেলা এবং এটিকে ধাপে ধাপে ব্যবহার করা। আমাদের প্রতিটি সমস্যা একটি ধাপ উপরে। আমরা হাল ছেড়ে না দিলে গভীর গর্ত থেকে বেরিয়ে আসতে পারি...

এগিয়ে যাওয়ার জন্য আপনার শত্রুরা যে ময়লা ফেলেছে তা ব্যবহার করুন!!!

সুখী হওয়ার ৫টি নিয়ম মনে রাখবেন:

1. আপনার হৃদয়কে ঘৃণা থেকে মুক্ত করুন।

2. আপনার মনকে বিভ্রান্তি থেকে মুক্ত করুন।

3. আপনার জীবন সহজ করুন.

4. বেশি দিন বাঁচুন এবং কম আশা করুন।

5. আরও ভালবাসুন এবং... ময়লা ঝেড়ে ফেলুন, কারণ এই জীবনে আপনাকে সমস্যা নয়, সমাধান হতে হবে!
সূত্র:-H.S.Bangura Blog
✍️অশোক পাল

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গব...
23/07/2023

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

সংগৃহীতঃ

👉চাকরি vs ফ্রিল্যান্সিং🗣️🗣️🗣️চাকরি এবং ফ্রিল্যান্সিং দুটি বিশেষভাবে কাজের ধরণ, দায়িত্ব, নির্দেশনা, আয়, সময় নিয়ন্ত্রণ...
21/07/2023

👉চাকরি vs ফ্রিল্যান্সিং🗣️🗣️🗣️

চাকরি এবং ফ্রিল্যান্সিং দুটি বিশেষভাবে কাজের ধরণ, দায়িত্ব, নির্দেশনা, আয়, সময় নিয়ন্ত্রণ এবং কর্মক্ষেত্রের ব্যক্তিগত কনট্রোল সংক্রান্ত পার্থক্যের জন্য প্রস্তুত করে।

চাকরি:
✅চাকরি অনেকের সাথে নিয়োজিত পদ বা পদে কাজ করার একটি পদ্ধতি।
✅এখানে কর্মচারীর সময়কাল, কাজের ধরন, সম্প্রদায়, সংস্থার নীতি ইত্যাদি ক্রমান্বয়ে নির্ধারিত হয়।
✅প্রতিষ্ঠানের নির্দিষ্ট বেতন, সুবিধা, সীমিত স্বাধীনতা ইত্যাদি থাকে।
অধিকাংশ সময় কর্মচারীর পেশাগত উন্নতি এবং বেতনের উন্নতি এই ব্যক্তিগত প্রচেষ্টায় হয়ে থাকে।

ফ্রিল্যান্সিং:
✅ফ্রিল্যান্সিং পেশা হল ব্যক্তির স্বত্বে কাজ করার পদ্ধতি, যেখানে তিনি স্বাধীনভাবে ক্লায়েন্টের জন্য কাজ করে এবং নিজের সময়কে সেট করতে পারেন।
✅ফ্রিল্যান্সিং কর্মী বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কাজ করে এবং কাজের ধরন, মূল্য ও সময়কাল পরিষ্কারভাবে নির্ধারণ করতে পারেন।
✅ফ্রিল্যান্সিং ব্যক্তিগত স্বাধীনতা এবং নির্দিষ্ট বেতন বৃদ্ধির সুযোগ দেয়।
✅ফ্রিল্যান্সার তাঁর/তার কাজের মূল্যায়ন করে নিজের দর নির্ধারণ করতে পারে, যার জন্য স্বাধীনতা ও নিজের স্বত্বাধীন সময়কাল অনেক প্রাসঙ্গিক হয়।

শুভ সকাল সবাইকে 🌞🌞🌞🌞🌞
21/07/2023

শুভ সকাল সবাইকে 🌞🌞🌞🌞🌞

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর সুবিধা....Freelancing হলো এমন একটি কাজ যেখানে একজন ব্যক্তি নিজের সময় ও প্রতিষ্ঠানের ...
20/07/2023

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর সুবিধা....

Freelancing হলো এমন একটি কাজ যেখানে একজন ব্যক্তি নিজের সময় ও প্রতিষ্ঠানের সাথে আলাদা ভাবে কাজ করে। ফ্রিল্যান্সার নামে পরিচিত এই ব্যক্তি একাধিক কোম্পানিতে একাধিক প্রকল্পে কাজ করতে পারে।

ফ্রিল্যান্স করার জন্য একজন ব্যক্তি সাধারণভাবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত নয়, বরং বিভিন্ন প্রকল্পের জন্য হোস্টিং প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, অথবা নিজের ওয়েবসাইট বা ব্লগ সাধারণভাবে ব্যবহার করে কাজ করতে পারে।

ফ্রিল্যান্সিং এর কিছু উদাহরণ সম্প্রসারণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা, লেখন, ডাটা এন্ট্রি, অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি।

ফ্রিল্যান্সিং এর কিছু সাধারণ সুবিধা সম্প্রসারণ হলো:

👉স্বায়ত্তশাসন: ফ্রিল্যান্সিং করার মাধ্যমে একজন ব্যক্তি নিজের কর্ম ও সময় স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে।
👉উদ্যোগশীলতা: ফ্রিল্যান্সিং দুনিয়ায় বিভিন্ন প্রকল্পে কাজ করার মাধ্যমে একজন ব্যক্তি আরও বিভিন্ন দক্ষতা বা প্রয়োজনীয় জ্ঞান সংগ্রহ করতে পারে।
👉কাজের নির্বাচন: ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একজন ব্যক্তি নিজের পছন্দমত প্রকল্প নির্বাচন করতে পারে এবং নিজের দক্ষতা অনুযায়ী কাজ পাওয়া সম্ভব।
👉সুবিধাজনক সময় প্রবেশ: ফ্রিল্যান্সার নিজের সময় প্রবেশ করতে পারে এবং অভ্যন্তরীণ সাধারণ কর্ম পরিচালনা করতে পারে।
👉মূল্যবান প্রয়োজনীয় ব্যবস্থাপনা: ফ্রিল্যান্সিং করার মাধ্যমে ব্যক্তিরা কিছু অতিরিক্ত আয় উপার্জন করতে পারে এবং আপনার মূল্যবান প্রয়োজনীয় ব্যবস্থাপনা বিকশিত করতে পারে।

Canva Design কি?কি কি কাজে Canva ব্যবহার করা যায়?👉Canva Design হলো একটি ওয়েব-ভিত্তিক গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। এটি ব...
18/07/2023

Canva Design কি?কি কি কাজে Canva ব্যবহার করা যায়?

👉Canva Design হলো একটি ওয়েব-ভিত্তিক গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। এটি ব্যবহারকারীদের গ্রাফিক ডিজাইন তৈরি করতে সাহায্য করে এবং বিভিন্ন প্রকারের ডিজাইন প্রজেক্ট উন্নত করার জন্য বিভিন্ন টুল ও সুবিধা উপলব্ধ করে।

Canva Design-এ প্রতিটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের গ্রাফিক উপাদান তৈরি করতে পারেন, যেমন লোগো, পোস্টার, স্লাইড, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, ব্রোশার, ব্যানার, কার্ড, ইউটিউব থাম, আইকন, ওয়েবসাইট লেআউট, ইনভয়েশন, ফ্লায়ার, বুকলেট, সার্টিফিকেট, ইত্যাদি।

Canva Design-এ আপনি বিভিন্ন ডিজাইন টুল ব্যবহার করে অনেক সুন্দর গ্রাফিক তৈরি করতে পারেন। এই টুলগুলি আপনাকে টেক্সট, ছবি, আর্টয়ার্ক, ব্যাকগ্রাউন্ড, আইকন ইত্যাদি যুক্ত করতে দেয়। আপনি নিজের ডিজাইন তৈরি করতে পারেন বা কোনও প্রেসেট টেম্পলেট ব্যবহার করতে পারেন। এছাড়াও, আপনি আপনার প্রজেক্টকে একটি সাম্প্রতিক সামাজিক মিডিয়া পোস্টের জন্য অপ্টিমাইজ করতে পারেন এবং সামগ্রিকভাবে আপনার ডিজাইন প্রকল্প নিয়ন্ত্রণ করতে পারেন।

সাধারণত, Canva Design ব্যবহারকারীদের জন্য একটি সহজ এবং সহজে ব্যবহারযোগ্য সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন সম্পর্কিত সমাধান সরবরাহ করে, যার মাধ্যমে অনেকে ছবি তৈরি করতে পারেন যারা পূর্বে কোনও ডিজাইন জ্ঞান অথবা দক্ষতা রাখেন না।

👉Canva ব্যবহারের কাজ:

Canva একটি ওয়েব আপ্লিকেশন যা ব্যবহার করে প্রফেশনাল এবং আকর্ষণীয় গ্রাফিক ডিজাইন তৈরি করা যায়। এটি একটি সম্পূর্ণ ভিজুয়াল সম্পাদক যা নন-ডিজাইনারদের জন্য উপযুক্ত এবং সহজ ব্যবহারযোগ্য করে তুলে ধরেছে। এটি নিম্নলিখিত কাজগুলির জন্য ব্যবহার করা যায়:

✅সোশ্যাল মিডিয়া পোস্ট: Canva ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারেন যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য। আপনি পোস্টের কাছাকাছি ছবি, পাঠ এবং আকর্ষণীয় গ্রাফিক যুক্ত করতে পারেন।

✅প্রেজেন্টেশন: Canva দিয়ে আপনি আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আপনি বিভিন্ন স্লাইডে পাঠ, ছবি, ভিডিও, চার্ট এবং গ্রাফিক যুক্ত করতে পারেন যা আপনার প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় এবং প্রভাবশালী করবে।

✅ব্লগ পোস্ট: Canva ব্যবহার করে আপনি ব্লগ পোস্টের জন্য সম্পূর্ণ ডিজাইন তৈরি করতে পারেন। পাঠ, ছবি, লিংক এবং অন্যান্য উপাদান যুক্ত করে আপনি একটি আকর্ষণীয় এবং স্বাদেশী ব্লগ পোস্ট তৈরি করতে পারেন।

✅লোগো এবং ব্র্যান্ড ইমেজ: Canva এর সাহায্যে আপনি নিজের কোম্পানির জন্য লোগো তৈরি করতে পারেন বা আপনার ব্র্যান্ড ইমেজ তৈরি করতে পারেন। এটি একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করার সাথে সাথে সঠিক সাইজে এবং ফরম্যাটে রেডি করে দেয়।

✅ইভেন্ট ইনভিটেশন: Canva ব্যবহার করে আপনি ইভেন্ট ইনভিটেশন, উপন্যাস, শোক অভিযান বা যে কোনও ইভেন্টের জন্য আকর্ষণীয় কার্ড তৈরি করতে পারেন। পাঠ, ছবি এবং আরো অনেক উপাদান সহজেই যুক্ত করে দেয়।

এছাড়াও Canva অন্যান্য ধরনের ডিজাইন তৈরির কাজে ব্যবহার করা যায়, যেমন বুককভার, ইনফোগ্রাফিক, ব্রোশার, ফ্লায়ার, পোস্টার, সংগ্রহ কার্ড, সিভিল স্রেণীকক্ষা ইত্যাদি। যেকোনো ধরনের প্রফেশনাল বা ক্রিয়েটিভ ডিজাইনের জন্য Canva ব্যবহার করা যায়।

উপদেশমূলক একটি গল্পঃ ৩য় ব্যাক্তি হতে সাবধান.....প্রেক্ষাপট_১উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,-...
16/07/2023

উপদেশমূলক একটি গল্পঃ
৩য় ব্যাক্তি হতে সাবধান.....

প্রেক্ষাপট_১

উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।

প্রেক্ষাপট_২

- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।

প্রেক্ষাপট_৩

- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!

# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।

গল্পের হিতোপদেশঃ

---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।

-সংগৃহীত

|| বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া ৷৷আমার জীবনে পাওয়া দশটি সেরা লজ্জাঃ১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বাড়ির আমার বয়েসি এক ছ...
16/07/2023

|| বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া ৷৷

আমার জীবনে পাওয়া দশটি সেরা লজ্জাঃ

১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বাড়ির আমার বয়েসি এক ছেলের সাথে ওর বিদেশী লেগো সেট নিয়ে খেলা করি। একদিন ওর সেটের একটা পার্টস খুজে পাওয়া যাচ্ছে না। আমি ও খুজলাম। আমি ওর বাসা থেকে বের হবার সময় ওর মা আমার শার্ট প্যান্টের পকেট চেক করলো।

2) আমার এক কাজিন একটা দূর্দান্ত আই,বি,এম পিসি কিনলো। মানে ওর বাবা কিনে দিয়েছিলো। উনি তখন ইন্টার পড়তেন। সবাই কে দাওয়াত করে এনে কম্পিউটার দেখাচ্ছে। আমি ওই পিসি র মাউস টা একটু নাড়ানোর অপরাধে কষে থাপ্পড় খেলাম।

৩) কুরবানি ঈদের পরের দিন আমি বাড়িওয়ালার বাসায় দেখা করতে যাই। উনারা কথা বার্তা বললেন। আমি টেবিলে বসে আছি। পরিচারিকা পোলাও মাংস, কাবাব নিয়ে এলো। আমি হাত ধুতে বাথরুমে
গেলাম। এসে দেখি কিছুই নেই। সে তাদের
আত্মীয়কে খাবার দেবার পরিবর্তে ভুল করে আমাকে দিয়েছে। পরে সেমাই খেয়ে চলে এলাম।

৪) পাড়ার সবাই একটা রেস্টুরেন্ট এ খেতে
গিয়েছি। এক ভাইয়ার বাবা গাড়ি কিনেছেন সেই সেলিব্রেশনে। আসার সময় দামী মাইক্রোবাস এ সবার যায়গা হলো। আমার হলো না। এক বড় ভাই
বল্লো, তুমি একটা রিকশা করে চলে আসো। আমি
গাড়ি থেকে নেমে গেলাম। একটা মেয়ে ফিক করে হেসে ফেল্লো।

৫) আমার ক্যালকুলেটর নষ্ট, বন্ধু কে বললাম
এক্সাম চলছে কলেজে, দুই/তিন দিনের জন্য ক্যালকুলেটরটা ধারদে। ওর ক্যালকুলেটর টা এক্সপেনসিভ। ও দিলো না। হেসে হেসে বল্লো, এইটা হারায়া ফেললে তোর আব্বাও এইটা কিনে দিতে
পারবে না।

৬) স্কুল লাইফে একটা মেয়ে কে অনেক পছন্দ
করতাম। তাকে বলার সাহস কখনো হয়নি। একদিন সাহস করে ওর বার্থডে তে একটা গোলাপ দিয়ে ওকে বললাম, হ্যাপি বার্থডে। ওর গোলাপ টা ছুড়ে ফেলে আমাকে বল্লো, যেমন ফকিন্নি মার্কা চেহারা তেমন ফকিন্নি ছাত্র। এতো সাহস ক্যান তোমার!!
পাশে ওর অনেক বান্ধবী ছিলো, সবাই হো
হো করে হেসে ফেল্লো।

৭) ক্রিকেট ম্যাচ হবে। পাশের পাড়ার সাথে।
চ্যালেঞ্জ ম্যাচ। আমি খুবই এক্সাইটেড। আগের দিন ব্যাট মুছে রেডি করলাম। সকালে আমার মা আমাকে আদর করে দোয়া পড়ে
দিলেন। মাঠে গিয়ে দেখি আমাদের টিমে ১৪ জন। আমি ওপেনিং বোলিং করবো। হালকা প্র্যাক্টিস করছি। ক্যাপ্টেন বড় ভাই ১১ জন
সিলেক্ট করে দুই জন এক্সট্রা রাখলেন। আমি রিকশা
করে মাথা নিচু করে বাড়ি ফিরে এলাম। ১৪তম লোকটা আমি।

৮) নাইনে অংকে পেলাম ৩৯। ক্লাস টেনে রোল
নাম্বার পিছিয়ে ৬০। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে হাসাহাসি করে। একবার আমার মামার বাসায় বেড়াতে গেলাম। ক্লাস থ্রি তে পড়া মামাতো বোন আমার কাছে একটা অংক নিয়ে এলো। সুন্দর
করে বুঝিয়ে দিলাম। আমার মামী বল্লো, যাও সুমনের (আমার আরেক কাজিন) কাছে বুঝো। ও অংক বুঝে নাকি? যথারীতি সবাই হেসে ফেল্লো।
ক্লাস থ্রি এর অংক ও আমি বুঝি না।

৯) ছোট্ট বেলায় খুব রোগা ছিলাম। দেখতেও
ভালো ছিলাম না। একসাথে পাড়ার সব ছেলেরা যখন খেলতাম, কোনো সুন্দর মেয়ে আশেপাশে এলে অন্য রা আমাকে আব্দুল আব্দুল করে ডাকতো। একবার আমি শুনতে পেরেছিলাম একটা ছেলে
বলছিলো, ওর নাম ও আব্দুল, দেখতে ও
আব্দুলের মতো।

১০) কলেজ লাইফে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের
উপস্থাপনা আমার করার কথা, কিন্তু উপস্থাপিকা আমার সাথে উপস্থাপনা করতে চায়নি। কারণ, আমি ওর লেভেলের স্মার্ট নই। আমাকে অনুষ্ঠানের দিন রিহার্সেল সত্ত্বেও দর্শক সারি তে বসতে হলো, যদিও বেশীক্ষণ থাকা লাগেনি, অন্য ছাত্র ছাত্রীর হাসাহাসির কারনে বাধ্য হয়ে বাসায় চলে এসেছিলাম।

এই ঘটনা গুলো প্রতিটাই আমার সাথে ঘটা। আমি নিজের ব্যাপারে সত্যিই কনফিডেন্ট ছিলাম না। খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো মরে যাই না কেনো? আমি বড়লোক নই, সুদর্শন নই, স্মার্ট নই, কথা বলতে পারি না, খারাপ ছাত্র। কি দরকার আমার পৃথিবী তে থাকার? অনেক সময় শিক্ষকদের বকা খেতাম, মার খেতাম। কিন্তু আমি বেচে রইলাম, মরতে ভয় হয়। আমি চেষ্টা করে গেলাম। আমার ভালো কোনো গুন না থাকলে ও একটা শক্তি ছিলো। স্বপ্ন কে বাস্তবতার রূপ দেবার জন্য সাহস। একা একাই যুদ্ধ করেছি। পাশে পেয়েছি আমার মা আর বাবা কে। আমার উপর তাদের অনেক বিশ্বাস ছিলো। মানুষের সব অপমান, লাঞ্ছনা সহ্য করে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে পরিবর্তন করেছি।

I always forgive, but never forget.
আমার জীবন টা খুব সহজ সুন্দর ছিলো না। আমাকে জীবনে অনেক অনেক ধাক্কা খেতে হয়েছে। আর আমি শিখেছি - "জীবনে তোমার সব চেয়ে বিশ্বস্ত বন্ধু তুমি নিজেই।" চোখের পানি কেউ মুছে দেয় না, নিজেকেই মুছতে হয়। ঘুরে দাঁড়াতে হয়। যখন কোনো আশা থাকেনা, আশা তৈরী
করে নিতে হয়। লজ্জা পেয়ে মাথা নিচু করে চলে
যাবার পর ও সেখানে যাবার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় মাথা উচু করে সবার মাঝে নিজেকে আলোকিত করতে।
আমি কষ্ট করেছি, সবাই যখন আনন্দ করতো, আমি
তখন পারতাম না। কিন্তু একদিন পেরেছি। এবং সেই জয়ের তৃপ্তি যে কত খানি, আমি জানি।

আজ আমাকে যে কোনো প্রোগ্রামে সন্মান
করা হয়। আমাকে লজ্জা পেতে হয় না। মোটামুটি সফল একজন প্রকৌশলী বলা চলে।
আমার যে পরিমান লেগো সেট আছে,
অনেকেই ঈর্ষান্বিত হবে। আমি যে কম্পিউটার
ব্যবহার করি ওই ভ্যালু তে সাধারন মানের দশ টা
কম্পিউটার কেনা যাবে। অনেক অনেক
ইলেকট্রনিক গেজেট আমি কিনি। অপচয় হয়তো,
কিন্তু তৃপ্তি পাই। প্রতি টা লজ্জার, চড়ের, লাঞ্ছনার হিসাব আদায় করি। অসুন্দর বলে অনেক অপমানিত হয়েছি, এখন হইনা
বরং সবাই বেশ হ্যান্ডসাম ই বলে কথা না বলতে
পেরেও এখন ভালো বক্তা। আনস্মার্ট হয়েও এখন অফিসে স্মার্টনেসের রেফারেন্স।
ঘুরে দাঁড়ানো খুব কষ্টের কিছু না। প্রয়োজন শুধু
সাহস আর দমের। বুকে দম থাকলে হারতে চাইলেও হারা যায় না। আর আশা, সুন্দর একটা স্বপ্ন। যা পূরন করা একমাত্র লক্ষ্য হতে হবে।

* Don't expect help.... help yourself. আমি যখন
ভেঙ্গে পড়েছিলাম, তিন টা ওষুধ, আমার কাজে
লেগেছিলো...

Self motivation.
Self Confidence.

©বুয়েটের সাবেক শিক্ষার্থী সাব্বির আহমেদ ইমন

Address

Nasirabad Zakir Hussain Road Bhuyagoli
Nasirabad

Telephone

+8801857208923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poly Datta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poly Datta:

Videos

Share


Other Digital creator in Nasirabad

Show All

You may also like