কবিতা - 𝐊𝐎𝐁𝐈𝐓𝐀

কবিতা - 𝐊𝐎𝐁𝐈𝐓𝐀 বাংলা সাহিত্যের বিখ্যাত কবিদের কবিতা ফেসবুকে প্রকাশের অন্যতম একটি মাধ্যম এই পেজ।
(1)

08/07/2024
With Falguny Hossain – I just got recognized as one of their top fans! 🎉
01/07/2024

With Falguny Hossain – I just got recognized as one of their top fans! 🎉

🖤💜🖤
30/06/2024

🖤💜🖤

Admin : Emran Ahmed
27/06/2024

Admin : Emran Ahmed

With Emran Ahmed – I just got recognized as one of their top fans! 🎉
17/05/2024

With Emran Ahmed – I just got recognized as one of their top fans! 🎉

- একটা বিষন্ন গ্রীষ্মের দুপুরে হঠাৎ তোমার কন্ঠস্বরযেন হিমালয় থেকে নেমে আসা শীতল পানি।
13/05/2024

- একটা বিষন্ন গ্রীষ্মের দুপুরে হঠাৎ তোমার কন্ঠস্বর
যেন হিমালয় থেকে নেমে আসা শীতল পানি।

12/05/2024

তোমাকে যে অবহেলায় রেখেছে, খুজ নিয়ে দেখো,
অন্যকারো অবহেলায়, দুমড়েমুচড়ে ভাঙছে সেও!

12/05/2024

কেউ জানেনা একেকেটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়-

কোনো বিষন্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,

এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক!

পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ

আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;

মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস, কে জানতো!

দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই,

এমন হলুদ, ধূসর আর তুষারবৃত!

একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়, কেউ জানে না

হঠাৎ একসঙ্গে অসংখ দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি

প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায়,

তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে

গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তার চেয়েও বিষন্নতা নেমে আসবে

মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে।

তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে

তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না;

মানুষের ভেতর কতো যে দীর্ঘশ্বাস, জমাট বেঁধে আছে

কতো যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যুসংবাদ

মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সকাল ১১ টায়।যাদের এসএসসি রেজাল্ট দরকার তারা বোর্ডের নাম, রেজিস্ট...
12/05/2024

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সকাল ১১ টায়।
যাদের এসএসসি রেজাল্ট দরকার তারা বোর্ডের নাম, রেজিস্টেশন নম্বর এবং রোল লিখে কমেন্টস করুন. আপনার রেজাল্ট সাথে সাথে কমেন্টস বক্সে দেয়া হবে

SSC Result 2024
SSC BATCH 2024

27/04/2024

অপেক্ষা
আবৃতি : Emran Ahmed

#কবিতা

23/04/2024

হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটা ও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন।
– হুমায়ূন আহমেদ

23/04/2024

নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আরা নেই।
-রেদোয়ান মাসুদ

23/04/2024

সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না।
– সেক্সপিয়র

23/04/2024

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।
– ডেল কার্নেগি

23/04/2024

মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না।
— রেদোয়ান মাসুদ

23/04/2024

“খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”

– জর্জ ওয়াশিংটন

23/04/2024

“চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে”

23/04/2024

ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া।
– অ্যানোনিমাস

23/04/2024

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।

– আইনস্টাইন

23/04/2024

“সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”

Address

Narsingdi Sadar
Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা - 𝐊𝐎𝐁𝐈𝐓𝐀 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies